05/10/2023
আপনারা এখন কেউ ইন্ডিয়ার টুরিস্ট ভিসার আবেদন করবেন না। কারণ অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি ২০২৪ এর আগে দিবে না। আর আবেদনের মেয়াদ থাকে মাত্র ১৫ দিন। অযথা টাকা নস্ট হবে। ২৫শে ডিসেম্বর ২০২৩ এর পর আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন।
তবে মেডিক্যাল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ১ মাসের মধ্যে দিচ্ছে। নিচের লেখাগুলো ওয়েবসাইট থেকে পাওয়া-
১. প্রকৃত জরুরি কারণে (যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স/সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু/বিয়ে-সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা) নন-ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে, অনুগ্রহ করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। তারপরে, অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশন/পোস্টে (ই-মেইল অ্যাড্রেসসমূহ নিচে রয়েছে) একটি ই-মেইলে পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধসমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা হবে। অনুরোধ পাঠানো এই নিশ্চয়তা দেয় না যে, অনুরোধটি গ্রাহ্য করা হবে।
এইচসিআই ঢাকা-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (ঢাকা, সাতক্ষীরা, বরিশাল ও যশোর) – [email protected]
এএইচসিআই চট্টগ্রাম-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়ীয়া) – [email protected]
এএইচসিআই রাজশাহী-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর ও কুষ্টিয়া) – [email protected]
এএইচসিআই খুলনা-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (খুলনা) – [email protected]
এএইচসিআই সিলেট-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (সিলেট ও ময়মনসিংহ) – [email protected]
২. অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় বেছে নেওয়ার ক্ষেত্রে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, ভিসার ধরণ সঠিকভাবে নির্বাচন করা হয়েছে, যা যাত্রার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিসার ক্ষেত্রে ভুল ক্যাটেগরি নির্বাচন করলে আবেদন প্রত্যাখ্যান এবং সতর্কীকরণ ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে।