আমাদের প্রিয় হাজি সাহেবগণ মিনার তাবুতে অবস্থান কালে । তাঁদের দোয়া এবং ইবাদত আল্লাহপাক কবুল করুন।
#HajjWithAyesha #মিনা #হজ্জ #দোয়া
ঈদ মোবারক! 🕌🌙✨
ঈদের এই পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ্ যেন আমাদের সকলের জীবনে সুখ, শান্তি, ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এবং সবার হৃদয় ভরে উঠুক খুশির জোয়ারে। ঈদ মোবারক!
#EidMubarak #ঈদ_মোবারক #HajjWithAyesha
পবিত্র কুরআনের বাণী 🕋
সূরা আল-মায়িদা, আয়াত ৮:
"হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে দৃঢ় প্রতিষ্ঠিত এবং ন্যায়পরায়ণতার সাথে সাক্ষ্যদাতা হও কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাকে যেন কখনো সুবিচার না করতে প্ররোচিত না করে সুবিচার করো এটা আত্মসংযম এর নিকটতর এবং আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখে।" (৫:৮)
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সবাইকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার তাওফিক দান করুন এবং সব সময় তার তাকওয়া অবলম্বন করার শক্তি দান করুন।
#IslamicQuotes #Quran #SurahAlMaidah #Justice #Taqwa #Faith #HajjWithAyesha
🌙 আল কুরআনের আয়াত 🌙
সুরা: আল-বাকারা, আয়াত: ১৬০
إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَـٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
বাংলা অনুবাদ:
"তবে যারা তাওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে এবং সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। অতএব, এদের তাওবা আমি কবুল করব। আর আমি অধিক তাওবা কবুলকারী, পরম দয়ালু।"
– সুরা আল-বাকারা, আয়াত ১৬০
🌿 আল্লাহ আমাদেরকে তাওবা করার সুযোগ দিন এবং আমাদেরকে সংশোধিত হতে সাহায্য করুন। আমিন। আল্লাহর রহমত ও ক্ষমা পেতে আমরা সবসময় চেষ্টা করি।🌿
#আলকুরআন #আয়াত #ইসলামিকশিক্ষা #তাওবা #আল্লাহররহমত #আল্লাহরক্ষমা #HajjWithAyesha
🌙 আল কুরআনের আয়াত🌙
সুরা: আয-যুমার, আয়াত: ৬০
وَيَوْمَ ٱلْقِيَـٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ ۚ أَلَيْسَ فِى جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ
বাংলা অনুবাদ:
"কেয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো কদাকার বিশ্রী হয়ে গেছে জাহান্নাম কি অদ্ধত পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়?"
– সুরা আয-যুমার, আয়াত ৬০
🌿 আসুন আমরা আল্লাহর প্রতি সত্যবাদী হই এবং অহংকার থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।🌿
#আলকুরআন #আয়াত #ইসলামিকশিক্ষা #আল্লাহরপথে #সত্যবাদিতা #অহংকার #HajjWithAyesha
🌙 আল কুরআনের আয়াত🌙
সুরা: আয-যুমার, আয়াত: ৫৮
أَوْ تَقُولَ حِينَ تَرَى ٱلْعَذَابَ لَوْ أَنَّ لِى كَرَّةً فَأَكُونَ مِنَ ٱلْمُحْسِنِينَ
বাংলা অনুবাদ:
অথবা সে যখন আজাব সামনে দেখবে তখন বলবে আহা যদি আমায় আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে আমি নেক বান্দাদের সামিল হয়ে যেতাম।
– সুরা আয-যুমার, আয়াত ৫৮
🌿 আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে আমাদের সৎকর্মশীল হতে হবে। আসুন, আমরা আজই সৎকর্মশীলতার পথে চলার শপথ গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।🌿
#আলকুরআন #আয়াত #ইসলামিকশিক্ষা #আল্লাহরপথে #সৎকর্ম #আল্লাহরআদেশ #HajjWithAyesha
📿 মক্কার পবিত্র আজান📿
আল্লাহু আকবর ধ্বনিতে ছেয়ে যায় পবিত্র মক্কা।আপনার হৃদয়কে আল্লাহর ইবাদত দিয়ে পরিপূর্ণ করুন।
#HajjWithAyesha #মক্কা #আজান #পবিত্রধ্বনি #ইসলাম
🌙 আল কুরআনের আয়াত🌙
সুরা: আয-যুমার, আয়াত: ৫৭
أَوْ تَقُولَ لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى لَكُنتُ مِنَ ٱلْمُتَّقِينَ
বাংলা অনুবাদ:
"কিংবা কেউ যেন না বলে যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের মধ্যে শামিল হয়ে যেতাম।"
– সুরা আয-যুমার, আয়াত ৫৭
🌿 আল্লাহর পথে চলাই আমাদের সঠিক পথ। আসুন আমরা পরহেজগারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।🌿
#আলকুরআন #আয়াত #ইসলামিকশিক্ষা #আল্লাহরপথে #আল্লাহরআদেশ #হেদায়েত #HajjWithAyesha
🌙 আল কুরআনের আয়াত🌙
সুরা: আয-যুমার, আয়াত: ৫৬
أَن تَقُولَ نَفْسٌ يَـٰحَسْرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِى جَنبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّـٰخِرِينَ
বাংলা অনুবাদ:
"এমন যেন না হয় যে কেউ বলবে হায় আফসোস আল্লাহ তায়ালার প্রতি আমার কর্তব্য পালনে
আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি আমি ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদের একজন"
– সুরা আয-যুমার, আয়াত ৫৬
🌿 আসুন আমরা গাফিলতি থেকে বেঁচে থাকি এবং আল্লাহর আদেশ মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।🌿
#আলকুরআন #আয়াত #ইসলামিকশিক্ষা #আল্লাহরপথে #আল্লাহরআদেশ #গাফিলতি #HajjWithAyesha
সূরাঃ ৩৯/ আয-যুমার আয়াত-৫৩
#HajjWithAyesha
সূরাঃ ৩৯/ আয-যুমার আয়াত-৫৩
#HajjWithAyesha
🌙 আল কুরআনের আয়াত🌙
সুরা: আয-যুমার, আয়াত: ৫৩
قُلْ يَا عِبَادِيَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ
Translation in Bangla:
' তুমি বলো ,হে আমার বান্দারা
তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করছ।আল্লাহতালার রহমত থেকে নিরাশ হইয়ো না। আল্লাহতালা অবশ্যই সমুদয় গুনাহ ক্ষমা করে দিবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু' (সূরা আয-যুমার, আয়াত ৫৩)
🌿 আল্লাহর রহমত অগণিত ও অসীম। তিনি সবসময় আমাদের জন্য ক্ষমাশীল ও দয়ালু। আসুন আমরা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি ও সঠিক পথে ফিরে আসি।🌿
#QuranVerses #IslamicReminder #Faith #Forgiveness #MercyOfAllah #Islam #Quran #HajjWithAyesha