Mizabe Rahmat Aviation

Mizabe Rahmat Aviation আমাদের ভুবনে আপনাকে স্বাগতম
(1)

আলহামদুলিল্লাহ, নতুন বছরের উমরাহ প্যাকেজ নিয়ে আমরা হাজির! জানুয়ারি মাসে ভিন্ন ভিন্ন তারিখে আলাদা আলাদা ফ্লাইটে মিজাবে রহ...
22/12/2023

আলহামদুলিল্লাহ,
নতুন বছরের উমরাহ প্যাকেজ নিয়ে আমরা হাজির! জানুয়ারি মাসে ভিন্ন ভিন্ন তারিখে আলাদা আলাদা ফ্লাইটে মিজাবে রহমত এর থাকছে একাধিক প্যাকেজ!

প্যাকেজে যা থাকছে:
- ১৩ রাত ১৪ দিনের উমরাহ প্যাকেজ
(রিটার্ন এয়ার টিকেট সহ)।
- ভিসা: বীমাসহ উমরাহ ভিসা।
- ফ্লাইট সমূহ:
ঢাকা - মদীনা, জেদ্দাহ - ঢাকা,
সৌদি এয়ারলাইন্স ফ্লাইট।
- ঢাকা - জেদ্দাহ, মদিনা - ঢাকা,
সৌদি এয়ারলাইন্স ফ্লাইট।

- যাতায়াত: বাসের মাধ্যমে, জেদ্দাহ/মদীনা এয়ারপোর্ট থেকে মক্কা/মদীনা হোটেল, মক্কা/মদীনা হোটেল থেকে মক্কা/মদীনা হোটেল, মক্কা/মদীনা হোটেল থেকে জেদ্দাহ/মদীনা এয়ারপোর্ট।

- মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ।
- মক্কা ও মদীনায় মিট এন্ড অ্যাসিস্ট ও অন্যান্য সার্ভিসের জন্য সাপোর্ট হ্যান্ড।

* প‍্যাকেজে খাবার ও ব্যক্তিগত খরচ অন্তর্ভূক্ত নয়।

উমরাহ বুকিং করতে যা যা প্রয়োজন:
১। জুলাই ৩১, ২০২৪ পর্যন্ত পাসপোর্ট এর মেয়াদ।
২। সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৩। জনপ্রতি ৫০,০০০ টাকা অ্যাডভান্স বুকিং মানি।

যোগাযোগের ঠিকানা:
মিজাবে রহমত এভিয়েশন
ইনামন এভিয়েশন
সুইট: ১৬ তলা। পল্টন চায়না টাউন, পশ্চিম টাওয়ার।
নয়া পল্টন, ঢাকা
সরসরি কথা বলতে
(+88) 01713038943

হজ্ব নিবন্ধনের জন্য সিরিয়াল নাম্বার উন্মুক্ত করা হয়েছে। এখন নতুন এবং পুরাতন সকলেই নিবন্ধন করতে পারবেন।হজ ও ওমরাহর সবধর...
21/12/2023

হজ্ব নিবন্ধনের জন্য সিরিয়াল নাম্বার উন্মুক্ত করা হয়েছে। এখন নতুন এবং পুরাতন সকলেই নিবন্ধন করতে পারবেন।

হজ ও ওমরাহর সবধরনের সেবা দিতে আপনার পাশে আছে মিজাবে রহমত এভিয়েশন।

কাবার দরজায় যা লেখা থাকে
18/12/2023

কাবার দরজায় যা লেখা থাকে

এমন বেহেস্তি অনুভব পেতে মদিনার পথে আপনি যাচ্ছেন কবে?
13/12/2023

এমন বেহেস্তি অনুভব পেতে
মদিনার পথে আপনি যাচ্ছেন কবে?

সরে গেল কাবার পাশের সাময়িক দেয়ালটামনে হলো, রহমতের দরজাটা খোলে গেলো❤️❤️
12/12/2023

সরে গেল কাবার পাশের সাময়িক দেয়ালটা
মনে হলো, রহমতের দরজাটা খোলে গেলো❤️❤️

মাসজিদে নববীর একটি প্রাচীন চিত্র। চিহ্নিত জায়গাটি হযরত আবু আইয়ুব আলআনসারী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর বাড়ি। যেখানেই নব...
12/12/2023

মাসজিদে নববীর একটি প্রাচীন চিত্র। চিহ্নিত জায়গাটি হযরত আবু আইয়ুব আলআনসারী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর বাড়ি। যেখানেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় এসে প্রথম কদম রেখেছিলেন এবং যে বাড়িতে মেহমান হয়েছিলেন।

ইনশাআল্লাহউমরাহ গুরুত্ব ও ফজিলত নিয়ে আজ রাত ১১ টায়  নেক্সাস টেলিভিশনের ইসলামিক আয়োজনে সরাসরি  কথা বলবেন আমাদের শরিয়াহ ব...
11/12/2023

ইনশাআল্লাহ
উমরাহ গুরুত্ব ও ফজিলত নিয়ে আজ রাত ১১ টায় নেক্সাস টেলিভিশনের ইসলামিক আয়োজনে সরাসরি কথা বলবেন আমাদের শরিয়াহ বিষয়ক পরামর্শ, খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী। । সাথে থাকুন আপনিও।

স্বাগতম আপনাকে
11/12/2023

স্বাগতম আপনাকে

জরুরি বিজ্ঞপ্তি
11/12/2023

জরুরি বিজ্ঞপ্তি

হজ্ব নিবন্ধনের জন্য সিরিয়াল নাম্বার উন্মুক্ত করা হয়েছে। এখন নতুন এবং পুরাতন সকলেই নিবন্ধন করতে পারবেন।
11/12/2023

হজ্ব নিবন্ধনের জন্য সিরিয়াল নাম্বার উন্মুক্ত করা হয়েছে। এখন নতুন এবং পুরাতন সকলেই নিবন্ধন করতে পারবেন।

আলহামদুলিল্লাহ
11/12/2023

আলহামদুলিল্লাহ

সময় আছে এখনোজলদি রেজিষ্ট্রেশন করুন
10/12/2023

সময় আছে এখনো
জলদি রেজিষ্ট্রেশন করুন

যে ভোরটা ফজরের আযানের সাথে হয় সে ভোরটা সুন্দর।যে সকালটা নামাজে তেলাওয়াতের সাথে হয়, সে সকালটা সুন্দর। যে সকালটা তাসবিহ ...
08/12/2023

যে ভোরটা ফজরের আযানের সাথে হয়
সে ভোরটা সুন্দর।
যে সকালটা নামাজে তেলাওয়াতের সাথে হয়,
সে সকালটা সুন্দর।
যে সকালটা তাসবিহ ও যিকিরের সাথে হয়
সে সকালটাও সুন্দর।
এ সবের পাশাপাশি যে সকালটা
শীতের চাদর জড়ানো ওম লাগা হয়
আমার কাছে সেটাও বেশ সুন্দর।

সকালের দোয়া সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হজরত মুহাম্মদ (সা.) ভোরে উপনীত হলে বলতেন,

‘আসবাহনা ওয়া আসবাহাল হামদু কুল্লুহু লিল্লাহ; লা শারিকা লাহু; লা ইলাহা ইল্লাল্লাহ; ওয়া ইলাইহিন নুশুর।’

অর্থ: ‘আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজত্ব (সৃষ্টিকুল) ভোরে উপনীত হয়েছে। সব প্রশংসা মহান আল্লাহর। তার কোনো শরিক নেই। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং পুনরুত্থান তার কাছেই।’

আবু হুরায়রা (রা.) আরেক হাদিসে বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না। তবে সে ব্যক্তি ছাড়া— যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে।’ (মুসলিম, হাদিস ২৬৯২)

‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’-এর অর্থ হলো, ‘আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।’

জাতীয় পত্রিকা দৈনিক খবরের কাগজেউমরাহ বিষয়ে মিজাবে রহমত এভিয়েশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকমাওলানা হুমায়ূন কবীর সা...
02/12/2023

জাতীয় পত্রিকা দৈনিক খবরের কাগজে
উমরাহ বিষয়ে মিজাবে রহমত এভিয়েশনের
সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক
মাওলানা হুমায়ূন কবীর সাহেবের সাক্ষাৎকার

মিজাবে রহমতশান্তির ফুয়ারা
02/12/2023

মিজাবে রহমত
শান্তির ফুয়ারা

ইনশাআল্লাহআজ রাত ১১ টায় আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে জনপ্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক আয়োজনে থাকবেন মিজাবে রহমত ...
29/11/2023

ইনশাআল্লাহ
আজ রাত ১১ টায় আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে জনপ্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক আয়োজনে থাকবেন মিজাবে রহমত ইভিয়েশন এর শরিয়ার বিষয়ক পরামর্শক, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

আপনি চাইলে হজ এবং উমরাহ বিষয়ক যে কোন প্রশ্ন করে যুক্ত থাকতে পারেন।

27/11/2023

জরুরী ঘোষণা
যে সকল হজযাত্রীগণ ২০২৪ ইং সালে পবিত্র হজে গমন করবেন, তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই
৩০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত থাকতে হবে।

15/11/2023

আস-সালামু আলাইকুম
সম্মানিত সকল হজযাত্রীবৃন্দ

আপনি কি এ বছর পবিত্র হজ পালন করতে চান!
হজ পালনের জন্য আপনি কি
আস্থাশীল হজ এজেন্সি খোঁজ করছেন !!

তাহলে আপনার পাশে আছে
মিজাবে রহমত এভিয়েশন

আপনি যদি ২০২৪ ইং সালে হজে যেতে আগ্রহী হয়ে থাকেন তবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে আপনার হজের নিবন্ধন নিশ্চিত করুন।

মিজাবে রহমত এভিয়েশন
হজ লাইসেন্স নং: ১০৩৭

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের রেজিস্ট্রেশনহজে যাবার জন্য আপনি প্রস্তুত তো !আমরা আছি আপনার পাশে ইন শা আল্লাহ
13/11/2023

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে
পবিত্র হজের রেজিস্ট্রেশন
হজে যাবার জন্য আপনি প্রস্তুত তো !

আমরা আছি আপনার পাশে
ইন শা আল্লাহ

বরকতময় পিলারে তুলির আঁচড়আহ কতইনা সৌভাগ্যকালি ও কলমের....
11/11/2023

বরকতময় পিলারে
তুলির আঁচড়
আহ কতইনা সৌভাগ্য
কালি ও কলমের....

10/11/2023

আলহামদুলিল্লাহ!
হজ্ব ২০২৪ এর চুড়ান্ত নিবন্ধন শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে এ নিবন্ধন শুরু হবে।হজ্ব নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি, ২ কপি ছবি নিয়ে আজই যোগাযোগ করুন।

09/11/2023

দেশের বরেণ্য টেলিভিশন ব্যক্তিত্ব মাওলানা মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের আব্বা আল্লাহর জিম্মায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। দীর্ঘ অসুস্থতায় কষ্টের জীবন সমাপ্ত করে তিনি এখন প্রশান্তির পথে, জান্নাতের সফরে,পরকালের যাত্রা পথে।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করেন। জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার সন্তান এবং পরিবারদেরকে স্বরে জামিল নসিব।

হে আল্লাহ আবারো তোমার খানায়ে কাবার মেহমান হতে খুব ইচ্ছে করছে। ব্যাকুল হয়ে আছে মন , মিজাবে রহমতের নিছে মাথা ঠেকাতে চাই আব...
08/11/2023

হে আল্লাহ আবারো তোমার খানায়ে কাবার মেহমান হতে খুব ইচ্ছে করছে। ব্যাকুল হয়ে আছে মন , মিজাবে রহমতের নিছে মাথা ঠেকাতে চাই আবারো ।বহুদিন হলেও তোমার ঘরের কালো গিলাপের ঘ্রাণ এখনও নাকে লেগে আছে । আবারো ইচ্ছে করছে সেই কাবার সামনে ভিখারীর মতো করে দাঁড়িয়ে চাইতে।
তোমার ঘরের মন মগ্ধকর আজান এখনও কানে বাজে। মাঝে মাঝে তোমার কাবায় যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠে।
খুব খুব ইচ্ছে করছে আবারো তোমার ঘরের মেহমান হতে।
মাওলায়ে কারীম তুমিই জনো ,আবার কবে তোমার ঘরের মেহমান করে নিবে।
মাওলায়ে কারীম , এই ব্যাকুলতা যদি হয় তোমার প্রতি আমার ভালোবাসার বহিরপ্রকাশ তাহলে তোমার কদমে সিজদায় লুটিয়ে পরি ।
রব্বানা লাকাল হামদ
এটাই আমার বড় পাওয়া ।

রব্বে কারীম , আবারো শামিল হতে চাই তোমার প্রিয়দের কাতারে ,
এটাই আমার মনের আকুতি ,
কবুল করে নিও আমায় তোমার প্রিয়দের কাতারে ।
আমিন ইয়া রব

এভাবেই কাবা জিয়ারতে মনের ভাব প্রকাশ একজন কাবাপ্রেমী। আল্লাহপাক সবার দোয়াকে কবুল করুন আমিন।।

ইহরামের সুন্নতসমূহ, যার মাধ্যমে আমরা সওয়াব ও প্রতিদান লাভ করি।
06/11/2023

ইহরামের সুন্নতসমূহ, যার মাধ্যমে আমরা সওয়াব ও প্রতিদান লাভ করি।

06/11/2023

মিযাবে রহমত
রহমতের অফুরন্ত ধারা
সোবহানাল্লাহ

২০২৪ সালের সরকারি হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা।  গত বছরের প্যাকেজ মূল্য থেকে ৯২,৪৫০ টাকা কম।
02/11/2023

২০২৪ সালের সরকারি হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা। গত বছরের প্যাকেজ মূল্য থেকে ৯২,৪৫০ টাকা কম।

02/11/2023

২০২৪ সালের সরকারি হজযাত্রীদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৫,৭৮,৮৪০ টাকা।
গত বছরের প্যাকেজ মূল্য থেকে ৯২,৪৫০ টাকা কম।

02/10/2023

মিজাবে রহমত এভিয়েশন সম্পর্কে অভিমত ব্যক্ত করছেন খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

আলহামদুলিল্লাহ , মিজাবে রহমত এভিয়েশনের মাধ্যমে ২০২৩ সনের প্রথম হজ ভিসা ইস্যু হলো।
20/05/2023

আলহামদুলিল্লাহ , মিজাবে রহমত এভিয়েশনের মাধ্যমে ২০২৩ সনের প্রথম হজ ভিসা ইস্যু হলো।

হজ্ব-ওমরাহ্ ফেয়ার ২০২২ . দ্বিতীয় দিনের কিছু অংশ ।  আলহামদুলিল্লাহ আজকে অনেক অতিথিদের উপস্থিতি ছিল । অতিথিদের প্রয়োজনম...
18/11/2022

হজ্ব-ওমরাহ্ ফেয়ার ২০২২ . দ্বিতীয় দিনের কিছু অংশ । আলহামদুলিল্লাহ আজকে অনেক অতিথিদের উপস্থিতি ছিল । অতিথিদের প্রয়োজনমতো বুঝে নিচ্ছে যার যার হজ ও ওমরার প্যাকেজ । আল্লাহ পাক সবাইকে কাবা ঘড় দেখার তৌফিক দান করুন ।

জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন হজ ও উমরাহ ফেয়ার 2022.স্টল নং-48.আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ র...
18/11/2022

জাতীয় পর্যায়ে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন হজ ও উমরাহ ফেয়ার 2022.
স্টল নং-48.
আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ রইলো।

১৪৪৩ হিজরি (২০২২ খ্রি.) সনের অনুমোদিত হজ এজেন্সির তালিকা (১ম পর্যায়) প্রকাশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও ...
08/05/2022

১৪৪৩ হিজরি (২০২২ খ্রি.) সনের অনুমোদিত হজ এজেন্সির তালিকা (১ম পর্যায়) প্রকাশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও মিজাবে রহমত এভিয়েশন ও ইনামন এভিয়েশন লিঃ এর নাম ১ম পর্যায় প্রকাশ পেলো।

Address

Paltan China Town
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizabe Rahmat Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizabe Rahmat Aviation:

Videos

Share

Category