13/06/2022
মালয়েশিয়া যেতে নিবন্ধন শুরু...!!!
সোমবার মানে ১৩ জুন থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইট www.bmet.gov.bd এই ঠিকানায় ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি বাসায় বসে নিবন্ধন করতে চান তবে আমি প্রবাসী এ্যাপে নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। ভিডিও কিউআরকোড দেয়া আছে এটি স্ক্যান করে আমি প্রবাসী এ্যাপে ঢুকতে পারেন । অথব মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে এ্যাপে ঢুকে ফরম পুরন করেত পারেন। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ফোন নাম্বার, ইমেইল যদি থাকে, আর যদি দক্ষতার সনদ থাকে। মালয়েশিয়া যেতে নিবন্ধন নতুন করে করার প্রয়োজন নেই যদি না আগে নিবন্ধন করা থাকে। কেউ যদি একবার বিদেশ গিয়ে থাকেন তবে তার আর নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে মালয়েশিয়া যেতে নিবন্ধন করতেই হবে।