pavel mahamud

pavel mahamud PRESS

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
10/04/2024

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

গল্পটা তো এমন ও হতে পারতো😊😊
15/02/2024

গল্পটা তো এমন ও হতে পারতো😊😊

বাহ্ সেই স্বাদ😊😊
04/02/2024

বাহ্ সেই স্বাদ😊😊

09/01/2024

রায়পুরার জনগণের উদ্দেশ্য রাজু বলেন, এই রায়পুরা আমার। আমি এ রায়পুরাকে তিলে তিলে সাজিয়েছি। আমার রায়পুরার জনগণের প্রতি আস্তা, বিশ্বাস সবসময়ই ছিল তাই ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০২৪ সালেও আমাকে তারা বিজয়ী করেছে। আমাকে তারা ভালো না বাসলে আমি ৭ বার নৌকাকে বিজয়ী করতে পারতাম না। তাই আমি আমার রায়পুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ফি আমানিল্লাহ্ ৭ তারিখ দেখা হবে ইনশাআল্লাহ।
06/01/2024

ফি আমানিল্লাহ্ ৭ তারিখ দেখা হবে ইনশাআল্লাহ।

28/11/2023

ওনি বাংলাদেশী মদ খোর,,কলকাতা এসে মদ খেয়ে ফল দোকানীর সাথে উল্টাপাল্টা কথা বলতেছে,, আজ এদের কারনে বাংলাদেশ থেকে যারা আসে বেড়ানোর জন্য চিকিৎসার জন্য আমরা বিপদগ্রস্ত।

রাস্তায় দেখা মিললো পৃথিবী থেকে শতবর্ষ পূর্বে হাড়িয়ে যাওয়া বিরল প্রজাতির জোনাকিপোকা।
30/10/2023

রাস্তায় দেখা মিললো পৃথিবী থেকে শতবর্ষ পূর্বে হাড়িয়ে যাওয়া বিরল প্রজাতির জোনাকিপোকা।

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধারপাভেল মাহমুদ :নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কিরণ...
10/10/2023

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

পাভেল মাহমুদ :
নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মরদেহটি খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের উপর পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত কিরণ মিয়া উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার সকালে কিস্তির টাকা পরিশোধ করে দুপুর পর্যন্ত অটোরিকশা চালায় সে। পরে সন্ধ্যার কিছুক্ষন পরে অপরিচিতি ৩ জন লোক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ রিকশা ছাড়াই সে বাড়ি থেকে বের হয়েছে। এরপর সে আর বাড়ি ফিরেনি৷ পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজনরা উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের রেললাইনের মাঝে পড়ে থাকা মরদেহ শনাক্ত করেন।

নিহত কিরণের মা নিলুফা বেগম বলেন, গত কিছুদিন আগে কিরনের ভাই হারুন এর একটি ব্যাটারিচালিত রিকশা চালানোর সময় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ছিনতাই করার সময় কিরনকে মারধর করে ছিনতাইকারীরা। এঘটনার পর ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হলে সে হামলাকারীদের চিনতে পেরেছে বলে প্রতিবেশীদের সাথে বলাবলি করে। এঘটনার জের ধরেই দুর্বৃত্তরা কিরনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ ও রহস্য জানা যাবে।

  bye-bye Shakim
07/10/2023

  bye-bye Shakim

10/09/2023

আজ (১০ই সেপ্টেম্বর) ২০২৩ ইং রবিবার- নরসিংদীর,শিবপুর,আয়ূবপুর ইউনিয়ন সানখোলা গ্রামের মো. হেকিম মিয়ার পুত্র মো. সাইফুল মিয়া (৪৫) নামের এক যুবক এর মরদেহ ঘোড়ারগা ঈদগাহ মাঠে এলাকায় মাথা বিচ্ছিন্ন মৃতের মরদেহের সন্ধান পাওয়া গেছে। # view

ছবিটা ভালো করে লক্ষ করুন,কিছু কি দেখেছেন আপনি??
21/08/2023

ছবিটা ভালো করে লক্ষ করুন,কিছু কি দেখেছেন আপনি??

I've received 900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/08/2023

I've received 900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

বড় চিন্তার বিষয় 😀😀
31/07/2023

বড় চিন্তার বিষয় 😀😀

They don't know how to act, they are not human🥲🥲
29/07/2023

They don't know how to act, they are not human🥲🥲

ব্রেকিং নিউজ.... বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার সহধর্মিণী শিরিন বকুল হত্যা মামলায় নরসিংদী আদালতে আত্মসমর্প...
13/07/2023

ব্রেকিং নিউজ....

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার সহধর্মিণী শিরিন বকুল হত্যা মামলায় নরসিংদী আদালতে আত্মসমর্পণ করার সংবাদ শুনে ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও ভাংচুরের চিত্র।

12/07/2023

*Collected*যতো পারেন শেয়ার করেন আপনার একটি শেয়ারিং এ হয়তো কেউ না কেউ এই প্রতারক থেকে সাবধান হতে পারবেন # #
*একটি সতর্কীকরণ পোস্ট ঃ*
গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন তুলতেই একটি আপু জানালো- খুব দুঃখিত ভাইয়া, আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম, ভুলকরে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে। কারণ, আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে। তাই ভুল করে ফেলেছি। একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন? নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।
আমার মোবাইলে একটু পরেই একটা ওটিপি এলো। সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে আবার সেই ফোন- ভাইয়া ওটিপি টা এসেছে, প্লিজ আমাকে জানান।
আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে নাম্বারটা আমার মত সেটা থেকে একটা কল করুন!
জবাব এলো- ঐ নাম্বারটায় একদম ব্যালেন্স নেই, তাই এই নাম্বার থেকে কল করছি।
পরক্ষণেই আমার মোবাইলে ব্যাংকের মেসেজ এলো- "আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেন্জ এর জন্য রিকোয়েস্ট করেছেন? তাহলে পাঠানো ওটিপি টা ব্যাবহার করুন, রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন"।
মাথা গরম হয়ে গেলো। সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নাম্বারে ফোন করলাম, জবাব এলো- সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয়।
এটা একটা নতুন ভাবে ব্যাংক জালিয়াতির প্রচেষ্টা। আমি দু'টো নাম্বারই ব্যাংকে জানিয়ে দিয়েছি। তাই, সবার কাছে অনুরোধ এই খবরটা যতোজনকে পারেন ফরোয়ার্ড করুন ও নিরাপদে থাকুন, ধন্যবাদ।

মাইকা চিপা কাহাকে বলে???😀😀😀😀😀
12/07/2023

মাইকা চিপা কাহাকে বলে???😀😀😀😀😀

10/07/2023

শ্রীমঙ্গল চা বাগান মৌলভীবাজার, সিলেট।

08/07/2023

মাধবপুর লেক শ্রীমঙ্গল মৌলভীবাজার, সিলেট।

ম্যাডামঃ – বাচ্চারা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?ছাত্র-ছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্য...
07/07/2023

ম্যাডামঃ – বাচ্চারা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

ছাত্র-ছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।

ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!

সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো।
পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।

প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে,
যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে...😀😀😀
copy post

জিরো পয়েন্ট জাফলং।
07/07/2023

জিরো পয়েন্ট জাফলং।

দয়া করে আমরা যেন এমনটা না করি।
24/06/2023

দয়া করে আমরা যেন এমনটা না করি।

প্রচন্ড তাপদহনের পর আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে।
08/06/2023

প্রচন্ড তাপদহনের পর আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে।

Address

Dhaka

Telephone

+8801770180530

Website

Alerts

Be the first to know and let us send you an email when pavel mahamud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to pavel mahamud:

Videos

Share