09/11/2024
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, ৪.৭৮ লাখ টাকা থেকে সরকারি প্যাকেজ শুরু
সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
২০২৫ সালের জন্য বাংলাদেশ থেকে হজ পালনের সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার দুপুরে সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে 'হজ প্যাকেজ-২০২৫' ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া হজে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী অংশ নিতে পারবেন।
সরকারি হজ প্যাকেজের ধরণ ও মূল্য
সরকারিভাবে এবছর দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে:
সাধারণ হজ প্যাকেজ-১: ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা
সাধারণ হজ প্যাকেজ-২: ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় হজযাত্রীদের ২০২৪ সালের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। সরকারি মাধ্যমে হজের সাধারণ প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। ২০২৪ সালে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। সে বছর বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আগামী বছর হজের বিশেষ প্যাকেজ থাকছে না।
সরকারি হজ প্যাকেজ-১ এর আওতায় মক্কায় হারাম শরীফের ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর দেড় কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা রাখা হয়েছে। এছাড়া মিনায় গ্রিন জোনে তাঁবু, আরাফা-মিনা-মুযদালিফা রুটে বাস ও ট্রেনের মাধ্যমে যাতায়াত এবং খাবার পরিবেশনের সুবিধা পাবেন হজযাত্রীরা। মক্কা ও মদিনায় রুম প্রতি সর্বোচ্চ ৬ জন করে থাকতে পারবেন এবং প্রতিটি রুমে অ্যাটাচ বাথ ও রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে।
প্রতি হজযাত্রীকে খাবার বাবদ অন্তত ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে রাখতে হবে। প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডেরও ব্যবস্থা থাকবে।
এছাড়া, সরকারি প্যাকেজের সঙ্গে অতিরিক্ত অর্থ প্রদান করে হজযাত্রীরা মক্কা ও মদিনায় ২, ৩, এবং ৪ শয্যার রুম বা শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন। বেসরকারি মাধ্যমে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা ২০২৪ সালের তুলনায় ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম। গত বছর বেসরকারি মাধ্যমে সাধারণ প্যাকেজের মূল্য ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
Courtesy: TBS