AHN International

AHN International এ এইচ এন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ?

02/11/2022
29/10/2022
Important notice for Remitence Warrior
27/09/2022

Important notice for Remitence Warrior

The Queen died peacefully at Balmoral this afternoon.The King and The Queen Consort will remain at Balmoral this evening...
09/09/2022

The Queen died peacefully at Balmoral this afternoon.

The King and The Queen Consort will remain at Balmoral this evening and will return to London tomorrow.

Queen Elizabeth
Date of death: September 8, 2022
Place of death: Balmoral Castle, United Kingdom

১৯৫০ সালে মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার যাত্রীদের পাসপোর্ট চেক করার দুর্লভ একটা ছবি।স্মৃতি হয়ে ছবিটা ভাইরাল।সেই সময় ...
06/09/2022

১৯৫০ সালে মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার যাত্রীদের পাসপোর্ট চেক করার দুর্লভ একটা ছবি।
স্মৃতি হয়ে ছবিটা ভাইরাল।
সেই সময় আর এই সময় ব্যবধান অনেক।

26/08/2022

আপনি কি জানেন Mach, বিমানের গতি পরিমাপের একক?⚡
Mach সংখ্যা হল শব্দের গতির সাথে বস্তুর গতির অনুপাত। এটি মহাকাশে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। Mach সংখ্যা যত বড় হবে তত দ্রুত বিমান উড়েব। সিভিল এয়ারক্রাফ্টের জন্য সাধারণত 0.7 এবং 0.85 এর মধ্যে সংখ্যা সেট করা হয় যখন তারা ক্রুজিং করে, এয়ারলাইন্সের নিয়ম অনুসারে। এটি পাইলটদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামিতিগুলির মধ্যে একটি।

Happy 9th years anniversary to US-Bangla Airlines. Wishing you more success in the upcoming future. All the best for the...
17/07/2022

Happy 9th years anniversary to US-Bangla Airlines. Wishing you more success in the upcoming future. All the best for the US-Bangla Airlines.

Umra will start on 01st off Muharram 29-30 JUL 2022
15/07/2022

Umra will start on 01st off Muharram
29-30 JUL 2022

18/06/2022
14/06/2022
অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে কাতারকাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট...
11/10/2021

অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে কাতার

কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই সুযোগ নিতে পারবে সংশ্লিষ্টরা।
রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন, নতুন সিদ্ধান্তের আওতায় তাদের এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধতা অর্জনের সুযোগ দেওয়া হবে। আর সেটি সম্পন্ন করা গেলে স্বভাবতই তারা নিজেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এড়ানোর সুযোগ পাবেন।
কোভিড মহামারির ফলে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় তাদের বৈধতা অর্জনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ হলেও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।
এর জন্য নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

টাটার হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়াটাটার হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়া | সরকারি ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র এমনি বলছে দেশ-বিদেশের ...
04/10/2021

টাটার হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়া

টাটার হাতেই যাচ্ছে এয়ার ইন্ডিয়া | সরকারি ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র এমনি বলছে দেশ-বিদেশের মিডিয়া রিপোর্ট|
সরকারি বিমান সংস্থা Air India কেনার জন্য দরপত্র জমা দিয়েছিল দুই কোম্পানি - Tata Sons ও SpiceJet। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে নিলামে জিতেছে টাটা সন্স। তাদের প্রস্তাবিত মূল্যকে দেওয়া হয়েছে ছাড়পত্র।
এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রের ঘোষণা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের একটি দল এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেট মেকানিজম (এআইএসএএম) -এর আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেট মেকানিজম বা এআইএসএএম-এর দলটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা শুরু হয় ২০০১ সাল থেকে। তবে ২০০১ সালে কেন্দ্র উদ্যোগী হলেও পরবর্তী সময়ে এব্যাপারে আগ্রহী এমন কোনও সংস্থার সাড়া মেলেনি। এরপর ২০১৮ সালেও ফের একবার ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্রায়ত্ত এই সংস্থা বিক্রির উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবারও এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। ২০১৮-এর পর এবার ২০২১। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রিতে ফের একবার তৎপরতা মোদী সরকারের। বিড-এর ক্ষেত্রে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পরিবর্তন আনে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, একবার বিড-এর জয়ী সংস্থার নাম ঘোষণার ১৫ দিনের মধ্যে শেয়ার-কেনা সংক্রান্ত চুক্তি সই পর্ব সেরে ফেলা হবে। তারপরেই রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির হস্তান্তর প্রক্রিয়া পর্বটি দ্রুত সেরে ফেলা হবে। কেন্দ্রীয় সরকারের ওই কর্তা আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই সংস্থার সম্পত্তি হস্তান্তরের পর্বটি সেরে ফেলা যাবে বলে মনে হচ্ছে।”

‏المستشار القانوني " بدر الروقي " يؤكد بأنه يجوز للمرأة التي تزوج عليها زوجها أن تطلب فسخ عقد النكاح معه في حالتين:الأول...
02/10/2021

‏المستشار القانوني " بدر الروقي " يؤكد بأنه يجوز للمرأة التي تزوج عليها زوجها أن تطلب فسخ عقد النكاح معه في حالتين:

الأولى : إثبات المرأة تضررها من زواج زوجها عليها.

الثانية : وجود شرط في عقد النكاح بينهما بعدم قيامه بالزواج عليها.
(روتانا) https://t.co/AstXqfznBa‎

‏أخي المواطن .. أخي المقيم:تحديث بياناتك البريدية المسجلة في نظام أبشر وبوابة مقيم .. يساعد في إيصال الوثائق والإشعارات ...
01/10/2021

‏أخي المواطن .. أخي المقيم:
تحديث بياناتك البريدية المسجلة في نظام أبشر وبوابة مقيم .. يساعد في إيصال الوثائق والإشعارات الخاصة بك والتابعين لديك الصادرة من المديرية العامة للجوازات، وذلك عن طريق البريد السعودي|سُبُل.

⁧‎ ⁩ https://t.co/2FIHwHuA7l‎

অবশেষে অনুমোদন পেল শাহজালাল বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাব :অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি আরটি-...
29/09/2021

অবশেষে অনুমোদন পেল শাহজালাল বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাব :

অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকল না।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো। অনুমোদনের সিদ্ধান্ত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কার্যকর হবে।
চিঠিতে একমাত্র শর্ত হিসেবে বলা হয়েছে, একজন যাত্রী তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।
বিমানবন্দর সূত্র জানায়, অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। ল্যাবগুলোতে জনপ্রতি পরীক্ষা ফি ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতরের কারিগরি কমিটি।
এর আগে গত সোমবার রাতে এই বুথগুলোতে পরীক্ষা করিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে পরীক্ষামূলকভাবে দুবাই যায় যাত্রীদের একটি দল। বর্তমানে করোনার কারণে ইউইএর সঙ্গে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় বেবিচকের অনুমতি সাপেক্ষে এমিরেটস এয়ারলাইন্স স্বল্পসংখ্যক বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। তবে গত আগস্টে শর্ত দেওয়া হয়, দেশটিতে যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে লাগবে বিমানবন্দরে করোনার আরটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ।
কিন্তু বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন প্রবাসীরা। এর মধ্যে কারও ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। তাই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দ্রুত করোনার আরটি পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবি জানান প্রবাসীরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমস্যার সমাধানে এগিয়ে আসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হযরত শাহজালাল বিমানবন্দরের ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ করোনা পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রততম সময়ে পরীক্ষার জন্য র্যাাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব দুটিই কাজ করবে।

শ্রম অধিকার আদায়ে পর্যটন কর্মীদের সাত দফা দাবিআজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা পূর্ব আলোচনা সভ...
27/09/2021

শ্রম অধিকার আদায়ে পর্যটন কর্মীদের সাত দফা দাবি

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পর্যটন দিবসের শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন পর্যটন খাতের কর্মীদের শ্রম অধিকার নিশ্চিত করতে তাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত এবং পর্যটন-হোটেল-রেস্তোঁরাকে শিল্প হিসেবে ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছে ।
সভায় বক্তারা জানান, প্রাকৃত্রিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বহু নিদর্শনের কারণে বাংলাদেশে পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনও সহয়তা আসছে না। ব্যক্তি প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে। কিন্তু এই পর্যটন শিল্পের বিকাশে দক্ষ কর্মী সেবা অপরিহার্য। তাই বাংলাদেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে পর্যটন খাতে দক্ষ শ্রমের সরবরাহ বাড়াতে হবে। তার জন্য পর্যটন কর্মীদের শ্রম অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে।
বিশ্ব পর্যটন দিবস-২০২১ উদযাপনে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ সদস্য সচিব আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনসহ আরও অনেকে।

26/09/2021

আগামীকাল বিশ্ব পর্যটন দিবস

ঢাকাঃ আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল পালিত হবে বিশ্ব পর্যটন দিবস।এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হলো "Tourism for Inclusive Growth", অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন।

দিবসটি পালনে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও টোয়াব সহ বিভিন্ন পর্যটন সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

এ বিষয়ে আজ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করে যেখানে প্রতিমন্ত্রী মাহবুব আলি আগামীকাল পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিকল্পনার বিবরণী দেন।

প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান মোঃ মফিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারা বিশ্বে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর এই দিবসটি পালন করা হয়। এ বছর এই প্রতিপাদ্যের স্বাগতিক দেশ হলো পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট।

করোনার বিরূপ প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটন খাতও অস্তিত্ব সংকটে পড়েছে। বন্ধ হয়েছে অসংখ্য ট্যুর ও ট্রাভেলস প্রতিষ্ঠান। প্রান্তিক পর্যটন কর্মী ও ক্ষুদ্র ব্যাবসায়ীরা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। যা সামাজিক ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তবে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। নতুন স্বাভাবিকতায় তাই ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় রয়েছে দেশের পর্যটন খাত সংশ্নিষ্টরা। আবার খুলছে হোটেল, মোটেলসহ পর্যটন স্পট। দর্শনার্থীও দিন দিন বাড়ছে।

পর্যটন খাতকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে ব্যবসায়ীদের অনেক অভিযোগ, সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে, তা পর্যটন খাতের ব্যবসায়ীদের কাজে আসছে না। তবে, সংশ্নিষ্টদের আশা, নতুন কোনো সংকট তৈরি না হলে তারা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

ঢাকা বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক টেস্ট শুরু২২ সেপ্টেম্বর যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আম...
23/09/2021

ঢাকা বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক টেস্ট শুরু
২২ সেপ্টেম্বর যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে যায় ৪৬ জন যাত্রী

ঢাকাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে করোনার টেস্ট শুরু হয়। বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে অস্থায়ীভাবে স্থাপিত একটি পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়। একইদিনে ৪৬ জন যাত্রী তাদের যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ–উল আহসান ২২ সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় এই যাত্রীদের বোর্ডিং করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলকভাবে ৪৬ জন যাত্রীকে বুধবার করোনা পরীক্ষা করে আমিরাতে পাঠানো হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে।

২২ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দরে ৪৬ জন যাত্রীর নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় ৪৬ জনেরই নেগেটিভ ফল আসে।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর আবার এই যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। তখনো ফল একই হলে তাঁরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

তবে সেখানে ওই ৪৬ জন যাত্রীর মধ্যে কারও করোনা শনাক্ত হলে তাঁদের আইসোলেশন, কোয়ারেন্টিনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

১৫ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে সাত বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচন করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এসব এসওপি যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়। তবে এর জবাব সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখনো দেয়নি।

গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্ত আরোপ করে। অথচ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করার ব্যবস্থা ছিল না। এতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে যেতে পারছিলেন না প্রবাসীরা। কারও কারও ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয় প্রধানমন্ত্রী। সে নির্দেশের ১৬ দিন পর ২২ সেপ্টেম্বর বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা করিয়ে যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

‏خادم الحرمين مع مناسبة اليوم الوطني:‎ #المملكة بوصلة التقدم ومنارة الحضارة وموطن العدل وإشعاع السلام للعالم قاطبة. - ht...
22/09/2021

‏خادم الحرمين مع مناسبة اليوم الوطني:

‎ #المملكة بوصلة التقدم ومنارة الحضارة وموطن العدل وإشعاع السلام للعالم قاطبة.

- https://t.co/uNKCpFWK50‎‎

রাঙামাটির নয়নাভিরাম ঝুলন্ত সেতু পানির নীচেরাঙামাটিতে আসা পর্যটকদের মূল আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন কাপ্তাই হ্রদের পানির নীচ...
21/09/2021

রাঙামাটির নয়নাভিরাম ঝুলন্ত সেতু পানির নীচে

রাঙামাটিতে আসা পর্যটকদের মূল আকর্ষণ ঝুলন্ত সেতুটি এখন কাপ্তাই হ্রদের পানির নীচে। কয়েক দিনের অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নয়নাভিরাম এই ব্রিজটি পানিতে ডুবে গেছে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ব্রিজ পানিতে তলিয়ে না গেলেও পানি ছুঁই ছুঁই অবস্থায় ছিল। কিন্তু এবছর লেকের পানি বেশি বৃদ্ধি হওয়ায় ব্রিজটি ডুবে গেছে।

সিলেট থেকে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু দেখতে আসা পর্যটক ধনঞ্জয় দাশ ধনু বলেন, কাপ্তাই হ্রদের ঝুলন্ত ব্রিজটি নিয়ে আমার অন্যরকম অনুভূতি ছিল। কিন্তু এসে দেখলাম ব্রিজটি পানির নিচে তলিয়ে গেছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবী এই ব্রিজটি অতি সত্বর সংস্কারের ব্যবস্থা করা হোক। যাতে পুরো বছর টুরিস্টরা এই ব্রিজটি পরিদর্শন করতে পারে।

চট্টগ্রামের লোহাগাড়া থেকে আসা টুরিস্ট মো. তোহেল জানান, রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য আমাদের কাছে খুবই ভাল লাগছে। কিন্তু আমাদের অতি আকর্ষণের ব্রিজটি পানিতে তলিয়ে গেছে। এটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।

রাঙামাটি পর্যটন এলাকার স্থানীয় অধিবাসী সুমন বলেন, সেতুটি পানিতে ডুবে যাওয়ায় আমাদের খুবই সমস্যা হচ্ছে। কারণ, এই ব্রিজ দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয়।

এ প্রসঙ্গে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া জানান, গত কয়েকদিনের অনবরত বৃষ্টির ফলে ব্রিজটি ডুবে গেছে। এর পাটাতন এখন প্রায় ৬ ইঞ্চি পানির নীচে। তবে আশা করা যাচ্ছে, পরবর্তীতে বৃষ্টি না হলে নেমে যাবে ঝুলন্ত সেতুর পানি।

ঝুলন্ত সেতুটি সংস্কারের বিষয়ে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক বলেন, পর্যটন কর্পোশেনের প্রধান কার্যালয়ে ব্রিজটি সংস্কারের বিষয়ে প্রস্তাবনা দেওয়া আছে। পরিকল্পনা বিভাগ থেকে অর্থ বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

উল্লেখ্য, নয়নাভিরাম এ ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে উঠায় সারাদেশের পর্যটকদের কাছে খুবই আকর্ষণের।

Dear Trade Partner,We’re pleased to announce that Etihad Airways will resume flights to and from Saudi Arabia effective ...
11/09/2021

Dear Trade Partner,

We’re pleased to announce that Etihad Airways will resume flights to and from Saudi Arabia effective 11 September.

Medical Insurance

Guests travelling to Saudi Arabia must have a medical insurance covering COVID-19 treatment costs. This doesn’t apply to Saudi nationals, residents, and GCC citizens.
Every Etihad Airways ticket includes our COVID-19 global wellness insurance cover as a standard.
Red list countries

Passengers travelling from Afghanistan, Brazil, Egypt, Ethiopia, India, Indonesia, Lebanon, Pakistan, Turkey or Vietnam are not allowed entry to Saudi Arabia currently. This includes passengers travelling from other countries who have passed through any of these countries in the past 14 days before arrival to Saudi Arabia.
Exemptions from red list countries include Saudi nationals, their family members and their accompanying workers, diplomats, health practitioners and their families, KSA vaccinated residents who have received two doses of COVID-19 vaccine in Saudi Arabia if they are travelling from Brazil, Egypt, India, Indonesia, Lebanon, Pakistan and Turkey. Read more
Approved vaccines in Saudi Arabia

Approved vaccines are two doses of Pfizer, Oxford-AstraZeneca, Moderna, Johnson & Johnson, or two doses of Sinopharm or Sinovac with a booster dose of one of the four approved vaccines (does not apply to tourists). Vaccine certificates must be registered on the Muqeem platform before travel, except for Saudi nationals. Vaccinated guests should have received all doses 14 days before arrival.
Unvaccinated guests will have to undergo a 7-day institutional quarantine in Saudi Arabia. Saudi nationals, members of their families and domestic helpers are exempt from intuitional quarantine in Saudi Arabia.
Quarantine packages must be booked through Etihad Holidays using the Travel Agent Request Form .
Visa types allowed entry to Saudi Arabia

Tourist, Umrah, visit and work visas holders are accepted, except for guests travelling from red list countries. For Umrah visas, only vaccinated pilgrims are permitted entry.
Quarantine-free travel to Abu Dhabi

All guests can travel quarantine-free from Saudi Arabia to Abu Dhabi as the Kingdom is on the Abu Dhabi Green list.
For full details of the quarantine and entry requirements for Saudi Arabia, please visit etihad.com/destinationguide.

For any questions or advice, visit etihadhub.com.

Kind regards,

Etihad Airways

পিঁপড়ার কামড়ে নাজেহাল ভুটানের প্রিন্স, বিমানের জরুরি অবতরণযুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জা...
10/09/2021

পিঁপড়ার কামড়ে নাজেহাল ভুটানের প্রিন্স, বিমানের জরুরি অবতরণ

যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে শুরু হয় পিঁপড়ার মহাউৎপাত। কোনো উপায় না পেয়ে অবশেষে বিমানটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করানোর পর এর যাত্রীদের অন্য একটি বিমানে ওঠানো হয়। আক্রান্ত বিমানটির যাত্রীদের মধ্যে ভুটানের প্রিন্স জিগমে নামগিয়েল ওয়াংচুকও ছিলেন। তিনিও পিঁপড়ার কামড়ের শিকার হন বলে জানা গেছে।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া।
এ সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।
বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা।
সংশ্লিষ্টদের মতে, নানা কারণে বিমানের জরুরি অবতরণ করতে হয়। কিন্তু পিঁপড়ার উৎপাতে বিমানের জরুরি অবতরণ বিরল ঘটনা।

Explore the beauty of Rajshahi with NOVOAIR. NOVOAIR is operating daily double flights to/from Rajshahi. For ticket deta...
06/09/2021

Explore the beauty of Rajshahi with NOVOAIR. NOVOAIR is operating daily double flights to/from Rajshahi. For ticket details please call +8801932-552303 or send email.

‏تذكير لضيوفنا الكرام بخصوص تحديث متطلبات السفر على الرحلات الداخلية.‎  https://t.co/S9YgpEdEv4‎
02/09/2021

‏تذكير لضيوفنا الكرام بخصوص تحديث متطلبات السفر على الرحلات الداخلية.

https://t.co/S9YgpEdEv4‎

‏كرمت ‎  الليلة خرّيجي الدفعات الأولى من برنامج ‎ ، الذي يستهدف تخريج 18 ألف متدرب وإدخالهم لسوق العمل https://t.co/DfnA...
02/09/2021

‏كرمت ‎ الليلة خرّيجي الدفعات الأولى من برنامج ‎ ، الذي يستهدف تخريج 18 ألف متدرب وإدخالهم لسوق العمل https://t.co/DfnA1ZD4pn‎‎‎

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801956915612

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHN International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHN International:

Share


Other Dhaka travel agencies

Show All