12/10/2023
কসোভো দূতাবাসের কনস্যুলার সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ঘোষণা
ঢাকা/বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, আগামী পহেলা (০১) নভেম্বর, ২০২৩ থেকে ০৭ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত, "ডি" ভিসা/( দীর্ঘ মেয়াদী ভিসা) এর জন্য নতুন আবেদন গ্রহন সাময়িকভাবে স্থগিত করবে। ইহা ব্যাতিত পারিবারিক পুনর্মিলন (Family reunification), শিক্ষামুলক কার্যক্রম অথবা চিকিৎসা জনিত আবেদন গ্রহন করা হবে। অফিসিয়াল, ব্যাবসায়িক এবং পারিবারিক কারণ ছাড়া, "C" ভিসা (স্বল্পমেয়াদী ভিসা) আবেদন ও সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
যে সমস্ত আবেদনকারী ভিসা বিভাগে, ভিসা ফি প্রদান করেছেন এবং দূতাবাস যাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখ নির্ধারণ করেছে তাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আইনি সময়সীমার মধ্যে তাদের ভিসার সিদ্ধান্ত পাবেন।
আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, দূতাবাসে ভিসা সেক্টরের কনস্যুলার পরিষেবা উন্নত করার উপলক্ষে উল্লিখিত তারিখ অবধি কোন নতুন ভিসার অনুরোধ গ্রহণ করা হবে না ।
Dear,
We launch this announcement for the purpose of informing interested parties regarding an update on the Consular Section of the Embassy.
We inform you that the Embassy of the Republic of Kosovo in Dhaka/Bangladesh, starting from November 01, 2023 to January 07, 2024, will temporarily suspend new requests for "D" visas, with the exception on residence permit request with the purpose of Family Reunification, Educational Process and Health Treatment. This announcement also applies to the "C" visa category, with the exception of applications for Official, Business or Family visits to the Republic of Kosovo.
All applicants who have made the payment for a visa category and have been assigned an interview date at the Embassy, will be processed and will receive an answer for their visa within the legal deadlines or timeframe.
We further inform you that the purpose of not accepting new visa requests, referring to the above mentioned date, is to improve the consular service of the visa sector at the Embassy.