25/07/2023
আজ থেকে জাপানের নারিতা রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
ঢাকা-নারিতা রুটে বিশেষ ছাড়ে টিকেট বিক্রয় শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত এই বিশেষ মূল্য চালু থাকবে। এসময়ের মধ্যে ঢাকা-নারিতা রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৪৯,১০০টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকেটের ভাড়া শুরু হবে ৮৪,৪৯৬টাকা থেকে। অন্যদিকে নারিতা-ঢাকা রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৫৭৮৭টাকা বা ৩৩,৮০০জাপানি ইয়েন থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৫৬০১৪টাকা বা ৭৩,৩৪০ জাপানি ইয়েন থেকে। অফারকালীন বিশেষ ছাড়ের টিকেটসমূহ নন-রিফান্ডেবল। তবে অফার শেষে ঢাকা থেকে এ রুটের একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৭০,৮২৮ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের মূল্য শুরু হবে জনপ্রতি ১,১১,৬৫৬টাকা থেকে। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতার যাত্রীগণও বিশেষ মূল্যের টিকেট ক্রয় করতে পারবেন।
ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার রাত ১১:৪৫টায় বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশ্যে যাত্রা করবে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১:০০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
আগামী ০১লা সেপ্টেম্বর ২০২৩ তারিখ শুক্রবার, বিমানের ফ্লাইট বিজি৩৭৬ স্থানীয় সময় রাত ১১:৪৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপানের নারিতা পৌঁছাবে স্থানীয় সময় শনিবার সকাল ০৯:১৫টায়। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার সকাল ১১:০০টায় উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে শনিবার স্থানীয় সময় দুপুর ০৩:০০টায়। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা ফ্লাইট পরিচালিত হবে।
টিকেট এবং অন্যান্য ট্রাভেল সেবার জন্য যোগাযোগ করুনঃ
+880 1828-585543
অফিসের ঠিকানা:
জুম এভিয়েশন
প্লট- ৩৪, রোড- ৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।
https://www.facebook.com/ZoomAviationbd