15/10/2023
জাপান একটি উন্নতদেশ ।কিন্তু সেখানে জনসংখ্যা দিন দিন কমতেছে। তাই তারা অন্য দেশ থেকে লোক নিয়ে সেই চাহিদা পূরণ করার চেষ্টা করতেছে। কিন্তু জাপান সব সময় দক্ষ জনবল নিয়োগ করে।
তার ধারাবাহিকতায় কয়েক প্রকার ভিসায় আপনি জাপান যেতে পারবেন।
তারমধ্যে অন্যন্যতম হলো স্টুডেন্ট ভিসা, SSW ভিসা ও ইন্জিনিয়ারিং ভিসা
১। আগে জানতে হবে যে জাপান যেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে?
খুব সহজে যেতে পারেন জাপানি ভাষা শিক্ষা কোর্সে। স্টুডেন্ট ভিসা হিসাবে জাপান যেতে হলে আপনাকে অবশ্যই ইন্টার বা HSC পাশ করতে হবে।
জাপানে সর্বনিম্ন জিপিএ দিয়েও আবেদন করা যায়।
স্টাডি গ্যাপ 10-12 বছর হলেও আবেদন করা যাবে।
বেসিক জাপানী ভাষা শিখতে হবে।
সাধারণত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বেসিক জাপানী শিখতে পারলে জাপান যাওয়া প্রায় ৯০ শতাংশ নিশ্চিত।
২। কিভাবে আবেদন করবেন?
জাপান যাওয়ার বিষয়ে অপনি সিদ্ধান্ত গ্রহণ করার পর যেকোনো বিশ্বস্ত এজেন্সিতে আপনার ডকুমেন্ট জমা দিলে তারা আপনার জন্য কয়েকটি স্কুলে স্কাইফি ইন্টারভিউ দিয়াবে । অনেক সময় আনেক স্কুল ইন্টারভিউ ছাড়াই ডকুমেন্ট দেখেই সিলেক্ট করে ।
২য় ধাপে নিজের সকল ডকুমেন্ট এজেন্সিতে জমা দিলে তারা সকল কাগজপএ চেক করে জাপানের ইমিগ্রেশন এ পাঠাবে। ইমিগ্রেশনে জমা দেয়ার ৪৫-৯০দিনের মধ্যে অফার লেটার বা COE ইস্যু হবে।
৩য় পর্যায়ে COE লেটার ও আপনার মূল কাগজ পএ জাপান থেকে ফিরে আসলে ঢাকায় অবস্থিত জাপান এম্বাসি ফরম ফিলাপ করে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সাধারণত এম্বাসিতে দারানোর ৭দিনের মধ্যে ভিসা ইস্যু হয়ে থাকে।
৩। কি কি ডকুমেন্ট লাগবে?
সকল সার্টিফিকেট ও মার্কশীট
বাবা-মা ও নিজের NID কার্ড
পাসপোর্ট
TIN সার্টিফিকেট
গ্রানটোর এর ব্যাংক সলভেনসি ও স্টেটমেন্ট
৪। সর্বশেষে এখন বলব খরচের হিসাব :
প্রসেসিং + ভাষা শিক্ষা সহ প্রাথমিক খরচ হতে পারে ১লক্ষ টাকার মতো।
সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে জাপান যেতে হলে আপনাকে প্রায় ১০ লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে তবে সেটি আপনি যে ইউনিভারসিটির টিউশন ফি এর উপর নির্ভরশীল।
যারা জাপান যেতে চান তারা যেকোনো সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। কমন্টে বক্সে যেকোনো প্রশ্ন করতে পারেন ।
আজকে এ পর্যন্ত ,সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন , আল্লাহ হাফেজ।