23/08/2023
পরিকল্পনা আপনার, দায়িত্ব আমাদের।
পুরো পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে, খরচের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিশ্চিতে উপভোগ করুন আপনার কাঙ্ক্ষিত সফরটি। কারন পুরো বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি সর্বোচ্চ আয়েশি সফরের নিশ্চয়তা তাও সর্বনিম্ন খরচে। তাই আজই আপনার ট্যুর প্লানটি আমাদের জানান, আমরা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ট্যুরের সমস্ত আয়জোন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছি।
যা যা থাকছে আমাদের প্যাকেজেঃ
১। ৬ বেলা খাবার (গ্রুপ মাফিক কাস্টমাইজ করার সুযোগ,কক্সবাজারের বিখ্যাত সব মাছ ও স্বনামধন্য রেস্টুরেন্টে খাবারের সুবিধা)
২। এসি বাসে যাতায়াত (ঢাকা ফেরার সময় স্লিপার বাস)
৩। এসি হোটেল রুম (মিটিং রুম এটাস্টেড, প্রতি রুমে দুইজন/চারজন থাকার সুযোগ অথবা আরো কম/বেশি লোক থাকার সুবিধা)
৪। ইনানী, হিমছড়ি যাতায়াত এবং হিমছড়ি ঝর্না ভ্রমন
১। লাবনী বীচ
২। সুগন্ধা বীচ
৩। কবিতা চত্তর বীচ
৪। বার্মিজ মার্কেট
৫। লোকাল আচারের দোকান
৬। কক্সবাজার বোদ্ধ মন্দির
৭। কক্সবাজার নবনির্মিত আইকনিক রেলস্টেষণ ভ্রমন
৮। ফিস ওয়ার্ল্ডে ভ্রমণ (৩ তলা বিশিষ্ট সম্পূর্ন্টাই একোরিয়াম যার ভেতর দিয়ে পর্যটক হেটে হেটে সামুদ্রিক পরিবেশে মাছ দেখতে পারবেন এবং এর পুরো খরচটাই এখানে অন্তর্ভুক্ত থাকবে)
৫। কক্সবাজারের আভ্যন্তরিন স্পট ঘুরে দেখানো এবং কেনাকাটার পর্যাপ্ত সময় ও কেনাকাটাই সাহায্য করা। (দরদাম, এবং তুলনামূলক কম খরচে কেনাকাট করা যায় সেসব জায়গায় নিয়ে যাওয়া)
৬। আমাদের তরফ থেকে ছোট উপহার।
৭। সার্বক্ষনিক শিক্ষিত ও মার্জিত লোকাল গাইড।
৮। যদি কারো স্পীড বোটে চেপে সমুদ্রের মাঝ দিয়ে মহেশখালী ভ্রমণের ইচ্ছা থাকে তাহলে আমাদের জানালে আমরা সেই অনুপাতে সর্বনিম্ন খরচ যোগ করে পেকেজ কাস্টমাইজ করার সুযোগ ও থাকছে।