শহনশীল প্যাকেজ-এ
হজ উমরাহ বুকিং চলছে
দ্রুত যোগাযোগ করুন 👇
📞 01907-098055
বিস্তারিত জানতে সরাসরি অফিসে যোগাযোগ করুন।
হজ ২০২৪
১৮ ই জানুয়ারি নিবন্ধন এর শেষ সময়
আজ ই আপনার হজ যাত্রা নিশ্চিত করুন।
আমাদের প্যাকেজ সমুহ জানতে 01907-098055
সরাসরি অফিসে যোগাযোগ করুন।
২০২৫ সালের হজ্জযাত্রীদের প্রাক নিবন্ধন করুন মাত্র ৩০৭৫২/- টাকা ও NID Copy দিয়ে।
💥অভিজ্ঞতা 👇
মানুষ যখন হজে যেতে চায় তখন প্রাথমিক আলোচনা শুরু করেন এলাকার সম্মানিত হজের গাইড এমন লোকদের সাথে। তখন বিষয়টি এই রকম ভাবে উভয় পক্ষই শুরু করেন,
হাজী এবং গাইড আলোচনা করেন আর মনে হয় কাবা ঘর এবং তাদের আবাসন যেন একপলকের ব্যাপার।
কিন্তু সম্মানিত হাজী সাহেবও যানে মিডিয়া হিসেবে ঐ দ্বায়িত্বশীল অতি মুনাফা নিবেন এবং হজ এজেন্সীর খরচ ও যাবে।
এরপরও হাজী কিভাবে কম টাকায় কাবার সামনে রাখবে বলে স্বীকারোক্তি দিলে ঐ সমস্ত গাইডদের কথা বিশ্বাস করেন? কেন বিশ্বাস করে জানেন কারন হাজীও জানে কম টাকায় যাচ্ছি একটু তো কষ্ট হবেই,বাকী সব ঝাড়ির উপর চলবে।
তাই তো হ
আমরা আপনাকে হজ্জ এবং ওমরাহ পরিষেবা সম্মেলন এবং প্রদর্শনীতে আমাদের সৌদি হজ্জ মক্তব মাশারিক মাসিয়া ও বাংলাদেশ এর হজ্জযাত্রীদের জন্য ANM HAJJ SERVICE বুথ দেখার জন্য আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত।
💥আজই শেষ দিন💥
👉 স্যুট নম্বর C242
9-11 জানুয়ারী সকাল 10 টা থেকে 10 টা পর্যন্ত সময়কালে দ্রুত চলে আসুন।
জেদ্দা-সুপার ডোম
মাশারিক হজ কাফেলা স্পেশাল উমরাহর প্যাকেজ:
যাত্রা: ২১ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ।
যা যা অন্তর্ভুক্ত :
হেলথ ইন্সুরেন্সসহ উমরাহ ভিসা।
যাত্রার পূর্বে আলেম দের মাধ্যমে উমরাহ ও যিয়ারাহ বিষয়ে প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ।
ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট (সৌদি এয়ার লাইন্স)
মক্কা ও মদিনার দর্শনীয় স্থান ভিজিট।
মক্কা ও মদীনায় হালাকাহ।
মক্কায় হারাম থেকে ১০০ মিটার দূরত্বে আজিয়াদ রোডে Shuttle Free Bus প্রতি ৫ মিনিট পর পর 4/3★ স্টার হোটেল https://maps.app.goo.gl/gcZ59tGhyVsXSmqm6
মদীনায় ২০০ মিটার দূরত্বে মধ্যে থ্রী স্টার হোটেল
https://maps.app.goo.gl/ETvuYEjCWooV6JyAA
যা যা অন্তর্ভুক্ত নয়:
ব্যক্তিগত হাত খরচ ও খাবার মূল প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। তবে কেউ খাবার নিতে চাইলে (তিন বেলা খাবারের) দশ হাজার টাকা যোগ করতে হবে। বিমান বন্দর ও পথের খাবার অবশ্য নিজ নিজ দায়িত্বে খেতে হবে।
ফ্লাইট ডিটেইল:
*সরাসরি ফ্লাইট*
SV 799 21 FEB DHK-MED HK25 (13:40-18:15)
SV 802
আকামাত এবং আকামাতের উত্তর
الله أكبر الله أكبره الله أكبر الله أكبره
أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة
حي على الفلاح حي على الفلاح
قد قامت الصلاة قد قامت الصلاة
الله أكبر الله أكبره
لا إله إلا الله
الله أكبر الله أكبره الله أكبر الله أكبره
أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِه لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا
الله أكبر الله أكبره
لا إله إلا الله
উচ্চারনঃ আকামাত
আল্লাহু আকবার.. আল্লাহু আকবার। আল্লাহু আকবার.. আল্লাহু আকবার।
আশহাদু-আল লা-ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু-আল লা-ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
হাইয়া আলাস সালা। হাইয়া আলাস সালা।
হাইয়া আলাল ফা
আলহামদুলিল্লাহ মাশারিক হজ কাফেলার উমরাহ যাত্রীদের তাওয়াফ চলছে।
💥নফল তাওয়াফের নিয়ম💥
হাজরে আসওয়াদ এর কোণা বরাবর এসে হাজরে আসওয়াদের দিকে মুখ করে দাঁড়াবে। এরপর নফল তাওয়াফের নিয়ত করবে, অর্থাৎ এভাবে বলবে:, ‘হে আল্লাহ! আমি নফল তাওয়াফের ইচ্ছা করছি, আপনি তা সহজ করে দিন এবং কবূল করে নেবে’। অন্তত কান বরাবর হাত তুলে তাকবীর দেবে এবং হাতের ইশারায় হাজরে আসওয়াদ চুমু খাবে। এরপর সিনা সোজা করে উমরার তাওয়াফের মত সাত চক্কর দেবে। তাওয়াফ শেষে দুই রাকা’আত নামায পড়বে। যমযমের পানি পান করবে। নফল তাওয়াফের মধ্যে রমল ও ইযতিবা নেই। নফল তাওয়াফ সাধারণ কাপড়েও করা যায়। নফল তাওয়াফের পর সা’ঈ নেই। এই সময় বেশি বেশি উমরা করার চেয়ে বেশি বেশি নফল তাওয়াফ করা উত্তম। (মানাসিক পৃ. ১৮২)
৯. তবে কেউ উমরা করতে চাইলে উমরাও করতে পারবে। উমরা করার জন্য হারামের সীমানার বাহিরে গিয়ে নতুন করে উমরার ইহরাম ব
ফেসবুকে উমরাহর অনেক শস্তা প্যাকেজ দেখে অনেকেই আকৃষ্ট হন। তাদের জ্ঞাতার্থে-👇
দুখ:জনক হলেও সত্য যে, হজ এবং উমরাহর মতো ইবাদতের সফরে প্রতারণা হয় সবচেয়ে বেশি। অতিরিক্ত শস্তা প্যাকেজ অফার করা হয় মূলত: স্রেফ যাত্রীদের আকর্ষণের জন্য।
* এ ধরণের এজেন্সীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মক্কা ও মদীনায় গিয়ে কথা রাখে না। সেখানে গিয়ে ভোগান্তিতে পড়া হাজীদের আক্ষেপ ও ঝগড়া করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না।
* হোটেলের এরিয়া, কোয়ালিটি ও দূরত্বের উপর প্যাকেজের মূল্য অনেকখানি নির্ভর করে। বিগত ট্যুরে আমরা দুই ধরণের প্যাকেজ করেছি। ১০/২০হাজার টাকা কমে বি প্যাকেজে দূরের হোটেলে থাকা প্রতিটা যাত্রীই আক্ষেপ করে বলেছেন, আগে জানলে এই টাকার জন্য কখনো হারাম শরীফ থেকে দুরের হোটেলের প্যাকেজ নিতেন না তারা।
* সাধারণত: বাংলাদেশী হাজীরা মক্কায় মিসফালা ও মদীনায় বেলাল মসজিদের পরের হোটেলগুলো
১৪৪৪ হিজরী তে হজ্জযাত্রীদের সার্ভিস এর জন্য আমাদের সৌদি আরবের হজ্জের মক্তব কে ১ম পুরুস্কৃত করা হয়েছে আলহামদুলিল্লাহ
#অভিজ্ঞতা 👇
দোষটা কি শুধুই ট্রাভেল এজেন্সির? আপনি কি সে দায় এড়াতে পারেন?
"মাত্র ৮০/৯০ হাজার টাকার প্যাকেজে উমরাহ পাকেজ ঘুরে আসুন" বলে ট্রাভেল এজেন্সিগুলো কড়া অফার দিচ্ছে আর কোন কিছু না জেনে না বুঝে আপনারা তাতে ঝাপিয়ে পড়ছেন...
ওদিকে এক টিকেটে সেই দুই ছবি দেখে এসে আবার সে এজেন্সির বিরুদ্ধে গালি ছুটছেন!
কিভাবে কি হয়,চলুন সেটা জেনে নেই,সুযোগ করে এবার পড়ে নিতে পারেন।
...............
"ফেসবুকে #উমরাহ ভ্রমণের স্বস্তা অফারে ঝাঁপ দেয়ার আগে চলুন একটু জেনে নেয়া যাক কিছু বিষয়।
আচ্ছা! আপনি তো জানেন ঢাকা থেকে জেদ্দা বা মদিনা সরাসরি ফ্লাইট আছে
রিটার্ন এয়ার ফেয়ার কত?
৬০ থেকে ৮০ হাজার বা একটু কম বেশী! ঠিক না?
তাহলে এই যে ট্রাভেল কোম্পানিগুলো ৮০/৯০ হাজারে উমরাহ ভ্রমণের অফার দিয়ে ভাসাই ফেলছে, কিভাবে?
হুম, সেটাই কাহিনী।
এই যে এত কেচ্ছাকাহিনী, এর একমাত্র কারণ আপনি বাজেট ট্রিপ খুঁজছেন, বিদ
আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞ মুয়াল্লিম উমরাহ যাত্রীদের তাওয়াফ সম্পন্ন করছেন।
💥উমরার আলোচনা💥
উমরার হুকুম : যার সামর্থ আছে তার জন্য জীবনে কমপক্ষে একবার উমরা করা সুন্নাতে মুআক্কাদাহ। অনেকে উমরাকে ওয়াজিবও বলেছেন। (মানাসিক পৃ.৪৬৩)
উমরার সময় : উমরার জন্য কোনো নির্ধারিত সময় নেই। বছরের যেকোনো সময়ই উমরা করা যায়। তবে ৯ ই যিলহজ্জ থেকে ১৩ ই যিলহজ্জ এর মধ্যে উমরা করা মাকরূহ। কারণ এসময় হজ্জের কার্যক্রম চলতে থাকে। (মানাসিক পৃ.৪৬৪)
উমরার উত্তম সময় : উমরার জন্য উত্তম সময় হলো রমযান মাস। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, রমযান মাসে উমরা করলে একটি হজ্জের সমপরিমাণ সাওয়াব পাওয়া যায়। অন্য এক বর্ণনায় আছে, রমযান মাসে উমরা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ত্তয়াসাল্লাম এর সাথে হজ্জ করার মত ছাওয়াব পাওয়া যায়। (বুখারী হা. নং ১৭৮২, সহীহ মুসলিম হা.নং ১২৫৬)
উমরার ফরয দুইটি : ১. ইহরাম বাঁধা ২.
আমাদের হজ্জযাত্রীদের সার্ভিস এর জন্য নিজস্ব মক্তব ব্যবস্থাপনা কম্পানি মাশারিক কে
আজ ১৪৪৪ হিজরী হজ্জযাত্রীদের সার্ভিস দিয়ে ১ম স্থান পেয়েছে সৌদি রাজতন্ত্র থেকে পুরুষ্কার প্রাপ্ত হয়েছে
আলহামদুলিল্লাহ আমাদের উমরাহ যাত্রীরা মদিনা এয়ারপোর্ট এ সুস্থতার সাথে পৌঁছেছেন। আল্লাহ তায়ালা তাদের উমরাহ পালন কে কবুল করুন। আমিন।
হজ্জ ও উমরার ফাযায়েল
*عن ابن عمر رضى الله عنه أن رسول لله صلى الله عليه وسلم قال: بنى الاسلام على خمس: شهادة أن لا اله الا الله, وأن محمدا رسول الله, وإقام الصلاة, وإيتاء الزكاة, وحج البيت, وصوم رمضان.
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর, এ কথার সাক্ষ্য দান করা যে, আল্লাহ ছাড়া আর কোনো মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার রাসূল, নামায কায়েম করা, যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ্জ করা, রমযানে রোযা রাখা। (বুখারী হা.নং ৮)
* عن أبى هريرة رضى الله عنه قال: سئل النبى صلى الله عليه وسلم: أي العمل أفضل؟ قال: إيمان بالله ورسو له, قيل ثم ماذا؟ قال: الجهاد فى سبيل الله, قيل ثم ماذا؟ قال حج مبرور.
হযরত আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত ত
আস সালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ আমাদের মাশারিক হজ কাফেলা মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছে।
💥মাশারিক হজ্জ কাফেলার💥
পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ৷
ফেব্রুয়ারি থেকে আমাদের ওমরাহ গ্রুপ বাইতুল্লাহ আর মদীনা মুনাওয়ারাহ উদ্দেশ্যে যাত্রা শুরু । আগ্রহীগন দ্রুত যোগাযোগ করুন৷
#আলেমদের সাথে থেকে জেনে বুঝে শিখে পবিত্র হজ্জ ও ওমরার আমল গুলো সঠিক ভাবে আদায় করুন৷
#2024/25/26 সালের হজ্জের পাক নিবন্ধন দ্রুত সম্পূর্ন করুন
আমানতদারি ও সততাই আমাদের লক্ষ উদ্দেশ্য৷
👉 আলেমদের তত্ত্বাবধানে হজ্জ্বের ও ওমরাহ আমল গুলো করা৷
👉 হাজীদের যেকোন সুবিধা-অসুবিধায় পাশে থাকা,
✈️✈️
# ১৪ দিনের ওমরাহ প্যাকেজে যা যা থাকবে:
(#প্যাকেজ 1 লাখ 35 হাজার)
কেউ চাইলে প্যাকেজ কমানো বাড়ানো যাবে আলোচনা সাপেক্ষে।
ভিসা তিন মাসের হবে, সৌদি আরবের যে কোন স্হান ভ্রমনের সুযোগ আছে৷
# 5 স্টার প্যাকেজ গুলো আমরা আলোচ
আমরা আপনাকে হজ এবং ওমরাহ পরিষেবা সম্মেলন এবং প্রদর্শনীতে মাশারিক মাসিয়া ও বাংলাদেশ এর হজ্জযাত্রীদের জন্য ANM HAJJ SERVICE(আমাদের সৌদি হজ মক্তব) বুথ দেখার জন্য আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত
👉 স্যুট নম্বর C242
9-11 জানুয়ারী সকাল 10 টা থেকে 10 টা পর্যন্ত সময়কালে
জেদ্দা-সুপার ডোম
লিঙ্কের মাধ্যমে উপস্থিতি নিবন্ধন করতে
https://www.hajjumrahforum.com/
ইসলামি পরিভাষায়, হজ্জ হল সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত "আল্লাহর ঘর" কাবার উদ্দেশ্যে করা একটি তীর্থযাত্রা। এটি শাহাদাহ (আল্লাহর কাছে শপথ), সালাত (প্রার্থনা), যাকাত (দান) এবং সাওম (রমজানের রোজা) এর পাশাপাশি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ। হজ হলো মুসলিম জনগণের সংহতি এবং সৃষ্টিকর্তার (আল্লাহর) কাছে তাদের আত্মসমর্পণের একটি বাহ্যিক প্রকাশ।হজ শব্দের অর্থ হল "যাত্রায় যোগদান করা", যা যাত্রার বাহ্যিক কাজ এবং উদ্দেশ্যের অভ্যন্তরীণ কাজ উভয়কেই বোঝায়।তীর্থযাত্রাটির নিয়মগুলো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সম্পন্ন করা হয়, যা ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জের ৮ থেকে ১২ বা ১৩ তারিখ পর্যন্ত বিস্তৃত।যেহেতু ইসলামি বর্ষপঞ্জি একটি চন্দ্র পঞ্জিকা এবং ইসলামি বছর গ্রেগরীয় বছরের তুলনায় প্রায় এগারো দিন ছোট, তাই হজ্জের গ্রেগরীয় তারিখ প্রতি বছর পরিবর্তন