18/04/2024
ভারতীয় ভিসা পেলেন কিনা তা যেভাবে বুঝবেন এ বিষয়ে আজ সঠিক কিছু তথ্য দিচ্ছি, অবশ্যই কাজে লাগবে আপনাদের জন্য।
Your Visa application Webile : BGD********* has been processed. Please collect your passport এই মেসেজ পাওয়ার আগে বা পরে যদি আপনি জানতে চান আপনার ভিসার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে তাহলে গুগলে indian visa online gov in লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে যেতে হবে।
এরপর বা পাঁশের প্রথম পেজের বক্সে For Regular/Paper Visa by Indian Mission/post,Apply here লেখায় ক্লিক করে পরবর্তী পেইজে যেতে হবে। তারপর পেইজের একেবারে নীচে এসে CHECK YOUR VISA STATUS লেখায় ক্লিক করে পরের পেজে যেতে হবে।
পরের পেজে প্রথম ঘরে Webfile আইডিটি বসাতে হবে। এই আইডিটি আপনাকে ভারতীয় হাইকমিশন থেকে দেওয়া ডেলিভারী স্লিপে থাকবে। BGD দিয়ে শুরু হওয়া ১২ ডিজিটের পুরো আইডিটি বসানোর পর পরবর্তী বক্সে আপনার ৯ ডিজিটের পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে।
তারপর Check Status বাটনে ক্লিক করলেই আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।
1. Your Visa application is Under Processing
আবেদন করার পর এই স্ট্যাটাসে থাকে শুরুতে। তারা এখনো আপনার কাগজপত্র চেক করছে।
2. Your visa is Processed and Printed
যদি এই লেখাটি থাকে তাহলে আপনি ভিসা পাবেন। আপনার কাগজপত্র যাচাইবাছাই হওয়ার পর আপনাকে ভিসা দেওয়া হয়েছে। সেই ভিসাটা প্রিন্টও হয়েছে। আপনাকে ভিসা কালেক্ট করার জন্যে মেসেজও দেবে ফানে।
3. Your Visa is processed is Granted but Not-Printed.
যদি এই লেখা থাকে তাহলে আপনার কাগজপত্র চেক করার পর ভিসা পেয়েছেন। কিন্তু পাসপোর্টে সেই ভিসাটি এখনো প্রিন্ট হয়নি।
4. You Visa application is under processing. Please contact the respective
office on next working day where you have submitted your Application.
এর মধ্যেই আপনার ফোনে পাসপোর্ট কালেক্ট করার জন্যে মেসেজ এসছে। স্ট্যাটাসে এই লেখাটা দেখলে বুঝতে হবে আপনার ভিসাটি হয়নি।
For more information,
Contact us through inbox:
m.me/travelattachbd
Hotline: 01979-978998, 01979-719393
Email: [email protected]
VISIT US AT: 👇
𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡 𝐁𝐃
503/5, Baganbari, Malibagh Railgate,
Dhaka - 1217, Bangladesh