
07/03/2024
What a great day, What a great speech!
আজ ঐতিহাসিক ৭ই মার্চ! অনেক সুন্দর একটি ভাষণ ছিল! আর তাই আমরা বাংলাদেশীরা শেখ মুজিবের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে আজও “স্বাধীনতা চেয়ে যাচ্ছি, মুক্তি চেয়ে যাচ্ছি”! দেশে যেনও এর ঘাটতি কোনও কালেই না হয়! তাই “এবারের সংগ্রাম থেকে ……….. মুক্তির সংগ্রাম!” শূন্য স্থান পূরণ করে নিন প্লিজ!
#শেখমুজিব #ঐতিহাসিক #স্বাধীনতা #বাংলাদেশ #ঢাকা