Sparkyz bd

Sparkyz bd এখানে ভ্রমনপিপাসু অনুসন্ধিচ্ছু মনের মানুষগুলো একত্রে ভ্রমণ করবে, অভিজ্ঞতা বিনিময় করবে।
(4)

সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত মানুষ ঘুরে বেড়ায়। এই ঘুরে বেড়ানো কখনো নিছক ঘুরে বেড়ানো, আবার কখনো প্রকৃতিকে জানা… সেখান থেকে শেখা। আর সেই শেখাটাই হয় সবচাইতে সঠিক এবং নির্ভুল । মানুষের অনুসন্ধিচ্ছু মন, নতুন কিছু আবিষ্কারের নেশায় ঘুরে বেড়ায় প্রতিনিয়ত। বন-জঙ্গল, পাহাড়, সাগর, নদী কিংবা সমতলে, সব কিছুই থাকে তার জানার আগ্রহের তালিকায়। এমন অনুসন্ধিচ্ছু মনের মানুষগুলোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস......... “SPARKY

Z”। এখানে অনুসন্ধিচ্ছু মনের মানুষগুলো একত্রিত হবে। তাদের অভিজ্ঞতা বিনিময় করবে। নতুনরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে বেড়িয়ে পরবে অজানার উদ্দেশ্যে। তবে এই ক্লাবের মূল উদ্দেশ্য হল প্রকৃতি ও এর পারিপার্শ্বিকতায় কোন প্রকার ক্ষতি না করেই ঘুরে বেড়ানো।
আমাদের এই দেশটা এত সুন্দর, তাই আমাদের ঘুরে বেড়ানোর শুরুটা হউক এখান থেকেই।

সাধারণত যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। তহবিল সংগ্রহ করে কিংবা কাপড় সংগ্রহ করে কিংবা ...
24/08/2024

সাধারণত যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। তহবিল সংগ্রহ করে কিংবা কাপড় সংগ্রহ করে কিংবা খাবার সংগ্রহ করে, যেভাবেই হোক আমরা নিজে গিয়ে অথবা নির্ভরযোগ্য কারো মাধ্যমে সবসময় সাহায্য করে এসেছি। এবারও শুরু থেকেই চেষ্টা করেছি।

ধন্যবাদ যারা আমাদেরকে বিশ্বাস করে এবারও আমাদের সাথে যোগাযোগ করছেন তহবিল সংগ্রহের জন্য। আমরা বরাবরই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, এবার আমরা নিজেরা কোন তহবিল বা কাপড় বা খাদ্য সংগ্রহ করছি না। তবে আমরা এই পরিস্থিতির শুরু থেকেই নিজেদের সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। ইন শাহ আল্লাহ, সেটা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। এছাড়াও, আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সঠিক তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করছি। যেন উদ্ধারকাজে বা অন্যান্য কাজে সেই তথ্যগুলো সহায়ক হতে পারে।
তাই SPARKYZ BD এর পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করুন। অর্থ দিয়ে হোক, খাদ্য দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক, এই ভয়াবহ দুর্যোগে আমরা সবাই একসাথে কাজ করি।

এটাও মাথায় রাখতে হবে, উদ্ধারের পরপরই চিকিৎসা, খাদ্য এবং বাসস্থান অর্থাৎ পুনর্বাসন টা খুব জরুরী। তাই সবাই ধৈর্য ধরে সেটার জন্যও পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।
আপনারা নির্ভরযোগ্য কোন সাহায্যকারী দলের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে কিছু তথ্য দেওয়া আছে। আপনারা সেখানেও যোগাযোগ করে আপনাদের সাহায্য পৌঁছে দিতে পারেন।

আস সুন্নাহ ফাউন্ডেশন https://assunnahfoundation.org/donate/flood

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি https://bdrcs.org/

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
০১০৭৩৩৩০০৪০৯৩
সোনালী ব্যাংক কর্পোরেট শাখা
প্রধান উপদেষ্টার কার্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC তে গিয়েও আপনি সরাসরি সাহায্য পৌঁছে দিতে পারেন। অথবা আপনার পরিচিত বিশ্বস্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন।

08/07/2024

সবাইকে আরবী নতুন বছরের শুভেচ্ছা।

বাংলাদেশও আছে এই লিস্টে। দারুণ..........
23/06/2024

বাংলাদেশও আছে এই লিস্টে। দারুণ..........

May Allah grant all of your wishes this Eid.
16/06/2024

May Allah grant all of your wishes this Eid.

১১.০৬.২০২৪ : শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল থেকে হয়তো শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ও সবচেয়ে High Altitude বাস...
12/06/2024

১১.০৬.২০২৪ : শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল থেকে হয়তো শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে লম্বা ও সবচেয়ে High Altitude বাস সার্ভিস।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। দিল্লি থেকে লেহ। সেই বাস সার্ভিসের দায়িত্বে রয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষদের হাতে। সেটা হলো হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) এর ড্রাইভার ও তার টিমের ওপর। BRO সবুজ সংকেত দিয়ে দিয়েছে সেই সার্ভিস চালু করার জন্য।

বাস চলাচলের সময়সারণী :
====================
দিল্লি থেকে ছাড়বে : দুপুর ১২:১৫ টায়
চন্ডীগর সেক্টর ৪৩ : সন্ধ্যা ০৬:১০ টায়
সুন্দরনগর : রাত ১০:০০ টায়
মানালি : রাত ২:০০ টো
কেইলঙ : ভোর ০৫:০০ টা
এখান থেকে বাস ও তার স্টাফ পাল্টে যাবে। তার পর নতুন বাস সকাল ০৫:৩০ এ ছাড়বে লেহ যাবার জন্য।

এই রুটে যেতে গেলে মোট ১,০২৬ কিমি অতিক্রম করতে হবে। আর এর ভাড়া যতদূর মনে হয় Rs. 1,740/- per head রাখা হয়েছে।

এখন আপনার চাইলে সেই বাস সার্ভিস নিতে পারেন। এটা কোনো ভলভো বাস নয়, এটা সাধারণ বাস। এতে অনেক পর্যটকদের সুবিধা হবে যাঁরা খুব বাজেট ট্রাভেল করতে চান।

-- সুব্রত দাস, মানালি, হিমাচল প্রদেশ

ছবি : ডিসকভার লে লাদাখ

অভিনন্দন বাবর আলি!বাংলাদেশের প্রথম যিনি লোতসে পাহাড়চূড়ায় পৌঁছেছেন এবং একই ভ্রমণে এভারেস্ট এবং লোতসে দুটি ৮০০০+ মিটারের শ...
21/05/2024

অভিনন্দন বাবর আলি!
বাংলাদেশের প্রথম যিনি লোতসে পাহাড়চূড়ায় পৌঁছেছেন এবং একই ভ্রমণে এভারেস্ট এবং লোতসে দুটি ৮০০০+ মিটারের শিখর ছুঁয়েছেন।
বাবর আলি আপনার সুস্থভাবে নেমে আসা এবং দেশে ফিরে আসার জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

অবশেষে!!  বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ০৮:৩০ (বাংলাদেশের সময় ০৮:৪৫ এ) এভারেস্ট সাবমিট করেছেন।সৃষ্টিকর্তা যেনো সুস্থভাবে ...
19/05/2024

অবশেষে!! বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ০৮:৩০ (বাংলাদেশের সময় ০৮:৪৫ এ) এভারেস্ট সাবমিট করেছেন।
সৃষ্টিকর্তা যেনো সুস্থভাবে তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনেন সেই প্রত্যাশায় রইলাম। সেই সাথে আমাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভকামনা রইলো ।

সিকিম ভ্রমণকারীদের জন্য সুখবর! উত্তর সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো লেক খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। সমতল থেকে প্...
07/05/2024

সিকিম ভ্রমণকারীদের জন্য সুখবর! উত্তর সিকিমের মঙ্গন জেলার সাংলাফু চো লেক খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। সমতল থেকে প্রায় ১৬,৬৭০ ফুট বা ৫০৮০ মিটার উঁচুতে। সাংলাফু চো লেক ‘ইউমেসামডং’ বা ‘জিরো পয়েন্ট’ থেকে প্রায় ৫ কিমি দূরে এবং লাচুং থেকে খুব কাছে। তবে স্থানীয়দের কাছে ‘গ্রেট লেক’ নামে পরিচিত এই পর্যটন কেন্দ্র। এখানে ঘুরতে গেলে ব্যবহারযোগ্য প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক ব্যবহার করা নিষেধ। লেকের আশপাশে থুথু ফেলা একেবারেই বারণ।


সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

বাংলাদেশীদের জন্য কমতে পারে ভুটান ভ্রমণের SDF চার্জ।
25/04/2024

বাংলাদেশীদের জন্য কমতে পারে ভুটান ভ্রমণের SDF চার্জ।

Bhutan has assured positively considering the issue of reducing Sustainable Development Fees for Bangladeshi tourists

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷 বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্য...
20/04/2024

🇹🇷 🇹🇷 Turkey 🇹🇷 🇹🇷

বাংলাদেশিদের জন্য তুরস্কের ই-ভিসা চালু করেছে। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিদের ই-ভিসার বিস্তারিত তথ্যঃ

২০১৩ সাল থেকে তুরস্ক বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ই-ভিসা সার্ভিস চালু করেছে।এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে। বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ই-ভিসার মাধ্যমে বাংলাদেশিরা তুরস্কে কী কী করতে পারবেন:
***অবকাশ যাপন: ই-ভিসা ব্যবহার করে পর্যটন ভিসার মাধ্যমে ৩০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।
***ব্যবসা: ব্যবসায়িক ভিসার মাধ্যমে ৯০ দিন তুরস্কে অবস্থান করা যাবে।

ই-ভিসার বৈধতা:
তুর্কি ই-ভিসা দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে।

ই-ভিসার সুবিধা:
***দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে যেতে হবে না।
***অনলাইনে দ্রুত এবং সহজে আবেদন করা যাবে।

ই-ভিসার জন্য যোগ্যতা:
***বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
***শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে।
***অথবা শেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে।

ই-ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
***কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট।
***তাদের ইনবক্সে ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা।
***ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড।
***একটি ফিরতি টিকিট।
***হোটেল বুকিং।
***ভ্রমণের জন্য আর্থিক সক্ষমতার প্রমাণ।

আবেদন প্রক্রিয়া:
***https://www.evisa.gov.tr ওয়েবসাইটে যান।
***"Apply Now" ক্লিক করুন।
***প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
***কাগজপত্র আপলোড করুন।
***ই-ভিসা ফি প্রদান করুন।
***আবেদন জমা দিন।
***সাধারণত আবেদন অনুমোদন করতে 24 ঘন্টা সময় লাগে।

** সংগ্রহীত

Republic of Türkiye Electronic Visa Application System

শুভ নববর্ষ ১৪৩১ আসুন, আমরা শুধুমাত্র পান্তা ভাতে বাঙালি না হয়ে, মনে প্রানে বাঙালি হই।
14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১

আসুন, আমরা শুধুমাত্র পান্তা ভাতে বাঙালি না হয়ে, মনে প্রানে বাঙালি হই।

EID MUBARAK On this Eid, may Allah’s grace shine upon you and fill your life with countless blessings.
10/04/2024

EID MUBARAK

On this Eid, may Allah’s grace shine upon you and fill your life with countless blessings.

07/04/2024

ব্রেকিং,,,,
টেকনাফ টু সেন্টমার্টিন স্পীডবোট ঘাট পরিবর্তন করা হয়েছে। এখন শাহাপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন স্পীডবোট নিয়মিত চলাচল করবে। ভাড়াও কম এবং সময়ও কম।
আপনারা ভুলেও টেকনাফ ঘাটে চলে যাবেন না।টেকনাফের সব কাউন্টার এখন শাহাপরীরদ্বীপে।।
-
সংগ্রহীত AL -Noman Omee Khan (অমি খাঁন))

যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। - সহীহ বুখারী : ১৭৭৭
11/03/2024

যখন রমজান আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। - সহীহ বুখারী : ১৭৭৭

11/03/2024

RAMADAN KAREEM!

Never stop exploring.
27/02/2024

Never stop exploring.

ভিনদেশি অতিথিদের নিয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা  😇
21/02/2024

ভিনদেশি অতিথিদের নিয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা 😇

আমার ভাষা, আমার অহংকার।
21/02/2024

আমার ভাষা, আমার অহংকার।

Address

Ground Floor, House/149, Road – 7, Block – I, Bashundhara R/A
Dhaka
1229.

Telephone

880 1683165956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sparkyz bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sparkyz bd:

Videos

Share

Category