Z9 Air Travels

Z9 Air Travels Air Ticket
Visa Processing
Information

22/12/2024


সুখবর! সুখবর! সুখবর!বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের...
11/12/2024

সুখবর! সুখবর! সুখবর!
বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য! এখন থেকে সুইডেনের ঢাকার দূতাবাসের মাধ্যমে শুধুমাত্র সুইডেন নয়, ইউরোপের আরও সাতটি দেশের ভ্রমণ ভিসাও সংগ্রহ করা সম্ভব। এই নতুন উদ্যোগ শেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপে যাতায়াতের সুযোগকে আরও সুগম করবে।

সুবিধাগুলো:
1. একক দূতাবাস, একাধিক দেশের ভিসা: সুইডেনের দূতাবাস থেকে এখন ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া সহ আটটি দেশের ভিসা পাওয়া যাবে।

2. সহজতর প্রক্রিয়া: পৃথক দূতাবাসে গিয়ে আবেদন করার পরিবর্তে একটি মাত্র দূতাবাসে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

3. শেনজেন অঞ্চল ভ্রমণের সুবিধা: শেনজেন ভিসা থাকলে এই আটটি দেশের পাশাপাশি আরও ২৬টি শেনজেনভুক্ত দেশে ভ্রমণ করা সম্ভব।

4. আর্থিক ও সময় সাশ্রয়: ভ্রমণকারীদের সময় ও অর্থের অপচয় কমাবে এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়া:

সুইডেনের দূতাবাসে শেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মধ্যে থাকবে:

অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া (যেমন: পাসপোর্ট, ছবি, বিমানের টিকিটের কপি, হোটেল বুকিং, আর্থিক প্রমাণ)

সাক্ষাৎকার

ভিসা ফি প্রদান
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ:

এই পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ভ্রমণকারীদের জন্য ইউরোপের দরজা আরও উন্মুক্ত করবে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

যারা ইউরোপ ভ্রমণ করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য সুইডেনের দূতাবাসে যোগাযোগ করুন।

10/12/2024

ই-ইউভুক্ত দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

আপনি কি জানেন 🇮🇹 ইতালি ফ্যামিলি ভিসা লিগালাইজেশন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়।💬বাংলাদেশ থেকে প্রয়োজন :©পাসপোর্ট...
05/12/2024

আপনি কি জানেন 🇮🇹 ইতালি ফ্যামিলি ভিসা লিগালাইজেশন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়।

💬বাংলাদেশ থেকে প্রয়োজন :
©পাসপোর্ট ল মিনিস্ট্রি এবং ফ রেন মিনিস্ট্রি নোটারি
© নিকাহ নামা ইংরেজি
© নিকাহ নামা বাংলা
©ম্যারিজ সার্টিফিকেট
©ফ্যামিলি সার্টিফিকেট
©কাজীর ভোটার আইডি কার্ড এর ফটোকপিতে কাজীর সীল ও স্বাক্ষর।
©কাজীর লাইন্সের এর কপি
© বার্থ সার্টিফিকেট (শিশু)

‌√ ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি নোটারি করে ট্রান্সলেশন সেন্টার থেকে অনুবাদ করতে হবে।

💬ইটালি থেকে প্রয়োজন :
© সৌজন্য এর ফটোকপি কমিনি হইতে সত্যায়িত।
© রেসিডেন্স এর ফটোকপি কমিনি হইতে সত্যায়িত।
© স্ট্যাটো দ্যা ফিমিলিয়া ত্র্যান্ড রেসিডেন্সিয়া সার্টিফিকেট কমিনির সীল ও স্বাক্ষরসহ।
© পাসপোর্ট এর ইনফরমেশন পেইজ।

√ কাভার পেইজ, লিগালাইজেশন আবেদন, অথরাইজেশন লেটার তিন টি ফরম পুরন করে ভিএফএস সেন্টার এ গিয়ে জমা দিতে হবে।
কারো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

২০১৬ ইং থেকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন ঘড়িসার বাজারে ৮ বছর ধরে বিমান টিকেট ও টিকেট ডেট চেন্জ সহ ট্রাভেলসের সকল প্রকার...
01/12/2024

২০১৬ ইং থেকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন ঘড়িসার বাজারে ৮ বছর ধরে বিমান টিকেট ও টিকেট ডেট চেন্জ সহ ট্রাভেলসের সকল প্রকার কার্যক্রম স্বচ্ছ, সততা, নিষ্ঠা ও আস্থার সহিত আনজাম দিয়ে যাচ্ছি। সেবার মান ধরে রাখতে নতুন আঙ্গিকে উন্নত পরিসরে ভালো মানের কাজের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

জেড নাইন এয়ার ট্রাভেলস, ২৪/৭ সার্ভিস।
প্রবাসিদের প্রতিষ্ঠান, আমার কর্মসংস্থান।
📲 ⁨01710-411019⁩, 01610-411019

👌
21/11/2024

👌

Happy Customers
21/11/2024

Happy Customers

13/10/2024

ভাইজান আপনি মসজিদে না আসলে কি হবে !
কিন্তু মসজিদের খাট আপনার বাসায় একদিন ঠিক পৌঁছে যাবে।
ইনশাআল্লাহ ।

আপনার পবিত্র ওমরাহ হজ্জ্ আল্লাহ কবুল করুন।ওমরাহ করুন কম খরচে।কম্পিলিট প্যাকেজ ১০৫০০০ টাকা থাকা খাওয়া সহ।
05/10/2024

আপনার পবিত্র ওমরাহ হজ্জ্ আল্লাহ কবুল করুন।
ওমরাহ করুন কম খরচে।
কম্পিলিট প্যাকেজ ১০৫০০০ টাকা থাকা খাওয়া সহ।

আল্লাহ পাক আপনার পরিবার সহ পবিত্র ওমরা হজ্জকে কবুল করুন।ওমরাহ বুকিং চলছে। প্যাকেজ শুরু মাত্র ১০৫০০০/- টাকা।
03/10/2024

আল্লাহ পাক আপনার পরিবার সহ পবিত্র ওমরা হজ্জকে কবুল করুন।

ওমরাহ বুকিং চলছে। প্যাকেজ শুরু মাত্র ১০৫০০০/- টাকা।

30/09/2024

*জরুরী নোটিশ*

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। রানওয়ে মেইনটেন্যান্সে এবং আইএলএস-২ ইন্সটলেশনের জন্য রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে বলে জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।

রোববার রাতে শাহজালাল বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে মেইনটেন্যান্স। এই কাজের অংশ হিসাবে রানওয়ে সেন্ট্রাললাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইনস্টলেশন অফস্টপ ওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ১৪ এবং ৩২ এবং রানওয়ে মেইনটেন্যান্সের কার্যক্রম *আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর অর্থাৎ এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অর্থাৎ এই ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে।* এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটাম জারি করা হয়েছে।

তিনি জানান, এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।

সূত্র: যুগান্তর

24/09/2024

ইউরোপ নামা।
আজকে আমার লেখা গুলো তাদের জন্য যারা এখনো কোথাও ইউরোপের জন্য পাসপোর্ট জমা দেন নাই। দিবেন আশায় আছেন তাদের জন্য।
ইউরোপের অবিরাম সৌন্দর্য ও কিছু ইউরোপ প্রবাসীর সুন্দর ছবি দেখে আবেগ প্রবণ হয়ে সিদ্ধান্ত নিয়েন না। সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের করনীয় গুলো ফলো করুন।
১। পরিবারের অর্থনৈতিক অবস্থা চিন্তা করুন। যদি ১ম বার আপনার ব্যর্থতা আপনার অসহায় পরিবারটিকে কষ্টের সাগরে ঠেলে দিবে কিনা তা আগে চিন্তা করুন।
২। দেশে আপনার বর্তমান অবস্থা চিন্তা করুন। কোন ভাবে না হলে আগের অবস্থান ফিরে পাবেন কিনা???
৩। ১ম লেভেলের টাকা জমা করতে গিয়ে কথিত কিস্তি নামক সুদের লোনে নিজেকে আবদ্ধ করতেছেন কিনা একবার ভাবুন।
৪। ভালো একটা মাধ্যম পাবেন কিনা তা ভাবুন। বিজ্ঞাপনে না মজে মাধ্যম টা আপনার কাজ না হলে চুক্তিকৃত টাকা ফেরত দিবে কিনা তা ভাবুন। কারন আমি যতটুকু দেখেছি অগ্রিম টাকা ফেরত দেওয়া নিয়েই বেশি সমস্যা হয় এবং আপনাকে ডিপ্রেশনে যেতে বাধ্য করে।
৫। ১ম বারে ব্যার্থ হলে নিজেকে তাৎক্ষণিক ব্যাকআপ দেওয়ার মত পরিস্থিতি না থাকলে ইউরোপ নিয়ে ভাবার চিন্তা বন্ধ করুন।
৬। ইউরোপের জন্য জমা দিয়ে অতি আবেগে সকল কাজ বন্ধ করে দিয়েন না। কারন মনে রাখবেন সবে সমুদ্র থেকে এক বিন্দু পানি নিছেন এখনো অনেক পথ বাকি। তাই পাসপোর্ট জমা দেওয়ার পর নিজের চাকরি হোক ব্যাবসা হোক আগের মত চালিয়ে যান।
৭।এটা ভাবা বন্ধ করেন এজেন্সি যে ফুলঝুরি দেখিয়েছে তার ১০০ ভাগ সত্যি হবে। কারন এজেন্সি আপনাকে যে কথা গুলো বলবে তার ৫০ ভাগ ও সত্যি হবে না।
৮। পরিবারের কথা চিন্তা করে মিডলইস্ট বা হাতের কাছে কোন দেশে গিয়ে পরিবারের কথা চিন্তা করুন এবং পাশাপাশি আপনার ইউরোপ স্বপ্ন নিয়ে কাজ করুন।
৯। যে যত কথাই বলুক মনে রাখবেন এই ইউরোপের কথা চিন্তা করে পা দিলে সফলতা না আসলে আপনার ভালো একটা এমাউন্ট খরচ হবে যা দিতে গিয়ে হতে পারে পরিবারটিকে কষ্ট দিবেন।
১০। নিজে পরিশ্রম করে একটা এমাউন্ট সঞ্চয় করে ইউরোপ নিয়ে চিন্তা করুন যেন পরিবারটি কষ্ট না পায়।

শ্রদ্ধেয় ফুপা শশুর ঢাকা-লন্ডন এয়ার টিকেট নিলেন।
18/09/2024

শ্রদ্ধেয় ফুপা শশুর ঢাকা-লন্ডন এয়ার টিকেট নিলেন।

Address

Gharisar, Naria, Shariatpur
Dhaka
8020

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801710411019

Alerts

Be the first to know and let us send you an email when Z9 Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Z9 Air Travels:

Videos

Share

Category