08/12/2024
টেনেরিফ বিমান দুর্ঘটনা: ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনা
১৯৭৭ সালের ২৭ মার্চ, টেনেরিফ দ্বীপের লস রোডিওস বিমানবন্দরে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। কেএলএম ফ্লাইট ৪৮০৫ এবং প্যান অ্যাম ফ্লাইট ১৭৩৬—দুটি বিশাল বোয়িং ৭৪৭ বিমান ধোঁয়াশার কারণে রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
কেএলএমের পাইলট অনুমতি না নিয়েই টেক-অফ শুরু করেন, আর তখনই প্যান অ্যামের বিমানটি রানওয়ে পার হচ্ছিল। ঘন কুয়াশায় সীমিত দৃশ্যমানতার কারণে দুই পাইলটই বিপর্যয় বুঝতে ব্যর্থ হন। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ভয়াবহ সংঘর্ষ, যা ৫৮৩ জন প্রাণ কেড়ে নেয়।
এই দুর্ঘটনা বৈমানিক ভুল, যোগাযোগ ত্রুটি, ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটেছিল। ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। রেডিও যোগাযোগ, পাইলটদের প্রশিক্ষণ, ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের উন্নতিতে এই দুর্ঘটনার পর বিশেষ নজর দেওয়া হয়।
টেনেরিফ দুর্ঘটনা একটি কঠিন শিক্ষার বার্তা হয়ে আজও বিমানের নিরাপত্তার ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে রয়েছে।