Visa Safar

Visa Safar ভিসা প্রসেসিং-এ সর্বাধিক সফলতাই আমাদের লক্ষ্য। I love to travel around the world & love to help people processing their visa.

আপনারা এখন কেউ ইন্ডিয়ার টুরিস্ট ভিসার আবেদন করবেন না। কারণ অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি ২০২৪ এর আগে দিবে না। আর আবেদনের মেয়া...
05/10/2023

আপনারা এখন কেউ ইন্ডিয়ার টুরিস্ট ভিসার আবেদন করবেন না। কারণ অ্যাপয়েন্টমেন্ট জানুয়ারি ২০২৪ এর আগে দিবে না। আর আবেদনের মেয়াদ থাকে মাত্র ১৫ দিন। অযথা টাকা নস্ট হবে। ২৫শে ডিসেম্বর ২০২৩ এর পর আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিবেন।

তবে মেডিক্যাল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ১ মাসের মধ্যে দিচ্ছে। নিচের লেখাগুলো ওয়েবসাইট থেকে পাওয়া-
১. প্রকৃত জরুরি কারণে (যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স/সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু/বিয়ে-সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা) নন-ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে, অনুগ্রহ করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। তারপরে, অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশন/পোস্টে (ই-মেইল অ্যাড্রেসসমূহ নিচে রয়েছে) একটি ই-মেইলে পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধসমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা হবে। অনুরোধ পাঠানো এই নিশ্চয়তা দেয় না যে, অনুরোধটি গ্রাহ্য করা হবে।

এইচসিআই ঢাকা-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (ঢাকা, সাতক্ষীরা, বরিশাল ও যশোর) – [email protected]

এএইচসিআই চট্টগ্রাম-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়ীয়া) – [email protected]

এএইচসিআই রাজশাহী-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (রাজশাহী, বগুড়া, ঠাকুরগাঁও, রংপুর ও কুষ্টিয়া) – [email protected]

এএইচসিআই খুলনা-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (খুলনা) – [email protected]

এএইচসিআই সিলেট-এর অধীনস্থ আইভ্যাকসমূহের জন্য (সিলেট ও ময়মনসিংহ) – [email protected]

২. অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় বেছে নেওয়ার ক্ষেত্রে, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে, ভিসার ধরণ সঠিকভাবে নির্বাচন করা হয়েছে, যা যাত্রার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিসার ক্ষেত্রে ভুল ক্যাটেগরি নির্বাচন করলে আবেদন প্রত্যাখ্যান এবং সতর্কীকরণ ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে।

কয়েকজন ভাই ম্যাসেজ করে জিজ্ঞেস করেন সৌদি আরবের ই-ভিসা চেক করার জন্য, তাদের এবং সবার উদ্দেশ্যে বলছি, বর্তমানে সৌদি আরব বা...
04/10/2023

কয়েকজন ভাই ম্যাসেজ করে জিজ্ঞেস করেন সৌদি আরবের ই-ভিসা চেক করার জন্য, তাদের এবং সবার উদ্দেশ্যে বলছি, বর্তমানে সৌদি আরব বাংলাদেশকে ই-ভিসা দিচ্ছে না। শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া, পাকিস্তানসহ এশিয়ার অনেকগুলো দেশকেই তাদের ই-ভিসা সেবায় অন্তর্ভুক্ত করেনি। যখন বাংলাদেশকে তাদের ই-ভিসা সেবায় অন্তর্ভুক্ত করবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিবো ইন শা আল্লাহ।

22/07/2023
22/07/2023

বর্তমানে বিশ্বের ২৭টি দেশ বাংলাদেশীদের ই-ভিসা দিয়ে থাকে। দেশগুলো হলো:

1. Qatar
2. Kuwait
3. Malaysia
4. Turkiye
5. Oman
6. Pakistan
7. Colombia
8. Cambodia
9. Azerbaijan
10. Kyrgyzstan
11. Tajikistan
12. Uzbekistan
13. Zimbabwe
14. Uganda
15. Kenya
16. Myanmar
17. Ethiopia
18. Gabon
19. Georgia
20. Zambia
21. Dijbouti
22. Moldova
23. Suriname
24. Antigua and Barbuda
25. Guinea
26. Benin
27. Sao Tome and Principe

ই-ভিসা পাওয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা এম্বাসিতে যেতে হয়না। সঠিকভাবে কাগজপত্র রেডি করে অনলাইনের মাধ্যমে ভিসা প্রসেসিং করা হয়।

22/07/2023

জুলাই ২০২৩ অনুযায়ী, একজন বাংলাদেশী পাসপোর্টধারী ভিসা ছাড়া নিম্নোক্ত ২০টি দেশ ভ্রমণ করতে পারবেন:
১। শ্রীলঙ্কা
২। ভুটান
৩। জ্যামাইকা
৪। হাইতি
৫। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
৬। ভানুয়াটু
৭। গাম্বিয়া
৮। ত্রিনিদাদ ও টোবাগো
৯। সেইন্ট কিটস ও নেভিস
১০। সেইন্ট ভিনসেন্ট ও দ্যা গ্রেনাডাইন্স
১১। বাহামাস
১২। বারবাডাস
১৩। কুক আইল্যান্ড
১৪। ডমিনিসিয়া
১৫। ফিজি
১৬। গ্রেনেডা
১৭। লেসোথো
১৮। মাইক্রোনেশিয়া
১৯। মন্টসেরাট
২০। নিউই

শুধুমাত্র একটি ভ্যালিড পাসপোর্ট (কিছু দেশের ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স) হলেই এই দেশগুলোতে প্রতিবার ভ্রমণে ৬ মাস পর্যন্ত থাকতে পারবেন।

15/07/2023

পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। ফিরে যাওয়ার সময় বেশিরভাগ হাজিই আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনের জন্য কিছু না কিছু নিয়ে আসেন।

তবে সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘোষণা দিয়েছে, দেশ ফেরত হাজি বা সাধারণ যাত্রীদের কারও লাগেজে ‘নির্দিষ্ট ৩০টি পণ্য’ পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং এগুলো ফেরত পাওয়ার জন্য কোন দাবি করলেও, সেটি গ্রহণযোগ্য হবে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা সকল যাত্রীর উদ্দেশ্যে দিলেও, বিশেষভাবে হাজিদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন নিষিদ্ধ এ ৩০টি পণ্য নিয়ে বিমানে ওঠার চেষ্টা না করেন। এ ৩০টি পণ্যকে আবার দু’টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৬টি পণ্য নিয়ে (হাতে বহন করা যায় বা লাগেজে) বিমানের কেবিনে ওঠা যাবে না। আর ১৪টি পণ্য কোনোভাবেই কোন লাগেজে করে বিমানে বহন করা যাবে না।

হাতের লাগেজে করে যেসব পণ্য নিয়ে কেবিনে ওঠা যাবে না: ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেসবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক, ক্র্যাকার, আগ্নেয়াস্ত্র, চৌম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী উপাদান, যে কোনও বিপজ্জনক সরঞ্জাম, নেলকাটার, কাঁচি এবং চাপাতি।

কোনোভাবেই লাগেজে বহন করা যাবে না যেসব পণ্য: জৈব পারঅক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ, লাইটার, বিস্ফোরক বা ক্র্যাকার, দাহ্য তরল, সংকুচিত গ্যাস, অস্ত্র সদৃশ বস্তু, চৌম্বকীয় উপকরণ এবং দ্রাবক পণ্য।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে কোন পণ্য বহন করা যাবে, আর কোনগুলো বহন করা যাবে না— সে বিষয়ে বিস্তারিত জানতে তারা যেন নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেন।

সূত্র: গালফ নিউজ।

11/06/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

"ভিসা সফর" আপনাদেরকে ভিসা প্রসেসিং-এ বিভিন্ন রকম তথ্য দিয়ে সহায়তা করবে ইন শা আল্লাহ।

Address

29, Toyenbee Circular Road, Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801540170609

Alerts

Be the first to know and let us send you an email when Visa Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Safar:

Share