24/02/2024
বাংলাদেশ বিমানে রোম - ঢাকা সরাসরি মাত্র ১০ ঘন্টা ১০ মিনিটে….
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হয়েছে।
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে রোম ফ্লাইট চালাবে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
নতুন রুট চালু উপলক্ষে বিশেষ ছাড় চলছে। ২৬ মার্চের মধ্যে বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকেট কেনার সময় প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে টিকেট কিনলে মূল ভাড়ার ওপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতি সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ২টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইট বিজি৩৫৫ রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় রোম থেকে যাত্রা শুরু করে ঢাকা পৌঁছাবে রাত পৌনে ১২টায়।
তবে ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ৩টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ৯টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ১২টায়।
Duba travels and tours
Biman Bangladesh Airlines Ltd.
Biman Bangladesh Airlines Manchester