25/01/2024
আপনি কি বৈধ ভাবে 🇺🇸 🇺🇸 আমেরিকায় 🇺🇸 🇺🇸 ট্যুরিস্ট ভিসায় যাওয়ার কথা ভাবছেন?
তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই কথা গুলো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদেরকে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
🔴 আমেরিকান ট্যুরিস্ট ভিসা কি এবং কেন?
এই ভিসা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসায় আমেরিকা যেতে চান শুধুমাত্র তাদের জন্য, এছাড়া আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ব্যবসার কাজের জন্যও যেতে পারবেন এবং কোন ধরনের মেডিকেল চিকিৎসার জন্য যেতে পারবেন। আমেরিকান ট্যুরিস্ট ভিসা হচ্ছে ৫ বছরের মাল্টিপল ভিসা অর্থাৎ আপনি ৫ বছরের মধ্যে যতবার খুশি যাওয়া আশা করতে পারেবন।
🔴 আমেরিকার ট্যুরিস্ট ভিসা কীভাবে পাওয়া যায়?
আমেরিকার ট্যুরিস্ট ভিসা মূলত ২ টা বিষয়ের উপর নির্ভর করেঃ
✔ DS-160 ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এর উপর
✔ এবং ইন্টারভিউ এর উপর
আপনাকে অবশ্যই যথাযথভাবে DS-160 ফর্ম পূরণ করতে হবে। কারন এর উপর ভিসা হওয়া ৭০% এর মত নির্ভর করে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। বাকিটা হচ্ছে ইন্টারভিউ এর উপর। আপনার জন্য কেন আমেরিকা যাওয়া জরুরী, তার যৌক্তিক কারন দেখাতে হবে। আপনি যদি ভিসা অফিসারকে বুজাতে পারেন, আপনি আমেরিকা গিয়ে ট্যুর শেষ করে আবার ফিরে আসবেন, তাহলে অবশ্যই আপনার ভিসা হবে।
🔴 কোন কান্ট্রি ভিজিট থাকা লাগবে নাকি?
যেহেতু এটা একটা ট্যুরিস্ট ভিসা, সেহেতু আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে আপনি একজন ট্যুরিস্ট। আর এটা প্রুফ করার জন্য আপনার অবশ্যই ট্যুর থাকতে হবে। আপনি কোন কান্ট্রি ভিজিট না করেই আমেরিকা ভিজিট করার জন্য দাড়িয়ে গেলেন, তাহলে আমেরিকান এম্বাসি কেন আপনাকে ভিসা দিবে। আবার এর মানে এই নয় যে, কান্ট্রি ভিজিট থাকলেই আপনার ভিসা হয়ে যাবে। আপনাকে সঠিক পলিসি টা জানতে হবে। সঠিক গাইডলাইন মেনে DS-160 ফর্ম পূরণ, সঠিকভাবে ইন্টারভিউ দেওয়া। আবার কিছু কিছু ক্ষেত্রে খালি পাসপোর্টেও ভিসা হয় যেমনঃ মেডিকেল ইস্যু, ব্যবসায়ীক উদ্দেশ্য, বিশেষ ইনভাইটেশন ইত্যাদি। যারা ফ্যামিলি নিয়ে দাঁড়াবেন তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে কয়েকটি দেশ ট্যুর দিবেন।
🔴 আমেরিকান ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে?
আমেরিকান ট্যুরিস্ট ভিসার কথা মাথায় আসলেই আমাদের মনে হয় অনেক ডকুমেন্ট লাগবে যেমন - জায়গা জমির দলিল, বাড়ি, গাড়ি, ব্যাংেক অনেক টাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তব সত্য হল এগুলা কিছুই লাগে না। এখানে শুধুমাত্র আবেদনকারীর পার্সোনাল ইনফরমেশন, আবেদনকারীর ইনকাম সোর্স ডকুমেন্ট (চাকুরীজীবী হলে NOC), ব্যবসায়ী হলে বিজনেস ডকুমেন্ট, ব্যাংক সল্ভেনসি বা ব্যাংক স্টাটেমেন্ট (অধিকাংশ ক্ষেত্রে এটা দেখে না)। এর বাইরে আর কিছু লাগে না।
🔴 আমেরিকান ট্যুরিস্ট ভিসা কন্ট্রাক্টে করা যায় কিনা?
আমেরিকার ট্যুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা। এই ভিসা কন্ট্রাক্টে হয় না, ভুলেও এই কন্টাক্ট এ যাবেন না। কেউ যদি আপনাকে কন্ট্রাক্টে আশার কথা বলে তাহলে বুজবেন ঘাপলা আছে, কারণ আমেরিকা এম্বাসির সাথে কারও লিংক বা লবিং থাকার কোন প্রশ্নই আসে না। কেউ যদি বলে থাকে আমেরিকা এম্বাসির সাথে লিংক আছে, তার মানে তিনি আপনাকে মিথ্যা তথ্য দিয়েছে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, সঠিক গাইডলাইন ফলো করুন, ইনশাআল্লাহ্ আপনার ভিসা হয়ে যাবে।
🔴 আমেরিকার ট্যুরিস্ট ভিসা করতে কতো টাকা লাগে?
একটা কমন প্রশ্ন সবার মাথায় ঘুরে, দেশটা যেহেতু আমেরিকা তার মানে এখানে অ্যাপ্লাই করতে মনে হয় অনেক টাকা লাগে, কিন্তু বাস্তব সত্য হল অ্যাপ্লাই করতে মাত্র $185 ডলার লাগে যা টাকায় এখন ২১,০৯০ টাকা। এটাই আমেরিকান টুরিস্ট ভিসার মূল খরচ। এই টাকা শুধুমাত্র EBL ব্যাংক অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দিতে হয়। টাকা জমা দেওয়ার পর ইন্টারভিউ এর ডেট নিতে হয়। আর প্রসেসিং চার্জ একেক এজেন্সী একেক রকম নিয়ে থাকেন। যারা এ বিষয়ে স্পেশালিস্ট, তাঁদের ভিসা হওয়ার পার্সেন্টেজও অনেক বেশি। তাই এজেন্সীর নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
🔴 আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশন কতটা গুরুত্বপূর্ণ?
অনেকে আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশন এর কথা বলে অতিরিক্ত টাকা দাবি করে। আসলে আমেরিকার জন্য ইনভাইটেশন খুব একটা গুরুত্বপূর্ণ না। যদি আপনার খুব নিকট কেউ থাকে যেমন মা, বাবা, ভাই, বোন, আপন মামা, মামি, চাচা, চাচি মূল কথা রক্তের কেউ থাকে সে ক্ষেত্রে কিছু কিছু সময় ইনভাইটেশন কাজে লাগে। যেমন ধরুন কোন বিয়ের প্রোগ্রাম, কেউ মারা গিয়েছেন - এখন আপনাকে যেতেই হবে, বা কোন বিজনেস ইস্যু এসব ক্ষেত্রে ইনভাইটেশন মাঝে মাঝে কাজে আসে। তার মানে এই নয় যে, আপনার ভিসা হয়েই যাবে। আপনার দূর সম্পর্কের কোন আত্মীয়, বন্ধু-বান্ধব বা অপরিচিত কারো থেকে ইনভাইটেশন নিয়ে আপনি দাড়িয়ে গেলেন, এগুলা কোন কাজেই আসে না। তাই অহেতুক ইনভাইটেশন এর জন্য টাইম নষ্ট করবেন না। আমাদের কাছে আসলে আমরা আপনার প্রোফাইল দেখে বলে দিবো আপনার জন্য ইনভাইটেশন কাজে আসবে কিনা।
আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের অফিসে আশার আমন্ত্রণ রইলো।
যারা আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা যেতে চান, তারা খুব সহজেই আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারেন। এখন আসি আমরা আপনাকে কি কি সার্ভিস দিবঃ
✔ নিখুঁতভাবে DS-160 ফর্ম পূরণ করা
✔ ইন্টারভিউ এর জন্য রেডি করা (আমরা প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউ এর আগে প্রাক্টিস করিয়ে থাকি)
✔ ডকুমেন্ট রেডি করে দেওয়া (কি কি ফাইল আপনি সাথে নিয়ে যাবেন)
✔ আপনি কি ড্রেস পরে যাবেন, কীভাবে যাবেন
✔ এছাড়া ফ্রী কন্সালটেশন
**মোটকথাঃ সব খুঁটিনাটি বিষয় আমরা খেয়াল রাখি। অনেকের কাছে যেগুলা কোন বিষয় না, সেসব জিনিসও আমরা খেয়াল রাখি**
** এছাড়া আপনি যদি 🇺🇸 𝐕𝐈𝐏 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 🇺🇸 পেতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার হয়তো অ্যাপ্লিকেশন করার ইচ্ছা আছে কিন্তু আমাদের অফিসে আশার সময় পাচ্ছেন না, আমাদেরকে বলুন, আমাদের এক্সপার্টরাই আপনার কাছে চলে যাবে। খুব সহজেই আপনার অফিসে বসেই সব কাজ করে ফেলতে পারবেন।**
অ্যাপ্লিকেশন শুরু করার জন্য প্রাথমিকভাবে যেসব ডকুমেন্ট লাগবেঃ
✔ পাসপোর্ট এর মূল পেজ ফটোকপি
✔ দুইটা ফোন নাম্বার
✔ একটা ইমেইল আইডি
**যারা ঢাকার বাইরে আছেন, তারা চাইলে এসব ডকুমেন্ট আপনি হোয়াটস্যাপ এ পাঠিয়ে ও কাজ শুরু করতে পারেন**
আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমঃ
01897989440 (WhatsApp)
01897989441 (WhatsApp)
01897989442
01897989444
[email protected]
ঠিকানাঃ হাউস-২০, ফ্লোর-৩, রোড-১১, ডি আই টি প্রোজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২