27/11/2024
জুলাই/ অক্টোবর -২০২৫ সেশনে আবেদনের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি চলছে!
“সততাই আমাদের মূল শক্তি”
আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাই তাদের নিজ নিজ স্কুলের ঠিকানাতে ‘ডিএইচএল’ করে থাকে। ফাইল জমা প্রদানের ক্ষেত্রে কোন রকম লুকোচুরি নেই। ‘ঢাকা নিহোনগো একাডেমী এবং জাপানের স্কুলের মাঝে কোন রকম তৃতীয় ব্যক্তির নিকট ‘ডিএইচএল’ করা হয় না।
অতএব, ফাইল সঠিক ভাবে জমা হয়েছে কিনা তা প্রতিটি শিক্ষার্থী নিজেই যাচাই করতে পারে। শিক্ষার্থীদের ডকুমেন্ট পরীক্ষা করার জন্য জাপানেরর স্কুল ব্যতিত কোন তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় না। কারণ প্রতিটি স্কুলই তাদের ‘সিওই’ প্রাপ্তির জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে। এখানে তৃতীয় ব্যক্তির কোন রকম হাত নেই। যারা জাপানীজ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করেছেন অথবা N5 পরীক্ষা দিবেন তারা অতিসত্বর SKYPE INTERVIEW-এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
পরবর্তী সেমিস্টার জুলাই/ অক্টোবর -২০২৫।
DHAKA NIHONGO ACADEMY-এর বৈশিষ্ট্য এবং সুযোগ সুবিধা:
* স্থানীয় জাপানিজ এবং অভিজ্ঞ ভাষা শিক্ষক
* শীতাতপ নিয়ন্ত্রিত এবং স্মার্ট ক্লাসরুম।
* সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত আসন
* লিসেনিং এবং স্পিকিং অনুশীলনের জন্য ভাল সাউন্ড সিস্টেম
* দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত যত্ন এবং অতিরিক্ত ক্লাসের সুযোগ।
* নাট / জেপিএলটি / জে-টেস্টের জন্য মক টেস্ট / মডেল টেস্ট সুবিধা
* নেটিভ স্থানীয় শিক্ষকদের সাথে রিয়েল দূতাবাসের সাক্ষাত্কার * অনুশীলনের জন্য কমন রুম
* দূতাবাসের সাক্ষাত্কার অনুশীলন
* জাপানের যে শহরগুলিতে আমাদের সহযোগিতায় স্টুডেন্ট ভিসায়
আবেদন করা যাবে
টোকিও ওসাকা কোবে হিরোশিমা
ইবারাকি সাইতামা চিবা কানাগাও
ইয়োকোহামা সেন্দাই ফুকুকা নাগোয়া
ফুকুশিমা ওকিনাওয়া আকিতা সাপপুরো
* আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
১) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা HSC অথবা সমমান।
২) সর্বোচ্চ বয়সসীমা ৩০ বৎসর পর্যন্ত গ্রহণযোগ্য।
৩) Study gap সর্বোচ্চ ৭ বৎসর পর্যন্ত গ্রহণযোগ্য।
৪) এই ভিসার আবেদনের জন্য স্পন্সর এর প্রয়োজন আছে এবং ব্যাংকে
ন্যূনতম ১৫ লক্ষ টাকা সমপরিমাণ ব্যালেন্স দেখাতে হবে।
জাপানে আসার পর আমরা আপনাদের নিম্নের সার্ভিসগুলো দিব।
জাপানের এয়ারপোর্ট থেকে পিকআপ করে আনব।
জাপানে হেলথ ইনসিওরেন্স করার জন্য সহযোগিতা করব।
জাপানে রেসিডেন্ট কার্ড রেজিস্ট্রেশন করার জন্য সহযোগিতা করব।
জাপানে ব্যাংক একাউন্ট করার জন্য সহযোগিতা করব।
জাপানে আপনাদের পার্টটাইম জবের ব্যবস্থা করে দিব।
জাপানে আপনারা প্রতিমাসে ১২০ ঘন্টা পার্টটাইম জবের
সরকারিভাবে অনুমতি পাবেন। প্রতি ঘন্টা পার্ট টাইম জব করলে ১০০০ থেকে ১২০০ ইয়েন পাওয়া যাবে। ১২০ ঘন্টা পার্ট টাইম জব করলে ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪৪ হাজার ইয়েন বেতন পাবেন। যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা।
জাপানে যাওয়ার যাবতীয় সঠিক তথ্য ও দিক নির্দেশনা জানতে চলে আসুন নিম্নের ঠিকানায় -
# আমাদের_বাংলাদেশের_ঢাকা_অফিস
DHAKA NIHONGO ACADEMY
* ৪৪৬ নয়াপাড়া,(ভুতের আড্ডা বিল্ডিং এর পঞ্চম তলা) বর্ণমালা স্কুল
রোড, দনিয়া, শনিরআখড়া, ঢাকা
মোবাইল: ০১৯১১-৫৯৪৬৩৭
জাপান অফিসঃ
115-0056 Tokyoto, Kitaku, Nishigaoka 3-8-3-1411
Mobile: 080-3604-5758