Ghurantis-ঘুরান্তিস

Ghurantis-ঘুরান্তিস Eat. Sleep. Play. See. Shop. Wonder. Wander. See the world with ghurantis. www.ghurantis.com
(10)

ভ্রমাণিকেরা সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন
17/11/2023

ভ্রমাণিকেরা সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন

কমেন্ট করে জানিয়ে দিন
13/11/2023

কমেন্ট করে জানিয়ে দিন

প্রথম ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। কক্সবাজারে পৌঁছানোর কথা সকাল ৬টা ৪০ মিনিটে। ট্রেনট...
13/11/2023

প্রথম ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। কক্সবাজারে পৌঁছানোর কথা সকাল ৬টা ৪০ মিনিটে। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ১টায়। ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রাত ৯টা ১০ মিনিটে।

10/11/2023
অভিনন্দন, বক্সার!
02/10/2023

অভিনন্দন, বক্সার!

আজ ঠাকুরগাঁওয়ের 'আকচা' নামক এলাকা থেকে মোহনীয় রুপে দেখা দিয়েছে অপরুপ  কাঞ্চনজঙ্ঘাতারিখ: ২৪.০৯.২৩ রবিবারছবি: মুস্তাকিম রহ...
25/09/2023

আজ ঠাকুরগাঁওয়ের 'আকচা' নামক এলাকা থেকে মোহনীয় রুপে দেখা দিয়েছে অপরুপ কাঞ্চনজঙ্ঘা
তারিখ: ২৪.০৯.২৩ রবিবার
ছবি: মুস্তাকিম রহমান কাকন

04/07/2023

বিশ্বের প্রথম প্রমোদতরিতে ১২০টি বিলাসবহুল কেবিন ছিল। ছিল ব্যায়ামাগার। দীর্ঘ যাত্রাপথে কারও যেন একঘেয়েমি না আসে, সে জন্য ...
29/06/2023

বিশ্বের প্রথম প্রমোদতরিতে ১২০টি বিলাসবহুল কেবিন ছিল। ছিল ব্যায়ামাগার। দীর্ঘ যাত্রাপথে কারও যেন একঘেয়েমি না আসে, সে জন্য একটি সমৃদ্ধ পাঠাগারও ছিল প্রমোদতরিতে।

ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে কক্সবাজারও ভেবে দেখতে পারেন!
28/06/2023

ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে কক্সবাজারও ভেবে দেখতে পারেন!

পরিকল্পনার সময় তো এখনই...
19/06/2023

পরিকল্পনার সময় তো এখনই...

ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। তাদের জন্য এ কার্ড অনেক সুবিধাজনক হবে।
19/06/2023

ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। তাদের জন্য এ কার্ড অনেক সুবিধাজনক হবে।

জাতিসংঘের সদস্যভুক্ত পৃথিবীর প্রায় সব দেশই ঘুরে দেখেছেন মার্কিন নাগরিক র‌্যান্ডি উইলিয়ামস। আর একটি মাত্র দেশ ঘোরা বাকি থ...
13/06/2023

জাতিসংঘের সদস্যভুক্ত পৃথিবীর প্রায় সব দেশই ঘুরে দেখেছেন মার্কিন নাগরিক র‌্যান্ডি উইলিয়ামস। আর একটি মাত্র দেশ ঘোরা বাকি থাকতে তিনি ভাবনায় পড়ে যান, এরপর তিনি কোথায় যাবেন! তাঁর দেশ ঘোরার নেশা কীভাবে কাটাবেন। এই চিন্তা থেকেই তিনি নতুন একটি দেশ তৈরি করার পরিকল্পনা করতে থাকেন। শেষমেশ ক্যালিফোর্নিয়ায় মরুভূমির মধ্যে ১১ দশমিক শূন্য ৭ একর খালি জমি কিনে সেই ভূখণ্ডকে নতুন দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন পেশায় রেডিও ব্রডকাস্টার উইলিয়ামস।

নিজের রেডিও অনুষ্ঠানের নামে ওই দেশের নাম দিয়েছেন ‘স্লোজামাস্তান’। স্লোজামাস্তান প্রজাতন্ত্রের রাজধানীর নাম দিয়েছেন দুবলান্ডিয়া। আর স্লোজামাস্তানের ‘সুলতান’ উইলিয়ামস নিজে।
আনুষ্ঠানিক ঘোষণার দুই বছর পর সুলতান উইলিয়ামস তাঁর দেশে নাগরিকদের স্যান্ডেল পরা নিষিদ্ধ করাসহ বেশ কিছু উদ্ভট আইন চালু করেছেন। এই প্রজাতন্ত্রের নিজস্ব পাসপোর্ট ও পতাকাও আছে। ‘ডুবল’ নামে নিজস্ব মুদ্রা চালু করেছেন তিনি। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিজস্ব জাতীয় সংগীত বাজানোর প্রথাও চালু করেছেন তিনি।

স্লোজামাস্তান প্রজাতন্ত্রে পাঁচ শতাধিক নিবন্ধিত নাগরিক আছেন বলে দাবি করেছেন সুলতান উইলিয়ামস। এ ছাড়া আরও সাড়ে ৪ হাজার মানুষকে শর্তসাপেক্ষে বসবাসের অনুমোদন দেওয়া হয়েছে। তাঁরা নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছেন। উইলিয়ামস নিজের ঘোষিত এই দেশকে ‘মাইক্রোনেশন’ বলেন। তিনি পর্যটকদের স্লোজামাস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন।
উইলিয়ামসের পরবর্তী পরিকল্পনা হলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্লোজামাস্তানকে মাইক্রোনেশন হিসেবে স্বীকৃতি আদায় করা। যদিও এই স্বীকৃতি পাওয়া তাঁর পক্ষে খুব সহজ হবে না।

আমরা ভারতে আসার দিন পাঁচেক পর ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার থে...
22/05/2023

আমরা ভারতে আসার দিন পাঁচেক পর ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বদলে নেওয়ার বা জমা দেওয়ারও সুযোগ দিচ্ছে। কিন্তু এরই মধ্যে এখানকার হোটেল, বিপণিবিতান, রেস্তোরাঁসহ বেশির ভাগ জায়গায় ২০০০ রুপির নোট নেওয়া বন্ধ করে দিয়েছে। এটা এখন অঘোষিত অচল নোট। আমাদের কাছে যে কয়েকটি নোট ছিল তা নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হলো।
এরমধ্যে যারা ভারতে আসবেন, কোনোভাবেই টাকার বিনিময়ে ২০০০ রুপির নোট নেবেন না।

05/05/2023

ভারতীয় ভিসার আবেদন করতে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হয়

#ভারতীয় #ভিসা #ভিসা_আবেদন

টাঙ্গুয়ার হাওর এখন যেমন...ছবি: সৈয়দ জাকির হোসেন
02/05/2023

টাঙ্গুয়ার হাওর এখন যেমন...

ছবি: সৈয়দ জাকির হোসেন

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর!!বাংলাদেশের প্রাচীনতম ও খ্যাতনামা ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার এর ১৮তম আসর ঢাকা ট্রাভেল মার্ট-২০২...
02/05/2023

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর!!

বাংলাদেশের প্রাচীনতম ও খ্যাতনামা ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার এর ১৮তম আসর ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ শুরু হচ্ছে আগামী ১৮ই মে, ২০২৩ ঢাকার অভিজাত প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বল রুমে।

তিনদিন ব্যাপী এই মেলায় অংশ নিবে দেশ-বিদেশের খ্যাতনামা এয়ারলাইন, ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটরস্, হোটেলস, রিসোর্টস, বিনোদন কেন্দ্রসমূহ ও অন্যান্য বিভিন্ন ট্রাভেল সেবা প্রদানকারী সংস্থা।

🌹🌷রেজিস্ট্রেশন লিংক🌷🌹
https://forms.gle/uS2v9CHhkx4daTPA6

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ মেলা চলাকালীন দর্শকদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় প্রদান করবে, যা শুধু মাত্র মেলা চলাকালীনই প্রযোজ্য হবে।

এছাড়া মেলার এন্ট্রি টিকিটের উপর থাকছে আকর্ষণীয় রাফেল ড্র, যার মাধ্যমে আপনিও দেশ-বিদেশ ভ্রমণে বিভিন্ন এয়ারলাইন টিকিট ও অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা জিতে নিতে পারেন।

বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব যাত্রা সহজতর করতে আজ ১ মে থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে দেশটি। ই-ভিসা চাল...
01/05/2023

বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব যাত্রা সহজতর করতে আজ ১ মে থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে দেশটি। ই-ভিসা চালুর ফলে এখন থেকে এফোর সাইজের কাগজে ভিসা প্রিন্ট করে দেওয়া হবে। কাগজের নিচের অংশে একটি বারকোড থাকবে। ওই বারকোডে ভিসা যিনি পেয়েছেন, তাঁর সব তথ্য সন্নিবেশিত থাকবে। নতুন ব্যবস্থার কারণে শ্রমিক, চাকরিদাতা, মেডিকেল সেন্টারের কর্মীসহ অন্য সবাই উপকৃত হবেন।

আপনার নতুন বছরটি হোক ভ্রমণের
14/04/2023

আপনার নতুন বছরটি হোক ভ্রমণের

Kalu Mia, 60, who was detained by police earlier today for harassing Australian travel blogger Luke Damant during his re...
03/04/2023

Kalu Mia, 60, who was detained by police earlier today for harassing Australian travel blogger Luke Damant during his recent Dhaka visit, was released after paying a Tk200 fine.

এই বস্তুটির জন্য জীবনে অনেক প্যারা নিতে হয়েছে, তারপরও কেন যে এর মায়া ছাড়তে পারছি না! এই সবুজ রঙের পাসপোর্টের জন্য কতবার ...
17/03/2023

এই বস্তুটির জন্য জীবনে অনেক প্যারা নিতে হয়েছে, তারপরও কেন যে এর মায়া ছাড়তে পারছি না! এই সবুজ রঙের পাসপোর্টের জন্য কতবার যে প্রোফাইলিংয়ের শিকার হতে হয়েছে তার ইয়ত্তা নেই। সত্যি বলতে, বেশিরভাগ মানুষ যেখানে বিদেশ ভ্রমণের সুযোগ পেলে খুশিতে টগবগ করে ওঠে, আমি সেখানে শঙ্কিত হয়ে উঠি। কোনোভাবে ভ্রমণটা না ঘটলে বরং মনে মনে খুশি হই।
আমার বিদেশ ভ্রমণের কণ্টকিত ইতিহাস লিখতে বসলে তা মহাকাব্য হয়ে যাবে। সেই পাঁচ বছর বয়সে বাবা-মা’র কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সূত্রপাত। আট বছর বয়স থেকে কার্যত একা একাই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, বাংলাদেশের স্কুলে পড়াশোনা শুরুর সুবাদে। সে সময়গুলোতে পাসপোর্টের জন্য যতটা না সমস্যা পোহাতে হয়েছে, তার চেয়ে বেশি হতে হয়েছে নিজ দেশের ইমিগ্রেশন অফিসারদের অমার্জিত আচরণের মুখোমুখি (অনেক ভালো ও সহায়ক ব্যবহারও পেয়েছি; সেগুলোর কথা না হয় আরেকদিন হবে)।
তবে সবুজ পাসপোর্টের সাথে সাথে বাংলাদেশি চেহারার জন্য অসদাচরণ ও বৈষম্যের ঘটনাগুলো মনে খুব দাগ কেটেছে। মনে পড়ে প্রথম সৌদি আরব যাওয়ার পর রিয়াদ বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারের ‘বাসবোর্ত’ (আরবিতে ’প’ অক্ষর নেই বলে ‘ব’ দিয়েই কাজ সারে) বলে হুঙ্কার। অন্য দেশের নাগরিকদের কাছে ভদ্র ও বিনীতভাবে পাসপোর্ট দেখতে চাইলেও বঙ্গসন্তানের জন্য অতটুকু ভদ্রতা তাদের কাছে বাতুলতা মনে হয়েছে হয়তো।
আরব আমিরাত হয়ে যতবার গিয়েছি, সবার পাসপোর্টে পটাপট সিল পড়ে গিয়েছে; আমার পালা আসলেই ভ্রু কুঁচকে এয়ারলাইন্সকর্মী আলাদা দাঁড় করিয়ে সময় নিয়ে পাসপোর্টের সব পাতা চেক করেছে। নাইন ইলেভেন পরবর্তী সময়ে এ যন্ত্রণা বেশি ভোগ করতে হয়েছে।
এরকমই এক সময়ে, ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয়েছিল। বাল্টিমোর থেকে একটা সম্মেলনে কেপটাউন গিয়ে সেখান থেকে ফেরার পথে নিউইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে বিশাল জেরার মুখে পড়তে হলো। ভিন্ন একটা রুমে ডেকে নিয়ে সে কী প্রশ্নের বাণ-- ছাত্র হয়ে কেন আবার যুক্তরাষ্ট্র ছেড়ে বাইরে গিয়েছি, কী করতে গিয়েছি ইত্যাদি। পরে আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যোগাযোগ করে নিশ্চিত হয়ে আমাকে ছাড়া হয়। অল্পের জন্য আমার মতো গরীব ছাত্র কানেক্টিং ফ্লাইট মিস করার বিপদ থেকে রক্ষা পায়।
এগুলো হয়তো নিরাপত্তার স্বার্থে এড়ানো যাবে না, তবে গত কয় মাসে সবুজ পাসপোর্টের জন্য সিঙ্গাপুরে যে পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছি, তা হয়তো এড়ানো যাবে; যদি আমাদের দেশের কূটনীতিকরা একটু তৎপর হন। আমার অনেক বন্ধু ও সুহৃদ ব্যক্তিই এখন বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে আছেন--তারা চাইলে বিষয়টা নিয়ে ভাবতে পারেন।
আমি বিশ্বস্বাস্থ্য নিয়ে কাজ করি; কাজেই পেশাগত প্রয়োজনে বিভিন্ন দেশ ভ্রমণ অনিবার্য। প্রায়ই সে ভ্রমণগুলো হয় আকস্মিক ও জরুরী। জানুয়ারি মাসে এমনই এক কাজে লাওস যাওয়ার প্রয়োজন হলো; সিঙ্গাপুরের পক্ষ থেকে লাওসের চক্ষুসেবা ব্যবস্থায় কী ভূমিকা রাখা যায় তা খতিয়ে দেখার জন্য। মার্চ মাসে হঠাৎ ডাক পড়লো ইন্দোনেশিয়ার সুমাত্রায় কার্ডিওলজি জনসম্পদের চাহিদা নিরূপণের। দুই ক্ষেত্রেই আমার অন্যান্য সহকর্মীরা ভিসা ছাড়াই অথবা অনলাইন ভিসা আবেদনের মাধ্যমে স্বল্প সময়ে ভিসা পেয়ে গেল। কিন্তু আমার সবুজ পাসপোর্টের কপালে সেই ভিসা এত অল্প সময়ে জুটল না।
এর সহজ সমাধান নেই, কিন্তু কিছুই কি করার নেই? মনে পড়ে যুক্তরাষ্ট্র থেকে তুরস্ক হয়ে বাংলাদেশে আসার পথে ভিসা ছাড়াই তুরস্কে ঢুকতে পেরেছিলাম। সেখানে নিয়ম হলো, পাসপোর্টে যুক্তরাষ্ট্র বা এমন কিছু দেশের ভিসা থাকলে বাংলাদেশি পাসপোর্ট নিয়েই অন-অ্যারাইভাল ভিসা নিয়ে স্বল্প সময়ে তুরস্কে ঢোকা যাবে। এমন নজির যেহেতু আছেই, কাজেই অন্যান্য অনেক দেশের জন্যও এমন একটা প্রক্রিয়া চালুর জন্য বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো চেষ্টা করতে পারে। সব দেশের না হোক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর বা এমন হাব-কান্ট্রি, যেখানে প্রচুর আন্তর্জাতিক অভিবাসী রয়েছে, সেসব দেশের ভিসা থাকলে সেখান থেকে বাংলাদেশিরা যেন অন্য অনেক দেশে ভিসামুক্ত যাতায়াত সুবিধা পায়, তার জন্য কি কূটনৈতিক তৎপরতা চালানো যায়না? তা না হলে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে বাংলাদেশি পেশাজীবিরা বরাবরই পেশাগত ক্ষতির সম্মুখীন হবে। অন্যান্য দেশের পেশাজীবিদের সাথে যেখানে প্রতিমুহূর্তে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়, সেখানে বারবার এমন প্রতিকূলতার মুখোমুখি হলে আমাদের পিছিয়ে পড়তে হবে সেই প্রতিযোগিতায়।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও গ্রিনকার্ড এবং নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করিনি; কারণ এই সবুজ পাসপোর্টের জায়গা অন্য রঙের পাসপোর্টকে ছেড়ে দেওয়ার চিন্তাও আমাকে আবেগাক্রান্ত করতো। তখন অনেকে বোকা বলে ভর্ৎসনা করেছে। কিন্তু সিঙ্গাপুর তো আরেক কাঠি সরেস। এখানে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগই নেই। এখানকার নাগরিকত্ব নিতে হলে ঘটা করে আদি নাগরিকত্ব বাতিল করতে হয়, পাসপোর্ট ফেরত পাঠাতে হয়। তাই অতীত বোকামির সংশোধন এ জীবনে আর হলোনা বোধহয়। শামসুর রাহমানের ভাষায়, “তোমাকে উপড়ে নিলে, বলো তবে, কী থাকে আমার ?”
Joarder

পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। উপজেলা তিনটি হলো- বান্দরবান জেলার রুমা, থানচি আর র...
15/03/2023

পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। উপজেলা তিনটি হলো- বান্দরবান জেলার রুমা, থানচি আর রোয়াংছড়ি। এর আগেও এই তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।

স্কাইট্রিপ ব্যবহারকারীদের জন্য থাকছে...*ইবিএল স্কাই লাউঞ্জ ও কমপ্লিমেন্টারি কনসিয়ার্জ সুবিধা। *কার্ডহোল্ডাররা পাবেন কমপ্...
10/03/2023

স্কাইট্রিপ ব্যবহারকারীদের জন্য থাকছে...

*ইবিএল স্কাই লাউঞ্জ ও কমপ্লিমেন্টারি কনসিয়ার্জ সুবিধা।

*কার্ডহোল্ডাররা পাবেন কমপ্লিমেন্টারি ভ্রমণ বিমা, ব্যাগেজ প্রটেকশন এবং মাস্টারকার্ড লাউঞ্জকি প্রোগ্রামের মাধ্যমে ১২০টি দেশের ১১শ’র বেশি আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জকি প্রোগ্রাম ব্যবহারের সুযোগ।

*কার্ডহোল্ডাররা ‘বাই ওয়ান, গেট ওয়ান’ ডাইনিং ডিল, ক্যাশবাক অফার ও ডাইনিং ডিসকাউন্টসহ দেশজুড়ে সাড়ে ৬ হাজারেরও বেশি মার্চেন্ট আউটলেটে দ্বিগুণ ইবিএল স্কাইপয়েন্ট অর্জনের সুযোগ পাবেন।

*শেয়ারট্রিপে সুদহীন ইএমআই আর দ্বিগুণ ট্রিপকয়েন সুবিধাও পাবেন কার্ডহোল্ডাররা।

*স্কাইট্রিপ কার্ডের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা’র যেকোনো রুটে ১৫ শতাংশ ছাড় সুবিধা পাওয়া যাবে।

*প্রথম বছরে ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে কার্ডহোল্ডাররা নভোএয়ারে আকর্ষণীয় রেটে কলকাতার রিটার্ন টিকেট অফার এবং এয়ার অ্যারাবিয়া’র টিকেটে ৫ শতাংশ ছাড়ও উপভোগ করবেন।

৭ দিনের জন্য এই রুমটা ভাড়া করেছি। ভাড়া বাংলাদেশি টাকায় 3000 টাকা মাত্র ৭ দিনের জন্য। ক্যান ইউ ইমাজিন!!এই বাসার উপর তলায় ...
07/03/2023

৭ দিনের জন্য এই রুমটা ভাড়া করেছি। ভাড়া বাংলাদেশি টাকায় 3000 টাকা মাত্র ৭ দিনের জন্য। ক্যান ইউ ইমাজিন!!

এই বাসার উপর তলায় একটা সুন্দর কিচেন আছে, সেখানে আপনি আপনার পছন্দ মতন রান্না করে খেতে পারবেন। হাইস্পিড ইন্টারনেট, নিরাপত্তা এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর গোছানো। ৭ দিনের জন্য একটা ৩৫০ সিসি রয়েল এনফিল্ড ভাড়া নিছি বাংলাদেশি টাকায় ৩৯০০ টাকায়।

এই জিনিসটা আপনি বাংলাদেশের কোথায় চিন্তাও করতে পারবেন না। একটা দেশ ট্যুরিস্ট দেরকে ভগবান এর মতন সম্মান করে। আর আমাদের দেশে কে কিভাবে আপনার গলা কাটবে সেটার কম্পিটিশন চলে।

স্ক্রাম এখানেও আছে অনেক, কিন্তু তাদের স্ক্রাম হচ্ছে কে কিভাবে কাস্টোমার কে ইম্প্রেস করবে। কিন্তু এখানে কেও আপনার থেকে একশ টাকার জিনিস এক হাজার টাকায় বিক্রি করবেনা শিওর!

রাজস্থান, ভারত
©মিজানুর রহমান

07/03/2023

04/03/2023

মিসরের সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজার প্রবেশপথের কাছে একটি গোপন করিডরের সন্ধান পাওয়া গেছে। এই করিডরে...
03/03/2023

মিসরের সাড়ে চার হাজার বছরের পুরোনো গ্রেট পিরামিড অব গিজার প্রবেশপথের কাছে একটি গোপন করিডরের সন্ধান পাওয়া গেছে। এই করিডরে দৈর্ঘ্য ৩০ ফুট (৯ মিটার)। মিসরের প্রত্নতাত্ত্বিক কর্মকর্তাদের আশা, এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও তথ্য পাওয়া যেতে পারে।

03/03/2023

অর্থের অভাবে থেমে যায় তাঁর পড়াশোনা। একদিন যমজ ভাই নূর মোহাম্মদকে নিয়ে নেমে পড়লেন পদ্মায়। নৌকা ভাড়া নিয়ে ঘুরতে আসা মানুষদ...
03/03/2023

অর্থের অভাবে থেমে যায় তাঁর পড়াশোনা। একদিন যমজ ভাই নূর মোহাম্মদকে নিয়ে নেমে পড়লেন পদ্মায়। নৌকা ভাড়া নিয়ে ঘুরতে আসা মানুষদের বিভিন্ন জায়গা দেখাতে নিয়ে যেতেন দুই ভাই। যাত্রী না থাকলে মাছ ধরতেন।

এন্টার্কটিকার সবচেয়ে আকর্ষণীয় অ্যাডভেঞ্চার হলো ক্যাম্পিং। ক্যাম্পিং শব্দটা আমাদের দেশে ট্রাভেলারদের মধ্যে ব্যাপক জনপ্র...
28/02/2023

এন্টার্কটিকার সবচেয়ে আকর্ষণীয় অ্যাডভেঞ্চার হলো ক্যাম্পিং। ক্যাম্পিং শব্দটা আমাদের দেশে ট্রাভেলারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় আর পরিচিত বিষয়। কি মনে হচ্ছে? অ্যান্টার্কটিকায় ক্যাম্পিং মানেই তাবু খাটিয়ে সারারাত ধরে চা-পান-সিগারেট খাওয়া? আর গল্প গুজুব? না গো না। এটা একেবারেই আলাদা কিছু।

অ্যান্টার্কটিক পেনিনসোলার মধ্যে একটি পাহাড় খুঁজে বের করা হয়েছে যার সর্বোচ্চ শিখর সমতল ময়দানের মতো। এবং যে পাহাড়ে বরফের পুরুত্ব অনেক বেশি। যারা ক্যাম্পিং করবেন তারা এখানে বরফ খনন করে শরীরের সমান আয়তকার গর্ত খুঁড়ে নেবেন। অনেকটা আমাদের দেশে মাটি খুঁড়ে যেমন কবর তৈরী করা হয় সেরকম। হাঁটু সমান এ গভীর গর্তে প্রথমে বিছানো হবে একটি ফোম অনেকটা তোসকের মতো। তারপর সেখানে ক্যাম্পিং যারা করছেন তাদের দেয়া হবে একটি বস্তা। গরম কাপড় দিয়ে তৈরী সে বস্তা। অনেকটা আমাদের দেশের চালের চটের বস্তার মতো। অভিযাত্রী তার সম্পূর্ন শরীর অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সে বস্তায় ঢুকিয়ে নেবেন এবং শুয়ে পড়বেন। শুধু মুখ খানা বাইরে থাকবে। নিঃশ্বাস নেবার জন্যে। সাত ঘণ্টা রাত কাটাবেন এভাবেই। এটা অ্যান্টার্কটিকার ক্যাম্পিং। যদি স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা দু জন একসাথে ক্যাম্পিং করতে চান তবে সে আয়তকার গর্ত দ্বিগুণ করতে হবে। এসব খাটা খাটনি নিজেকেই করতে হবে।

এটি সব অভিযাত্রীদের জন্য নয়। মাত্র দশ পনেরো জনের জন্য এটি বরাদ্দ। তাই কাউকে এই সুবিধা নিতে হলে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর আগে বুকিং দিতে হবে।

আমরা সব অভিযাত্রীই এই পাহাড়ে হাইক করে চূড়ায় উঠেছি। কিন্ত ঘণ্টা দুয়েক থেকে এবং দেখে জাহাজে ফিরে গেছে। রয়ে গেছেন শুধু তারাই যারা ক্যাম্পিং করবেন। ছবির এ অংশটির নাম পরটাল পয়েন্ট (Portal Point)।

©মহুয়া রউফ

বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা বাড়ল
27/02/2023

বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা বাড়ল

দুই দেশ, এক হোটেল
27/02/2023

দুই দেশ, এক হোটেল

Address

Eskaton
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ghurantis-ঘুরান্তিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ghurantis-ঘুরান্তিস:

Videos

Share

Our Story

The future of a country is shaped by the youths. Youth Corner works to develop the youths into modern, sensible and non-communal by nature. The members of the organization contribute in several educational programs, career development workshops and voluntary works for social welfare with utmost dedication.