Treasure Island Tourism

Treasure Island Tourism Let’s design ur own stay at Cox bazar, just drop us a notification to tailor your best travel stor

13/12/2024

The James Bond show, Safari World

13/12/2024

Safari World Thailand

Village
05/11/2023

Village

10/09/2023

💥 সিকিমের রাজধানী - গ্যাংটক ❤️

গ্যাংটক (Gangtok) হল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম এর রাজধানী ।হিমালয় পর্বতশ্রেণির শিবালিক পর্বতে প্রায় ১৪০০ এম উচ্চতায় এই গ্যাংটকের অবস্থান।সৌন্দর্যের জন্য একে “পূর্বের সুইজারল্যান্ড” বলা হয়।

গ্যাংটক এর অন্যতম প্রধান দর্শনীয় স্থান হলো এম.জি মার্গ। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো এই এম.জি মার্গ। মাঝে বসার জায়গা, দুই পাশে দোকানপাট, পরিচ্ছন্ন রাস্তাঘাট। এছাড়াও গ্যাংটকের লোকাল সাইটসিয়িং -এর মধ্যে অন্যতম রুমটেক মনাস্ট্রি ও ছাঙ্গু লেক। এগুলা ছাড়া সকলের আরো একটি পছন্দের জায়গা হল জিরো পয়েন্ট। জিরো পয়েন্টে যেতে হলে আগে গিয়ে থাকতে হবে লাচুং গ্রামে। সেখান থেকে যেতে হবে জিরো পয়েন্ট, অনুমতি পাবার পর। জিরো পয়েন্টে যেতে না পারলে সিকিম যাওয়া বৃথাই মনে হবে।

🔥 কিভাবে যাবেনঃ

বাংলাদেশ থেকে চ্যাংড়াবান্ধা বর্ডার হয়ে শিলিগুড়ি খুব সহজেই যাওয়া যায়। শ্যামলী পরিবহনের বাস কল্যাণপুর থেকে ছেড়ে যায়।

🔥 শিলিগুড়ি থেকে গ্যংটক কিভাবে যাবেনঃ

জলপাইগুড়ি থেকে গ্যাংটক ইনোভা ৩৫০০ রুপী/ সুমো হলে ৩০০০ রুপী। গাড়ি বুক করে গেলে পুরো হোটেল অবধি যাওয়া যাবে, এখানে দালালরা হোটেলসহ গাড়ি বুক করতে বলবে, তাদের কথায় কান দিবেন না। গ্যাংটক পৌঁছে নিজেরা দেখে হোটেল বুক করবেন। গ্যাংটকে ঢোকার আগে রেংগপো (Rangpo)থেকে অনুমতি নিতে হবে এবং ফিরার সময়ও একই কাজ করতে হবে।

🔥 গ্যংটক থেকে জিরো পয়েন্ট ও আশেপাশের স্পটগুলোতে কিভাবে যাবেনঃ

গ্যংটক থেকে লাচুং গ্রামে যেতে হলে হোটেল থেকেই পারমিশন ও প্যাকেজ নিয়ে গেলে ভালো ১৫০০০-১৮০০০ রুপি পড়বে।

🔥 বিঃদ্রঃ

১. আবহাওয়া/রাস্তা খারাপ থাকায় গন্তব্যে পৌঁছানো না গেলে সিকিমের এজেন্সি সাধারণত টাকা ফেরত দেয়না। পারলে আবহাওয়ার অবস্থা দেখে সিকিম ট্যুর প্ল্যান করুন।

২. তীব্র শীতে কোথাও ঘুরতে গেলে অবশ্যই পর্যাপ্ত ভারি জ্যাকেট, উলের হাতমোজা/পা মোজা আর থারমাল ইনার নিয়ে যাবেন।

৩. অবশ্যই সাথে পর্যাপ্ত ঔষধ, শ্যাম্পুর মিনিপ্যাক, টয়লেট পেপার এবং পর্যাপ্ত কফির স্যাশ সাথে রাখবেন।

৪. সাথে করে ফ্লাস্ক নিয়ে যাবেন। এগুলো শেয়ার করতে গেলে বিপত্তি বাধবেই।

৫. পারলে বর্ডার ক্রস করেই ওপার থেকে ইন্ডিয়ান সিমকার্ড কিনে নিন। শহরের ভিতরে সিমকার্ড পাওয়া ভারি মুশকিল।

৬. গ্যাংটকের সব এলাকায় ধূমপান, আবর্জনা ছড়ানো এবং থুথু ফেলা আইনত অনুমোদিত নয়।

৭. সিকিম খুবই পরিচ্ছন রাজ্য। আর নর্থ সিকিমে প্লাস্টিকের বোতল নেয়া নিষিদ্ধ। তাই দয়া করে যেখানেই যাবেন, পরিচ্ছন্নতা বজায় রাখবেন। দরকার পড়লে খাবারের খোসা সাময়িক সময়ের জন্য ব্যাগে রেখে দিয়ে পরে ডাস্টবিনে ফেলবেন।

৮. সিকিমে বিদেশীদের জন্য অবাধ প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাদেরকে একটি সংরক্ষিত অঞ্চলের অনুমতিপত্র বা আর.এ.পি. নিয়ে যেতে হয়। এখানে প্রবেশ বিনামূল্যে এবং শুধুমাত্র একটি বৈধ পাসপোর্ট এবং একটি ভারতীয় ভিসা প্রয়োজন।

৯. সিকিমের নির্দিষ্ট কিছু এলাকা সংরক্ষিত স্থান হিসাবে পরিগণিত হয় এবং এইসমস্ত স্থানে প্রবেশের জন্য বিদেশী ও ভারতীয়দের প্রবেশের জন্য একটি সুরক্ষিত অঞ্চলের অনুমতিপত্র বা পি.এ.পি. নিয়ে যেতে হয়। নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে সীমান্তের কাছাকাছি এলাকায়, বিদেশীদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। যেমন, জিরো পয়েন্টে বিদেশীদের প্রবেশ নিষেধ (পারমিশন নিয়ে যেতে হয়)।

১০। High altitude-এ যাদের সমস্যা তারা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যেতে হবে কারণ বিশেষ করে জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে হওয়ায় শ্বাস নিতে কস্ট হতে পারে।

গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো ছাড়াও আরও অনেক জায়গা আছে দেখার মতো (Naga falls,Seven Star falls, etc....)

সিকিমের সবথেকে ভালো লাগা জিনিসটা হলো তাদের শহরের নিয়ম- শৃঙ্খলা। কেউ শহরের মাঝে অভারটেক করে না ও হর্ণ বাজায় না। মানুষগুলো তাদের নিজেদের সাথে ও পর্যটকদের সাথে ভীষণ আন্তরিক, সবসময় হাসিমুখেই কথা বলে। শহরের সৌন্দর্য বর্ধন ও রক্ষার দায়িত্ব তারা সবাই মিলে পালন করে৷ খাবারের জন্যও তাদের অনেক সুনাম রয়েছে।
Collected

19/08/2023
Shada-vat & ilish-chalkumra curry Wherever u travel u bring the memory tested on your tongue
19/08/2023

Shada-vat & ilish-chalkumra curry
Wherever u travel u bring the memory tested on your tongue

18/08/2023

Morning at diabari

💥 অল্প বাজেটে সিঙ্গাপুর ভ্রমণঃসিঙ্গাপুরে যাওয়ার আগে অনেকেই  ভাবেন যে সেখানে অল্প বাজেটে ঘোরা সম্ভব। কিন্তু যাওয়ার পর ব...
16/08/2023

💥 অল্প বাজেটে সিঙ্গাপুর ভ্রমণঃ

সিঙ্গাপুরে যাওয়ার আগে অনেকেই ভাবেন যে সেখানে অল্প বাজেটে ঘোরা সম্ভব। কিন্তু যাওয়ার পর বোঝা যায় আসলেই তা সম্ভব। চাঙ্গি এয়ারপোর্টে নামার পর থেকেই আপনি প্লান করে একটু একটু করে আগালেই আপনার বাজেটটাকে কন্ট্রোল করতে পারবেন।

এই সিঙ্গাপুর শহরে দেখার মতো অনেক কিছু আছে। আর আপনি যদি ৫ দিন থাকেন তাহলে সবকিছু মোটামুটি দেখে আসতে পারবেন।

বাংলাদেশিদের জন্য দক্ষিণ এশিয়ার কিছু দেশ যদি ঘোরা থাকে, তাহলে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন। আর ফ্যামিলি নিয়ে ভ্রমণ করলে তো কথাই নেই, ভিসা আপনি পাবেনই। আর মনে রাখবেন ভিসা পাবেন এক মাসের ডাবল এন্ট্রি ভিসা।

এখন আসি এয়ার টিকেটের প্রসঙ্গে। টিকেটটা আপনি একটু রিস্ক নিয়ে যদি আগে কাটেন তাহলে কম টাকায় কাটতে পারবেন। এই কম টাকায় টিকেট কাটতে পারায় আপনার বাজেট অনেক কমে আসবে। আরেকটা বিষয়, একসাথে অনেকজন যদি ট্রাভেল করতে পারেন তাহলে সেক্ষেত্রে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া কম বাজেটে করতে পারবেন।

একটা উদাহরণ দেই। এক রাতে মোস্তাফা সেন্টারের অপজিটে রাঁধুনি হোটেলে রাতের খাবার খেতে যাই রাত ১১.৩০টায়। খাবার অর্ডার দেই তিনজনের কিন্তু যখন দুইজনের খাবার আসে তখন একটা খাবার ক্যানসেল করি। কারণ এই দুজনের খাবার চারজনে খাওয়া যেত কিন্তু আমরা তিনজনে খেয়েছি খুব কষ্ট করে। তাই বুঝতেই পারছেন চাইলেই আপনি বাজেট কম করে খুব সহজেই খাওয়া দাওয়া করতে পারবেন এই সিঙ্গাপুরে।

এখন আসি কোন হোটেলে থাকবেন আপনি। সিঙ্গাপুরে অনেক বাজেট হোটেল আছে। লিটল ইন্ডিয়া, ফেরার পার্ক, সেরাঙ্গুন, রোচো, জালান বেসার, চায়না টাউন, কালাঙ্গ, আলজুনিয়েদ, ল্যাভেন্ডার- এসব জায়গাগুলোতে আপনি সহজেই চাইলে খুব কম খরচে থাকতে পারবেন এবং অনলাইনে আপনি এই হোটেলগুলোতে বুকিং দিতে পারবেন সিঙ্গাপুরিয়ান ৫০ ডলারের নিচে, খুব সহজেই। এই সব জায়গাগুলোতে মেট্রো রেলের সহজ চলাচল আছে।

আপনাদের সুবিধার্ধে কিছু হোটেলের নাম দিলাম-

১। এবিসি প্রিমিয়াম হোস্টেল।

২। রেঙ্গুন হোস্টেল

৩। তাই হো হোটেল।

৪। আরিয়ানা হোটেল

৫। ৬০’স হোটেল

৬। ব্লু জাজ হোস্টেল

৭। একুইন জালান বাসার হোটেল।

৮। জেন হোস্টেল সেরাঙ্গুন সহ আরো অনেক হোটেল আছে।

সিঙ্গাপুরের মেট্রো রেলে করে আপনি এই দেশটির এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যেতে পারবেন। আরেকটি ব্যাপার হলো কাউকে কিছু প্রশ্ন করলেই সে আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। মেট্রো রেলের ম্যাপটা খুব ভালো করে বুঝে নিতে পারলে আপনি সিঙ্গাপুর দেশটা ঘুরে দেখতে পারবেন খুব সহজেই এবং কম খরচে।

সেন্তোসা, সিঙ্গাপুরের সবচেয়ে বড় দ্বীপ। এই ভুবনটা আরও বড়। এখানে রয়েছে অনেক কিছু – বাটারফ্লাই পার্ক, আন্ডার ওয়াটার ডলফিন লেগুন, ইউনিভারসেল স্টুডিও, টাইগার স্কাই টাওয়ার, ফোরডি অ্যাডভেঞ্চার ল্যান্ড, ওয়েভ হাউস সেন্তোসা, আইফ্লাই সিঙ্গাপুর। ভিভো সিটি থেকে সেন্তোসা মনোরেল ও ক্যাবল কার দুটোই রয়েছে। আপনি চাইলে যে কোনো ভাবে যেতে পারেন।

এখানে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক মানের ফুড কর্ণার মানে এক সাথে অনেক দেশের খাবারের দোকান। এখানেই রয়েছে পালোয়ান, সিলোসো এবং তনজং নামের ৩টি মনোরম সমুদ্র সৈকত। সেন্তোসা মনের গভীরে দাগ কাটে, মনকে ভুলিয়ে দেয়।

ভালো লাগাকে বহুগুণে বাড়িয়ে দেয় দূরের ভিভো সিটিতে নোঙর করা জাহাজগুলো। রয়েছে সেন্তোসা মারলিয়ন। এই সিংহ মূর্তি সিঙ্গাপুরের আইকন। সেন্তোসা আইল্যান্ডের এক সময়কার নাম ছিল ডেথ অব আইল্যান্ড। ১৯৭২ সালে সিঙ্গাপুর পর্যটন কর্তৃপক্ষ নাম দেয় সেন্তোসা। মালয় ভাষা সেন্তোসার অর্থ শান্তি। আর প্রতিবছর এই শান্তির দ্বীপে ২৫ মিলিয়ন পর্যটকের সমাগম ঘটে।

শপিং মলের মধ্য দিয়ে নৌকা চলছে! আর সেখানে নৌকা নিয়ে বেড়াচ্ছে লোকজন। বলছিলাম মেরিনা বে স্যান্ডস শপিং মলের ক্যানেলের কথা। এখানেই রয়েছে ৭ তারকা শেফসমৃদ্ধ সাতটি আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ। আছে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট। শপিং মলের সামনেই রয়েছে বিশাল রিভার। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট দিয়ে প্রবাহিত নদী। দৈর্ঘ্য মাত্র ৩ কিলোমিটার। ঠিক যেন ছোট গল্পের মতো।

সিংহের মুখ থেকে পানি পড়ছে। স্থানীয়রা এটাকে বলে সিঙ্গা মারলিয়ন। প্রতিদিন প্রায় ২৫-৩০ হাজার দর্শনার্থীর পদভারে মুখরিত হয় মেরিনা বে স্যান্ডস। এখানেই রয়েছে ‘গার্ডেন বাই দ্য বে’ প্রাকৃতিক উদ্যান। জল, ফুল আর বৃক্ষে ভরা উদ্যান। ২৫০ একর এলাকাজুড়ে বিস্তৃত। উদ্যানটি বে সাউথ গার্ডেন, বে ইস্ট গার্ডেন ও বে সেন্ট্রাল গার্ডেন এই তিনটি ওয়াটার ফ্রন্টে বিভক্ত। এখানে রয়েছে ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি গ্রোভ, ফ্লাওয়ার মার্কেট, শিশুপার্ক, মন মাতানো ক্যাকটাস গার্ডেনসহ প্রকৃতি সংরক্ষণ ইউনিট।

সিঙ্গাপুর ভিসা, এয়ার টিকেট ও নিয়মিত কাস্টম ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বুকিং এর জন্য যোগাযোগঃ
01976449413

Pineapple 🍍 juice is so refreshing Wherein travel
15/08/2023

Pineapple 🍍 juice is so refreshing
Wherein travel

08/08/2023

A rainy morning at Dhaka

Cholonbil road
05/08/2023

Cholonbil road

  at Sector 5, Uttara, Dhaka
02/08/2023

at Sector 5, Uttara, Dhaka

26/07/2023

lets learn the difference between a traveler and a visitor

21/12/2019

R u a visitor
Or a traveller.....

If u r a traveller, let's be with TiT

04/05/2018

Address

Dhaka
880

Telephone

880 1672804999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treasure Island Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Treasure Island Tourism:

Videos

Share

Category