08/09/2022
London Bridge has Fallen at her 96
ব্রিটিশ প্রিন্স ও প্রিন্সেসরা সবাই জড়ো হচ্ছেন স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে, যেখানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন'। এমনকি প্রিন্স হ্যারিও যাচ্ছেন, তবে মেগান মার্কেল যাচ্ছেন না।বিবিসি ওয়েবসাইটের রঙ বদলে কালো করে ফেলা হয়েছে। বিবিসি নিউজ প্রেজেন্টারদের নির্দেশ দেয়া হয়েছে সম্পূর্ণ কালো পোশাক পরিধান করতে। সন্ধ্যা ৬টা পর্যন্ত রেগুলার প্রোগ্রাম বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, 'অপারেশন লন্ডন ব্রিজ' হলো রানী ২য় এলিজাবেথ (৯৬) মারা গেলে কী কী করতে হবে সেই বিস্তারিত প্ল্যান। ("লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন" থেকে এই কোড)। রাণীর উত্তরাধিকারী হবেন প্রিন্স চার্লস, যার বয়স ৭৩ বছর।
এতসব কিছু বলার কারণ হল রাণী দ্বিতীয় এলিজাবেথ কিছুক্ষণ আগে মারা গেছেন।
Courtesy: Defence Research Forum-DefRes.