Moteia Travels & Hajj Agency

Moteia Travels & Hajj Agency We assist in performing hajj and umrah smoothly. Hajj & Umrah
(1)

Hajj & Umrah, Visa, Air Ticket
Govt Approved Travels & Hajj Licence No: 559

All kinds of air ticketing and visa processing of multiple destinations around the world.

হজ্জে গমণ করিতে ইচ্ছুক সেই সকল সন্মানিত হজ্জ যাত্রীদের অবশ্যই নিজস্ব ব্যাংক একাউন্ট খোলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
03/10/2022

হজ্জে গমণ করিতে ইচ্ছুক সেই সকল সন্মানিত হজ্জ যাত্রীদের অবশ্যই নিজস্ব ব্যাংক একাউন্ট খোলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

06/06/2022
29/04/2022
26/04/2022

সম্মানিত হজযাত্রীগন
আসসালামু আলাইকুম।
হজযাত্রীদের মধ্যে যাদের জন্ম ১ জুলাই ১৯৫৭ তারিখ হতে পরবর্তী সময়ে, শুধুমাত্র সেসকল হজযাত্রীগণ এবছর হজে যেতে পারবেন। ৩০ জুন ১৯৫৭ সাল থেকে পূর্বে যাদের জন্ম তারা এবছর হজে যেতে পারবেন না।

14/11/2021

ওমরাহ হজের সংক্ষিপ্ত নিয়ম,

ওমরার ফরজ দুটো:
১। ইহরাম বাঁধা
২। তাওয়াফ করা।

মিকাতে গিয়ে পরিষ্কার হয়ে ইহরামের কাপড় পরে ওমরার নিয়ত করতে হবে,
আল্লাহুম্মা লাব্বাইক ওমরাতান্।

তাওয়াফের আগে হজরে আসওয়াদকে চুমু, স্পর্শ বা ডান হাত তুলে ইশারা করে নিয়ত করতে হবে " হে আল্লাহ, আমি ৭ বার কাবা প্রদক্ষিনের ইচ্ছা করছি, আমাকে তাওয়াফের তৌফিক দিন, এবং আমার তাওয়াফকে কবুল করুন। এই বলে কাঁদ বরাবর হাত তোলে " বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হবে।
রুকনে ইয়ামানী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত দোয়া করতে হবে " রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াক্বিনা আজাবান্নার"
প্রতি বার হজের আসওয়াদ বরাবর এলে ডান হাতে ইশারা বা চুম্বন করে তাকবীর দিয়ে তাওয়াফ শুরু করতে হবে, আর দোয়া করতে হবে।

তাওয়াফ শেষ হলে ডান কাধ ঢেকে ফেলতে হবে।
এরপর মাকামে ইবরাহীমের পিছনে দু রাকাত সালাত পড়তে হবে।
তারপর দাড়িয়ে জমজমের পানি পান করতে হবে।
বলতে হবে "আল্লাহুম্মা ইন্নী আসয়ালুকা ইলমান্ নাফিআ, ওয়া রিজক্বাও ওয়াসীআ, ওয়া শিফাআম মিন কুল্লি দা'ঈ।
বা মনে মনে বলবে হে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান, পর্যাপ্ত রিজিক, ও সকল রোগের শেফা দান করুন।

এপর্যন্ত ফরজ শেষ।

ওমরার ওয়াজিব দুটো:
১। সাফা মারওয়া সাঈ
২। মাথার চুল মুন্ডানো বা ছাটা।

সাঈ সাফা থেকে শুরু করে মারোয়ায় গিয়ে ১ সাঈ,
মারোয়াহ থেকে সাফায় ১ সাঈ।
এভাবে ৭ সাঈ।
প্রতি বার সুরা বাকারার ১৫৮ নং আয়াত পড়তে হবে,
"ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা'আয়িরীল্লাহ।

এরপর মাথা মুন্ডানোর মাধ্যমে ওমরার কাজ শেষ হবে।

13/11/2021

ওমরাহ করতে যাওয়া বাংলাদেশিদের শরীয়তের জরুরি বিধি-বিধান সম্পর্কে এখন থেকে বাংলায় নির্দেশনার ব্যবস্থা করেছে সৌদি...

29/10/2021
23/11/2020
23/01/2020

সারাবেলা রিপোর্ট: অন্য সব ক্ষেত্রে নিজেদের লোকসান পুষিয়ে নিতে হজ বাণিজ্যে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।সাধ...

19/01/2020

চলতি বছর হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালে ছ....

26/11/2019

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সুন্দরভাবে হজ করতে হলে হজযাত্রীদেরকে আরো বেশি সচেত....

11/11/2019

২০২০ সালের জন্য বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে হজ চুক্তি সম্পাদিত হবে আগামী ১ ডিসেম্বর, হজের সম্ভাব্য তারিখ ১ আগষ্ট ২০২০, হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন থেকে...

30/10/2019

মসজিদে নববীর সবচেয়ে কাছের মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদে গামামা। এ মসজিদকে মোসাল্লাও বলা হয়।

27/10/2019

২০২০ সালে মক্কা রুট ইনিসেয়টিভ এর আওতায় বাংলাদেশের সকল হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে সম্পন্ন করা ....

17/09/2019

শেষ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০১৯ এর হজ কার্যক্রম। ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের প্রি-হজ অপারেশন ছিল স...

13/09/2019

২০২০ সালে সর্বোত্তম হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল....

13/09/2019

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা জরুরী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক

13/09/2019

সৌদি আরব সফররত ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হাজিদের মক্কার বিভিন্ন হাসপাতালে দেখতে ....

08/05/2018

হজ ব্যবস্থাপনায় ক্রমেই উন্নতি করছে ধর্ম মন্ত্রণালয়। কয়েকবছর আগেও মধ্যস্বত্ত্বভোগী দালালচক্রের হাতে জিম্মি ছি.....

08/05/2018

হজ ও ওমরাকারীদের জন্য চালু হচ্ছে হারামাইন ট্রেন OURISLAM24.COM মে ৭, ২০১৮ হাওলাদার জহিরুল ইসলাম: পবিত্র রমজানের পর বাণিজ্য.....

08/05/2018

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Moteia Travels & Hajj Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moteia Travels & Hajj Agency:

Share

Category

Our Services : Umrah and Hajj Agent, All Airlines Ticketing

Call : +88- 01742672716. +88-01795705264