16/03/2021
প্রিয় বিদেশগামী যাত্রীবৃন্দ,
আগামীকাল ১৭ তারিখ থেকে ২৬ তারিখ ঢাকায় বিভিন্ন দেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী অবস্থান করবেন।
এই কয়দিনে উনারা বিভিন্ন যায়গা বা অফিসে সরকারি মিটিং করবেন। সুতরাং কখন কোন রাস্তা ব্লক হয়ে যায় বা কতক্ষণ বন্ধ থাকে তা বলা যাচ্ছে না।
তাই যাদের এর মধ্যে ফ্লাইট আছে তারা দয়া করে মিনিমাম ৩/৪ ঘন্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হবেন অন্যথায় ফ্লাইট মিস করার সম্ভাবনা অনেক বেশি। এতে আপনাদের ই ক্ষতি হবে অনেক।
১.বেশি দামের টিকেট আবার বেশি দামে রি-ইস্যু করা লাগবে।
২. কিছু এয়ারলাইনসের টিকেট নন রিফান্ডেবল সেক্ষেত্রে পুরো টাকা শেষ।
৩.আবার করোনা টেস্টের ও বিষয় আছে ।
৪.বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এসে আবার ফেরত যাওয়া।
৫.কেউ কেউ যেতে না পারলে হয়ত ভিসা কেন্সেল ও হতে পারে।।
ধন্যবাদ সবাইকে।