TM Air Ticketing & Tourism Ltd.

TM Air Ticketing & Tourism Ltd. Open Now: 10 Am -7 Pm
ভিসা প্রসেস, বিমান টিকেট, প্যাকেজ ট্যুর।
+88 01634329399, +88 01861329399, +88 01752700742

London Bridge has Fallen at her 96ব্রিটিশ প্রিন্স ও প্রিন্সেসরা সবাই জড়ো হচ্ছেন স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে, যেখানে ব্...
08/09/2022

London Bridge has Fallen at her 96

ব্রিটিশ প্রিন্স ও প্রিন্সেসরা সবাই জড়ো হচ্ছেন স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে, যেখানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন'। এমনকি প্রিন্স হ্যারিও যাচ্ছেন, তবে মেগান মার্কেল যাচ্ছেন না।বিবিসি ওয়েবসাইটের রঙ বদলে কালো করে ফেলা হয়েছে। বিবিসি নিউজ প্রেজেন্টারদের নির্দেশ দেয়া হয়েছে সম্পূর্ণ কালো পোশাক পরিধান করতে। সন্ধ্যা ৬টা পর্যন্ত রেগুলার প্রোগ্রাম বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, 'অপারেশন লন্ডন ব্রিজ' হলো রানী ২য় এলিজাবেথ (৯৬) মারা গেলে কী কী করতে হবে সেই বিস্তারিত প্ল্যান। ("লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন" থেকে এই কোড)। রাণীর উত্তরাধিকারী হবেন প্রিন্স চার্লস, যার বয়স ৭৩ বছর।

এতসব কিছু বলার কারণ হল রাণী দ্বিতীয় এলিজাবেথ কিছুক্ষণ আগে মারা গেছেন।

Courtesy: Defence Research Forum-DefRes.

মালয়েশিয়ার  সাথে কূটনৈতিক সম্পর্কের সূবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের নতুন মাইলফলকমালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তথা বাংলাদেশ স...
09/08/2022

মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের সূবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের নতুন মাইলফলক

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে অবশেষে ৪ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ শুরু হয়েছে।
আজ ভোর ৫ঃ২২ মিনিটে বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরন করে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ গোলাম সারোয়ার বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান। এই সময়ে হাই কমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিমসহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও দুই দেশের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, মালয়েশিয়াস্থ জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উক্ত কর্মীগণ নিয়োগ লাভ করেছেন। মালয়েশিয়ার সরকারের নতুন বেতন কাঠোমো অনুযায়ী তারা প্রতিমাসে অন্তত পক্ষে ১৫০০ মালয়েশিয়ান রিংগিত অর্থাৎ বাংলাদেশী প্রায় ৩৭ হাজার টাকা বেতন পাবেন। তাছাড়াও তারা মালয়েশিয়ার আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভার টাইম, বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্য বীমা, কর্মস্থলে দূর্ঘটনা জনিত বীমাসহ অন্যান্য সকল সুবিধা প্রাপ্য হবেন।

দীর্ঘ চার বছরের অচলায়তন ভেংগে মালয়েশিয়ার নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়াতে হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আশা করা যাচ্ছে যে, আগামী তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ৫ লক্ষাধিক নতুন লোকের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রেরিত মোট রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করবে।

08/08/2022

প্রায় চার বছর পর মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়েছে। আজ ঢাকা ছাড়লেন ৫৩ জন।

08/08/2022
এবার কলিং ভিসার খরচ বেশি হওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটি হলো টাকার মান কমে যাওয়া। ২০১৭ সালে ১ রিঙ্গিত সমান ১৮ টাকা ছি...
08/08/2022

এবার কলিং ভিসার খরচ বেশি হওয়ার অনেকগুলা কারণের মধ্যে একটি হলো টাকার মান কমে যাওয়া।
২০১৭ সালে ১ রিঙ্গিত সমান ১৮ টাকা ছিল, এবার ২৬ টাকা। বেড়েছে ৮ টাকা! আরো বাড়বে।

যদি ভিসার দাম ৫ হাজার রিংগিত হয় তাহলে ৫০০০*৮= ৪০ হাজার টাকা বেশি খরচ হচ্ছে টাকার মান কমে যাওয়ার কারণে।

মালয়েশিয়ার প্রথম ফ্লাইট । ৫৩ কর্মীকে বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানালেন বিএমইটির মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা।
08/08/2022

মালয়েশিয়ার প্রথম ফ্লাইট । ৫৩ কর্মীকে বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানালেন বিএমইটির মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা।

08/08/2022
08/08/2022

মালয়েশিয়া কলিং ভিসা: প্রথম ফ্লাইট যেকোন সময়, যাচ্ছেন ৫৩ কর্মী।

টিএম এয়ার টিকেটিং এ্যান্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগ চলছে।যোগাযোগঃ ☎...
28/07/2022

টিএম এয়ার টিকেটিং এ্যান্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মালয়েশিয়ায় কলিং ভিসায় কর্মী নিয়োগ চলছে।
যোগাযোগঃ ☎01752700742 ☎01634329399 ☎01861329399 ☎01710072995

১। উৎপাদন কারখানা
✅ ইলেকট্রনিক্স ফ্যাক্টরি
✅ হাত মোজা ফ্যাক্টরি
✅ ফার্নিচার ফ্যাক্টরি
✅ ফুড ফ্যাক্টরি
✅ গার্মেন্টস ফ্যাক্টরি
✅ প্লাস্টিক ফ্যাক্টরি
✅ ষ্টীল ফ্যাক্টরি
✅ রাবার ফ্যাক্টরি
✅ গ্লাস ফ্যাক্টরি
✅ অটোমোবাইল ফ্যাক্টরি
✅ অয়েল ফ্যাক্টরি

২। সার্ভিস সেক্টর
✅ রেস্টুরেন্ট
✅ মার্কেট
✅ লোডিং-আনলোডিং
✅ পেট্রোল পাম্প
✅ ক্লিনার➡️আবাসিক হোটেল, দোকান, মার্কেট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, হাসপিটাল, আবাসিক ইত্যাদি।
৩। কন্সট্রাকশন
✅ অল ট্রেড টেকনিশিয়ান
✅ লেবার

৪। এগ্রিকালচার
✅ কৃষি কাজ
✅ মৎস্য খামার
✅ পোল্ট্রি ফার্ম
✅ পশু খামার

৫। প্লানটেশন
✅ পামওয়েল বাগান
✅ নার্সারী

সুবিধাদিঃ
✅ বেতনঃ ১৫০০ রিঙ্গিত + ওভারটাইম।
✅ কন্ট্রাক্টঃ ৩ বছর। ভিসা নবায়নযোগ্য।
✅ ডিউটিঃ ৮ ঘন্টা + OT।
✅ বাসস্থান+ চিকিৎসা কোম্পানি দিবে।
✅ খাবারঃ নিজ।

ভিসা হওয়ার ১৫ দিনের ভিতর ফ্লাইট নিতে হবে।
সরাসরি অফিসে এসে ডকুমেন্টস জমা দিন।
************
দরকারি কাগজপত্রাদিঃ
▪ পাসপোর্ট (মেয়াদ ১৮-২৪ মাস)।
▪ ছবি -১২ কপি (৩৫mm X ৫০mm) ব্যাকগ্রাউন্ড সাদা।
▪ টিকা দেয়ার সনদ।

*******
Our Address:
☛TM Air Ticketing & Tourism Ltd.
☛Eastern Arzoo, Suite: 6/4(6th Floor), 61, Bijoynagar, Dhaka- 1000.
☛ Email: [email protected], [email protected]
✦✦ অফিসের কার্যদিবস: শনিবার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ১০:০০ হইতে সন্ধ্যা ০৭:০০।

 #পাসপোর্ট_জমা_নিচ্ছিমালয়েশিয়ায় রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়োজন:-যাত্রী যে জেলার বাসিন্দা সেই জেলায় ফিংগারপ্রিন্ট অফিসে ...
26/07/2022

#পাসপোর্ট_জমা_নিচ্ছি
মালয়েশিয়ায় রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়োজন:-
যাত্রী যে জেলার বাসিন্দা সেই জেলায় ফিংগারপ্রিন্ট অফিসে গিয়ে করতে হবে।
অথবা
আমি প্রবাসি অ‍্যাপ ডাউন লোড করেও করতে পারবেন।

*রেজিষ্ট্রেশন না করলে মেডিকেল করা যাবে না*

*রেজিষ্ট্রেশনের জন্য যা যা দরকার*
১। যাত্রীর পাসপোট
২। যাত্রীর ভোটার আইডি কার্ড
৩। যাত্রীর ছবি
৪। যাত্রীর মোবাইল নাম্বার
৫। নমিনীর নাম
৬। নমিনীর ভোটার আই ডি কার্ড
৭। নমিনীর মোবাইল নাম্বার
৮। নমিনীর মা ও বাবার নাম।

*মেডিকেল করতে যেসব ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে আসতে হবে*⬇️⬇️
(১) মূল পাসপোর্ট
(২) ১০ কপি ম্যাটপেপার ছবি,যাহার ব্যাকগ্রাউন্ড সাদা, ৫০/৩৫ এমএম সাইজ
(৩) ভ্যাকসিন সার্টিফিকেট,
মর্ডানা - ২ ডোজ, ফাইজার - ২ ডোজ, সিনোফার্ম - বুস্টার ডোজ,
(৪) BMET নিবন্ধন ফর্ম।
(৫) ভোটার আইডি যাত্রীর মা- বাবা- স্ত্রীর যে কোন একজনের
বয়স ১৮-৪৫ বছর হতে হবে।

আবারো করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষায় ক...
24/07/2022

আবারো করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শনিবার রাতে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। মন্ত্রী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন।

এর আগেও দুই বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ বলে জানিয়েছেন মন্ত্রী। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন মাননীয় মন্ত্রী, আমিন।

টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে মালয়েশিয়াতে জরুরী ভিত্তিতে বাংলাদেশী কর্মী নিয়োগ চলছে।
24/07/2022

টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে মালয়েশিয়াতে জরুরী ভিত্তিতে বাংলাদেশী কর্মী নিয়োগ চলছে।

আলহামদুলিল্লাহ ❤❤❤
14/07/2022

আলহামদুলিল্লাহ ❤❤❤

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে আর বাঁধা নেই। ইতোমধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক...

14/07/2022

অবশেষে জটিলতার অবসান, বাংলাদেশি শ্রমিক নিতে প্রস্তুত মালয়েশিয়া...

06/07/2022

কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে বাংলাদেশ অংশে সরকার নির্ধারিত খরচ কত হবে সেটি আজ (বুধবার) ঘোষণা করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আনুষ্ঠানিক ঘোষণা হলে তখনই জানিয়ে দেয়া হবে।

সুখবর অবশেষ দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো মালয়েশিয়া মেডিকেল এবং নিবন্ধন।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে আগামী ৪ জুলাই...
03/07/2022

সুখবর অবশেষ দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো মালয়েশিয়া মেডিকেল এবং নিবন্ধন।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে আগামী ৪ জুলাই ২০২২ ইং রোজ সোমবার থেকে মালয়েশিয়ার মেডিকেল শুরু। যে সকল কর্মী ভাইয়েরা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা মেডিকেল করার জন্য মুল পাসপোর্ট, পাসপোট সাইজের ছবি, মোবাইল নাম্বার ও দক্ষতার সনদ (যদি থাকে) নিয়ে অফিসে জমা দিয়ে নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

# # বিঃ দ্রঃ পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৪৫ বছর।

# # যোগাযোগের ঠিকানা: টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড
সুইট নং # ৬/৪, লিফট # ০৬,
৬১, বিজয়নগর, ইষ্টার্ণ আরজু, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭৫২৭০০৭৪২, ০১৭১০০৭২৯৯৫
ইমেইল: [email protected], [email protected]

আলহামদুলিল্লাহ কালকে থেকে মেডিকেল শুরু। অপেক্ষার প্রহর শেষ । অনেকেই মনে করতে পারেন সরকারি ভাবে ঘোষনা আসবে?  কিন্ত সরকার ...
02/07/2022

আলহামদুলিল্লাহ কালকে থেকে মেডিকেল শুরু। অপেক্ষার প্রহর শেষ । অনেকেই মনে করতে পারেন সরকারি ভাবে ঘোষনা আসবে? কিন্ত সরকার কখনোই এধরনের ঘোষণা দেয়না।

30/06/2022

বিশেষ জরুরী বিজ্ঞপ্তি
৩০ জুন ২০২২

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, গত ০২ জুন ২০২২ তারিখে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের পদ্ধতি চূড়ান্ত করার সাথে সাথে বিভিন্ন ব্যক্তিবর্গ নানা পরিচয়ে হাই কমিশনে অকারণে ভিড় জমানোর চেষ্টা করছেন এবং তড়িঘড়ি করে নিয়োগের অনুমতি প্রদানের জন্য টেলিফোনের মাধ্যমে হাই কমিশনকে অনুরোধ করছেন, যা সরকার নির্ধারিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণের পথে অন্তরায়। এখানে উল্লেখ্য যে, হাই কমিশন দ্রুততার সাথে বাংলাদেশ ও মালয়েশিয়ার যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশী কর্মীগণ যাতে মালয়েশিয়ায় এসে প্রতারিত না হন সেই লক্ষ্যে ডিমান্ড সমূহের প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং কর্মীদের সার্বিক নিরাপত্তার জন্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনে বাংলাদেশ হাইকমিশন বদ্ধ পরিকর। এক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অযাচিত হস্তক্ষেপ কারও কাম্য নয়।

০২/ এমতাবস্থায় সকলের বৃহত্তর স্বার্থে ও স্বচ্ছতার সাথে বাংলাদেশ হাইকমিশনের কার্য পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

০৩/ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য হাকমিশন সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছে।

অনুরোধক্রমেঃ
বাংলাদেশ হাইকমিশন
কুয়ালালামপুর
মালয়েশিয়া।

টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার কাজ সম্পন্ন করা হয়। # # # বর্তমানে পাসপোর্ট জ...
16/06/2022

টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার কাজ সম্পন্ন করা হয়।

# # # বর্তমানে পাসপোর্ট জমা নেওয়া এবং নিবন্ধন করা হচ্ছেঃ

মালয়েশিয়ায় যে সকল কাজের অনুমোদন হয়েছে :
# # সার্ভিস সেক্টর,
# # ফ্যাক্টরি (ফার্নিচার, ইলেক্ট্রনিক্স, ক্যাবল)
# # কনস্ট্রাকশন,
# # প্লানটেশন ও কৃষি

# # # মালয়েশিয়া যেতে যে সকল ডকুমন্টেস/কাগজপত্র লাগবেঃ

১) বাংলাদেশী পাসপোর্ট (কমপক্ষে ২ বছর মেয়াদ থাকতে হবে)
২) পাসপোর্ট সাইজ ছবি ১২ কপি (ল্যাব প্রিন্ট ও সাদা ব্যাকগ্রাউন্ডের )
৩) করোনা ভ্যাক্সিন সার্টিফিকেট (অবশ্যই ২/৩ ডোজ করোনার ভ্যাকসিন নেয়া থাকতে হবে।)
৪) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে (কোম্পানি বেধে সর্বোচ্চ বয়স ৩৫-৪০ বছরের মধ্যেও হতে পারে।)
৫) ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের কপি।

# # # একজন কর্মী কি কি সুবিধা ভোগ করবেঃ

১) কোম্পানিতে ডিউটি কমপক্ষে ৮ ঘন্টা ও সপ্তাহে ১ দিন ছুটি থাকবে।
২) বেতন (১৫০০ + ২২০)+ নূন্যতম ৩ ঘন্টা ওভারটাইম।
৩) কর্মীর বাসস্থান, চিকিৎসা ও যাতায়াত (ছুটির টিকেট) কোম্পানি বহন করবে।
৪) ভিসা ৩ বছরের জন্য কন্ট্রাক হবে যা পরবর্বিতে রিনিউ করা যাবে।

আপনার পাসপোর্ট জমা ও বিএমইটি নিবন্ধন করার জন্য যোগাযোগ করুনঃ

টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড
স্যুইট # ৬/৪, লিফট #০৬,
৬১, বিজয়নগর, ইষ্টার্ণ আরজু, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭৫২৭০০৭৪২, ০১৭১০০৭২৯৯৫, ০১৭৭৯১৯৭৯২৩।
ই-মেইল: [email protected], [email protected]

মালয়েশিয়া শ্রমবাজার উন্মোচন হলো অফিসিয়ালি! *** এখন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ...
13/06/2022

মালয়েশিয়া শ্রমবাজার উন্মোচন হলো অফিসিয়ালি!

*** এখন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সরাসরি নিবন্ধন করা যাবে। খরচঃ ২০০৳
অথবা
*** আমি প্রবাসী এপস (www.amiprobashi.com) থেকেও নিবন্ধন করা যাবে। খরচঃ ৩০০৳
> যাত্রীর বয়সঃ ১৮-৪৫,
> নিবন্ধন ০২ বছর মেয়াদ থাকবে,
> যাদের ইতোমধ্যে নিবন্ধন করা আছে তাদের পূণঃ নিবন্ধনের প্রয়োজন নেই,
> টেকনিক্যাল/কারিগরি প্রশিক্ষণ হতে কোনো কোর্স করে থাকলে সেই সনদকে গুরুত্বপূর্ণ বলে ধরে নিয়ে সে সকল আবেদনকারীদের স্কিল হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজন কাগজপত্রঃ

১) ভ্যালিড পাসপোর্ট,
২) পাসপোর্ট সাইজের সদ্যতোলা ছবি (ম্যাট পেপারে সাদা ব্যাকগ্রাউন্ড),
৩) নিজের মোবাইল নম্বর,
৪) ইমেইল ঠিকানা,
৫) দক্ষতা সনদ
৬) ভ্যাক্সিন সার্টিফিকেট ইত্যাদি।

বিস্তারিত জানতে আজই আমাদের অফিসে আসুন।

A community of 2.5 million+ aspiring migrants, recruiting agencies, and foreign employers under one ecosystem

03/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?

*১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!*

*২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে নিতে পারে

*৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজেই হিসাব করুন!

*৫) মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬) মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!

*৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯) মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২/৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০) কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!

*১১) মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

মালয়েশিয়ার শ্রমবাজার খোলায় সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা,

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার। জুনেই শুরু হচ্ছে কর্মী যাওয়া।
02/06/2022

আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার। জুনেই শুরু হচ্ছে কর্মী যাওয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (২ জুন, ২০২২) দুপুরে গণভবনে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী Mr Datak Seri M. Sa...
02/06/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (২ জুন, ২০২২) দুপুরে গণভবনে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী Mr Datak Seri M. Saravanan সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ সচিবালয়ে অফিস কক্ষে মালয়েশিয়ার মাননীয় মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ...
02/06/2022

আজ সচিবালয়ে অফিস কক্ষে মালয়েশিয়ার মাননীয় মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত H.E. Ms Haznah Md Hashim
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আসাদুজ্জামান খান কামাল এম.পি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন...

অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডিকেল হবে এবং কত...
02/06/2022

অবশেষে চালু হলো মালয়েশিয়া শ্রমবাজার। আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মন্ত্রী। আগামী সপ্তাহে জানা যাবে কবে থেকে মেডিকেল হবে এবং কতো টাকা খরচ হবে।
জুনেই শুরু কর্মী যাওয়া।

02/06/2022

বাংলাদেশের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার

#শ্রমবাজার #জনশক্তি_রপ্তানি #মালয়েশিয়া

02/06/2022

আলহামদুলিল্লাহ্‌ joint working group এর মিটিং সাকসেসফুল ।আজই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় পৌঁছান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস...
02/06/2022

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় পৌঁছান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক আনোয়ার হোসেন ফুল দিয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম, প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারি পরিচালক ফখরুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি ব্যবস্থাপনায় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ সংক্রান্ত।
29/05/2022

সরকারি ব্যবস্থাপনায় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ সংক্রান্ত।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801670873689

Website

Alerts

Be the first to know and let us send you an email when TM Air Ticketing & Tourism Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TM Air Ticketing & Tourism Ltd.:

Videos

Share

Category