24/08/2024
সাধারণত যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিই। তহবিল সংগ্রহ করে কিংবা কাপড় সংগ্রহ করে কিংবা খাবার সংগ্রহ করে, যেভাবেই হোক আমরা নিজে গিয়ে অথবা নির্ভরযোগ্য কারো মাধ্যমে সবসময় সাহায্য করে এসেছি। এবারও শুরু থেকেই চেষ্টা করেছি।
ধন্যবাদ যারা আমাদেরকে বিশ্বাস করে এবারও আমাদের সাথে যোগাযোগ করছেন তহবিল সংগ্রহের জন্য। আমরা বরাবরই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, এবার আমরা নিজেরা কোন তহবিল বা কাপড় বা খাদ্য সংগ্রহ করছি না। তবে আমরা এই পরিস্থিতির শুরু থেকেই নিজেদের সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। ইন শাহ আল্লাহ, সেটা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। এছাড়াও, আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সঠিক তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করছি। যেন উদ্ধারকাজে বা অন্যান্য কাজে সেই তথ্যগুলো সহায়ক হতে পারে।
তাই SPARKYZ BD এর পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করুন। অর্থ দিয়ে হোক, খাদ্য দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক, এই ভয়াবহ দুর্যোগে আমরা সবাই একসাথে কাজ করি।
এটাও মাথায় রাখতে হবে, উদ্ধারের পরপরই চিকিৎসা, খাদ্য এবং বাসস্থান অর্থাৎ পুনর্বাসন টা খুব জরুরী। তাই সবাই ধৈর্য ধরে সেটার জন্যও পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।
আপনারা নির্ভরযোগ্য কোন সাহায্যকারী দলের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে কিছু তথ্য দেওয়া আছে। আপনারা সেখানেও যোগাযোগ করে আপনাদের সাহায্য পৌঁছে দিতে পারেন।
আস সুন্নাহ ফাউন্ডেশন https://assunnahfoundation.org/donate/flood
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি https://bdrcs.org/
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
০১০৭৩৩৩০০৪০৯৩
সোনালী ব্যাংক কর্পোরেট শাখা
প্রধান উপদেষ্টার কার্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC তে গিয়েও আপনি সরাসরি সাহায্য পৌঁছে দিতে পারেন। অথবা আপনার পরিচিত বিশ্বস্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন।