04/12/2022
Interested traveler are requested to communicate. Thanks
এক ঢিলে দুই পাখি, এক ট্যুরের খরচে দুই ট্যুর এক সাথে।সিকিম ট্যুরের সাথে দার্জিলিং ট্যুর ফ্রি 😜
বড়দিনের টানা ছুটিতে এস এস ট্যুরস এর সাথে দার্জিলিং-সিকিম ট্যুর ।
বাই রোডে ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে সিকিম আর দার্জিলিং এক সাথে ভ্রমণ , থাকছে যাওয়া আসা, থাকা খাওয়া ও সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ।
শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরে নিন,তারপর আপনার আসন কনফার্ম করে ফেলুন, আগে আগে বুকিং করলে বাসের সিট সামনে থাকবে।
ট্রিপের সময়কালঃ
যাত্রা শুরু-২২ ডিসেম্বর রাত ৭/৭ঃ৩০ মিনিটে গাবতলী/কল্যাণপুর থেকে।
ফেরার তারিখঃ৩০ ডিসেম্বর ভোরে।
যা যা দেখবোঃ
১-শিলিগুড়ি
২-দার্জিলিং
৩-টাইগার হিল
৪-জাপানীজ টেম্পল
৫-হিমালয়ান জু
৬-তেনজিং রক,রোপ ওয়ে
৭-টি গার্ডেন
৮-গ্যাংটক
৯-এমজি মার্গ
১০-লাচুং,নাগা ফলস।
১১-ইয়াংথাম ভ্যালি
১২-জিরো পয়েন্ট (অনুমতি সাপেক্ষে)
১৩-ছাঙ্গু লেক।
বিস্তারিত প্ল্যানঃ
২২ ডিসেম্বর রাত ৭/৭ঃ৩০ মিনিটে নির্ধারিত স্থান থেকে গাড়িতে উঠে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেবো।
প্রথম দিনঃবর্ডার পার হয়ে রিজার্ভ জিপে/বাসে শিলিগুরি চলে যাবো দুপুরের খাবার খেয়ে শিলিগুরি থেকে রিজার্ভ জিপে চেপে চলে যাবো দার্জিলিং।চলতি পথের মনোরম দৃশ্য আপনার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন।দার্জিলিং এ রাত্রিযাপন করবো। (২৩ ডিসেম্বর)
দ্বিতীয় দিনঃআজ আমাদের গন্তব্য টাইগার হিল আর সেভেন মিক্স পয়েন্ট।তাই আগে থেকে রিজার্ভ করা গাড়ি ভোর ৩:৩০টা থেকে ৪টার মধ্যে চলে আসবে আমাদের টাইগার হিল থেকে সকালের সূর্যোদয় ও সেই কাঙ্খিত কাঞ্চনজঙ্গা দেখানোর জন্য।
সকালে নাস্তা শেষে আবার বেড়িয়ে পরবো। জাপানিজ টেম্পল,রক গার্ডেন তেনজিং রক, রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, জুওলজিক্যাল পার্ক । সন্ধ্যা নামলে হোটেলে ফিরব।এদিন সেরে ফেলতে পারেন।
নাইট স্টেঃদার্জিলিং (২৪ ডিসেম্বর)
তৃতীয় দিনঃএবার সিকিমের রাজধানী গ্যাংটক যাবার পালা,সকালে ব্রেকফাস্ট করে রাস্তার দু পাশের সৌন্দর্য দেখতে দেখতে দুপুর নাগাদ চলে যাবো গ্যাংটক।
লাঞ্চ করে নিজেদের মত সময় কাটান।এমজি মার্গ টা সেদিন ঘুরবো ইনশাল্লাহ।
নাইট স্টে -গ্যাংটক(২৫ ডিসেম্বর)
চতুর্থ দিনঃ ব্রেকফাস্ট করে লাচুং এর উদ্দেশ্যে রওনা,চমৎকার রাস্তা ধরে আমরা লাচুং পৌছাবো।কিছু সাইটসিয়িং আছে।রাস্তায় কিছু ভিউ পয়েন্ট আর ঝর্ণা দেখবো।সন্ধ্যা নাগাদ লাচুং পৌছাবো।
নাইট স্টে-লাচুং (২৬ ডিসেম্বর)
পঞ্চম দিনঃ সকালে ৭ টায় ব্রেকফাস্ট করে বের হবো ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে,পার্মিশন পেলে সবাই জিরো পয়েন্ট ও দেখে ফেলবো।তারপর গ্যাংটক ব্যাক করবো।
আসতে আসতে সন্ধ্যা ৭ টা বেজে যাবে।
নাইট স্টে-গ্যাংটক (২৭ ডিসেম্বর)
ষষ্ঠ দিনঃ
গ্যাংটকে আরেকটা চমৎকার সকাল দেখে আমরা ছাঙ্গু লেক দেখতে বের হবো। দুপুরের মধ্যে চলে আসবো। যদি সম্ভব হয় শিলিগুড়ি ব্যাক করবো অথবা নিজেদের মত ঘুরাঘুরি/শপিং টা করে নিতে হবে এই দিন।
নাইট স্টে-গ্যাংটক (২৮ ডিসেম্বর)
সপ্তম দিনঃ এবার ফেরার পালা,ভোরে গাড়িতে চেপে বের হয়ে, দুপুর ১২ টার মধ্যে শিলিগুড়ি থাকতে হবে।
বর্ডার ক্রস করবো বিকেলের মধ্যে।
নির্ধারিত সময়ে বাসে উঠে যাবো। (২৯ ডিসেম্বর)
অষ্টম দিনঃভোরে ইনশাআল্লাহ ঢাকা থাকবো (৩০ ডিসেম্বর)।
➡️যা যা থাকবে-
১-ঢাকা-বুড়িমারী-ঢাকা নন এসি বাস টিকিট (আগে বুক করলে সামনে সিট) এসি বাসে যেতে চাইলে এসি বাসের বাড়তি ভাড়া পেমেন্ট করতে হবে।
২-ইন্ডিয়াতে ৮ দিন ঘুরাঘুরির জন্য রিজার্ভ সুমো/বোলেরো কার।
৩-প্রতিদিন তিন বেলা খাবার (শিলিগুড়ি ব্যাক করার দিন লাঞ্চ পর্যন্ত)
৪-দার্জিলিং,গ্যাংটক এবং লাচুং এ হোটেল রুম (প্রতি রুমে দুইজন, তাই আলাদা কোনো কাপল পলিসি নেই)
৫ দক্ষ গাইড।
🚫যা যা থাকবেনাঃ
১-ট্রাভেল ট্যাক্স (৫০০ টাকা)
২-বর্ডার স্পিড মানি (বাংলাদেশে ২৫০+১০০ টাকা ইন্ডিয়া তে ২০০+১৫০ রুপি ,আসা যাওয়া মিলিয়ে)
৩-কোনো স্পটে এন্ট্রি ফি এবং এক্টিভিটি ফি।
৪-ব্যাক্তিগত কোনো খরচ।
৫-হাইওয়ের খাবার এবং ফেরার দিন রাতের খাবার।
খরচ জনপ্রতি ১৮৫০০ ইন্ডিয়ান রুপি / সমমান টাকা।
✡️যা যা অবশ্যই লাগবে ট্যুরেঃ
১-চেংড়াবান্ধা পোর্ট দিয়ে ভারতের ভিসা।
২-ভ্যাক্সিন সার্টিফিকেট (৫ কপি,দুই ডোজ)।
৩-ট্রাভেল ট্যাক্স জমাদানের কপি।
৪-এনয়াইডি কার্ডের ফটোকপি।
৫-পাসপোর্ট এবং ভিসার ফটোকপি।
৬-শীতের কাপড়।
৭-নিজের প্রয়োজনীয় সব ব্যক্তিগত জিনিসপত্র।যেমন-মোবাইল,পাওয়ার ব্যাংক,ক্যামেরা,মেডিসিন ইত্যাদি।
৮-পাসপোর্টে ডলার এন্ডোর্স করতে হবে অবশ্যই।
ট্যুর চলাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, খারাপ আবহাওয়া এবং যেকোন দুর্ঘটনার কারনে ট্যুরের প্লান পরিবর্তন হতে পারে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারনে অতিরিক্ত ১ বা ২ দিন থাকার প্রয়োজন হলে সবাইকে অতিরিক্ত দিনগুলির খরচ বহন করতে হবে।
দেশের বাইরে ট্যুর তাই যাদের গ্রুপ ট্যুরে এডযাস্ট করতে সমস্যা আছে এবং ছাড় দেয়ার মন মানসিকতা নেই তারা এই ট্যুর এভোয়েড করবেন।এবং যারা অতিরিক্ত লাক্সারি খুঁজবেন তাদের জন্যও একই পরামর্শ।
আশা করছি আপনি পুরো ইভেন্ট পরে বুঝে আমাদের কে কনফার্ম করছেন