Dream Bangla Tours

Dream Bangla Tours Tour and Travel

08/08/2024

✅বাংলাদেশ এর পররাষ্ট্র মন্ত্রণালয় এর কার্যক্রম শুরু হবার পর নতুন সরকার এর সাথে ইন্ডিয়ান হাই কমিশন এর নতুন চুক্তি সই হবার পর ভিসা কার্যক্রম শুরু হবে।🔴এতে বিভ্রান্ত হবার কিছু নেই।
✅তবে পরবর্তী অফিস ডে তে মানে যেদিন ইন্ডিয়ান এম্বাসি খুলবে সেদিন যাদের পাসপোর্ট জমা আছে তাদের পাসপোর্ট রিসিভ করার জন্য অনুরোধ করেছে ইন্ডিয়ান হাই কমিশন।

🟡তবে এই মুহুর্তে যাদের ইন্ডিয়ান মেডিকেল ভিসা আছে এবং ইন্ডিয়া তে জরুরী চিকিৎসা করাচ্ছেন শুধু সে সকল ভিসা ধারী গন বিমান রুট ব্যবহার করে ইন্ডিয়া গমন করতে পারবেন।।
❌সকল ধরনের টুরিস্ট ভিসায় এই মুহুর্তে ভারত গমন ল্যান্ড রেল বিমান পোর্ট এ বন্ধ রয়েছে।আশা করা যায় ১৫ আগষ্ট ভারতের বিজয় দিবসের পরে সব পোর্ট খুলে দেওয়া হবে।

12/07/2024
কলকাতা মারকুইস ষ্ট্রীট রেষ্টুরেন্ট সমাচার।  #আপনি যদি ভিআইপি হন বা টাকা -পয়সা কোনো ব্যাপার না, তাহলে আছে হোটেল কস্তুরি। ...
12/07/2024

কলকাতা মারকুইস ষ্ট্রীট রেষ্টুরেন্ট সমাচার।
#আপনি যদি ভিআইপি হন বা টাকা -পয়সা কোনো ব্যাপার না, তাহলে আছে হোটেল কস্তুরি।
#আপনি যদি সকালে নাস্তা খেয়ে পকেট কাটা দিতে চান তাহলে আপনার জন্য আছে হাজী সাহেবের হোটেল দাওয়াত।
#আপনার যদি গরুর মাংসের প্রতি দূর্বলতা থাকে বা অল্প টাকায় পেটপুরে খেতে চান, তাহলে আপনার জন্য আছে হোটেল, সনম,নবাব, খালেক।অল্প টাকায় মচমচে খাবার।
#আপনি যদি ছিমছাম পরিবেশে ঘরের খাবার খেতে চান, তাহলে রয়েছে হোটেল প্রিন্স,, সাদা ভাত, বিভিন্ন ভর্তা,,সবজি, মাছ,রুটি সব পাবেন।
#একটু দুরে গিয়ে ভালো মানের কাচ্চি বিরিয়ানি খেতে চান, তাহলে চলে যান পার্ক সার্কাসের হোটেল, আরসালানে।
#আর একটু দুরে গেলে পাবেন হাইওয়ে ধাবা,,একটু খরচ বেশি হবে। ধন্যবাদ।

ভুটানে ভ্রমণ করতে ইচ্ছুক টুরিস্টদের জন্য সুখবর 😍এতোদিন প্রতি রাত ২০০ ডলার করে সাসটেইনেবল ডেভলপমেন্ট ফি ছিলো বাংলাদেশী টু...
22/05/2024

ভুটানে ভ্রমণ করতে ইচ্ছুক টুরিস্টদের জন্য সুখবর 😍

এতোদিন প্রতি রাত ২০০ ডলার করে সাসটেইনেবল ডেভলপমেন্ট ফি ছিলো বাংলাদেশী টুরিস্টদের। এখন সেটা কমে প্রতিরাত ১৫ ডলার করে হচ্ছে। আগামী ২ রা জুন থেকে চালু হতে যাচ্ছে এই নিয়ম।
তবে বছরে ১৫০০০ বাংলাদেশী ট্যুরিস্টদের জন্য এই নিয়ম। ১৫,০০০ এরপর প্রতিদিনের জন্য ১০০ ডলার দিতে হবে।

ভারতগামী যাত্রীরা http://passenger.blpa.gov.bd লিংকে প্রবেশ করে নিজে নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রীসুবিধা ফি বা পোর্ট...
12/05/2024

ভারতগামী যাত্রীরা http://passenger.blpa.gov.bd লিংকে প্রবেশ করে নিজে নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রীসুবিধা ফি বা পোর্ট ফি প্রদান করবেন। যাত্রীরা তাঁদের মুঠোফোন দিয়ে বিকাশ, নগদ, উপায়, রকেট, মাস্টার কার্ড ও ভিসা কার্ড দিয়ে ফি প্রদান করতে পারবেন।

অনলাইনে ফি প্রদানের পর রসিদ সাত দিন অনলাইনে পর্যন্ত বলবৎ থাকবে।

09/05/2024

🇨🇦

কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।

প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)

ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন।অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:

1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)

আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।

What is your current country/territory of residence?এখানে Bangladesh সিলেক্ট করুন।

তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।

ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।

কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ।আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম।আবেদন ফরম ডাউনলোড করে।টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।

1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)



Note It's depends on visa catagory

1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.

If student Certificate of enrollment and Student ID card.

Certificate of employee.Satff ID card,NOC

5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter

সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না।আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD

পেমেন্ট করার পর biomimetic request
আসবে।তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।

প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় 10 দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে।

বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে।দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।

ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।

একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন।দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

লেখা- Md Shorif
কপিকৃত পোস্ট

01/05/2024

ইমার্জেন্সি পাসপোর্ট : Emergency Passport :
কারোর যদি ইমার্জেন্সি পাসপোর্ট প্রোয়জন হয়ে থাকে তাহলে কি কি করবেন তা বলে দিচ্ছি। সব কিছু নিজে নিজে করবেন কারোর সাহায্য নিতে হবে না।

১. একটা মেইল করবেন তাদেরকে যেন আপনার পাসপোর্ট তাড়াতাড়ি দিয়ে দেয়। মেইল : [email protected]

২. এই মেইল পাঠিয়ে একটা স্ক্রিনশট নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবেন, সাথে আপনার টোকেন টা প্রিন্ট করবেন, পাসপোর্ট এর প্রথম দুই পৃষ্টা প্রিন্ট করবেন, সাথে আপনার কেন ইমার্জেন্সি পাসপোর্ট দরকার এইটার কোন ডুকোমেন্ট থাকলে প্রিন্ট করবেন। সব গুলো কাগজ একটা সিভি খামের ভিতর ইন্ডিয়া এম্বাসিতে জমা দিবেন। এম্বাসি ঠিকানা: ইউএস এম্বাসির পেছনে কাউকে বললে হবে আপনাকে দেখিয়ে দিবে। ভুলেও যুমোনা ফিউচার পার্কে এই কাগজ জমা দিবেন না তাহলে পাসপোর্ট তাড়াতাড়ি পাবেন না।

৩. ২৪ ঘন্টার মধ্যে আপনি কল পাবেন এবং আপনাকে অই কল ধরতে হবে, তার সাথে আপনাকে যেদিন বলবে সেইদিন যেতে হবে তা না হলে পাসপোর্ট পেতে কষ্ট হবে। রাত আট টার সময় যুমোনাতে থাকবেন যেইখানে পাসপোর্ট জমা দিছেন অই খানেই গেলে তারা আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে।

৪.যে নাম্বারে কল দিয়েছে অই নাম্বারটি কাটবেন না,কারন তারা আপনাকে জিজ্ঞাসা করবে কল দিয়েছে কিনা, নাম্বার টা দেখান।

৫.মেইলটা লিখবেন কিভাবে দিয়ে দিচ্ছি

Dear Honorable Sir,
I want to let you know that, I submitted my visa application to visit India on (28/03/24) and my delivery date is (24/04/24). My passport no is (A04...), Token no is (.....). I suddenly got a USA embassy appointment date of (07/05/24) for an F1 visa interview. For this reason, I need my passport Back before 05/05/24.

Under this situation, I meet my necessity I shall highly request you return my passport with or without a visa as soon as possible.

With Thanks and Regards,

Name:
Passport No:
Token No:
Application Submission Date:
Mobile No: ,
E-mail: আপনার মেইল টা লিখে দিবেন।

৬. মনে রাখবেন পাসপোর্ট জমা দেয়ার সময় যে মেইল দিয়ে আবেদন করেছেন এবং যে নাম্বার গুলো দিয়েছেন সেই মেইল এবং নাম্বার গুলো দিবেন, নইলে সমস্যা হতে পারে।

এই হলো আমার অভিজ্ঞতা থেকে আপনার জন্য শেয়ার করলাম, আর ইন্ডিয়া ট্রুরিস ভিসা দিতে সময় নিচ্ছে তাই ২ মাস সময় নিয়ে পাসপোর্ট জমা দিবেন আশা করি সব কিছু ঠিক ঠাক থাকলে ভিসা পাবেন।

ধন্যবাদ ভাল থাকবেন, আর মানুষকে বিনা লাভে সাহায্যে করবেন।কপিকৃত পোস্ট

অনেকে ১ম বার ভিসা পেয়ে ভারত যেতে পারেনি তারা পরবর্তী ভিসার আবেদন করলে এটাসহ জমা দিলে ভালো হয়।
26/04/2024

অনেকে ১ম বার ভিসা পেয়ে ভারত যেতে পারেনি তারা পরবর্তী ভিসার আবেদন করলে এটাসহ জমা দিলে ভালো হয়।

25/04/2024

Doodhpatri ( দুধপাত্রী )কাশ্মীর নিয়ে কিছু কথা ....
২১ এপ্রিল আমাদের ছিল কাশ্মীর ট্রিপের শেষ দিন, কাশ্মীর মানেই ভূ - স্বর্গ ... কিন্তু সেই স্বর্গ তে এলে কোন দিক থেকে আপনার পকেট কেটে নেবে ধরতেও পারবেন না, তাই আমার আজ এই পোস্ট ...
জায়গা টার নাম দুধপাত্রী ... আজকাল বহু পর্যটক এই জায়গা টা উপভোগ করতে যাচ্ছেন ...শ্রীনগর থেকে ওই ৪৫ কিমি মতো রাস্তা, ট্রাফিক নিয়ে আপনি ২ ঘণ্টায় পৌঁছে যাবেন, অতীব সুন্দর জায়গা, সাথে আছে কিছু পয়েন্ট, যেমন প্যারাগ্লাইডিং পয়েন্ট, শালী গঙ্গা পয়েন্ট এরকম ... আপনি আপনার টুরিসিম গাড়ী থেকে নামার পরেই আপনাকে মিষ্টি ভেবে মাছির মতো ধেয়ে আসবে ইউনিয়ন ঘোড়া চালকের দল, ATV ride এর দল ... গাড়ী পার্কিং এর বাইরেই দুটো বোর্ড আছে জম্মু কাশ্মীর ট্যুরিজম এর ... আপনাকে ওরা জোড় করবে ঘোড়া চাপার জন্য, কারণ রাস্তা বলবে খুব বাজে .... রেট বলবে ১০০০-১২০০ প্রতি ঘোড়া ... কাশ্মীর এ পকেট বাঁচাতে গেলে আপনাকে ইগনোর আর দরাদরি তে এক্সপার্ট হতেই হবে ... আপনি রাস্তার দুদিকের সৌন্দর্য উপভোগ করুন এবং ছবি তুলুন আর আস্তে আস্তে এগিয়ে আসুন ... কিছুটা এগিয়ে আসার পরেই আপনি দেখতে পাবেন আবার কিছু জন আসবে ঘোড়া নিয়ে, তারা এসে বলবে ওরা ইউনিয়ন এর লোক নয় ... আপনার হাব ভাব এমন রাখবেন যেনো আপনি ওদের পাত্তা দিচ্ছেন না ... আস্তে আস্তে দেখবেন রেট হুর হুর করে কমছে ... এদের কাছে দর দাম করবেন দেখবেন ২৫০-৩০০ টাকায় ঘোড়া পেয়ে যাচ্ছেন ... আমরা দুজন ৩০০ টাকা প্রতি ঘোড়ায় দু ঘন্টা আরামসে ঘুড়ে এলাম ... ঘোড়া নামাল একদম শালী গঙ্গা নদীর ধারে ... শুকনো খাবার সাথে নিয়ে ঘুরবেন, কারণ দেখবেন নদীর ধরেই ছাতা খাটিয়ে খাবার বিক্রি হচ্ছে ... ১০০ রুপি ভুট্টা, ভেলপুরি 🥲

উপলব্ধি : অতীব সুন্দর জায়গা কাশ্মীর, কিন্তু ওই যে করা কখন আপনার পকেট কেটে নেবে ধরতেও পারবেন না, তাই সতর্ক থাকুন, দরদাম করুন, এনজয় করুন ....

Doodhpatri ( দুধপাত্রী )কাশ্মীর  নিয়ে কিছু কথা ....২১ এপ্রিল আমাদের ছিল কাশ্মীর ট্রিপের শেষ দিন, কাশ্মীর মানেই ভূ - স্ব...
25/04/2024

Doodhpatri ( দুধপাত্রী )কাশ্মীর নিয়ে কিছু কথা ....
২১ এপ্রিল আমাদের ছিল কাশ্মীর ট্রিপের শেষ দিন, কাশ্মীর মানেই ভূ - স্বর্গ ... কিন্তু সেই স্বর্গ তে এলে কোন দিক থেকে আপনার পকেট কেটে নেবে ধরতেও পারবেন না, তাই আমার আজ এই পোস্ট ...
জায়গা টার নাম দুধপাত্রী ... আজকাল বহু পর্যটক এই জায়গা টা উপভোগ করতে যাচ্ছেন ...শ্রীনগর থেকে ওই ৪৫ কিমি মতো রাস্তা, ট্রাফিক নিয়ে আপনি ২ ঘণ্টায় পৌঁছে যাবেন, অতীব সুন্দর জায়গা, সাথে আছে কিছু পয়েন্ট, যেমন প্যারাগ্লাইডিং পয়েন্ট, শালী গঙ্গা পয়েন্ট এরকম ... আপনি আপনার টুরিসিম গাড়ী থেকে নামার পরেই আপনাকে মিষ্টি ভেবে মাছির মতো ধেয়ে আসবে ইউনিয়ন ঘোড়া চালকের দল, ATV ride এর দল ... গাড়ী পার্কিং এর বাইরেই দুটো বোর্ড আছে জম্মু কাশ্মীর ট্যুরিজম এর ... আপনাকে ওরা জোড় করবে ঘোড়া চাপার জন্য, কারণ রাস্তা বলবে খুব বাজে .... রেট বলবে ১০০০-১২০০ প্রতি ঘোড়া ... কাশ্মীর এ পকেট বাঁচাতে গেলে আপনাকে ইগনোর আর দরাদরি তে এক্সপার্ট হতেই হবে ... আপনি রাস্তার দুদিকের সৌন্দর্য উপভোগ করুন এবং ছবি তুলুন আর আস্তে আস্তে এগিয়ে আসুন ... কিছুটা এগিয়ে আসার পরেই আপনি দেখতে পাবেন আবার কিছু জন আসবে ঘোড়া নিয়ে, তারা এসে বলবে ওরা ইউনিয়ন এর লোক নয় ... আপনার হাব ভাব এমন রাখবেন যেনো আপনি ওদের পাত্তা দিচ্ছেন না ... আস্তে আস্তে দেখবেন রেট হুর হুর করে কমছে ... এদের কাছে দর দাম করবেন দেখবেন ২৫০-৩০০ টাকায় ঘোড়া পেয়ে যাচ্ছেন ... আমরা দুজন ৩০০ টাকা প্রতি ঘোড়ায় দু ঘন্টা আরামসে ঘুড়ে এলাম ... ঘোড়া নামাল একদম শালী গঙ্গা নদীর ধারে ... শুকনো খাবার সাথে নিয়ে ঘুরবেন, কারণ দেখবেন নদীর ধরেই ছাতা খাটিয়ে খাবার বিক্রি হচ্ছে ... ১০০ রুপি ভুট্টা, ভেলপুরি 🥲

উপলব্ধি : অতীব সুন্দর জায়গা কাশ্মীর, কিন্তু ওই যে করা কখন আপনার পকেট কেটে নেবে ধরতেও পারবেন না, তাই সতর্ক থাকুন, দরদাম করুন, এনজয় করুন ....

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷 বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্য...
20/04/2024

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্যঃ

২০১৩ সাল থেকে তুরস্ক বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ই-ভিসা সার্ভিস চালু করেছে।এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ই-ভিসার মাধ্যমে বাংলাদেশিরা তুরস্কে কী কী করতে পারবেন:
***অবকাশ যাপন: ই-ভিসা ব্যবহার করে পর্যটন ভিসার মাধ্যমে ৩০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
***ব্যবসা: ব্যবসায়িক ভিসার মাধ্যমে ৯০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।

ই-ভিসার বৈধতা:
তুর্কি ই-ভিসা দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে।

ই-ভিসার সুবিধা:
***দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে যেতে হবে না।
***অনলাইনে দ্রুত এবং সহজে আবেদন করা যাবে।

ই-ভিসার জন্য যোগ্যতা:
***বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
***শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে।
***অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে।

ই-ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
***কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট।
***তাদের ইনবক্সে ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা।
***ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড।
***একটি ফিরতি টিকিট।
***হোটেল বুকিং।
***ভ্রমণের জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ।

আবেদন প্রক্রিয়া:
***https://www.evisa.gov.tr ওয়েবসাইটে যান।
***"Apply Now" ক্লিক করুন।
***প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
***কাগজপত্র আপলোড করুন।
***ই-ভিসা ফি প্রদান করুন।
***আবেদন জমা দিন।
***সাধারণত আবেদন অনুমোদন করতে 24 ঘন্টা সময় লাগে।কপিকৃত পোষ্ট।

সম্পত্তি মূল্যায়ন (valuation) ক্ষেত্রে (জমি ও বিল্ডিং) ইঞ্জিনিয়ারিং সার্ভে কোম্পানি দ্বারা করতে হবে, ওই কোম্পানি কে in...
19/04/2024

সম্পত্তি মূল্যায়ন (valuation) ক্ষেত্রে (জমি ও বিল্ডিং) ইঞ্জিনিয়ারিং সার্ভে কোম্পানি দ্বারা করতে হবে, ওই কোম্পানি কে international valuation standard council (IVSC) সদস্য ভুক্ত অ্যাসোসিয়েশন এর সদস্য হতে হবে, অনেকে না জেনে সঠিক valuation certificate জমা দেওয়ার ফলে visa cancel হয়, এবং দূতাবাসগুলোতে তার রেকর্ড থাকে, ধন্যবাদান্তে। ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ। সভাপতি Bangladesh survey and valuation company firms and individual concerns Assocation, Member -IVSC , Managing Director- Shatabdi Builders &survey Ltd. www.shatabdigroup.com. কপিকৃত পোষ্ট

Shatabdi Group ABOUT US Welcome to Shatabdi Builder's and Survey Ltd. We are a leading Survey & Assets Valuation Company in Bangladesh. Shatabdi Builder’s and Survey Ltd. was established in 2004 and incorporated as private limited company (hereinafter referred to as Shatabdi) with a view to provid...

Pehelgam,Kashmir
18/04/2024

Pehelgam,Kashmir

13/04/2024
মেডিকেল ভিসায় হাসপাতাল কিভাবে পরিবর্তন করবেন ভারতে অনেকে এখন চিকিৎসার জন্য গিয়ে সমস্যায় পরতেছেন।ভিসায় যেই হাসপাতালের নাম...
13/04/2024

মেডিকেল ভিসায় হাসপাতাল কিভাবে পরিবর্তন করবেন ভারতে অনেকে এখন চিকিৎসার জন্য গিয়ে সমস্যায় পরতেছেন।ভিসায় যেই হাসপাতালের নাম লেখা আছে সেই হাসপাতালে চিকিৎসা করাতে হবে।যদি হাসপাতাল পরিবর্তন করতে চান তাহলে Frro করতে হবে অনলাইনে অথবা কলকাতা অফিস আছে সরাসরি গিয়ে করতে পারবেন। Frro করতে হলে হোটেলের C form, যেই হাসপাতালে দেখাত চান সেই হাসপাতালের ডাক্তারের সাক্ষাতের তারিখের কাগজ এবং ভিসার কপি ও ভারতে Arrival এর কপি। অনলাইন গিয়ে আবেদন করুন form এ গিয়ে change of Institute/Organization select করতে হবে।অনলাইনে আবেদন করলে ২৪-৭২ ঘন্টা লাগে।এছাড়া কাগজপত্র নিয়ে সরাসরি কলকাতা Frro অফিসে চলে যান সাথে সাথে হয়ে যাবে। অফিস ভিক্টোরিয়া পার্ক এর কাছে

কলকাতায় frro অফিসে কিভাবে যাবেন?নিউমার্কেট এরিয়ায় যারা আছেন বা থাকবেন তাদের জন্য frro অফিসে যাওয়া খুব সহজ। ট্যাক্সিতে, হ...
13/04/2024

কলকাতায় frro অফিসে কিভাবে যাবেন?

নিউমার্কেট এরিয়ায় যারা আছেন বা থাকবেন তাদের জন্য frro অফিসে যাওয়া খুব সহজ। ট্যাক্সিতে, হেঁটে কিংবা মেট্রোতে যেতে পারবেন frro অফিসে।

মেট্রোতে যেতে হলে এসপ্ল্যানেড বা যেকোন মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন যাবেন। সেখান থেকে ২ মিনিট হাঁটা দুরত্বে frro অফিস।

ট্যাক্সিতে যেতে হলে এক্সাইড মোড় গিয়ে বাম দিকে ঘুরলেই frro অফিস।

হেঁটেও যেতে পারেন। যেটা আমি করেছি। মেইন রোডে এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা তারা মন্ডল অভিমুখ বরাবর হাঁটবেন। তারা মন্ডল রেখে একটু সামনেই পেয়ে যাবেন এক্সাইড EXIDE মোড়। এখান থেকে বামদিকে ঘুরলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন frro অফিস। ম্যাপে সবুজ রং দিয়ে চিহ্নিত করা রুট ধরে পৌঁছে যাবেন।

হেঁটে যাওয়া আমি সাজেস্ট করছিনা, কারণ সবার সেটা ভালো নাও লাগতে পারে। তবে আপনারা ট্যাক্সি অথবা মেট্রোতেই যেতে পারেন।

@কালেক্ট

31/03/2024

📍Ireland Tourist Visa 🇮🇪

বাংলাদেশে আয়ারল্যান্ডের কোন দূতাবাস নেই।
বাংলাদেশ থেকে আপনি দুই ভাবে আইরিশ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১)কুরিয়ার সার্ভিস অথবা কোন ট্রাভেল এজেন্ট।
২)সশরীরে নিউ দিল্লিতে অবস্থিত আয়ারল্যান্ড দূতাবাসে।

আপনি single entry 3 months or multiple entry 6 months Irish visa জন্য আবেদন করতে পারবেন।তবে যাদের ইউনাইটেড কিংডম এর ভিসা
অথবা সেনজেনভুক্ত কোন দেশের লম্বা সময়ের ভিসা আছে তারা মাল্টিপল ভিসার জন্য উপযুক্ত।
অন্যথায় সিঙ্গেল এন্টি।সিঙ্গেল এন্টি ভিসা ইস্যু হওয়ার পর তিন মাস পর্যন্ত ভেলিড থাকে।এবং এন্ট্রি হওয়ার পর ওই ডেট থেকে তিন মাস থাকার পারমিশন দিবে।

Note 1 আয়ারল্যান্ড EU এর দেশ কিন্তু সেনজেন ভুক্ত দেশ নয়।আয়ারল্যান্ড ভেলিড ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে তুরস্ক এর ই-ভিসা নিতে পারবেন।

Note 2 আয়ারল্যান্ডের ভিসা অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে UK প্রবেশের অনুমোদন নেই।
ইউকের ভিসা নিয়ে প্রবেশ করতে হবে।তবে আপনি আয়ারল্যান্ড থেকে ইউকেতে যেতে পারবেন এবং
রিটার্ন আসতে পারবেন।কোন প্রকার check point or passport control নেই।তবে পুলিশি চেক এ পড়ে গেলে জটিলতায় পড়তে পারেন।

Airport immigration experience
অনেক স্মুথ ছিল নরমালি কয়েকটা প্রশ্ন করেছিল
কতদিন থাকবো এবং প্রফেশন কি।

Documents required for Irish tourist visa

1) Orginal passport and copy with photo.
2) Online visa application from C-type and print out.
3)last 6 months bank statement and solvency.
4)Trade license (Translated & Notarized for business person)
for employee NOC Letter staff I'd card.For student certificate of Enrollment and vacation letter,Student I'd card.
5)NID copy
6)Cover letter
7)If tax documents available
8) Travel itinerary
9)Hotel reservation
10) Ticket booking slip
11)Visa application fee 60 euro.

কপিকৃত পোস্ট

29/03/2024

বাইরোড ১৩ ই এপ্রিল কাশ্মীর ট্যুরে ৩ জন যেতে পারবেন।ইভেন্ট ফি ৪০ হাজার টাকা এবং ১৩ ই এপ্রিল শ্রীনগর এয়ারপোর্ট থেকে ২ জন জয়েন করতে পারবেন ল্যান্ড প্যাকেজ জনপতি ২০হাজার রুপি ।যোগাযোগ-01676669838

29/03/2024

#একটু_মনযোগ_দিয়ে_পড়ি
ঈদের ছুটিতে যারা দেশের বাইরে ভারতে যাওয়ার প্ল্যান করছেন বাই রোডে,তারা যত দ্রুত সম্ভব সবকিছু কনফার্ম করে ফেলুন।এই যেমন ঢাকা থেকে বর্ডারে যাওয়ার বাস,ভারতে গিয়ে শেয়ার জিপ বুক করা,হোটেল বুক করা এইসব কিছু।যারা এই ঈদের ছুটিকে টার্গেট করে বাই রোডে ভ্রমনের প্ল্যান করেছেন,তারা যদি এখন ই সবকিছু না গুছিয়ে থাকেন তাহলে শেষে গিয়ে বিপদে পরবেন।কেন বলছি?এপ্রিল এর ৯ তারিখ থেকে বাস এর টিকিট এর ক্রাইসি শুরু সেটা এপ্রিল এর ১৪ তারিখ ছাড়িয়ে যাচ্ছে।শেয়ার জিপ গুলোতে ভাড়া বেড়েছে ১,০০০/- রুপির মতন।আর রুম ভাড়া ত প্রায় দ্বিগুন হতে চলেছে সিকিম, দার্জিলিং এর হোটেল গুলোতে।এপ্রিল মাসে সিকিম এর সুপার পিক সিজন থাকে,ভারতের কয়েক স্টেট এর মানুষ যায় সিকিম এ ঘুরতে।এপ্রিল এ যে পিক সিজন থাকে এইটা একটু খোজ নিলেই জানতে পারবেন।বর্ডার থেকে শেয়ার জ্বিপ গুলো সুযোগ নিয়ে ভাড়া রাখে দ্বিগুন।আর ঢাকা থেকে বাস ভাড়া নন এসি ছিলো ৮০০ টাকা।এখন কত?এখন অনলাইন এই দেখবেন ১,২০০/- টাকা।তাও মানুষ টিকেট পায়না,পাবেনা।বাজারে চড়া দামে নিতে হবে।তাই বলছি,যারা যাবার প্ল্যান করছেন একটু খোজ-খবর নিয়ে যাবেন।প্ল্যান করবেন।পরে গিয়ে যেনো বিপদে পরতে না হয়।

আর যারা এইসব হ্যাসেল কিংবা প্যারা না নিতে চান,তারা যোগাযোগ করুন আমাদের সাথে।আমাদের ঈদের ছুটিতে ৩ টা পোর্ট দিয়েই থাকবে ট্যুর।বাই রোড বেনাপোল,বাই রোড চ্যাংড়াবান্ধা,বাই রোড ডাউকি।আপনার চয়েজ মতো যেকোনো ট্রিপেই যেতে পারবেন।আমাদের সবকিছু আগে থেকেই থাকছে বুকড করা,এইসব রাশ ডেটে গেস্টদের যেনো ঝামেলা পোহাতে না হয়,তাই আমরা প্ল্যান শেষ করে রাখি ১ মাস আগে থেকেই।ঈদের ছুটির ট্রিপ এর সবকিছু খুব শীগ্রই আমরা ক্লোজ করে দিবো।লেখা সংগ্রহীত

📣 রেলসেবা এ্যাপে অনলাইন রেজিষ্ট্রেশন করার নিয়মঃঈদ মৌসুমে যারা অনলাইনে ঈদের অগ্রীম টিকেট কাট'তে চাচ্ছেন তাদের মধ্যে যারা ...
28/03/2024

📣 রেলসেবা এ্যাপে অনলাইন রেজিষ্ট্রেশন করার নিয়মঃ

ঈদ মৌসুমে যারা অনলাইনে ঈদের অগ্রীম টিকেট কাট'তে চাচ্ছেন তাদের মধ্যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা দ্রতই নিম্নোক্ত মাধ্যমে সহজেই রেজিষ্ট্রেশন করে নিন... 😊

এ্যাপ ইন্সটল নিচের এই লিংকে ক্লিক করুনঃ
https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa

রেজিষ্ট্রেশন করতে আপনার ফোন নাম্বার, এনআইডি, জন্ম তারিখ দিন। আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP কোড পাঠানো হবে, OTP কোড দিয়ে বিস্তারিত তথ্য (ঠিকানা, জিমেইল, পাসওয়ার্ড) দিয়ে ভেরিফিকেশন করে নিবেন। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন দিয়েও একাউন্ট খোলা যাবে।

রেজিষ্ট্রেশন হয়ে গেলে ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।

📸 Bangladesh Railway - বাংলাদেশ রেলওয়ে

এজেন্সি ছাড়া নিজে নিজে ওমরাহ করে আসুন। আমার ২০ দিনের ভ্রমণের অভিজ্ঞতা থেকে কিছু তথ্য তুলে ধরেছি। ওমরাহ করার জন্য মানসিক ...
27/03/2024

এজেন্সি ছাড়া নিজে নিজে ওমরাহ করে আসুন। আমার ২০ দিনের ভ্রমণের অভিজ্ঞতা থেকে কিছু তথ্য তুলে ধরেছি।

ওমরাহ করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি থাকলে সর্বপ্রথম বিমানের ভাড়া দেখুন আপনার কাঙ্খিত তারিখের মধ্যে। যদি আপনার বাজেটের মধ্যে বিমান টিকিট পেয়ে যান তাহলে নুসুক এপস থেকে রিয়াজুল জান্নাহর এপয়েন্টমেন্ট দিয়ে দিন। ভিসার জন্য বিশ্বস্ত কাউকে দিয়ে ভিসা প্রোসেসিং করে নিবেন। চেষ্টা করবেন ২ টা জুম্মা সৌদি তে করার জন্য, ১ম জুম্মা মক্কায় এবং ২য় জুম্মা মদিনায়। রিয়াজুল জান্নাহ এপোয়েন্টমেন্ট ডেট এর উপর নির্ভর করে পুরো ওমরাহ প্লান টা সাজাতে পারেন।

বিমান টিকিটঃ যদি কোন বিশ্বস্ত এজেন্সি থাকে তাদের থেকে রিটার্ন টিকিট সহ করে নিতে পারেন। তবে বিমান টিকিট নিজে করাই সব চেয়ে ভালো যাওয়ার টিকিট ঢাকা-জেদ্দা এবং ফিরতি টিকিট মদিনা-ঢাকা। তবে টিকিট নিজে করাটাই সবচেয়ে ভালো। ১ টা ট্রানজিট নিয়ে আসা যাওয়া ৬০-৭০ হাজার টাকায় পেয়ে যাবেন।

জেদ্দা থেকে মক্কাঃ জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা প্রায় ৯৫ কিলোমিটার, এখান থেকে সরাসরি মক্কায় আসতে চাইলে প্রায় ১৫০ থেকে ২০০ রিয়েল ভাড়া চাইবে। লোকাল শেয়ারিং কার দিয়ে আসলে জনপ্রতি ভাড়া পরবে ৩০-৪০ রিয়েল। এছাড়া জেদ্দা এয়ারপোর্টের ভিতর থেকে ট্র্রেনে করেও মক্কা আসতে পারবেন।

মিক্বাত করাঃ ঢাকা থেকে যেই ফ্লাইটে ই আসেন না কেন সৌদিআরবের আকাশে প্রবেশের পর বিমানে ঘোষণা করা হয় মিক্বাত অতিক্রম করার সময়। অতএব বাংলাদেশ থেকে বা ট্রানজিট যেখানে হবে সেই স্থান থেকে এহরাম বেধে নিতে পারেন। মিক্বাত অতিক্রম করার সময় নিয়ত করে তালবিয়া পাঠ করতে হবে। আপনি যদি ২য়,৩য় বারের মত ওমরাহ করতে চান তাহলে মসজিদে আয়েশা থেকে মিক্বাত করে আসতে পারবেন।

সিম কার্ডঃ এয়ারপোর্টে অনেক দোকান আছে আপনি আপনার পাসপোর্ট এবং ভিসার ছবি, ফিঙ্গার দিয়ে সিম কার্ড কিনতে পারবেন। মনে রাখবেন সৌদি তে মোবাইল নেট খরচ অত্যাধিক।
অনেক মোবাইল অপারেটর কোম্পানি আছে এর মধ্যে STC, Zain সিমের নেটওয়ার্ক ভালো। ৪০ রিয়েল দিয়ে STC sawa visitor সিম কিনতে পারেন। বাংলাদেশে ১ ঘন্টা কল ফ্রী, ৫ জিবি নেট এবং ১৪ দিন মেয়াদ থাকে। ই-সিম এর জন্য "airalo" এপ থেকে সম্পূর্ণভাবে অনলাইনে ই-সিম কিনতে পারেন। মাত্র ৫ ডলার থেকে দাম শুরু তবে এই সিমে কোন নাম্বার থাকে না শুধু ইন্টারনেট কানেক্টিভিটি।

মক্কায় হোটেলঃ মক্কায় বাংলাদেশীদের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মিস ফালা এরিয়া, এই এরিয়াতে সুবিধার পাশাপাশি ভোগান্তি ও আছে। প্রচুর দামাদামি করে হোটেল নিতে হবে যার কারনে আপনার সময় অপচয় হবে। মক্কায় যাওয়ার আগেই হোটেল বুকিং দিয়ে যাওয়া সবচেয়ে ভালো। বুকিং ডটকম অথবা এগোডা থেকে বুক করে যাওয়া যেতে পারে। বুক করার সময় মসজিদুল হারাম এর দূরত্ব থেকে বুকিং করবেন। আমি ছিলাম বিন লাদিন মসজিদ এর সামনে Beyza Hotel এ। সৌদি আরবে সিঙ্গেল রুম নাই বললেই হয়। ২ বেডের রুম নিতে হবে আর তুলনামূলক জনপ্রতি খরচ কম হবে ৪ বেডের রুম গুলো তে।

হোটেল খরচঃ মক্কা এবং মদিনায় সর্বনিম্ন বাংলাদেশি টাকায় ১০০০ এর মধ্যে রুম পেয়ে যাবেন তবে কিছু কিছু সময় হোটেল এর ভাড়া অনেক বেশি হয়। জনপ্রতি ১৫০০/২০০০ টাকা খরচে কম দূরত্বের স্টার মানের হোটেলে স্টে করতে পারবেন।

ওমরা শুরু করাঃ এহরাম বাধা অবস্থায় মক্কা চত্বরে প্রবেশ করুন, চেষ্টা করবেন 69,70,71 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করার। এই গেট গুলো থেকে পবিত্র কাবার প্রথম ভিউ টা সুন্দর পাওয়া যায়। জীবনে প্রথম কাবা দেখার সাথে সাথে দোয়া করবেন এই সময় দোয়া কবুল হয়। গেট দিয়ে ঢুকে চলন্ত সিড়ি দিয়ে নিচে নেমে যাবেন মাতাফ গ্রাউন্ড ফ্লোরে। ওমরা করার নিয়ম সহিহ শুদ্ধ ভাবে যেনে নিতে পারেন কোন একজন আলেম এর থেকে। অথবা বিশ্বস্ত ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবেন।

খাওয়া দাওয়াঃ মক্কা মদিনা উভয় স্থানেই প্রচুর বাংলাদেশি খাবার হোটেল পাবেন। এসব হোটেলে প্রায় সব ধরনের ই বাংলা খাবার পাবেন তবে দাম জেনে খাবেন। মক্কা মদিনা হওয়া সত্বেও তাদের চিন্তা ধারা দেশে ব্যবসা করার মতই। প্রতি বেলা জনপ্রতি প্রায় ১০০০ টাকা লেগে যাবে। ডাল ভাজি রুটি প্রায় ১৫০-২০০ টাকা পরবে। পানির বোতল ১ রিয়েল মানে ৩০ টাকা ২ লিটার বোতল ২ রিয়েল মানে ৬০ টাকা। তবে বাহিরে প্রচুর ফ্রী পানি বিতরন করে এছাড়া অনেক মসজিদে ফ্রীজে পানি রাখা আছে, চাইলে খেতে পারেন বা নিয়েও আসতে পারেন।

রাতের মক্কাঃ যেহেতু অত্যাধিক সওয়াবের স্থান তাই এখানে রাতের বেলা অবস্থান করা টা ভালো। এশার পর থেকে ফজর পর্যন্ত সারারাত থেকে এর পর রুমে গিয়ে ঘুমাতে পারেন যোহর পর্যন্ত। মাতাফ এরিয়ায় থাকতে হলে অবশ্যই এহরাম বাধা অবস্থায় থাকতে হবে, এছাড়া আপনাকে মাতাফে প্রবেশ করতে দিবে না। এই নিয়ম হাজী দের ভীড়ের উপর নির্ভর করে। এছাড়া আপনি অন্য যেকোন ড্রেস পরে মক্কা মদিনায় ঢুকতে পারবেন।

মক্কায় ঘুরে দেখবেনঃ জান্নাতুল মোয়াল্লা খাদিজা রাঃ এর কবর, মসজিদে জ্বীন সহ বেশকিছু নামকরা ঐতিহাসিক মসজিদ এবং নিদর্শন কাবা শরীফের একদম পাশেই অবস্থিত। এগুলিতে আপনি ১০ মিনিট হেটেই যেতে পারবেন। মক্কায় আসলে অবশ্যই জাবালে নূর (হেরা পর্বত) আর জাবালে সউর পাহাড়ে ঘুরে আসবেন। দুইটা পাহাড়েই রাতে বা সন্ধ্যায় যাওয়ার চেষ্টা করবেন। দিনে প্রচন্ড রোদ আর গরম থাকে এছাড়া রাতের ভিউ সুন্দর হয়ে থাকে। জাবালে নূরে যাওয়ার জন্য মক্কার সাপকো বাসস্ট্যান্ড থেকে মক্কা বাস পাবেন সরাসরি জাবালে নূরের গেটে নামতে পারবেন। পায়ে ভালো জোর এবং ভালো জুতা থাকলে এই পাহাড়ের একদম চুড়ায় উঠতে পারবেন। খুব গরম থাকলে , আপনি অবশ্যই সাথে পানি , ছাতা এবং লাঠি নিয়ে নিবেন। তবে সেখানে অনেক দোকান আছে।
মক্কা শহর থেকে কিছুটা দূরে মিনা এবং আরাফার ময়দান। সেখানে যাবার পথে শয়তান কে পাথর মারার জায়গাটি দেখতে পাবেন। আরাফাতের ময়দান দেখে ফেরার পথে জাবালে সউর পাহাড়ে যাবেন। এখান কার প্রতিটা বাক আপনার স্মৃতিতে থেকে যাবে আজীবনের।

মক্কা থেকে মদিনাঃ মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৪৩৪ কিলোমিটার বাস, ট্রেন, শেয়ারিং করে যেতে পারেন। আমার কাছে সবচেয়ে সাশ্রয়ী মনে হয়েছে শেয়ারিং কারে যাওয়া। বাসে ভাড়া ১২০ রিয়েল মানে প্রায় ৩৬০০ টাকা। ট্রেনে ভাড়া ১৫০ রিয়েল প্রায় ৪৫০০ টাকা জনপ্রতি। আর শেয়ার কারে ভাড়া জনপ্রতি ৪০-৬০ রিয়েল বাংলাদেশি টাকায় ১২০০-১৮০০ টাকা।

রিয়াজুল জান্নাহঃ মদিনায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজামোবারক জিয়ারত করার পর সকলের উদ্দেশ্য থাকে একবার রিয়াজুল জান্নাতে প্রবেশ করার জন্য। কিন্তু এখানে এপোয়েন্টমেন্ট ছাড়া প্রবেশ করার কোন উপায় নাই। অতএব ভিসা পাওয়ার পর পরই নুসুক (Nusuk) এপস থেকে রিয়াজুল জান্নাহ এপোয়েন্টমেন্ট ডেট বুকিং করে দিতে হবে।

মদিনায় খাবারঃ মদিনায় খাওয়া দাওয়া করার জন্য বেলাল মার্কেট জনপ্রিয়। এখানে বেশ কিছু বাঙ্গালী হোটেল পাবেন সেই সাথে পাকিস্থানি হোটেল ও আছে। খাবার এর মান মক্কা থেকে ভালো তবে দাম একই। আমরা বাঙ্গালী মার্কেট রূপসী বাংলা রেস্টুরেন্ট খাবার এর মান অসাধারণ।

মদিনায় ঘুরে দেখবেনঃ উহুদ পাহাড়, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ, উসমান রাঃ এর বাগান, জুম্মা মসজিদ, সাত মসজিদ খন্দক ইত্যাদি অনেক দর্শনীয় স্থান রয়েছে। বেলাল মার্কেট থেকে জিয়ারাহ বলে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। ওয়াদি জ্বীন বা জ্বীনের পাহাড়ে যাওয়ার জন্য ৬০-৮০ রিয়ালে ট্যাক্সি পেয়ে যাবেন। দামাদামি করে নিতে হবে।
এছাড়া মদিনা শহরে অনেক মিউজিয়াম এবং বিখ্যাত মসজিদ আছে, সেগুলো দেখতে পারেন। বদর যুদ্ধের প্রান্তরে যেতে পারেন সময় লাগে প্রায় ২ ঘন্টা। টপ টেন নামে একটা সুপারশপ আছে এখান থেকে যেকোন আইটেম পাবেন ১৩ রিয়ালে।

মদিনায় হোটেলঃ বেলাল মার্কেট এরিয়া তে প্রচুর হোটেল আছে তবে নিরিবিলি থাকতে চাইলে বাঙ্গালী মার্কেট বা টপটেন এর এরিয়া তে কমের মধ্যে হোটেল পেয়ে যাবেন। ২ জনের বেড ৫০ রিয়াল মানে ১৫০০ টাকা থেকে শুরু।

যমযমের পানিঃ যমযমের পানি এয়ারপোর্ট থেকে বুকিং এ দিয়ে দিতে পারবেন। ৫ লিটারের বোতল এয়ারপোর্টের ঢুকার আগে কাউন্টারে সাড়ে ১২ রিয়াল জমা দিয়ে কিনতে পারবেন। এই ৫ লিটার ছাড়া অন্য কোন পানি আনতে দিবে না।

এছাড়া প্রয়োজনীয় অনেক তথ্য ইউটিউবে পেয়ে যাবেন, যদি কোন তথ্য প্রয়োজন হয় ইনবক্স করতে পারেন, ইনশাআল্লাহ্ চেষ্টা করবো সহোযোগিতা করার।

আল্লাহ্ পাক আমাদের সকলকে মক্কা-মদিনায় ভ্রমণ করার তৌফিক দান করুক।

ছুম্মা আমিন।

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
27/03/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

সতর্ক বার্তা...বর্তমান সময়ে ভিসা পাওয়াটা অনেক জটিল হয়ে গেছে..তার থেকে জটিল এ্যাপোয়েনমেন্ট পাওয়া..দীর্ঘ  সময় অপেক্ষা করতে...
22/03/2024

সতর্ক বার্তা...
বর্তমান সময়ে ভিসা পাওয়াটা অনেক জটিল হয়ে গেছে..তার থেকে জটিল এ্যাপোয়েনমেন্ট পাওয়া..দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে একটা সল্ট ফাঁকা পেতে..আর এই সুযোগ টা কাজে লাগাচ্ছে অনেক অসাধু দোকান,স্টুডিও বা ট্রাভেল এজেন্সি.. তারা দ্রুত এ্যাপোয়েনমেন্ট পাওয়ার আশ্বাস প্রদান করছে. এবং বড় অংকের টাকা নিয়ে ডেট এডিট করে ফাইল জমা করাচ্ছেন .অনেকে তাদের মিষ্টিকথায় এ ভয়ংকর ফাঁদে পা দিচ্ছে.. ফলে অনেক পাসপোর্টে হাইকমিশন থেকে সিল মেরে দিয়েছে
যার কারনে ভারত ভ্রমণে আপনি ৫ বছরের জন্য নিষিদ্ধ হবেন..এমন কি ৫ বছর পরও আপনি ভিসা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই..

বিদ্যঃ..
একটা কথা মনে রাখবেন ভিসার ডেট কেউ আগাতে পারে..এটা সম্পূর্ন ভিত্তিহীন.. ইতিমধ্যে ভারতীয় হাইকমিশন কিছু দিন আগে এ বিষয়ে তাদের ওয়েবসাইটে সতর্ক বার্তা দিয়েছিলেন..তবুও বিষয়টি অনেকে আমলে না কাজ চালিয়ে যাচ্ছিলেন..তাই তারা এরকম কোনো ফেক ডেট পাইলেই পাসপোর্ট সিল মেরে দিচ্ছে.. এবং জড়িত সকলকে আইনের আওত্তায় আনার ব্যাবস্থা গ্রহন করেছেন..
তাই কেউ সময় বাঁচাতে গিয়ে এরকম কাজ থেকে বিরত থাকুন..
মনে রাখবেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি..
তাই আসুন সময় রুলস মেনে ভারত ভ্রমন করি ও অন্যকে সতর্ক হতে পরামর্শ প্রদান করি..।লেখা ও তথ্য সংগ্রহীত

22/03/2024

#দার্জিলিং_সিক্কিম_লাচুং_ট্যুর!!
৫ রাত ৬ দিন
প্যাকেজ :
জনপ্রতি ২৫,৫০০ টাকা
ভ্রমন তারিখঃ
১২ ই এপ্রিল
১৩ ই এপ্রিল
১৪ ই এপ্রিল
১৫ ই এপ্রিল 📲 যোগাযোগঃ- যেকোন প্রয়োজনে কল করবেন।
এমদাদুল -01676669838(what's app,Imo)
♦প্যাকেজে_যা_থাকছেঃ
~~~~~~~~~~~~~~~~~~~~
✅ সিকিম যাওয়ার পারমিট=
১। ঢাকা - শিলিগুড়ি - ঢাকা এসি বিজনেস ক্লাস বাস
২।শিলিগুড়ি -দার্জিলিং- গ্যাংটক- শিলিগুড়ি রিসার্ভ জীপ
৩। ১ রাত দার্জিলিং, ৩ রাত গ্যাংটক এবং ২ রাত লাচুং হোটেলে রাত যাপন (এক রুমে ২/৩ জন) করে থাকা।
৪। লাচুং-ইয়ামথাং ভ্যালী যাওয়ার রিজার্ভ জীপ
৫। ছাঙ্গু লেকে যাওয়ার রিজার্ভ জীপ
৬।সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ
৭।সিক্কিম-দার্জিলিং-মিরিক-শিলিগুড়ি রিজার্ভ জীপ
৮। দার্জিলিং এ টাইগার হিল ও সাইটসিনের জন্য রিসার্ভ জীপ
৯। ট্যুর আইটিনারী অনুযায়ী খাবার
১০। ট্যুরিস্ট গাইড
১১। কাপলদের জন্য আলাদা কোন চার্জ নেই।
১২। এক জীপে ৭ জন করে বসবে
#প্যাকেজের_অন্তর্ভুক্ত_নয়
✪ ট্রাভেল ট্যাক্স : ১,০০০/-
✪ সব ধরনের এন্ট্রি ও রাইড ফি
#ভ্রমণ_বিস্তারিতঃ
*********************************
♦ ০১ রাত - ঢাকা - বুড়িমারী ঃ
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে সন্ধা ০৭ টায় AC Business Class বাস- এ মতিঝিল/কল্যানপুর/মাজার রোড থেকে যাত্রা শুরু,
বাস যাত্রা সারা রাত ।
>>>>>>>>>>>>>
♦ ০১ দিন - চেংড়াবান্ধা - শিলিগুড়ি - দার্জিলিং
সকালে বুড়িমারী পৌঁছে বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু।
শিলিগুড়িতে দুপুরের লাঞ্চ করে দার্জিলিং এর উদ্দেশ্যে মিরিক হয়ে ( সময় সাপেক্ষে) রওনা হয়ে সরাসরি দার্জিলিং। সন্ধ্যাটা নিজেদের মতো করে Mall Road এ কিছুক্ষন। দার্জিলিং এ রাত্রীযাপন।
খাবার : রাতের ডিনার
>>>>>>>>>>>>>
♦ ০২ দিন - দার্জিলিং
ভোর 3:30 এ কাঞ্চনজঙ্ঘা (28,208 ft. Worlds third highest peak) এর অপূর্ব রূপ দেখতে #টাইগার হিল ফেরার পথে ঘুম মনেস্ট্রি ও বাতাসিয়া লুপ দেখে নিবো। সকালের নাস্তার পর হিমালয় পর্বত ইনস্টিটিউট , টি গার্ডেন , পিচ পেগডা দেখবো। দুপুরে লাঞ্চ শেষে সিকিমের উদ্দেশ্যে যাত্রা। বিকেলের মধ্যে সিকিম পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যা রাতে MG মার্গ এ সময় কাটাবো
# গ্যাংটক -এ রাত্রীযাপন।
খাবার : সকালের নাস্তা ও রাতের ডিনার
>>>>>>>>>>>>>
♦৩য় দিন: গ্যাংটক
lake (ছাঙ্গু লেক)
সকালে নাস্তা শেষে আমরা চলে যাবো ছাঙ্গু লেক (Tsangmo lake)(12,400 ft.)। ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাবো।
যদি কোন সমস্যা এর জন্য ছাঙ্গু লেক পারমিশন না মিলে তাহলে গ্যাংটক সিটি ট্যুর করবো।
-এ রাত্রীযাপন।
খাবার : সকালের নাস্তা ও রাতের ডিনার
♦ ৪র্থ দিন: গ্যাংটক থেকে লাচুং (১১৬কিমি / ৬ঘন্টা)
গ্যাংটকে সকালের নাস্তা শেষে লাচুং এর উদ্দেশ্যে রওনা (৮৮০০ ফিট).বিরতিতে দুপুরের খাবার এবং
সেভেন সিস্টার ওয়াটার ফলস, ভিম ওয়াটার ফলস, নাগা ওয়াটার ফলস। লাচুং রাতের খাবার শেষে রাত্রি যাপন।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
♦ ৫ম দিন:
লাচুং থেকে সকালের নাস্তা শেষে ইয়ামথাং ভ্যালি ভ্রমনের উদ্দেশ্যে রওনা। আমরা জানি ইয়ামথাং ভ্যালি বরফ এবং ফুলের স্বর্গরাজ্য। (১১৮০০ফিট / ২৫কিমি )ভ্রমণ শেষে পারমিট সাপেক্ষে কাটাও/জিরো পয়েন্টে ( অতিরিক্ত চার্জ ব্যাক্তিগত )ঘুরে লাচুং হোটেলে এসে দুপুরের লাঞ্চ সেরে নিবো । সন্ধ্যায় লাচুং এর আশপাশ ঘোরাফেরা করবো রাতে একসাথে আড্ডা দিব । রাতের খাবার শেষে লাচুং হোটেলে রাত্রি যাপন।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
♦ষষ্ঠ দিন: লাচুং থেকে গ্যাংটক
লাচুং থেকে সকালের নাস্তা শেষে গ্যাংটক এর উদ্দেশ্যে রওনা। । দুপুরের মধ্যে গ্যাংটক পৌঁছে ফ্রেস হয়ে পুরো বিকেল এবং সন্ধ্যা এমজি মার্গ এ ঘুরবো ও কেনাকাটা করবো। রাতের খাবার শেষে গ্যাংটক হোটেলে রাত্রি যাপন।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
>>>>>>>>>>>>>
♦ ৭ম দিন : গ্যাংটক থেকে শিলিগুড়ি
ভোর ৬ টায় গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা। পথে (ILP (ইনার লাইন পারমিট এর ডকুমেন্ট জমা দিয়ে এক্সিট সিল) নিতে হবে Rangpoo check post থেকে) সরাসরি শিলিগুড়ি।
শিলিগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে বিকেলের মধ্যে চেংড়াবান্ধা বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
রাতের বাসে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
খাবার : সকালের নাস্তা
**********************************************
#যোগাযোগ_ও_বুকিংঃ
a) 01676669838 (BKash personal)

:
ব্যাংকের নামঃ First Security Islamic Bank Limited
হিসাবের নামঃ MD.EMDADUL KABIR
হিসাব নাম্বারঃ023712200000775
শাখার নামঃ Joynal Market Dokkhinkhan,Dhaka. #আপনার_যাত্রা_নিশ্চিত_করতে_দ্রুত_বুকিং_করুন
আমাদের কোন প্যাকেজে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নেই।
বিঃদ্রঃ- আয়োজক এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য আয়োজক যেকোনো প্যাকেজ বা সাইটসিইং বা খাবার মেনু পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে। যেহেতু সিক্কিম ও সিক্কিমের সকল সাইটসিইং পার্মিশনের উপর নির্ভর করে তাই ট্যুর ও ট্যুরের সাইটসিইং পরিবর্তন হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস বিলম্ব বা বাতিল বা সময় মত বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয়/ তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহক কে বহন করতে হবে। রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে কাস্টমারকে আগেই জানানো হবে তাতে আয়োজক কোন ভাবেই দায়ী থাকবে না।
===================================
♦পোশাক: সিকিম এ শীত ( প্রচুর বরফ ও তুষারপাত ) তাই শীতের পোশাক অবশ্যই সাথে রাখতে হবে।
পাহাড়ি পথে হাটার জন্য কেডস,
রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস/সানক্যাপ।
অন্যান্য: বাইনোকুলার, ক্যামেরা, টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়েল, স্লিপার, জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
=====================================
সিক্কিম প্রবেশের অনুমতির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
✅৫কপি পাসপোর্ট সাইজের ছবি।
✅৫কপি ভিসার ফটোকপি।
✅৫কপি পাসপোর্টের প্রথম দুই পেইজের একত্রে ফটোকপি
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dream Bangla Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Bangla Tours:

Videos

Share

Category