04/01/2025
♻️জরুরী ঘোষণা 🇭🇺আসসালামু আলাইকুম♻️
Hungary ওয়ার্ক পারমিট Hungary Government থেকে বাংলাদেশ সহ অনেকগুলো দেশের জন্য বন্ধ ঘোষণা করেছে।২০২৫ নতুন সিদ্ধান্ত ও নির্দেশনা
• ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে হাঙ্গেরি বেশ কয়েকটি দেশের জন্য ওয়ার্ক পারমিট প্রদান বন্ধ করেছে।
• এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ।
• যেসব আবেদনকারীরা ইতোমধ্যে Appointment এর জন্য এম্বাসি তে জমা দিয়েছেন, কিংবা ওয়েটিং লিস্টে আছেন কিংবা যাদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে তাদের প্রক্রিয়া স্থগিত করেছে।
• কনস্যুলেট অফিস থেকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে, নতুন কোনো ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না।
♻️ আমাদের অফিসে যাদের ওয়ার্ক পারমিট ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং কনস্যুলেটে জমা Appointment এর জন্য সিরিয়াল রয়েছে তাদের আবেদন আলোচনা সাপেক্ষে এগ্রিমেন্ট অনুযায়ী সমাধান করা হবে।
এছাড়াও New Year ও Christmas ছুটির আগে প্রক্রিয়াধীন থাকা সকল Applications ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফি এবং আইনজীবীর ফি জমা দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভিসা এফিলিয়েট লিঃ সম্পুর্ন দ্বায়ভার নিবে যেনো কোনো আবেদনকারী আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে তাদের আবেদন যে সকল দূতাবাস বাংলাদেশে সচল রয়েছে এবং যে সকল ইউরোপের দেশ গুলো Work Permits দিচ্ছে এবং দিবে সেই সকল দেশে সিরিয়াল অনুযায়ী জমা দেওয়া হবে।
• যেসব আবেদনকারীরা Christmas ও New Year ছুটির সময় আবেদন করেছেন এবং এখনো পারমিট পাননি, তাদের আবেদন অন্য দেশে স্থানান্তর করা হবে।
• ভিসা এফিলিয়েট লিঃ আবেদনকারীদের স্বার্থ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
• নতুন করে কেউ যেন ওয়ার্ক পারমিটের নামে প্রতারিত না হন।
• পাসপোর্ট জমা দেওয়ার আগে প্রতিটি বিষয় সঠিকভাবে যাচাই করুন।
• যেসব আবেদনকারীরা হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের উচিত তাদের ফাইলের বর্তমান অবস্থা যেখানে জমা দিয়েছেন তা যাচাই করা।
• প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
♻️যদি কোনো প্রতিষ্ঠান তাদের আবেদন গুলো অন্য দেশের জন্য জমা দিতে চান তাহলে তাদেরকে সর্বাধিক সহযোগিতা করা হবে যেনো আপনাদের কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়।
যেহেতু এটি Hungary Government এর সিদ্ধান্ত তাই সকলকে আইন মেনে দ্রুত সময়ে সিদ্ধান্ত নিন যেনো একটি গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়।
♻️এখানে কোনো কম্পানির দোষ নেই কারন সকলেই আপনাদের জন্য চেষ্টা করেছে তাই নতুন করে কেও Hungary 🇭🇺 জন্য আবেদন করবেন না।
আপনার ফাইলের স্ট্যাটাস বা অন্যান্য তথ্য জানতে
TARIF INTERNATIONAL LTD বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন।
♻️ইনশাআল্লাহ্ আমরা আমাদের সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত থাকবে সকলের জন্য।