Alfine Tours & Travels

Alfine Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alfine Tours & Travels, Travel Company, alfine tours &travels, 105, Fokirapool, Malek mension(1st floor), Dhaka.

13/05/2023
19/08/2022

#প্রবাসী ❣️

20/05/2022

সৌদি আরবের মদিনায় খালেদ সেলিম আল আহমাদি কোম্পানির অধীনে হাসপাতাল ক্লিনার পুরুষ কর্মী প্রয়োজনঃ-

কাজের সময় : ৮ ঘন্টা ।
বেতন : ৮০০ সৌদি রিয়াল ।
থাকা : কোম্পানীর ।
আকামা : কোম্পানীর ।
ইন্সুরেন্স : কোম্পানীর ।
খাওয়া : নিজ ।
০২(দুই) বছর পর পর যাতায়াত টিকেট কোম্পানী থেকে দেওয়া হবে ।
বয়স : ২১ থেকে ৩০ বছর ।

যোগাযোগঃ-
আলফাইন ট্যুরস এন্ড ট্রাভেলস
(আরএল : ৮১২, এইচএল : ১৬৯)
১০৫ ফকিরাপুল, মালেক মার্কেট (২য় তলা)
মতিঝিল, ঢাকা : ১০০০ ।

০১৮১৯২২৮১১০
০১৭১১০১৭৭৫৭

Happy National day♥️Kingdom of Saudi Arabia ♥️
23/09/2020

Happy National day♥️
Kingdom of Saudi Arabia ♥️

 #ব্রেকিং_নিউজঃঅবশেষে আশার বাণী শোনালেন সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি ...
02/09/2020

#ব্রেকিং_নিউজঃ
অবশেষে আশার বাণী শোনালেন সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে। নির্দিষ্ট কোন তারিখ বেঁধে দেয়নি কবে থেকে ফিরে আসতে পারবে তবে এতটুকু অনুমান করা যাচ্ছে খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।

📌 আশার বাণী হচ্ছে সৌদি আরব ফিরে আসার জন্য ২৫ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তান,নেপাল, শ্রীলংকার সহ আরো কয়েকটি দেশ এই সুযোগ পাচ্ছে না। এবং সেই সাথে দেওয়া ৭ টি দিক নির্দেশনাঃ

১- সৌদি আরব ভ্রমন করতে হলে আপনাকে সৌদি স্বাস্থ্য মন্তনালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পুরন করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদ্বারিত ডেস্কে জমা দিতে হবে।

২- ভ্রমন করার ৭দিন পূর্বে হতে আপনাকে কোয়ারেন্টান করতে হবে পিসিআর দেওয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত।

৩- আপনাকে সৌদি আরবরে টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

৪- অবশ্যই আসার ৮ ঘন্টার মধ্যে তাতামান (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

৫- আপনাকে কভিড ১৯ চিহ্ন সম্পর্কে অবগত থাকতে হবে যদি কোন চিহ্ন দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে ফোন করতে হবে অথবা সাধারন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৬- আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহন করতে হবে এবং,

৭- আপনার টিকেট সম্পর্কে এবং আরও বিস্তারিত তথ্য জানতে👉 https://bit.ly/34Vzdhi

২৫ টি দেশ হলো
১- সংযুক্ত আরব আমিরাত
২-ওমান
৩-বাহরাইন
৪-লেবানন
৫-কুয়েত
৬-মিশর
৭-তিউনিসিয়া
৮-মরক্কো
৯-চীন
১০- ইংল্যান্ড
১১-ইন্দোনেশিয়া
১২-ফ্রান্স
১৩-জার্মানি
১৪-ইতালী
১৫-অ্যস্ট্যেলিয়া
১৬-তুরস্ক
১৭-গ্রীস
১৮-বাংলাদেশ
১৯ফিলিফাইন
২০-মালয়েশিয়া
২১-দক্ষিন আফ্রিকা
২২-সুদান
২৩-ইথুপিয়া
২৪-কেনিয়া
২৫- নাইজেরিয়া

সূত্রঃ সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি

If you are flying to The Kingdom of Saudi Arabia, you are kindly requested by health authorities in Saudi Arabia to follow health guidance below to keep you protected when you travel with SAUDIA.

17/08/2020

🇧🇩✈🇦🇪 বিশেষ সতর্কবার্তা 🇧🇩✈🇦🇪

সংযুক্ত আরব আমিরাতে থেকে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীরা, আপনারা টিকিট বুক করার আগে চেক করে নিন আপনি আসতে পারবেন কিনা। এটা চেক করা খুব সহজ। আপনি নিজেই পারবেন মোবাইল দিয়ে, আর না পারলে নিজস্ব কাউকে দিয়ে অবশ্যই করিয়ে নিতে হবে। না হলে হয়তো এয়ারপোর্টে ঝামেলা হবে।
১ম লিংকে ক্লিক করুন https://uaeentry.ica.gov.ae.
এরপর মাত্র ৫টি সহজ ধাপ।
১. প্রথমে আপনার ইউএই আইডি নাম্বার টি দিন
২. আপনার পাসপোর্ট নাম্বার দিন
৩. পাসপোর্ট টাইপ অপশনে ordinary passport অপশনে ক্লিক করুন।
৪. ন্যাশনালিটি বাংলাদেশ দিন।
৫. I'm not a robot অপশনে টিক চিহ্ন দিন এরপর চেক অপশনে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন যদি লাল কালিতে লেখা দেখেন
❌ Dear valued customer:
We will considere the possibility of rescheduling your trave date after 60 days in order to preserve your safety, we thank and appreciate your understanding.
এরকম লিখেছে তাহলে আপনি আসতে পারবেন না। আপনার ছুটি ছয় মাসের কম বেশী যত দিনই হোক আপনি আপাততো আসতে পারবেন না.কিছুদিন অপেক্ষা করতে হবে।
আর যদি দেখেন সবুজ কালিতে লিখেছে
✅ Dear valued customer:
You fulfil the requirement to enter the country and you can proceed with the completion of your travel procedure, wishing you continued health and wellness.

মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা
15/08/2020

মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

https://www.ittefaq.com.bd/worldnews/160544/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E...
22/06/2020

https://www.ittefaq.com.bd/worldnews/160544/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতেও বাতিল হচ্ছে না এবারের হজ। সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ অনুষ্ঠিত .....

ঈদ মোবারক 🌙
24/05/2020

ঈদ মোবারক 🌙

  ❤️❤️
09/05/2020

❤️❤️

24/04/2020

আলহামদুলিল্লাহ,,কার্ফিউর ভেতরে হারামাইনে রমাদ্বানের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শায়েখ সুদাইস হাফিঃহরামাইন অফিসিয়াল প...
21/04/2020

আলহামদুলিল্লাহ,,
কার্ফিউর ভেতরে হারামাইনে রমাদ্বানের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন শায়েখ সুদাইস হাফিঃ

হরামাইন অফিসিয়াল পেইজ বলেছে করোনা প্রেক্ষাপটে বিগত কয়েক শতাব্দীর ইতিহাসে এই প্রথম শায়েখ সুদাইস এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। যা ইতিহাসে স্বাক্ষী হয়ে থাকবে।

গত রাতে বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি লাইভ কনফারেন্সে হারামাইনের প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেন এবং নিম্মের সিদ্ধান্ত গুলো জানান>>>

★ শুধু মাত্র মক্কা-মদিনার দুই মসজীদে রমজানের তারাবীহ অনুষ্ঠিত হবে, তবে সেটা ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে।

★দুইজন ইমাম তারাবীহ পড়াবেন, প্রথম জন ৬ রাকাত, দ্বিতীয় জন ৪ রাকাত+১ রাকাত বিতির।

★বিতিরের কুনুতে দোয়া সংক্ষীপ্ত করে করা হবে।

★রমাদ্ধানে তারাবীহ বা ফরজ সালাত জনসাধারণের জন্য উন্মুক্ত নয়! বর্তমান সিষ্টেমেই তা সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

★হারামাইনে এবার ই'তিক্বাফ বাতিল করা হয়েছে।পাবলিক ইতিক্বাফ হবে না।

★রমাদ্বানে দুই মসজীদে ইফতার পরিসেবা বাতিল করা হয়েছে। মক্কা মদিনায় ইফতার বিতরনের যে প্রতিযোগীতা ছিলো তা এবার দেখা যাবে না।

★তারাবীতে যারা নেতৃত্য দিবেন সেই সম্মানিত ইমমাদের তালিকা ওয়েবসাইটে ঘোষনা করা হবে।

★২৯ রমাদ্ধানে পবিত্র দুই হারামে কুরআন খতম করা হবে।

★হারামাইনে নিরাপত্তার জন্য তাপ পরিমাপক ক্যামেরা বসানো হবে। যা অসুস্থ মানুষকে সহজেই চিহ্নিত করবে।
ইত্যাদী আরো কিছু দিক নির্দেশনা তিনি তার ভাষনে প্রদান করেন।

এমন পরিস্থিতিতে শায়েখ সুদাইসের এরকম যুগউপযোগী সিদ্ধান্ত একটু হলেও হৃদয়ে প্রশান্তি দিচ্ছে, যে সিমিত আকারে হলেও অন্তত পবিত্র দুই মসজীদে রমাদ্ধানের পরিবেশ কিছুটা হলেও থাকবে।
তারাবীহর ইমামদের জান্নাতী সুরের তেলাওয়াত শুনা ও দেখা থেকে বঞ্চিত হবো না আমরা।

সেই সাথে এটাও উল্লেখ্য যে,,
শায়েখ সুদাইস এমন সিদ্ধান্তের মাধ্যমে হারামইন শরিফাইন পরিচালনায় তার অনন্য চিন্তা ও সূক্ষ্ম জ্ঞানের আরো একবার বিচ্ছরণ ঘটালেন।
বর্তমান পৃথিবীতে তিনি কতোটা অনন্য চিন্তার একজন শ্রেষ্ঠ স্কলার তা আরো একবার বিশ্ববাসী দেখলো।
তারাবীর রাকাত নির্ধারণই তার উজ্জল দৃৃষ্টান্ত।

আমাদের দেশের সম্মানিত ওলামা-শায়েখেরা কি এখনো তারাবীর রাকাত নিয়ে ঝগড়া করবেন???
শায়েখ সুদাইস কিন্তু রাকাত সংখ্যা ৮ বা ২০ কোনটাতেই রাখেন নি। এটাই হলো জ্ঞানের সূক্ষ্মতা বা হিকমাহ যা আপনারা ক'জন অবলোকন করতে পেরেছেন আল্লাহ মা'লুম।

মহান রব রমাদ্বানের বরকতে পবিত্র দুই মসজীদের সাথে সাথে গোটা বিশ্বের সকল মসজীদের দরজা গুলো উম্মাহ'র জন্য খুলে দিন। আমাদের তওবা তিনি কবুল করুন। এই আযাবকে দয়া করে সরিয়ে দিন।

 িয়ে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য🕋                                                      -----------------------------  প্রথমব...
18/04/2020

িয়ে_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য🕋
----------------------------- প্রথমবার হজ্জ্ব বাতিল হয়েছিল ৮৬৫ খ্রিস্টাব্দে, আব্বাসীয়দের সময়, ইসমাঈল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে।
এরপর বন্ধ হয়েছিল ৯৩০ সালে। কট্টর শিয়া গ্রুপ কারমাতিদের আক্রমণে। সে বছর ৩০,০০০ হাজি শহীদ হয়েছিলেন। তারা হাজিদেরকে হত্যা করে তাদের লাশ জমজম কুপে ফেলে দিয়েছিল। ফিরে যাওয়ার সময় তারা সাথে করে হাজরে আস্ওয়াদ বাহরাইনে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে হাজরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত এক দশক হজ্ব বন্ধ ছিল।

৯৮৩ থেকে ৯৯০ সাল পর্যন্ত হজ্ব বাতিল হয়েছিল রাজনীতির কারণে। ইরাক ও সিরিয়া ভিত্তিক আব্বাসীয় খিলাফত এবং মিসর ভিত্তিক ফাতেমীয় খিলাফতের মধ্যকার দ্বন্দ্বের কারণে সেবার ৮ বছর পর্যন্ত হজ্ব বন্ধ ছিল।

শুধু যুদ্ধ-বিগ্রহ না, মহামারীর কারণেও হজ্ব বাতিল হয়েছিল। প্রথমে ১৮১৪ সালে হেজাজ প্রদেশে প্লেগের কারণে, তখন ৮,০০০ মানুষ মারা যাওয়ায় হজ্ব বাতিল করা হয়।

এরপর ১৮৩১ সালে ভারত থেকে যাওয়া হজ্বযাত্রীদের মাধ্যমে মক্কায় প্লেগ ছড়িয়ে পড়ে এবং চারভাগের তিনভাগ হাজী মৃত্যুবরণ করে। ফলে সে বছর হজ্ব বাতিল করা হয়। এছাড়াও ১৮৩৭ থেকে ১৮৫৮ সালের মধ্যে প্লেগ এবং কলেরার কারণে তিন বারে মোট ৭ বছর হজ্ব বন্ধ ছিল।

ইসলাম অবাস্তব কোনো ধর্ম নয়, এলিয়েনদের জন্য আসা ধর্ম নয়। এটা মানুষের শান্তির জন্য আসা ধর্ম। এবং মানুষের সাধ্যের বাইরে এখানে কিছু করতে বলা হয়নি।

তথ্যসূত্র: হারাম শরিফের ওয়েবসাইট, মিডল ইস্ট আই, টিআরটি, দ্য নিউ আরব।
হে আল্লাহ রাব্বুল আলামিন এ বছর হজ্জ্বের পূর্বেই সারা পৃথিবী হতে করোনাভাইরাস ধ্বংস করে দিন এবং মুসলমানদের আপনার ঘর তাওয়াফ করার সুযোগ করে দিন--- আমিন।

(সংগৃহীত)

Address

Alfine Tours &travels, 105, Fokirapool, Malek Mension(1st Floor)
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

027191766

Alerts

Be the first to know and let us send you an email when Alfine Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alfine Tours & Travels:

Videos

Share

Category