20/03/2024
যারা মদীনা হয়ে উমরায় আসবেন,একাকী,তাদের জন্য লেখাটা জরুরী।
আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি।
মদীনা এয়ারপোর্টে নামলাম,যেহেতু লাগেজ নাই,ফ্রেশ হয়ে নামাজের ঘরে গিয়ে ফোনটা চার্জ দিলাম।
তারপর ফ্রেশ হয়ে বের হলাম,পাশেই এইচটিসি,মোবাইলি সিমের কাউন্টার।
নামার পর অনেকেই একাকী দৌড়ে আসবে ভিসার কপি চাইবে,তারপর ফ্রী ফ্রী বলে সিম দিতে চাইবে, ভুলেও সেই সিম নিবেন না।
যদি উমরা ভিসায় আসেন,ওজারার অনেজ লোক আছে তারা ভিসা দেখে ফ্রী ফ্রী বলে কোম্পানির বাসে উঠিয়ে দিতে চাইবে,ভুলেও সেইদিকে যাবেন না,গেলে পরবর্তীতে ২০০-৩০০রিয়াল জরিমানা গুনতে হবে।
মক্কা মদীনায় ফ্রী বইলা কিছু নাই,এক সাবিল এর খাবার ছাড়া,তাও বিশাল লাইনে দাঁড়াইয়া পরিশ্রম কইরা নিতে হয় অথবা জিজ্ঞেস করবে উমরা নাকি জিয়ারাহ,আপনি বলতে পারেন,জিয়ারাহ।
আমার যেহেতু বিজনেস ভিসা তাই আর দেখাতে হয়নি। মোবাইলি সিমের কাউন্টার থেইকা সিম নিলাম। সিম নিয়ে বের হয়ে গাড়ী খুঁজতেছি,ভাড়া চায় ৭০-৮০রিয়াল কইরা।
৩০রিয়াল পর্যন্ত দরদাম করছি,শেয়ারে কিন্তু ৫০রিয়ালের নিচে আসবেনা।
এরই মধ্যে Abdullah Siraji ভাই কল দিলেন,কথায় কথায় জানালেন,মদীনা এয়ারপোর্ট থেইকা সরকারী বাস আছে,১১.৫০ রিয়াল নিবে।
ডান পাশে গিয়ে সেটা খুঁজে বের করলাম,দেখলাম আরও কয়েকজন সেই বাসের অপেক্ষায়।
আলহামদুলিল্লাহ ৫মিনিট পর বাস আসলো,টিকেট কেটে উঠে পরলাম।
খুব অল্প সময়েই মসজিদে নববীর কাছে,৩২৯-৩৩০নাম্বার গেট বরাবর,আগে যেখানে বাঙ্গালী পাড়া ছিলো,ওখানে নামিয়ে দিলো। কেউ এয়ারপোর্টে গেলেও এখান থেইকা উঠতে পারবেন।
যারা একাকী আসবেন তারা অনেকেই ভাবে একাকী আসলে মনে হয় খরচ অনেক কম,এজেন্সি গলাকাটা ব্যবসা করে।
কিন্তু একাকী আসার পর বুঝা যায় খরচ আরও ডাবল।
এক ভাই শুধু টিকেট ভিসা করে আসছে তার জেদ্দা থেইকা মক্কা তারপর,মক্কা থেইকা মদীনা,তারপর জিয়ারাহ,মদীনা থেইকা মদীনা এয়ারপোর্ট ৩০০-৪০০রিয়াল খরচ হইয়া গেছে।
অথচ আপনি এজেন্সির সাথে আসলে এই খরচটা বেঁচে যেতো।
গত রমজানে এক ভাই আমার থেইকা ভিসা টিকেট নিলো,বললো ভাই মক্কা মদীনায় কি আরাম করতে যামু??
মসজিদে ঘুমামু,আর সারাক্ষণ এবাদত করমু,খাইলে খাইলাম,না খাইলে নাই।
কইলাম ঠিকাছে যান।
তখন আমিও মক্কায়,হঠাৎ উনি দেখা করতে চাইলেন।
দেখা করার পর দেখলাম উনার চোখ লাল।
বললো ভাই যেভাবেই হোক,একটা সিট অথবা একটা কমদামে রুম ম্যানেজ কইরা দেন।
কইলাম ভাই কি কন??
হারামেইতো থাকতে পারেন,এখানে থাকবেন আর এবাদত করবেন।
কয় ভাই ঠিকমতো ঘুম গোসল না হইলে কি এবাদত করা যায়??
আজ দুইদিন যাবৎ ঘুমাইতে পারিনা,দেখেন না,কেমন চোখ লাল হইয়া গেছে,কোথাও একটু শুইলে একটু পর পুলিশ আইসা উঠাইয়া দেয় 😪😪
ভাই অসুস্থ হইয়া যাইতাছি দেখেনতো আমার টিকেটটা একটু আগাইয়া দেয়া যায় কিনা,চইলা যামু।
অনেক সুফি দেখি এরা দেশে কত বেহুদা টাকা খরচ করে কিন্তু এখানে আসার সময় সুফিগিরি দেখায় মসজিদে থাকমু এই করমু সেই করমু।
আবেগ আর বাস্তবতা এক না,একটা সময় পর ঠিকই বুঝে আসে তখন ঠিকই বেশী টাকা দিয়া হোটেল নেয়া লাগে।
যাই হোক যারাই আসবেন যে কোন এজেন্সি কিংবা ৩-৪জন একত্রিত হয়ে আসবেন,একাকী আসলে খরচও বেশী,ঝামেলাও বেশী।