Tarif International Limited

Tarif International Limited Govt. Approved Recruiting Agency. (RL-Proposed)
(4)

04/01/2025

♻️জরুরী ঘোষণা 🇭🇺আসসালামু আলাইকুম♻️
Hungary ওয়ার্ক পারমিট Hungary Government থেকে বাংলাদেশ সহ অনেকগুলো দেশের জন্য বন্ধ ঘোষণা করেছে।২০২৫ নতুন সিদ্ধান্ত ও নির্দেশনা
• ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে হাঙ্গেরি বেশ কয়েকটি দেশের জন্য ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ করেছে।
• এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ।
• যেসব আবেদনকারীরা ইতোমধ্যে Appointment এর জন্য এম্বাসি তে জমা দিয়েছেন, কিংবা ওয়েটিং লিস্টে আছেন কিংবা যাদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে তাদের প্রক্রিয়া স্থগিত করেছে।
• কনস্যুলেট অফিস থেকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে, নতুন কোনো ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না।
♻️ আমাদের অফিসে যাদের ওয়ার্ক পারমিট ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং কনস্যুলেটে জমা Appointment এর জন্য সিরিয়াল রয়েছে তাদের আবেদন আলোচনা সাপেক্ষে এগ্রিমেন্ট অনুযায়ী সমাধান করা হবে।
এছাড়াও New Year ও Christmas ছুটির আগে প্রক্রিয়াধীন থাকা সকল Applications ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফি এবং আইনজীবীর ফি জমা দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভিসা এফিলিয়েট লিঃ সম্পুর্ন দ্বায়ভার নিবে যেনো কোনো আবেদনকারী আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে তাদের আবেদন যে সকল দূতাবাস বাংলাদেশে সচল রয়েছে এবং যে সকল ইউরোপের দেশ গুলো Work Permits দিচ্ছে এবং দিবে সেই সকল দেশে সিরিয়াল অনুযায়ী জমা দেওয়া হবে।
• যেসব আবেদনকারীরা Christmas ও New Year ছুটির সময় আবেদন করেছেন এবং এখনো পারমিট পাননি, তাদের আবেদন অন্য দেশে স্থানান্তর করা হবে।
• ভিসা এফিলিয়েট লিঃ আবেদনকারীদের স্বার্থ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
• নতুন করে কেউ যেন ওয়ার্ক পারমিটের নামে প্রতারিত না হন।
• পাসপোর্ট জমা দেওয়ার আগে প্রতিটি বিষয় সঠিকভাবে যাচাই করুন।
• যেসব আবেদনকারীরা হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের উচিত তাদের ফাইলের বর্তমান অবস্থা যেখানে জমা দিয়েছেন তা যাচাই করা।
• প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
♻️যদি কোনো প্রতিষ্ঠান তাদের আবেদন গুলো অন্য দেশের জন্য জমা দিতে চান তাহলে তাদেরকে সর্বাধিক সহযোগিতা করা হবে যেনো আপনাদের কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়।
যেহেতু এটি Hungary Government এর সিদ্ধান্ত তাই সকলকে আইন মেনে দ্রুত সময়ে সিদ্ধান্ত নিন যেনো একটি গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়।
♻️এখানে কোনো কম্পানির দোষ নেই কারন সকলেই আপনাদের জন্য চেষ্টা করেছে তাই নতুন করে কেও Hungary 🇭🇺 জন্য আবেদন করবেন না।

আপনার ফাইলের স্ট্যাটাস বা অন্যান্য তথ্য জানতে
TARIF INTERNATIONAL LTD বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন।
♻️ইনশাআল্লাহ্ আমরা আমাদের সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত থাকবে সকলের জন্য।

মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া, দীর্ঘ ১১ টি বছর তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আপনাদে...
04/01/2025

মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া, দীর্ঘ ১১ টি বছর তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, গত ০২.০১.২০২৫ইং তারিখে ১২ বছর পদার্পণে আমাদের এই ছোট্ট আয়োজন।
আপনারা সকলে মিলে যেভাবে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।সবার নিকট দোয়াপ্রার্থী আমরা যেন আজীবন আপনাদের ভালোবাসায় সিক্ত এবং নির্বিঘ্নে সেবা দিয়ে যেতে পারি।

সকলের মঙ্গল কামনায়
মো. শামীম আহমেদ
ম্যানেজিং ডিরেক্টর
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড।

01/01/2025

প্রিয় সুহৃদ,
নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য। এ বছর আমরা বেশ কিছু ইউরোপ জোনের কাজের ভিসা প্রসেস করবো ইনশা আল্লাহ। আপনাদের এ সংক্রান্ত কিছু জানার থাকলে সরাসরি অফিস আসুন, ফ্রি পরামর্শ নিন।
শুভ কামনায়,
সুমন হাওলাদার
পরিচালক
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড।

As we welcome 2025, we’re proud to continue helping dreams take flight and building brighter futures for individuals and...
31/12/2024

As we welcome 2025, we’re proud to continue helping dreams take flight and building brighter futures for individuals and families worldwide. This year, let us guide you toward your next big opportunity abroad. Whether it’s expert visa consultancy or connecting you to rewarding jobs overseas, we’re here to make it happen. Here’s to new destinations, new beginnings, and endless success in 2025!

This festive season, we wish you endless joy, success, and cherished moments with loved ones. May your holidays be as br...
24/12/2024

This festive season, we wish you endless joy, success, and cherished moments with loved ones. May your holidays be as bright as your dreams, and the new year brings prosperity and growth.

17/12/2024

ক্রোয়েশিয়ার জন্য ৩২ জন সিএনসি অপারেটর লাগবে যারা কাজের ভিডিও দিতে পারবেন তারা যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা:তারিফ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট লি: ১০৪,গ্লোব চেম্বার,৭ম ও ৮ম তলা,মতিঝিল বা/এ,ঢাকা-১০০০হটলাইন: 01713169793ফোন নং 0247124965

তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই মহান বিজয় দিবসের শ্রদ্ধা ও ভালোবাসা। এই দিনটি আমাদের জাতির আত্মত্যা...
15/12/2024

তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই মহান বিজয় দিবসের শ্রদ্ধা ও ভালোবাসা। এই দিনটি আমাদের জাতির আত্মত্যাগ, সাহসিকতা ও গৌরবময় বিজয়ের প্রতীক। আসুন, এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আমরা নতুন উদ্যমে এগিয়ে যাই—সাফল্যের পথে, দেশের উন্নয়নে।

14/12/2024

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি...🌸🇧🇩

14/12/2024

আবার শুরু হয়েছে সৌদি আরবের ১ এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা।
সৌদি ভিসা প্রায়ই বন্ধ থাকে তাই অপেক্ষা না করে এখনি করে ফেলুন।
TRML

08/12/2024

ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ....................

বিসমল্লাহির রাহমানির রাহিম।
আজকে ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়া সম্পূর্ণ ভিসা প্রসেস নিয়ে আলোচনা করব। যারা নতুন এপ্লাই করবেন বা করেছেন, অথবা ধারনা নিতে চান তারা পড়ুন।

* আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদেশের বাইরে বসবাসরত থাকলে অই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা/আইডি কপি লাগবে।

*অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে। বাংলাদেশ থেকে দিল্লিতে করতে হয়।

* পাসপোর্ট কপি, এটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, অন্য দেশে থাকলে ইকামা/ইকামা/আইডির কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হয়।

* কোম্পানি কাজের ভেকেন্সি অনুযায়ী কনট্রাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ ( Harvatski Zavod za Zaposlzavanje ) পোর্টালে অনলাইন করবে।

*ওয়ার্ক পারমিট ইস্যু হতে ২-৬ মাস সময় লাগবে। শহর ভেদে কমবেশি হয়। অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে।

*পারমিট, কন্ট্রাক্ট লেটার, একোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার এসব আনুষাঙ্গিক ডকুমেন্টস দিবে। যা আপনার এজেন্ট//এজেন্সি ভিএফএস বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে।

*ওয়ার্ক পারমিটের ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে। সেই জন্য এম্বাসির এপয়েন্টমেন্ট নিতে হবে।

*এপয়েন্টমেন্ট নরমাল ও আর্জেন্ট সিস্টেম আছে। যে দেশের যে সিস্টেম আর কি। নরমাল এপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালের জন্য ১৫/২৫ হাজার লাগতে পারে।বাংলাদেশ থেকে অ্যাপার্টমেন্ট নিতে হলে ১২০৯০ টাকা অথবা ৯৩ ইউরো জমা দিতে হবে। ইমেইল/আর্জেন্ট এপয়েন্টমেন্ট নিতে মোটা দাগে টাকা লাগে। সুতরাং একান্ত সমস্যা না থাকলে নরমাল এপয়েন্টমেন্ট করুন।বাংলাদেশে নরমাল এপয়েন্টমেন্ট নিতে হলেও ফ্রি দিতে হবে।

*ভিএফএস/ এম্বাসিতে জমার পর কোম্পানিতে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে। এটা সম্পুর্ন এম্বাসির হাতে।

* একেক দেশে ডেলিভারি একেক সময় লাগে। ইন্ডিয়া//নেপাল বর্তমানে ২ মাস লাগতেছে।বাংলাদেশ এর সময় এখনও যানা নেই।

ভিসা নিয়ে বাংলাদেশ BMET (Bureau of Manpower, Employment and Training) থেকে ক্লিয়ারেন্স কার্ড করতে হবে। যাকে আমরা ম্যানপাওয়ার বলি।

*ক্রোয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা জামানত হিসেবে নিজের একাউন্টে দেখাতে হবে। যা ১ বছর পর তুলতে পারবেন।

* যারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন তাদের নিয়ম ১০, ১১ লাগবেনা।

* কোম্পানির সাথে আলোচনা করে এজেন্সি তারিখ অনুযায়ী টিকেট ইস্যু করে দিবে। আপনার মত ফ্লাই করবেন।

*. এয়ারপোর্টে রিসিভ করুক বা না করুক ইমিগ্রেশন কোন সমস্যা করবেনা।

* কোম্পানির কাছে আসার পর ইমিগ্রেশনে/পুলিশ স্টেশনে আপনার ফিংগারের এপয়েন্টমেন্ট নিবে। সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিংগার দিবেন।

*. নরমালি ১৫-২০ দিন এবং আর্জেন্ট হলে ৩ দিনের মধ্যে ক্রোয়েশিয়ার TRC কার্ড হাতে পাবেন।

* মনে রাখবেন, কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই। তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নেই।

* কোম্পানিতে কাজ না পেলে অন্য কোম্পানির কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে নতুন কোম্পানি ট্যাক্স, কনট্রাক্ট দিবে।

* প্রতিবছর কোম্পানি TRC রিনিউ করে দিবে।

টোটাল প্রসেস মিনিমাম ১ বছর সময় ধরে ফাইল জমা দিবেন।

✈️ ক্রোয়েশিয়ায় প্লাজমা কাটিং অপারেটর পদে চমৎকার চাকরির সুযোগ!আপনি কি দক্ষ প্লাজমা কাটিং অপারেটর?আপনার দক্ষতাকে ইউরোপে...
06/12/2024

✈️ ক্রোয়েশিয়ায় প্লাজমা কাটিং অপারেটর পদে চমৎকার চাকরির সুযোগ!
আপনি কি দক্ষ প্লাজমা কাটিং অপারেটর?
আপনার দক্ষতাকে ইউরোপের উন্নত কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যোগ দিন!

🔥 পদবী:

প্লাজমা কাটিং অপারেটর
📌 লোকসংখ্যা:
২০ জন
✅ যোগ্যতা:

1. প্লাজমা কাটিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা।
2. দক্ষতার প্রমাণস্বরূপ কাজের ভিডিও জমা দিতে হবে।

💼 কাজের শর্তাবলী ও সুবিধাসমূহ:

• বেতন: আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক (আলোচনা সাপেক্ষে)।
• অতিরিক্ত সুবিধা:
• বিনামূল্যে থাকার ব্যবস্থা।
• যাতায়াত সুবিধা।
• চুক্তি:
• মেয়াদ: ২ বছরের চুক্তি।

⭐ কেন আমাদের সঙ্গে কাজ করবেন?

• আন্তর্জাতিক অভিজ্ঞতা: ইউরোপের উন্নত পরিবেশে কাজের সুযোগ।
• সম্পূর্ণ সহায়তা: ভিসা প্রসেসিং থেকে ফ্লাইট বুকিং পর্যন্ত।
• পেশাগত উন্নয়ন: আপনার দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ।

📣 আবেদনের প্রক্রিয়া:

1. আপনার জীবনবৃত্তান্ত (CV) এবং
2. কাজের ভিডিও পাঠান নিম্নোক্ত ঠিকানায়:

📧 ইমেইল: [email protected]
📱 ফোন/হোয়াটসঅ্যাপ: +8801713169793

👉 আবেদনের শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৪

⚠️ বিঃদ্রঃ:
• শুধুমাত্র যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
• সুযোগ সীমিত, তাই দ্রুত যোগাযোগ করুন!

আমাদের লক্ষ্য:

আপনার দক্ষতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।

🌍 আপনার ভবিষ্যৎ আমাদের হাত ধরে শুরু হোক! আজই যোগাযোগ করুন।
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড
তারিফ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট লি:
১০৪,গ্লোব চেম্বার,৭ম ও ৮ম তলা,মতিঝিল বা/এ,ঢাকা-১০০০
হটলাইন: +8801713169793
ওয়েবসাইট:http//:www. tarifinternational.com

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সার্বিয়াতে এক্সপো ২০২৭ বেলগ্রেড সার্বিয়া প্রজেক্টে কিছু কাজ আমরা পেয়েছি। যেখান...
05/12/2024

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সার্বিয়াতে এক্সপো ২০২৭ বেলগ্রেড সার্বিয়া প্রজেক্টে কিছু কাজ আমরা পেয়েছি।
যেখানে দক্ষ এবং অদক্ষ মিলিয়ে প্রচুর লোক নিয়োগ করা হবে।
এ প্রজেক্টে যে কর্মীগণ সার্বিয়া তে যেয়ে ভেগে না যাবে সেই সকল কর্মীদেরকে নেয়া হবে।
আমরা ২০২৫ সাল জানুয়ারি মাস থেকে ফাইল নেয়া শুরু করব সার্বিয়ার জন্য। এখানে শুধুমাত্র যারা সময় দিতে পারবেন যাদের ধৈর্য আছে তাদের কাছ থেকেই ফাইল নেয়া হবে। এবং এখানে যারা 10 মাস সময় দিতে পারবেন তারাই ফাইল দিবেন।

কাজের ক্ষেত্র:

1.ওয়েল্ডিং 3g 4g 6g
2.থাই গ্লাস মিস্ত্রি
3.জিপসাম
4.পাইপ ফিটার
5.Plumber
6.কার্পেন্টার
7.ইলেকট্রিশিয়ান
8.ড্রাইভার
9.মেসন
10.টাইলস মিস্ত্রি
11.পেইন্টার
12.এক্সেবেটার ড্রাইভার
13. জেনারেল ওয়ার্কার
যে সকল ব্যক্তিগণ এই কাজে পারদর্শী তারা যোগাযোগ করবেন এবং যে ব্যক্তিগণ সার্বিয়াতে যেয়ে পালাবে না এবং জামানত দিতে পারবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।
যোগাযোগের ঠিকানা:
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড
তারিফ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট লি:
১০৪,গ্লোব চেম্বার,৭ম ও ৮ম তলা,মতিঝিল বা/এ,ঢাকা-১০০০
ফোন নং 0247124965
হটলাইন: +8801713169793

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে!দিল্লি নয়,এখন ঢাকাতেই শেনজেন ভিসার আবেদন কর...
01/12/2024

আলহামদুলিল্লাহ! শুরু হয়ে গেল ক্রোয়েশিয়া ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশে!
দিল্লি নয়,এখন ঢাকাতেই শেনজেন ভিসার আবেদন করতে পারবেন। 🇪🇺
ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র। এখন থেকে ক্রোয়েশিয়া,অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, এবং সুইডেনের ভিসা আবেদন করা যাবে সরাসরি ঢাকায়।
✅আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন এখন আরেক ধাপ সহজ!
• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• ঢাকায় বসেই দ্রুত এবং সঠিক প্রক্রিয়ায় ভিসা আবেদন করুন।
আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাই আমাদের এই প্রাপ্তির জন্য।
সবাই দোয়া করুন যেন এই প্রক্রিয়া সহজ এবং সুন্দর থাকে।

&_Management_Ltd.

29/11/2024

আলহামদুলিল্লাহ 🥰
Next ইউরোপ এর যে দেশ গুলোর vfs বা কনসুলেট সেবা বাংলাদেশ এ চালু হতে যাচ্ছে!

১.পর্তুগাল 🇵🇹

২.পোল্যান্ড 🇵🇱

৩.ক্রোয়েশিয়া 🇭🇷

৪.বুলগেরিয়া

৫. চেক রিপাবলিক

দিল্লির দাদাগিরি শেষ ⛔
ইউরোপের স্বপ্ন সাকসেস আলহামদুলিল্লাহ 🇪🇺💥
সবাই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে কেউ প্রতারিত না হন সবার জন্য শুভকামনা রইল 🥰

21/11/2024

2025 ফেব্রুয়ারিতে ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড vfs গ্লোবাল ওপেন হবে। ক্রোয়েশিয়া কনস্যুলেট টিম ডিসেম্বরে ঢাকাতে আসবে।

11/11/2024

সুইজারল্যান্ড এর জেনেভা এয়ারপোর্টের সামনে আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. মো: আসিফ নজরুল এর উপর বিগত ফ্যাসিস্ট,গনহত্যা কারী ,আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দোসর কর্তৃক অশোভন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা।
আমরা তারিফ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট লি: এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি👊👊👊

সৌদি যাত্রায় রেকর্ড গড়েছে বাংলাদেশসৌদি আরবের গিগা প্রকল্পগুলোতে কর্মসংস্থানের সন্ধানে চলতি বছরের শুরু থেকেই দক্ষ বাংলাদে...
08/11/2024

সৌদি যাত্রায় রেকর্ড গড়েছে বাংলাদেশ

সৌদি আরবের গিগা প্রকল্পগুলোতে কর্মসংস্থানের সন্ধানে চলতি বছরের শুরু থেকেই দক্ষ বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন বেড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর প্রায় সাত লাখ বাংলাদেশি বিদেশে চাকরির জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে রেকর্ড ৩ লাখ ৭৪ হাজার জনই গেছেন সৌদি আরবে,
সৌদি আরব তার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়ন পরিকল্পনার অধীনে বেশ কয়েকটি গিগা প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের মধ্যে বহু বিলিয়ন ডলারের নিওম স্মার্ট সিটিও (NEOM) রয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব প্রকল্পের তত্ত্বাবধান করছেন।

অসাধারণ খবর! মালয়েশিয়ার প্রথম কলিং ভিসার কার্যক্রম শুরু হওয়া নিঃসন্দেহে কর্মসংস্থান ও ম্যানপাওয়ারের ক্ষেত্রে একটি গুর...
06/11/2024

অসাধারণ খবর!
মালয়েশিয়ার প্রথম কলিং ভিসার কার্যক্রম শুরু হওয়া নিঃসন্দেহে কর্মসংস্থান ও ম্যানপাওয়ারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারিফ রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এর এই উদ্যোগে আরও অনেকের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

আলোচনা মিটিং সম্পন্ন হওয়ার পর আগামী রবিবার (১০ নভেম্বর ২০২৪) থেকে মেডিকেল প্রক্রিয়া শুরু হবে, যা ভিসা প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ। যারা মালয়েশিয়ার কলিং ভিসায় কাজ করতে আগ্রহী, তারা অবশ্যই এই সুযোগ কাজে লাগাতে পারেন এবং আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।

আশা করি এই প্রচেষ্টা আরও বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ এনে দেবে এবং সবার জন্য একটি সফল উদ্যোগ হয়ে উঠবে। দোয়া রইল!

শামীম আহমেদ
ম্যানেজিং ডিরেক্টর
তারিফ ইন্টারন্যাশনাল লিমিটেড
তারিফ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট লি:
০৬ নভেম্বর ২০২৪

Address

104, Globe Chamber, 6th&7th Floor, Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 10:00 - 20:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801713169794

Alerts

Be the first to know and let us send you an email when Tarif International Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarif International Limited:

Videos

Share

Category

Our Mission Statement

At Tarif International we are committed to providing a professional service to our customers, ensuring they benefit from our experience, unique style and energy. A highly visible, independent and progressive travel agency, we aim to make a difference in everything we do. Vision Tarif International vision is to be a leading respective agent within Bangladesh and South East Asia Region by providing professional service quality to our clients through systematize the workflow in order to fulfill our clients requirements. Build a Life with your Dream.