Mizabe Rahmat Aviation

Mizabe Rahmat Aviation হজ্জ, ওমরাহ, ভিজিট ভিসা, ভিসা প্রসেসিং এবং সকল দেশের এয়ার টিকেটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আগামী ২২  ফেব্রুয়ারী ২০২৫ হাব নির্বাচন অনুষ্ঠিত হত...
14/02/2025

সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৫ হাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে জনাব ফারুক আহমেদ সরদার প্যানেল আপনাদের সমর্থন, দোয়া ও পূর্ণ প্যানেলে ভোট প্রত্যাশা করছি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা - ২০২৫
31/12/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা - ২০২৫

22/12/2024

২৬ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করা না হলে ২০২৫ সনে আপনার হজে গমন সম্ভব হবে না।-
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

18/12/2024

২০২৫ হজের শেষ সুযোগ
-----------------------
হজ নিবন্ধন ২০২৫ চূড়ান্তভাবে ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যারা এ বছর যেতে ইচ্ছুক তারা দ্রুত নিবন্ধন করুন।

14/12/2024

২০২৫ এর হজের ফাইনাল রেজিষ্ট্রেশন এর মেয়াদ আর মাত্র ১ দিন বাকি। তাই যারা এ বছরই যেতে ইচ্ছুক, দ্রুত সিদ্ধান্ত নিন।

22/10/2024

কাবার পথের পাথেয়
কাবার পথে যাবার প্রস্তুতি হোক হৃদয়ের

19/10/2024

হজে যাবেন কার সাথে

মুহাম্মদ ইবনু সুকা রহ. বলেন,‌আমরা সাঈদ ইবনু যুবাইর রহ.-এর সঙ্গে কা'বা শরীফের আঙ্গিনায় বসা ছিলাম। তখন তিনি আমাদের বললেন,...
17/10/2024

মুহাম্মদ ইবনু সুকা রহ. বলেন,‌আমরা সাঈদ ইবনু যুবাইর রহ.-এর সঙ্গে কা'বা শরীফের আঙ্গিনায় বসা ছিলাম। তখন তিনি আমাদের বললেন,
أنتم الآن في أكرم ظل على وجه الأرض
এখন তোমরা পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত জিনিসের ছায়ায় বসে আছো।
[আখবারু মাক্কা ২/১৯০]
আল্লাহ আমাদের সবাইকে এই সম্মানিত ছায়ায় বসার তাওফীক দান করুন।

কাবার পাশে আমরা সবাই একসাথে পাই যেন তাওফিক, কেবলি সেই দোয়া রবের সকাশে ... আমিন
16/10/2024

কাবার পাশে আমরা সবাই একসাথে
পাই যেন তাওফিক, কেবলি সেই দোয়া
রবের সকাশে ... আমিন

মসজিদে হারামের পরশে , মাতাফের আঙিনায় বসে কাবার পাশে, কাবার দিকে তাকিয়ে জমজম আর খেজুরের ইফতার, সোবহানাল্লাহ  কতই না সৌভ...
15/10/2024

মসজিদে হারামের পরশে , মাতাফের আঙিনায় বসে
কাবার পাশে, কাবার দিকে তাকিয়ে জমজম আর খেজুরের ইফতার, সোবহানাল্লাহ
কতই না সৌভাগ্য!

আল্লাহ পাক এমন সৌভাগ্য আমাদের সবাইকে দান করুন, একবার, বারবার এবং অনেকবার, আমিন।

আগামী বছর হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।রোববার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ...
15/10/2024

আগামী বছর হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে।

তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।

তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে, যা তাদের জন্য কষ্টকর হবে।

সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
14/10/2024

আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।

মোবাইলে নয় হৃদয়ে ধারণ হোক মসজিদে হারামের সুখ স্মৃতি
12/10/2024

মোবাইলে নয়
হৃদয়ে ধারণ হোক
মসজিদে হারামের সুখ স্মৃতি

12/10/2024

হজের মানযার
হজের দৃশ্য
আল্লাহ পাক কবুল করুন

জরুরী বিজ্ঞপ্তি
10/10/2024

জরুরী বিজ্ঞপ্তি

1970 ও  2024সাফা মারওয়া এলাকা সোবহানাল্লাহ
09/10/2024

1970 ও 2024

সাফা মারওয়া এলাকা
সোবহানাল্লাহ

08/10/2024

হাজারুল আসওয়াদ।

এক জান্নাতী পাথর। যে পাথরে লেগে আছে নবীজির স্পর্শ। আছে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আর: এর ছোঁয়া। যে পাথরকে স্পর্শ করা, চুম্বন করা একজন মুমিনের জীবনের ঐকান্তিক কামনা। আল্লাহ পাক আমাদের সকলের সেই কামনা কবুল করুন, আমিন।

সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে সৌদি আরবের সম্মতি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সাথে ব...
07/10/2024

সমুদ্রপথে বাংলাদেশী হাজী গ্রহণে
সৌদি আরবের সম্মতি

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার সাথে বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের অনুষ্ঠিত বৈঠকে এ সম্মতি জ্ঞাপন করা হয়। জেদ্দাস্থ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দপূর্ণ। মন্ত্রী বলেন সমুদ্র পথে বাংলাদেশ থেকে হাজী প্রেরণে সৌদি সরকারের কোন
বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ করে নেব। বাংলাদেশকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করতে হবে।

পানির জাহাজযোগে ২/৩ হাজার হাজীকে পরীক্ষা মূলকভাবে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রেরণের ব্যাপারে বাংলাদেশ চিন্তাভাবনা করছে।

সৌদি মন্ত্রী হাজীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের হজ এজেন্সির মালিক অথবা তাঁদের প্রতিনিধিদের হজের ২/৩ মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বারবার সৌদি আরব যেতে হয়। সেজন্য মুনাজ্জেম (মাল্টিপল) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি মুনাজ্জেম ভিসা ইস্যুর আশ্বাস দেন।

রোড টু মক্কা কর্মসূচীর আওতায় ঢাকার হজ ক্যাম্পে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং হাজীদের লাগেজ সৌদি হোটেলে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে বেশ কিছু লাগেজ হারিয়ে যায়। প্রসঙ্গটি তুলে ধরলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইতঃপূর্বে সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সীকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা দেওয়া হয়। ধর্মীয় উপদেষ্টা এ ব্যাপারে ২০২৪ সালের অনুরূপ ২৫০ এ সিলিং করার অনুরোধ করেন। সৌদি মন্ত্রী ব্যাপারটি সদয় বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ মন্ত্রীকে সহায়তা করেন হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

বাংলাদেশী টিমে ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচির আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর, জহিরুল ইসলাম, হজ কন্সাল মুহাম্মদ আসলামুদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. সাদিক হোসাইন ও জেদ্দা হজ মিশনের কর্মকর্তা মাহমুদুল হাসান।

সুত্র -- ব্যক্তিগতসহকারী

Address

Paltan China Town
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizabe Rahmat Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizabe Rahmat Aviation:

Videos

Share

Category