Hajj Umrah Bangladesh

Hajj Umrah Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hajj Umrah Bangladesh, Tour Agency, Dhaka.

22/05/2018

Umrah Bangladesh
intro

20/05/2018

#সূরা ইখলাস,

20/05/2018
20/05/2018
আসসালামু আলাইকুম , "আমার প্রিয় বন্ধুরা এবং আত্নিয়সজনেরা অনুগ্রহ করে এই পোস্ট টি পড়ে শেয়ার করুন ""বিসমিল্লাহির রাহমানির র...
19/05/2018

আসসালামু আলাইকুম ,
"আমার প্রিয় বন্ধুরা এবং আত্নিয়সজনেরা অনুগ্রহ করে এই পোস্ট টি পড়ে শেয়ার করুন "

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "

# #২০১৮ এর ওমরাহ্‌ রমজান গ্রুপ প্যাকেজ এর বুকিং চলিতেছে # #

***২৫শে মে এবং ২৬ শে জুন এর জন্য গ্রুপ এ ওমরাহ্ প্যাকেজ বুকিং চলিতেছে।***
বুকিং এর শেষ সময়: ১৮ ই মে এবং ১৯ শে জুন
১৫দিনের প্যাকেজ
১০ দিন মক্কা এবং ৫ দিন মদিনা

(( ভিসা + বিমানের টিকেট + মক্কা এবং মদিনাতে নিকটবরতী হোটেল + সকল খাবার + ইসলামিক ঐতিহাসিক স্থান সমূহ যিয়ারত এবং সকল পরিবহন খরচ এই প্যাকেজ এর অন্তর্ভুক্ত ))

বুকিং এর সময় ৪০,০০০টাকা দিতে হবে। অন্যান্য অর্থ টিকেট পাওয়ার পর দিতে হবে।
জরুরি কাগজপত্র : জাতীয় সনদপত্র/NID এর ফটোকপি, Passport এর মূলকপি এবং ২পিছ Passport সাইজ এর ছবি লাগবে।

বি:দ্র: সকল ডকুমেন্টস এবং বুকিং মানি ৪০,০০০টাকা ১৮ ই মে এবং ১৯শে জুন, ২০১৮ তারিখ এর ভেতরে দেওয়ার জন্য অনুরোধ করা হইল।

প্যাকেজ এর বিবরণ:
1. বাংলাদেশ বিমানে, চট্টগ্রাম থেকে জেদ্দা্ সরাসরি ফ্লাইট এ যাওয়া-আসা ১,৩০,০০০ টাকা মাত্র (সকল খাবারসহ প্যাকেজ)
#বিস্তারিত জানতে কল কারুনঃ-01703-939689

----------------------------------------------------AFTER RAMADAN UMRAH PACKAGE 2018------------------------------------...
19/05/2018

----------------------------------------------------
AFTER RAMADAN UMRAH PACKAGE 2018
----------------------------------------------------
✅Package
✅Taka: 95000-110000 (1 person)
📌Makkah hotel
📌Madinah hotel
📌Air Ticket (transit)
📌Transport-
📌Jeddah to Makkah
📌Makkah to Madinah
📌Madinah to Airport
📌Food Customization

19/05/2018

নামাজ শেষ এ হেরাম শারিফ এর মাঠ

19/05/2018



এবার রমজান এ সব চেয়ে কম খরচে উমরাহ করুনআমাদের সাথে,এ ছাড়া আপনার বাজেট এবং চাহিদামত উমরাহ প্যাকেজ করে দেওয়া সম্ভবএ ছাড়া চ...
19/05/2018

এবার রমজান এ সব চেয়ে কম খরচে উমরাহ করুন
আমাদের সাথে,
এ ছাড়া আপনার বাজেট এবং চাহিদামত উমরাহ প্যাকেজ করে দেওয়া সম্ভব

এ ছাড়া
চায়না ,বালি, মালদ্বীপ ,শ্রীলঙ্কা, ব্যাংকক , কুয়ালালামপুর , সিঙ্গাপুর ,
অ্যামেরিকা ,লন্ডন, ক্যানাডা সহ পৃথিবীর সকল দেশের টিকেট কিনুন সাশ্রয়ী মূল্যে।

ঢাকা - কক্সবাজার- চট্টগ্রাম - যশোর - রাজশাহী - সিলেট - বরিশাল সহ বাংলাদেশের ডোমেস্টিক টিকেট কিনুন সাশ্রয়ী মূল্যে

** আমাদের সার্ভিস সমূহ **
১. হজ্জ প্যাকেজ
২. উমরাহ প্যাকেজ
৩. এয়ার টিকেট বুকিং
৪. ভিসা প্রেসেসিং
৫. হোটেল বুকিং
৬. ট্যুরস প্যাকেজ

19/05/2018
19/05/2018


হজ প্যাকেজের খসড়া অনুমোদন, প্লেন ভাড়া বাড়লো ১৪ হাজারসরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ...
19/05/2018

হজ প্যাকেজের খসড়া অনুমোদন, প্লেন ভাড়া বাড়লো ১৪ হাজার

সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্যাকেজ অনুসারে, সরকারি ব্যবস্থাপনায় এ মৌসুমে হজে যাবে ৭ হাজার ১৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবে ১ লাখ ২০ হাজার জন, এর বেশি হবে না।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় যেতে খরচ হবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, প্যাকেজ-২ এর আওতায় খরচ হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এ দু’টি প্যাকেজের কম খরচে কাউকে হজে নিতে পারবেন না বেসরকারি এজেন্টরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, এবার প্লেন ভাড়া ১৪ হাজার টাকা বেশি ধরা হয়েছে। গতবার প্লেন ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২১ টাকা। এ মৌসুমে প্লেন ভাড়া ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৫১ টাকা।

এছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইনের খসড়া, বস্ত্র আইন ২০১৮ এর খসড়া, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর খসড়া, শিশু (সংশোধন) আইন ২০১৮ এর খসড়ার, জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৮ এর খসড়ার, মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অংশীদারিত্বে বিষয়ে খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

পাশাপাশি সিনিয়র স্টাফ নার্স এবং মিডিওয়াইফ পদে সরাসরি নিয়োগ শিথিলকরণের প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

হজ্জ ইসলামের পাঁচটি আরকান বা স্তম্ভের পঞ্চমটি। হজ্জের আভিধানিক অর্থ ‘কোথাও যাওয়ার ইচ্ছা করা’, ‘সংকল্প করা’ বা ‘চক্রাকার...
19/05/2018

হজ্জ ইসলামের পাঁচটি আরকান বা স্তম্ভের পঞ্চমটি। হজ্জের আভিধানিক অর্থ ‘কোথাও যাওয়ার ইচ্ছা করা’, ‘সংকল্প করা’ বা ‘চক্রাকারে প্রদক্ষিণ করা’। শরিয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট সময়কালে কা’বা ঘর প্রদক্ষিণ, আরাফাত ময়দানে অবস্থান, সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে গমনাগমন, মিনায় অবস্থান প্রভৃতি কার্য হযরত মুহাম্মাদ (স.) কর্তৃক নির্ধারিত প্রক্রিয়ায় সম্পাদন করার নামই হজ্জ।

16/05/2018

স্বাগতম হে মাহে রমজান! স্বাগতম! ১ টি বছর ঘুরে রমজান আবারও এসে গেলো মুমিন- মুসলমানের দ্বারে। আল্লাহ তা'য়ালা যেন আমাদের প্রতিটি মুসলিম ভাই-বোনদের রমজানের প্রতিটি রোজা রাখার তাওফিক দান করেন। একই সাথে রমজানের পবিত্রতা রক্ষা করার তাওফিক দান করেন। আমিন।

বেশ কিছু দিন আগের কথা। একজন আমায় বলল, "এগুলা কী রাখসো? তোমায় কাটতে বলছিলাম না? দাড়িতে তোমায় ভাল লাগে না। আগেই ত কত ভাল ল...
16/05/2018

বেশ কিছু দিন আগের কথা। একজন আমায় বলল, "এগুলা কী রাখসো? তোমায় কাটতে বলছিলাম না? দাড়িতে তোমায় ভাল লাগে না। আগেই ত কত ভাল লাগতো!"
- তাহলে কি দাড়ি রাখব না?
: রাইখো! বাট পরে। এখন না।
- আচ্ছা বলো তো, এই পৃথিবীর সবচাইতে HANDSOME পুরুষ কে ছিল?
: কেন? হযরত মুহাম্মাদ ﷺ
- তাঁর তো দাড়ি ছিল।
সেদিনের কথোপকথন মোটামুটি এখানেই শেষ। ভাই-বোনদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে রাখি। রাসূলুল্লাহর ﷺ দাড়ি ছিল বিধায়ই যে তিনি হ্যান্ডসাম ছিলেন, ব্যাপারটি ঠিক এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলাই তাঁকে এই সৌন্দর্য দান করেছিলেন, এতে রাসূলের ﷺ কোনো ক্রেডিট নেই। ব্যাপারটা হল, যখনই আপনি রাসূলের ﷺ সুন্নাহকে ভালোবেসে দাড়ি রাখবেন- তখন অবশ্যই আপনাকে হ্যান্ডসাম দেখাবে। না, সৃষ্টির চোখে নয়; আপনার স্রষ্টার চোখে। মানুষের এইসব ঠুনকো প্রশংসার কি দু’ পয়সার মূল্য আছে যদি আল্লাহ তা’আলার নিকট আমরা সম্মানিত, প্রশংসিত না হতে পারি? হতে পারে কাল হাশরের ময়দানে কঠিন সময়ে এই দাড়ির প্রতি ভালোবাসার কারণেই রাসূল ﷺ আমাদের জন্য শাফা’আত করবেন, আমাদের হাইজে কাউসারের পানি পান করাবেন! ভাবুন তো, রাসূলের সামনে আপনি উপস্থিত হলেন আর আপনার চকচকে গাল থেকে আফটার শেইভের কড়া ঘ্রাণ বের হচ্ছে। দৃশ্যটা খুব সুখকর নয় তাইনা?
এ তো গেলো খুচরো কথা, এবার আসল কথায় আসি। দাড়ি নিয়ে বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি তা হল- আপনি কি আপনার আশেপাশের এমন একজন মুসলিম (Lip Servicing Muslim হলেও চলবে) ভাই বা বোন খুঁজে বের করতে পারবেন যে বলবে আল্লাহর রাসূলের ﷺ দাড়ি ছিল না? যে বলবে আল্লাহর রাসূল ﷺ ক্লিন শেইভড ছিলেন বা ফ্রেঞ্চ কাট দাড়ি রাখতেন? পাবেন না, একজনও পাবেন না! তাহলে কেন আমাদের এসব ভাইয়েরা দাড়িকে অপছন্দ করে? কেন বোনেরা দাড়িকে ‘ক্ষ্যত’ বলে তুচ্ছতাচ্ছিল্য আর কটাক্ষ করে?
ব্যপারটা হল- কোনো বিষয় জানা, আর হৃদয়ে ধারণ করা এক জিনিস নয়। এমন কোনো মুসলিমের সাথে কি আপনার পরিচয় আছে, যে জানেনা না যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ??? নিশ্চয় নেই। কারণ আমাদের সোসাইটিতে এরকম মানুষ আদৌ নেই। তাহলে প্রবলেমটা কোথায়??? কেন সবাই জানার পরও মসজিদে উপস্থিত হতে গাফিলতি করছে??? আগেই বলা হয়েছে- কোনো বিষয় জানা, আর হৃদয়ে ধারণ করা এক জিনিস নয়। আমরা যদি ইসলামকে ভেতর থেকে FEEL করতাম, অন্তর দিয়ে ভালোবাসতে পারতাম- তবে আমাদের এহেন অবস্থা হত না!
দীর্ঘ প্রতিক্ষিত রমাদান আমাদের দ্বারপ্রান্তে আলহামদুলিল্লাহ্‌! এই রমাদানকে কাজে লাগান ইসলামের এই হারিয়ে যাওয়া স্পিরিটটা রিভাইব করতে। রমাদানে মাশা-আল্লাহ চারিদিকে সাজ সাজ রব পড়ে যায়, যেন ইবাদাতের মহোৎসব চলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই ইবাদাত ক্রমেই একটা রিচুয়ালের রূপ পরিগ্রহ করছে! ব্যাপারটা মোটেই আশাব্যঞ্জক নয়। আমরা জানিনা আগামী রমাদান পর্যন্ত বেঁচে থাকবো কিনা! জানিনা আদৌ এই রমাদানটাই বা সম্পন্ন করতে পারব কিনা! তাই সময়ের সর্বোচ্চ ব্যবহার করুন। যারা এই লেখাটি পড়ছেন, তাদের কাছে দ্বীনি ভাই হিসেবে সবিনয় অনুরোধ থাকবে, আসুন রমাদানটাকে SPIRITUAL মাস হিসেবে নেই, RITUAL হিসেবে নয়। ওয়ামা তাওফিক্বি ইল্লা বিল্লাহ। ওয়ামা ’আলাইনা ইল্লাল বালাগ!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
"দাওয়াহ" - পেজ থেকে সংগৃহীত! (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)

এবার রমজান এ সব চেয়ে কম খরচে উমরাহ করুনআমাদের সাথে,এ ছাড়া আপনার বাজেট এবং চাহিদামত উমরাহ প্যাকেজ করে দেওয়া সম্ভবএ ছাড়া চ...
16/05/2018

এবার রমজান এ সব চেয়ে কম খরচে উমরাহ করুন
আমাদের সাথে,
এ ছাড়া আপনার বাজেট এবং চাহিদামত উমরাহ প্যাকেজ করে দেওয়া সম্ভব

এ ছাড়া
চায়না ,বালি, মালদ্বীপ ,শ্রীলঙ্কা, ব্যাংকক , কুয়ালালামপুর , সিঙ্গাপুর ,
অ্যামেরিকা ,লন্ডন, ক্যানাডা সহ পৃথিবীর সকল দেশের টিকেট কিনুন সাশ্রয়ী মূল্যে।

ঢাকা - কক্সবাজার- চট্টগ্রাম - যশোর - রাজশাহী - সিলেট - বরিশাল সহ বাংলাদেশের ডোমেস্টিক টিকেট কিনুন সাশ্রয়ী মূল্যে

** আমাদের সার্ভিস সমূহ **
১. হজ্জ প্যাকেজ
২. উমরাহ প্যাকেজ
৩. এয়ার টিকেট বুকিং
৪. ভিসা প্রেসেসিং
৫. হোটেল বুকিং
৬. ট্যুরস প্যাকেজ

16/05/2018

মাক্কা

কবুতর মাঠ মক্কা
16/05/2018

কবুতর মাঠ মক্কা

Madina - مدينة
14/05/2018

Madina - مدينة

10/05/2018

★★★★★ "nice place"

Address

Dhaka
1209

Telephone

01710426670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj Umrah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hajj Umrah Bangladesh:

Videos

Share

Category