Amin tours & travels/আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Amin tours & travels/আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস

Amin tours & travels/আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্জ কাফেলায় সাদর আমন্ত্রণ
(2)

Alhamdulillah❤️❤️❤️
22/05/2023

Alhamdulillah❤️❤️❤️

22/01/2023
আলহামদুলিল্লাহ:-😍🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ...
27/11/2022

আলহামদুলিল্লাহ:-😍
🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"
🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ১৮ তলাবিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম-জেদ্দা নৌরুটে।
👉🏼দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান- কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এমএ রশিদ
👉🏼বুধবার২৩ নভেম্বর,দুপুরে পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত 'এমভি বে ওয়ানে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।মাএ ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দা পৌঁছাবে জাহাজটি।❤️

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️
02/05/2022

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

পবিত্রতার এই মাসে, পবিত্রতা ছড়িয়ে পড়ুক কুরআনের সাথে ৷রমাদান কারীম ৷
03/04/2022

পবিত্রতার এই মাসে, পবিত্রতা ছড়িয়ে পড়ুক কুরআনের সাথে ৷

রমাদান কারীম ৷

পবিত্র জুম্মা মোবারক ❤️
11/03/2022

পবিত্র জুম্মা মোবারক ❤️

আসসালামু আলাইকুম, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ওমরাহ হজ্জ কাফেলায় সাদর আমন্ত্রণ ।  #প্যাকেজ  A ১০-১৪ রমজানের ...
08/03/2022

আসসালামু আলাইকুম,
সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ওমরাহ হজ্জ কাফেলায় সাদর আমন্ত্রণ ।

#প্যাকেজ A
১০-১৪ রমজানের ভিতরে
থাকা,খাওয়া,যাওয়া,আসা নিকটে 5 ষ্টার হোটেল
খরচ ২২০,০০০

#প্যাকেজ B
১০-১৪ রমজানের ভিতরে
থাকা,খাওয়া,যাওয়া,আসা নিকটে 3 ষ্টার হোটেল
খরচ 16০,০০০

#বিঃদ্রঃ খরচ কমবেশ হতে পারে, তাই
বিস্তারিত জানতে ইনবক্স অথবা কল করুন এই নাম্বারে-01712565176

যে মসজিদের মর্যাদা স্বয়ং মহান আল্লাহই দিয়েছেন এবং আল্লাহর রাসুল যেখানে সালাতও আদায় করেছেন এবং যেটা মুসলমানদের প্রথম কিবল...
12/05/2021

যে মসজিদের মর্যাদা স্বয়ং মহান আল্লাহই দিয়েছেন এবং আল্লাহর রাসুল যেখানে সালাতও আদায় করেছেন এবং যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিলো সেই মসজিদকে ছিনিয়ে নেওয়া এতো সহজ নয়।
বায়তুল মোকাদ্দাস(আল-আকসা) আমাদের ছিলো আমাদেরই থাকবে ইন'শা আল্লাহ।















Allah Subhanahu Wa Ta'ala said:اَوَلَيْسَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَا لْاَ رْضَ بِقٰدِرٍ عَلٰۤى اَنْ يَّخْلُقَ مِثْل...
05/05/2021

Allah Subhanahu Wa Ta'ala said:
اَوَلَيْسَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَا لْاَ رْضَ بِقٰدِرٍ عَلٰۤى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ ۗ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
আওয়া লাইছাল্লাযী খালাকাছছামা-ওয়াতি ওয়াল আরদা বিকা-দিরিন ‘আলা আইঁ ইয়াখলুকা মিছলাহুম বালা- ওয়া হুওয়াল খাল্লা-কুল ‘আলীম।
"যিনি আসমান যমীন সৃষ্টি করেছেন তিনি কি সেই লোকদের অনুরূপ (আবার) সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ, অবশ্যই। তিনি মহা স্রষ্টা, সর্বজ্ঞ।"
(QS. Ya-Sin 36: Verse 81)
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَا دَ شَیْئًـا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
ইন্নামাআমরুহূ ইযাআরা-দা শাইআন আইঁ ইয়াকূলা লাহূকুন ফাইয়াকূন।
"তাঁর কাজকর্ম কেবল এ রকম যে, যখন তিনি কোন কিছুর ইচ্ছে করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়।"
(QS. Ya-Sin 36: Verse 82)
فَسُبْحٰنَ الَّذِيْ بِيَدِهٖ مَلَـكُوْتُ كُلِّ شَيْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ
ফাছুবহা-নাল্লাযী বিয়াদিহী মালাকূতুকুল্লি শাইয়িওঁ ওয়া ইলাইহি তুর জা‘ঊন।
"কাজেই পবিত্র ও মহান তিনি যাঁর হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, আর তাঁর কাছেই তোমাদের (সকলকে) ফিরিয়ে আনা হবে।"
(QS. Ya-Sin 36: Verse 83)
Al-Qur'an

28/04/2021

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা অাপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥"লা তাহযান"অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না...
19/04/2021

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥
"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।
"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।
" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।
" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।
~সুবহানআল্লাহ❤

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Amin tours & travels/আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin tours & travels/আমিন ট্যুরস এন্ড ট্রাভেলস:

Videos

Share

Category


Other Travel Agencies in Dhaka

Show All

You may also like