Lalbagh Travels

Lalbagh Travels Air Ticket
(International & Domestic)
Tourists / Business Visa Processing
India, China, Malaysia, Singapore, Thailand, Canada, Us, Uk

Your Trusted Travel Pertner

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥টিকিটের মূল্য:  ✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা ...
19/12/2024

ট্রেনের নাম: Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস 🔥

টিকিটের মূল্য:
✅ ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ভাড়া 6️⃣9️⃣5️⃣ টাকা
✅ স্নিগ্ধাতে (এসি চেয়ার) ভাড়া 1️⃣3️⃣2️⃣5️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

✅ঢাকা থেকে চট্টগ্রাম: স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 8️⃣9️⃣5️⃣ টাকা
শোভন চেয়ার ভাড়া 4️⃣5️⃣0️⃣ টাকা

✅ চট্টগ্রাম থেকে কক্সবাজার (শোভন চেয়ার) ভাড়া 2️⃣5️⃣0️⃣ টাকা।
✅ স্নিগ্ধা (এসি চেয়ার) ভাড়া 4️⃣7️⃣0️⃣ টাকা
(একই কক্সবাজার থেকে)

➡️ সময় টেবিল:
আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন অভিমুখী
🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣4️⃣ ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাবে।
রাত 1️⃣0️⃣🔹3️⃣0️⃣ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 0️⃣7️⃣🔹2️⃣0️⃣ মিনিটে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস 8️⃣1️⃣3️⃣ কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।
দুপুর 1️⃣2️⃣🔷3️⃣0️⃣ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত 0️⃣9️⃣🔷1️⃣0️⃣ মিনিটে।

⛔ ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী 8️⃣1️⃣4️⃣ সাপ্তাহিক ছুটি সোমবার রাতে।

⛔ কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী 8️⃣1️⃣3️⃣ সাপ্তাহিক ছুটি মঙ্গলবার দিন।

জানালার পাশের (Window Seat):
✅ শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট।

✅ স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷

সিট:শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 6️⃣0️⃣🔹3️⃣3️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹3️⃣2️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 5️⃣5️⃣🔹2️⃣8️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা 0️⃣1️⃣🔹2️⃣7️⃣ সোজা বা যাত্রা অভিমুখী আসন হবে।

🚉 কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের এসি সিট:

কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের প্রতিটি কোচে মোট ০৭ টা করে কেবিন থাকবে।
✅ দিনের বেলায় (এসি AC সিট) চার টি ডাবল কেবিন এবং তিনটা সিঙ্গেল কেবিন৷
✅ এসি ডাবল কেবিন এর সিট গুলো হলোঃ [১-২-৩] [৪-৫-৬] [৭-৮-৯] [১০-১১-১২] [২২-২৩-২৪] [২৫-২৬-২৭] [২৮-২৯-৩০] [ ৩১-৩২-৩৩]
✅ এসি সিঙ্গেল কেবিন এর সিট গুলো হলোঃ [১৩-১৪-১৫] [১৬-১৭-১৮] [১৯-২০-২১]
✅ এসি সিট এর মধ্যে জানালার পাশের সিট নম্বর গুলো হলোঃ ১-৪-৭-১০-১৩-১৬-১৯-২২-২৫-২৮-৩১৷

✅ রাতে ভ্রমণের সময় [এসি বার্থ] পাঁচ টি সিঙ্গেল কেবিন এবং দুই টি ডাবল কেবিন থাকবে৷

✅ রাতে ভ্রমণের সিঙ্গেল কেবিন গুলো হলো: [১-২] [৭-৮] [৯-১০] [১১-১২] [১৭-১৮]

রাতের ডাবল কেবিন গুলো হলোঃ [৩-৪-৫-৬] [১৩-১৪-১৫-১৬]

এসি বার্থ এর লোয়ার কেবিন নম্বরগুলো হলোঃ ১-২-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭ এবং ১৮

📸 Cox'sbazar Express কক্সবাজার এক্সপ্রেস

#কক্সবাজার #ট্রেন #রেল

বিশ্বের সর্বোচ্চ ভবনগুলির একটি নতুন রাজা আসছে!জেদ্দা টাওয়ার: সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হতে চলা এই আকাশচুম্বী ভবনটি...
19/12/2024

বিশ্বের সর্বোচ্চ ভবনগুলির একটি নতুন রাজা আসছে!
জেদ্দা টাওয়ার: সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হতে চলা এই আকাশচুম্বী ভবনটি বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা পেতে প্রস্তুত। ২০২৮ সালে এর নির্মাণ কাজ শেষ হলে, বর্তমান চ্যাম্পিয়ন বুর্জ খলিফাও পিছিয়ে পড়বে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবনগুলি (উচ্চতা অনুসারে):
জেদ্দা টাওয়ার (নির্মাণাধীন): এই ভবনটিই শীঘ্রই তালিকার শীর্ষে চলে আসবে।
বুর্জ খলিফা: দুবাইয়ের এই আইকনিক ভবনটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ।
Merdeka 118: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত।
সাংহাই টাওয়ার: চীনের সাংহাই শহরে অবস্থিত।
মক্কা রয়্যাল ক্লক টাওয়ার: সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত।
পিং ফিনান্স সেন্টার: চীনের শেনজেন শহরে অবস্থিত।
লোটা ওয়ার্ল্ড টাওয়ার: দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত।
এই তালিকা থেকে বোঝা যায় যে, আকাশচুম্বী ভবন নির্মাণে একটি প্রতিযোগিতা চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ায়। জেদ্দা টাওয়ারের আগমন এই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে।
আপনি কি জানেন? আকাশচুম্বী ভবন নির্মাণের পিছনে কী কী কারণ রয়েছে? এগুলি শুধুমাত্র জায়গা বাঁচানোর জন্যই নয়, বরং একটি শহরের অর্থনীতি ও সামাজিক মর্যাদাকেও প্রভাবিত করে।

আপনার মতে, ভবিষ্যতে এই প্রতিযোগিতা কোন দিকে যাবে?


 #বাংলাদেশিদের_জন্য_থাই_ই_ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।Lalbagh Travels
18/12/2024

#বাংলাদেশিদের_জন্য_থাই_ই_ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।
Lalbagh Travels

রিয়াদ মেট্রো। এটি একটি অত্যাধুনিক ও বিশ্বমানের গণপরিবহন ব্যবস্থা। গত ১লা ডিসেম্বর থেকে সৌদি আরবের রিয়াদে চালু হয়েছে ব...
17/12/2024

রিয়াদ মেট্রো। এটি একটি অত্যাধুনিক ও বিশ্বমানের গণপরিবহন ব্যবস্থা। গত ১লা ডিসেম্বর থেকে সৌদি আরবের রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন এই মেট্রো ট্রেন। এটি শহরের প্রাত্যহিক যাতায়াতে বিপ্লব ঘটাবে বলে আশা করা যাচ্ছে। শহরের যানজট নিরসনসহ যাত্রীদের সময়, অর্থও সাশ্রয় করবে। এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মক্ষেত্রে যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে। এটি প্রবাসী জীবনকে আরও আরামদায়ক এবং উৎপাদনশীল করবে।

রিয়াদ মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে চতুর্থটি এবং পরবর্তীতে আরও দুটি রুট খুলে দেওয়া হবে। এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল) এবং এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো এবং দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে। পুরোপুরি চালু হলে রিয়াদ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩.৬ মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারবে এবং এর ফলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। ফলে প্রতি বছর প্রায় ১২.৫ মিলিয়ন টন (প্রায় ১০.৮ মিলিয়ন মেট্রিক টন) কার্বন-ডাই-অক্সাইড নির্গমনও কমবে।

রিয়াদ মেট্রো ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত। এর মধ্যে সবচেয়ে পরিচিত জাহা হাদিদ আর্কিটেক্টসের ডিজাইন করা কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) মেট্রো স্টেশন। চোখ ধাঁধানো ডিজাইনে তৈরি এই স্টেশনের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে যাত্রীরা খুব সহজে চলাচল করতে পারে। এছাড়া, এই স্টেশনের বাইরের অংশটি নজরকাড়া ঢেউ খেলানো জালের মতো ডিজাইনে তৈরি, যা রিয়াদের তীব্র গরম থেকে যাত্রীদের কিছুটা আরামদায়ক পরিবেশ পেতে সাহায্য করবে।

যাত্রী চলাচলের জন্য ৬৯টি অ্যালস্টম মেট্রোপলিস ট্রেন এবং ৪৭টি ইনোভিয়া মেট্রো ট্রেন ব্যবহার করা হচ্ছে, সবগুলো ট্রেনেই বৈদ্যুতিক। এগুলো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: ফার্স্ট ক্লাস, ফ্যামেলি ক্লাস ও সিঙ্গেল ক্লাস। ট্রেনগুলোতে আরামদায়ক আসন, এলইডি লাইটিং, এয়ার-কন্ডিশনিং এবং একটি যাত্রী তথ্য ব্যবস্থা থাকবে।

চলুন দেখে নিই রিয়াদ মেট্রোতে কত খরচ হবে এবং কোন কোন জায়গাতে যাওয়া যাবে-

রিয়াদ মেট্রোর ৬টি লাইন -

ব্লু (লাইন ১): Orouba, Olaya, Batha

রেড (লাইন ২): King Abdullah Road, east-west Riyadh

অরেঞ্জ (লাইন ৩): Al Madinah Al Munawwarah Road

ইয়েলো (লাইন ৪): King Abdullah Financial District (KAFD), King Khalid International A

বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।Lalbagh Travels
17/12/2024

বাংলাদেশিদের জন্য থাই ই-ভিসা জানুয়ারি ২ তারিখ হতে চালুর তারিখ ঘোষণা।
Lalbagh Travels



17/12/2024

যেভাবে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম।

12/12/2024

#ঘুমিয়ে_থাকলে_ফ্লাইট_মিস,
সপ্নের দেশ ভ্রমণ করতে চাইলে Lalbagh Travels দিচ্ছে সহজ সমাধান।

আপনার সপ্নের দেশ ভ্রমণকে উপভোগময় করতে আমরা আছি আপনার পাশে।



 #বিশ্বের_সবচেয়ে_উঁচু_পানির_ফোয়ারা_সৌদিআরবের কিং ফাহাদ ফাউন্টেন (King Fahd Fountain)  জেদ্দাহ শহরে অবস্থিত। এটি জেদ্দা...
12/12/2024

#বিশ্বের_সবচেয়ে_উঁচু_পানির_ফোয়ারা_সৌদিআরবের কিং ফাহাদ ফাউন্টেন (King Fahd Fountain) জেদ্দাহ শহরে অবস্থিত।

এটি জেদ্দাহর অন্যতম প্রতীক এবং একটি প্রধান পর্যটন আকর্ষণ। কিং ফাহাদ ফাউন্টেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

1. #উচ্চতা:
এটি প্রায় ৩১২ মিটার (১,০২৪ ফুট) উচ্চতা পর্যন্ত পানি ছুঁড়ে ফেলতে পারে, যা এটিকে বিশ্বের উচ্চতম ফোয়ারা হিসেবে পরিচিত করেছে।

এই উচ্চতা ১০৫ তলা ভবনের সমান।

2. #নির্মাণ_ও_ইতিহাস:
ফোয়ারাটি ১৯৮০-এর দশকে নির্মাণ করা হয় এবং ১৯৮৫ সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

এটি সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং ফাহাদ বিন আবদুল আজিজ এর নামানুসারে নামকরণ করা হয়েছে।

3. #অবস্থান:
ফোয়ারাটি লোহিত সাগরের তীরে অবস্থিত এবং জেদ্দাহ কর্নিশ থেকে স্পষ্টভাবে দেখা যায়।

4. #পরিচালনা_ও_পানি_প্রবাহ:
এটি প্রতি ঘণ্টায় প্রায় ৬২,০০০ গ্যালন পানি ব্যবহার করে।

ফোয়ারা থেকে বের হওয়া পানি ঘণ্টায় ৩৭৫ কিমি বেগে ছুটে যায়।

ফোয়ারার পানির উৎস লোহিত সাগর।

5. #রাতের_সৌন্দর্য:
রাতে ফোয়ারাটিকে ৫০০টিরও বেশি LED লাইট দিয়ে আলোকিত করা হয়, যা এটিকে মনোমুগ্ধকর করে তোলে।

বিশেষ করে রাতের দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা।

#পর্যটকদের_জন্য_টিপস:
সন্ধ্যার সময় বা রাতে এটি দেখার জন্য সেরা সময়।
ফোয়ারা দেখতে জেদ্দাহ কর্নিশ বা লোহিত সাগরের তীর একটি আদর্শ স্থান।

11/12/2024

#মধ্যপ্রাচ্যের আধুনিক দেশ কুয়েত, দেশটির সবদিকে আধুনিকতার ছোয়া।

Lalbagh Travels
78 Moulvibazar Trade Center
Level -3, Shop -24
Moulvibazar, Dhaka-1210

Hotline : 01975 616258

 #সম্মানিত ক্লায়েন্ট এর নতুন পাসপোর্টে China Business Visa DONE! আপনিও China - Tourist / Business Visa পেতে চাইলে Lalbag...
10/12/2024

#সম্মানিত ক্লায়েন্ট এর নতুন পাসপোর্টে China Business Visa DONE!

আপনিও China - Tourist / Business Visa পেতে চাইলে Lalbagh Travels এর Visa Experts এর সহায়তা নিতে পারেন।

হটলাইন : 01975 616258

📸 কলকাতায় আপনি যে দর্শনীয় স্থানগুলো ঘুড়ে দেখতে পারেন।✅ইন্ডিয়ান কফি হাউজ✅ভিক্টোরিয়া মেমরিয়াল✅সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ✅ই...
09/12/2024

📸 কলকাতায় আপনি যে দর্শনীয় স্থানগুলো ঘুড়ে দেখতে পারেন।

✅ইন্ডিয়ান কফি হাউজ
✅ভিক্টোরিয়া মেমরিয়াল
✅সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ
✅ইডেন গার্ডেন
✅ইন্ডিয়ান মিউজিয়াম
✅হাওড়া ষ্টেশন
✅রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়
✅ পিন্সেপ ঘাট।
✅সাইন্স সিটি।
✅গঙ্গা নদীতে লঞ্চ ভ্রমন।
✅কোলকাতা নিউমার্কেট এরিয়া।
✅ হাওরা ব্রিজ।
✅ গঙ্গা নদী।
✅ মারকুইজ স্ট্রিট ইত্যাদি
Lalbagh Travels
📳01975 616258 (Call or Whatsapp)
78 Moulvibazar Trade Center,
Level -3, Shop - 24
Moulvibazar, Dhaka-1210

 #পৃথিবীর_দীর্ঘতম_সোজা_রাস্তা যেটি সৌদি আরবে অবস্থিত। এ রাস্তাটির নামকরন করা হইছে" হাইওয়ে টেন "। এই হাইওয়ে টেন ১৪৮০ কিলো...
09/12/2024

#পৃথিবীর_দীর্ঘতম_সোজা_রাস্তা যেটি সৌদি আরবে অবস্থিত। এ রাস্তাটির নামকরন করা হইছে
" হাইওয়ে টেন "।

এই হাইওয়ে টেন ১৪৮০ কিলোমিটার দীর্ঘ কিন্তু এর মাঝে ২৪০ কিলোমিটার রাস্তা হচ্ছে একদম সোজা কোনোপ্রকার বাঁক ছাড়া।

সৌদি আরবের মরুভূমির বুক চিরে বয়ে গেছে এই রাস্তা।

Lalbagh Travels


🇧🇩Bangladesh Cricket Team এর জন্য শুভ কামনা রইল। Lalbagh Travels
08/12/2024

🇧🇩Bangladesh Cricket Team এর জন্য শুভ কামনা রইল।

Lalbagh Travels


এক পাশে আমেরিকা অন্য পাশে কানাডা মাঝ খানে নায়াগ্রা জলপ্রপাত।
07/12/2024

এক পাশে আমেরিকা অন্য পাশে কানাডা মাঝ খানে নায়াগ্রা জলপ্রপাত।

আপনি কি জানেন, এক একটি বাণিজ্যিক বিমানের পাখায় প্রায় ১০,০০০ থেকে ৫০,০০০ পৃথক যন্ত্রাংশ থাকতে পারে।
07/12/2024

আপনি কি জানেন, এক একটি বাণিজ্যিক বিমানের পাখায় প্রায় ১০,০০০ থেকে ৫০,০০০ পৃথক যন্ত্রাংশ থাকতে পারে।

  Service : ✈️ AIR TICKET(International & Domestic🌏 Visa Possessing India, China, Malaysia, Singapore, Vietnam, Indonesi...
05/12/2024



Service :
✈️ AIR TICKET
(International & Domestic
🌏 Visa Possessing
India, China, Malaysia, Singapore, Vietnam, Indonesia, Japan, Canada, Uk, US.

:
78 Moulvibazar Trade Center,
Level # 3, Shop # 24
Moulvibazar Dhaka-1210

Hotline: 01975 616258


 #বিশ্বের_দীর্ঘতম_ট্রেন_জার্নি_যা_পর্তুগাল_থেকে মালয়েশিয়া পর্যন্ত হতে পারে এক অদ্বিতীয় অভিজ্ঞতা।যাত্রার দৈর্ঘ্য: ২১ দ...
04/12/2024

#বিশ্বের_দীর্ঘতম_ট্রেন_জার্নি_যা_পর্তুগাল_থেকে মালয়েশিয়া পর্যন্ত হতে পারে এক অদ্বিতীয় অভিজ্ঞতা।

যাত্রার দৈর্ঘ্য: ২১ দিন
মোট দূরত্ব: প্রায় ১৮,৭৫৫ কিলোমিটার
অতিক্রান্ত দেশ: ১৩টি

এক অভাবনীয় ট্রেন জার্নি যা শুরু হয় ইউরোপের পশ্চিম প্রান্ত, পর্তুগালের লিসবন শহর থেকে এবং শেষ হয় এশিয়ার দক্ষিণ-পূর্ব কোণে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই যাত্রা আপনাকে দুই মহাদেশ, ১৩টি দেশ এবং অসংখ্য সাংস্কৃতিক ও ভৌগলিক বৈচিত্র্যের মধ্য দিয়ে নিয়ে যাবে। এটি একক কোনো ট্রেন যাত্রা নয়; আপনাকে বিভিন্ন দেশের সীমানায় ট্রেন পরিবর্তন করতে হবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

#যাত্রাপথের_ভৌগলিক_বিশ্লেষণঃ-

১. পর্তুগাল:- যাত্রার শুরু লিসবন সান্তা আপোলোনিয়া স্টেশন থেকে।
• আকর্ষণ: পুরনো শহর, ট্যাগাস নদীর তীর, এবং বিখ্যাত বেলেম টাওয়ার।
• পরিবেশ: আরামদায়ক শুরুর পথ, রোলিং পাহাড় আর আটলান্টিক উপকূলের মনোরম দৃশ্য।

২. স্পেন:- পর্তুগাল থেকে স্পেনে প্রবেশ করলে যাত্রা চলে মাদ্রিদ এবং বার্সেলোনা হয়ে।
• আকর্ষণ: গথিক স্থাপত্য, ফ্লামেঙ্কো নৃত্য, এবং পাইরিনিস পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য।

৩. ফ্রান্স:- স্পেন থেকে ফ্রান্সে পা রাখলে আপনি প্যারিসের মোহনীয় শহর এবং তারপরে পূর্ব দিকে রাইন নদীর তীরে যাত্রা করবেন।
• আকর্ষণ: আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, এবং খ্যাতনামা ওয়াইন তৈরির এলাকা।

৪. জার্মানি:- ফ্রান্স থেকে জার্মানিতে প্রবেশের পর যাত্রা বার্লিন, হামবুর্গ, এবং ড্রেসডেনের মতো শহর পেরিয়ে যাবে।
• আকর্ষণ: ইতিহাসে ভরা শহর, ব্ল্যাক ফরেস্ট, এবং ড্যানিউব নদীর তীর।

৫. পোল্যান্ড:- পোল্যান্ডে যাত্রা শুরু হবে ওয়ারশ থেকে ক্রাকো পর্যন্ত।
• আকর্ষণ: ঐতিহাসিক দুর্গ, পুরনো শহরের চিত্র, এবং অসাধারণ ভৌগলিক বৈচিত্র্য।

৬. বেলারুশ:- পোল্যান্ড থেকে বেলারুশে পা রাখলে যাত্রা চলবে মিনস্ক শহরের মধ্য দিয়ে।
• আকর্ষণ: বিশাল সবুজ প্রান্তর এবং প্রাচীন স্থাপত্য।

৭. রাশিয়া:- বেলারুশের পরে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার বিস্তৃত ভূমিতে প্রবেশ। এখানে যাত্রার বেশিরভাগ সময় কাটবে।
• ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে: রাশিয়ার মধ্য দিয়ে ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা হবে অন্যতম প্রধান অংশ।
• আকর্ষণ: মস্কো, লেক বাইকাল, ইউরাল পর্বতমালা, এবং সাইবেরিয়ার বন।

৮. মঙ্গোলিয়া:- রাশিয়া থেকে মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে যাত্রা শুরু।
• আকর্ষণ: বিশাল তৃণভূমি, জার্ম ঘরবাড়ি, এবং সুমেরু মরুভূমি।

৯. চীন:- মঙ্গোলিয়া থেকে চীনে প্রবেশ করলে যাত্রা চলে বেইজিং, সাংহাই, এবং গুয়াংজু শহরের মধ্য দিয়ে।
• আকর্ষণ: চীনের প্রাচীর, ইয়াংজে নদী, এবং আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপনার সংমিশ্রণ।

১০. লাওস:- চীনের দক্ষিণে লাওস, যেখানে যাত্রা ধীর ও শান্তিময় হয়ে ওঠে।
• আকর্ষণ: গ্রাম্য পরিবেশ, মেকং নদী, এবং লুয়াং প্রাবাং শহরের বৌদ্ধ মন্দির।

১১. থাইল্যান্ড:- লাওস থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে মালয়েশিয়ার দিকে যাত্রা।
• আকর্ষণ: চাও ফ্রায়া নদীর তীর, সোনালী মন্দির, এবং থাই সংস্কৃতি।

১২. মালয়েশিয়া:- অবশেষে এই দীর্ঘ যাত্রার সমাপ্তি হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
• আকর্ষণ: পেট্রোনাস টাওয়ার, আধুনিক স্থাপত্য, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন।

এই যাত্রার বিশেষত্বঃ-

ভ্রমণের অভিজ্ঞতা:- বিশ্বের দুটি মহাদেশ এবং ১৩টি দেশ একক ভ্রমণে দেখা। স্থানীয় সংস্কৃতি, ভাষা, খাবার, এবং পরিবেশের অনন্য অভিজ্ঞতা।

প্রাকৃতিক দৃশ্য উপভোগ:- রোলিং হিল, হিমবাহ, মরুভূমি, তৃণভূমি, এবং নদী পেরিয়ে যাত্রা।বিভিন্ন ঋতুর বৈচিত্র্যময় রূপ উপভোগ।

ঐতিহাসিক স্থান পরিদর্শন:- প্যারিসের লুভর থেকে চীনের প্রাচীর পর্যন্ত অসংখ্য ঐতিহাসিক নিদর্শন।

যাত্রার চ্যালেঞ্জ এবং প্রস্তুতিঃ-
ইমিগ্রেশন প্রক্রিয়া:- বিভিন্ন দেশের সীমানায় কাস্টমস এবং ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য সময় লাগতে পারে।ভিসা:- প্রতিটি দেশের জন্য পূর্ব-নির্ধারিত ভিসা প্রয়োজন।ট্রেন পরিবর্তন:- যাত্রার মধ্যে বেশ কয়েকবার ট্রেন পরিবর্তন করতে হবে।
খরচ:- ২১ দিনের এই দীর্ঘ যাত্রার জন্য প্রায় $১০,০০০ থেকে $১৫,০০০ খরচ হতে পারে।

এই ২১ দিনের ট্রেন জার্নি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি একটি জীবনের অভিজ্ঞতা। এই যাত্রা আপনাকে বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ইতিহাস, এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত করাবে। একক ভ্রমণে এত দেশ অতিক্রম করার সুযোগ বিরল। তাই, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে এই যাত্রাটি অবশ্যই আপনার করা উচিত।

“একটি ট্রেন জার্নি আপনাকে শুধু গন্তব্যে নিয়ে যায় না; এটি আপনাকে শেখায় পৃথিবী কতোটা বিশাল এবং বৈচিত্র্যময়।”

 #বাংলাদেশের_সর্ব_বৃহৎ_বিল্ডিং_সিটি_সেন্টার। যেটির অবস্থান রাজধানীর বানিজ্যিক কেন্দ্র মতিঝিল।সবচেয়ে উচু এ বিল্ডিংয়ের ৩৭ ...
04/12/2024

#বাংলাদেশের_সর্ব_বৃহৎ_বিল্ডিং_সিটি_সেন্টার।
যেটির অবস্থান রাজধানীর বানিজ্যিক কেন্দ্র মতিঝিল।
সবচেয়ে উচু এ বিল্ডিংয়ের ৩৭ ফ্লোর রয়েছে।

বিআরবি টাওয়ার ফ্লোর এ সংখ্যা ৪০, যার অবস্থান বিআরবি ক্যাবল টাওয়ার কুষ্টিয়া।

©
Service :
✈️ AIR TICKET
(International & Domestic
🌏 Visa Possessing
India, China, Malaysia, Singapore, Vietnam, Indonesia, Japan, Canada, Uk, US.

:
78 Moulvibazar Trade Center,
Level # 3, Shop # 24
Moulvibazar Dhaka-1210

Hotline: 01975 616258


Address

78, Moulvibazar Trade Center, , 3rd Floor, ( Shop # 24) , Moulvibazar, Dhaka-1211
Dhaka
1210

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801975616258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalbagh Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lalbagh Travels:

Videos

Share

Category