Traveller Noman

Traveller Noman "আসুন নিজের দেশ ভ্রমণ করি, নিজেই নিজের দেশ গড়ি" In this page we share our personal good/better/best experiences on our vlog.
(1)

Hello dear friends welcome to my page I'm "Noman" Travel & Food Blogger basically we provide this page all kind of Bangladesh history, traditional food and tourism related news and information. When we find anything negative, we prefer not to publish it or share it. Our slogan is: "Travel and build Bangladesh".

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/10/2024

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

 #জনসচেতনতামূলক_পোস্টমানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত  #ড্রাগন ফলে সয়লাব পুরো বাজার দয়া করে ...
02/09/2024

#জনসচেতনতামূলক_পোস্ট
মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মিশ্রিত #ড্রাগন ফলে সয়লাব পুরো বাজার দয়া করে ক্রয় করা থেকে বিরত থাকুন, এমনকি এই ফল সেবনে একটি জাতি ধ্বংস হয়ে যেতে পারে বিস্তারিত জানার আগ্রহ থাকলে ইনবক্সে নক করুন ধন্যবাদ।
🙏

নদী পথে অবিরাম ছুটে চলা....🥲
30/08/2024

নদী পথে অবিরাম ছুটে চলা....🥲

প্রচারণার অভাবে ইসলামিক বইমেলার কথা তেমন কেউ জানে না যদি মন চায় ঘুরে আসতে পারেন বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে উক্ত...
04/04/2024

প্রচারণার অভাবে ইসলামিক বইমেলার কথা তেমন কেউ জানে না যদি মন চায় ঘুরে আসতে পারেন বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে উক্ত বইমেলাটি চলছে এবং বই ক্রয়ের উপরে ভালো ডিসকাউন্ট রয়েছে।

27/01/2024
আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন চালু হবে 01 ডিসেম্বর, 2023 🚃 ট্রেনের নাম- কক্সবাজার এক্সপ্রেস✅ নতুন ট্রেনের নম্বর:...
25/11/2023

আপডেট: ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেন চালু হবে 01 ডিসেম্বর, 2023

🚃 ট্রেনের নাম- কক্সবাজার এক্সপ্রেস

✅ নতুন ট্রেনের নম্বর: 813 / 814
✅ নতুন ট্রেনের নাম: কক্সবাজার এক্সপ্রেস
✅ মোট সিট সংখ্যা : 780 টি
❌ সাপ্তাহিক বন্ধের দিন: 814 ( সোমবার ), 813 ( মঙ্গলবার )
✅ ট্রেনের কম্পোজিশন : 16/32

⏰ প্রস্তাবিত ট্রেনের সময় সূচি:

🚃 ট্রেন নম্বর: 813
📍কক্সবাজার থেকে ছাড়বে: দুপুর 12:40 টা বাজে
📍চট্টগ্রাম পৌছাবে: বিকাল 03:40 টা বাজে , ছাড়বে: বিকাল 04:00 টা বাজে।
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 08:30 টা বাজে, ছাড়বে: 08:33 টা বাজে।
📍ঢাকা কমলাপুর পৌছাবে: রাত 09:10 টা বাজে।

🚃 ট্রেন নম্বর: 814
📍ঢাকা কমলাপুর থেকে ছাড়বে: রাত 10:30 টা বাজে
📍ঢাকা বিমানবন্দর পৌছাবে: রাত 10:53 টা বাজে, ছাড়বে: 10:58 টা বাজে।
📍চট্টগ্রাম পৌছাবে: রাত 03:40 টা বাজে , ছাড়বে: ভোর 04:00 টা বাজে।
📍কক্সবাজার পৌছাবে: সকাল 06:40 টা বাজে।

💰 টিকিটের মূল্য :
✅ শোভন চেয়ার: 500 টাকা
✅ প্রথম শ্রেণী চেয়ার: 670 টাকা
✅ এসি চেয়ার ( স্নিগ্ধা) : 961 টাকা
✅ প্রথম শ্রেণী বার্থ বা সিট: 1150 টাকা
✅ এসি বার্থ: 1725 টাকা

❌ সিকিম ভ্রমনকারীদের জন্য জরুরী এলার্ট জারী করা হয়েছে❌এই মূহুর্তে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সিকিমের কারেন্ট অবস্থা সম্...
05/10/2023

❌ সিকিম ভ্রমনকারীদের জন্য জরুরী এলার্ট জারী করা হয়েছে❌

এই মূহুর্তে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সিকিমের কারেন্ট অবস্থা সম্পর্কে জ্ঞাত করা হচ্ছে। গতকাল ভোররাতের হালকা ভূমিকম্প এবং কন্টিনিউ বৃষ্টির ফলে সিকিমের Lhonak Glacial Lake এ Cloud Burst হয় | যার ফলে তিস্তা নদী বিপদ সীমার উপর থেকে বইতে শুরু করেছে | সিকিমের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে রয়েছে | বেঙ্গল এবং সিকিম কে কানেক্ট করা NH10 হাইওয়েও বিস্তীর্ণ জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে |

আবহাওয়া দপ্তরে আপডেট অনুযায়ী আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তাই আপনারা যারা দু-একদিনের মধ্যে SIKKIM আসার প্ল্যান করে রেখেছেন ইমিডিয়েট বেসিসে সেটাকে সঠিক ইনফরমেশন নিয়ে Postpone করুন | পরিস্থিতি পর্যেক্ষন করে বোঝা যাচ্ছে যে এক সপ্তাহের পূর্বে ভেঙে পড়া রাস্তাঘাট এবং অবকাঠামো মেরামত করা সম্ভব হবেনা। তাই আপাততঃ সিকিম ভ্রমন স্থগিত রাখাটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে।(collected)

দেখা হয় নাই চক্ষু মেলিয়া....😊আমার জন্মভূমি...❤️স্থানঃ মাইতা তৈম পাহাড়আলিকদম, বান্দরবন, বাংলাদেশ।...                  ...
11/09/2023

দেখা হয় নাই চক্ষু মেলিয়া....😊
আমার জন্মভূমি...❤️
স্থানঃ মাইতা তৈম পাহাড়
আলিকদম, বান্দরবন, বাংলাদেশ।...

আমার এবারের ভ্রমণটি ছিলো অন্যরকম আমেজে ভরপুর প্রথমত পাহাড়ের চূড়ায় উঠে মন্দির পরিদর্শন (চন্দ্রনাথ পাহাড়) তারপর হাঁটু ...
27/08/2023

আমার এবারের ভ্রমণটি ছিলো অন্যরকম আমেজে ভরপুর প্রথমত পাহাড়ের চূড়ায় উঠে মন্দির পরিদর্শন (চন্দ্রনাথ পাহাড়) তারপর হাঁটু সমান কাদায় ট্রেকিং করে সি-বিচ ভ্রমণ (গুলিয়াখালী) এবং সর্বশেষ কোমর সমান পাহাড়ি ঢলের মধ্য দিয়ে ৩০ মিনিট স্রোতের বিপরীতে হেঁটে ঝর্ণা অবলোকন ও স্নান (রূপসী ঝর্ণা) বিশেষ করে এই ট্রেকিং রুটটি ছিলো যেমন রোমাঞ্চকর তেমন অনেক ভয়ঙ্করও বটে। ঝিরিঝিরি বৃষ্টি সাথে পানির রাস্তা কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও একবারে বুক পর্যন্ত পানিতে ডুবে যেতে হয় সবকিছু মিলিয়ে দারুন উপভোগ্য একটি ভ্রমণ, আর পাহাড়ের চূড়া সমতল থেকে প্রায় ১১০০ ফুট উপরে, রাস্তা বেশিরভাগই পিচ্ছিল কাদা এবং সম্পূর্ণ খা‌ড়া ভাবে উপরে উঠে গেছে আবার ঠিক ততটাই খাড়া ভাবে নামতে হয় যদি কারো হাইট ফোবিয়া থাকে তাহলে সমস্যা হয়ে যাবে 🙄 সব মিলিয়ে দারুন ভয়ংকর ট্রেকিং।

উপরে ওঠার পর আবারো প্রমাণ পেলাম ভালবাসাটা শুধু প্রকৃতির সাথেই যায়😊 মেঘ ছুঁই ছুঁই পাহাড়ের চূড়া থেকে নিচে সবুজ অরণ্য এ যেন এক অসাধারণ দৃশ্য, ভয়ংকর সৌন্দর্য আসলে না দেখলে ভাষায় বলে বুঝানো সম্ভব না তবে যাদের ট্রেকিং ট্যুরের অভ্যাস নেই তাদের জন্য এই ভ্রমণ পরিকল্পনা না করাই উত্তম।
আমরা গিয়েছিলাম ২৫.০৮.২৩ (শুক্রবার)
চাইলে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের সীতাকুণ্ডে, বেশ কিছু সুন্দর সুন্দর ঝর্ণা ও সি-বিচ রয়েছে আর সাথে চন্দ্রনাথ পাহাড় তো থাকছেই😘
nomanmorshed©️

বান্দরবান ভ্রমণকারীদের সুবিধার্থে দিয়ে দিলাম দেখে নিতে পারেন 😊
21/08/2023

বান্দরবান ভ্রমণকারীদের সুবিধার্থে দিয়ে দিলাম দেখে নিতে পারেন 😊

সদ্য SSC পাস শিক্ষার্থীদের বলবো HSC, Honours/BBA, Masters/MBA করে ১০/১২ বছর সময় নষ্ট না করে এখন থেকেই skilled education...
14/08/2023

সদ্য SSC পাস শিক্ষার্থীদের বলবো HSC, Honours/BBA, Masters/MBA করে ১০/১২ বছর সময় নষ্ট না করে এখন থেকেই skilled education শুরু করো ( Diploma Engineering/ BSC Engineering) তাহলে at least পড়াশোনা শেষ করে জুতার তলা ক্ষয় করতে হবেনা, চাকরি তোমাকে খুঁজে নেবে Basically বর্তমান যুগে Non skilled education এর শিক্ষার্থীদের কোথাও কোনো value ধরা হয় না শুধুমাত্র যার মামা চাচা আছে তার হিসাব আলাদা।
তোমাদের জীবনের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এই সময়ের একটি দক্ষ সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে, আর ভুল হলে সারা জীবন হতাশার গ্লানি নিয়ে ঘুরতে হবে 🙄
(এখন চাইলে সরকারিভাবে ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ-সুবিধা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে)

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে।
আবেদন লিংক :http://btebadmission.gov.bd/website/

nomanmorshed©️

পরিবেশটা অনেক সুন্দর তাই না চাইলে আপনিও ঘুরতে আসতে পারেন 😊স্থানঃ বলিয়ারপুর, সাভার।
24/06/2023

পরিবেশটা অনেক সুন্দর তাই না চাইলে আপনিও ঘুরতে আসতে পারেন 😊
স্থানঃ বলিয়ারপুর, সাভার।

💯 Year's Old   🏡
06/05/2023

💯 Year's Old 🏡

শিশুদের প্রাণবন্ত, উচ্ছল হাসি কার না ভালো লাগে, আপনার যতই মন খারাপ থাকুক না কেন আপনি যদি একটি শিশুর সাথে হাসাহাসি অথবা খ...
03/04/2023

শিশুদের প্রাণবন্ত, উচ্ছল হাসি কার না ভালো লাগে, আপনার যতই মন খারাপ থাকুক না কেন আপনি যদি একটি শিশুর সাথে হাসাহাসি অথবা খেলাধুলা করেন দেখবেন আপনার মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। উক্ত ছবিতে যে হাস্যোজ্জ্বল শিশু বালিকাদের দেখা যাচ্ছে তাঁদের প্রত্যেকের এই হাসির পিছনে অনেক গভীর দুঃখ এবং বেদনার গল্প রয়েছে এবং প্রত্যেকেরই আলাদা একটি করে গল্প রয়েছে এবং প্রত্যেকের গল্পটি ভিন্ন ভিন্ন কিন্তু একটি প্রান্তে এসে সবার গল্প মিলে গেছে যে তাঁরা সবাই হচ্ছেন এখন বর্তমান সমাজে এতিম শিশু। আঞ্জুমান আজিজুল ইসলাম এতিমখানা বালিকা হোম অবস্থান করেন সবাই। এই এতিমখানার ট্রাস্টি বোর্ডের একজন সদস্য সকল এতিম বালিকাদের জন্য এবারের ঈদের নতুন পোশাক নিয়ে আসেন, আর এই নতুন পোশাক পেয়ে (পরিধান করে) তাঁদের খুশির অন্ত নেই ছবিতে দেখতেই পাচ্ছেন। আসলে তাঁরা অনেক অল্পতেই খুশি হয় তাদের হাসিতেই বুঝতে পারছেন, আর আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের অঢেল আছে তারপরেও তারা খুশি হয় না বা আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাও করেনা। আপনাদের সবার কাছে অনুরোধ আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আপনার আশেপাশের অসহায় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
"আপনার একটু সহযোগিতা হয়তোবা অন্যের অনেক বড় প্রেরণা হতে পারে।"
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক বুঝ ও হিদায়াত নসিব করুন আমীন।
#মানবিক_বাংলাদেশ
©️nomanmorshed

 #আসসালামু_আলাইকুম আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের বরকতময় ও ফজিলতপূর্ণ রজনী শুরু হয়ে গেছে, সবাইকে পবিত্র মাহে রমজান...
23/03/2023

#আসসালামু_আলাইকুম
আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের বরকতময় ও ফজিলতপূর্ণ রজনী শুরু হয়ে গেছে, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
এই মহাপবিত্র বরকতময় মাসে সবার কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এনআইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপ...
25/02/2023

একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে একবারে ৪ টি টিকিট সংগ্রহ করা যাবে। ১টি এনআইডি দিয়ে সপ্তাহে ২ বার টিকিট নেয়া যাবে। মনে করুন, আপনার ফ্যামিলির বা বন্ধুবান্ধব মিলে ৪ জন এক সাথে ভ্রমণ করবেন সেক্ষেত্রে আলাদা আলাদা পরিচয়পত্র লাগবে না। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে ৪টি টিকিট সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে যার পরিচয়পত্র দিয়ে টিকিট কাটবেন ভ্রমনের সময় তিনি সঙ্গে থাকলেই হবে, শুধু তিনিই ভ্রমনে এনআইডি সাথে রাখবেন। মানে একই পরিবারের একজনের অধিক একসাথে ভ্রমন করলে একজনের এনআইডি দিয়েই সব টিকিট নিতে পারবেন, যার এন আইডি ভ্রমনের সময় সঙ্গে থাকলেই হবে, তিনিই শুধু মাত্র তার এন আইডি সঙ্গে রাখবেন। ভ্রমনের সময় এন আইডির মূল কপি সঙ্গে রাখার প্রয়োজন নেই, মোবাইলে তুলে রাখা ছবি কিংবা ফটোকপি রাখলেই চলবে।

যেহেতু ১ টি এনআইডি দিয়ে ৪টি টিকিট কাটা যাবে, ভ্রমনসঙ্গীর মধ্যে যদি কেউ ১৮ বছরের নীচে হয় তার টিকিটও ওই এনআইডি দিয়েই নেয়া যাবে। সেক্ষেত্রে তার জন্মনিবন্ধন লাগবে না। অর্থাৎ অভিভাবকের এনআইডি দিয়ে ১৮ বছরের কম বয়সী শিশুর টিকিট নেয়া যাবে, শুধু ভ্রমনের সময় সে অভিভাবক সঙ্গে থাকলেই হবে, অভিভাবককে সাথে রাখতে হবে নিজ জাতীয় পরিচয়পত্র। যদি কোন শিশু অভিভাবক ছাড়া একা ভ্রমনে সক্ষম হয়, তাহলে সে তার জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকিট কাটবে। ভ্রমনের সময় সেই সনদ সঙ্গে রাখলেই চলবে।

ধরুন, আপনার পরিবারের ৬ জন সদস্য একসাথে ভ্রমন করবেন সেক্ষেত্রে একটি এনআইডি দিয়ে ৪ টি টিকিট নিতে পারবেন আর বাকি ২টির জন্য অন্য আরেকটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

ধরুন, আপনার অনলাইনে রেজিষ্ট্রেশন নাই অথবা আপনার অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও নাই। কিন্ত আপনি ব্যস্ততার কারনে কাউন্টারে টিকিট কাটতে যেতে পারছেন না। সেক্ষেত্রে আপনার এনআইডি দিয়ে অন্য কাউকেও টিকিট নিতে পাঠাতে পারবেন। ভ্রমনের দিন ওই এনআইডি আপনাকে সঙ্গে রাখতে হবে। যিনি ভ্রমন করবেন টিকিট নিতে তাকেই যেতে হবে ব্যাপারটা এমন নয়। ভ্রমনকারীর এনআইডি দিয়ে যে কেউ টিকিট নিতে পারবেন।

বিদেশী নাগরিকরা পাসপোর্টর সুবিধা পাবেন টিকেট কেনার ক্ষেত্রে।

অনলাইন কিংবা কাউন্টার সব খানেই একই সিস্টেম। সবার আগে আপনাকে নিবন্ধন করতে হবে জাতীয় পরিচয়পত্র দিয়ে। ঘরে বসেই নিবন্ধন করা যাচ্ছে।

শুভ হোক আপনার রেলযাত্রা।
ধন্যবাদ।

মহান ২১ শে ফেব্রুয়ারী,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি🖤
21/02/2023

মহান ২১ শে ফেব্রুয়ারী,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি🖤

24/01/2023

Waterfall...😊
Yumthung Valley, Sikkim

🎉 Congratulations 🎉Favorite Football TeamArgentina ❤️Champion 🏆Fifa World Cup Football 2022
18/12/2022

🎉 Congratulations 🎉
Favorite Football Team
Argentina ❤️
Champion 🏆
Fifa World Cup Football 2022


বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হোক সারা দেশ, গোটা জাতি। "সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা"
16/12/2022

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হোক সারা দেশ, গোটা জাতি।
"সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা"

"তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে" বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্...
14/12/2022

"তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে"
বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্মরণ করি বেদনায়, শ্রদ্ধায় ও গভীর ভালোবাসায়।

বেতিলা জমিদার বাড়ি।স্থান : সিংগাইর, মানিকগঞ্জ।
30/11/2022

বেতিলা জমিদার বাড়ি।
স্থান : সিংগাইর, মানিকগঞ্জ।

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Noman:

Videos

Share

Category