03/01/2025
"চর কুকরি মুকরিতে", এটি LCTB পরিবারের একটি অফিশিয়াল ইভেন্ট। চর কুকরি-মুকরিতে ক্যাম্পিং (১ রাত ২ দিন )
📍চর কুকরি মুকরি-
কুকরি-মুকরি হচ্ছে ভোলা জেলার সর্ব দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ চর কুকরি মুকরি। একপাশে বঙ্গোপসাগর, অন্যপাশে বিশাল বনভূমি। বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই দ্বীপে আপনাকে স্বাগতম।
চলুন তাহলে ঘুরে আসি চর কুকরি মুকরি থেকে।
* যাত্রা শুরু: ১৬ জানুয়ারি ২০২৫ ; সন্ধ্যা ৬ টায়।
* যাত্রা শেষ: ১৯ জানুয়ারি , ২০২৫ ভোর ৬ টায়।
❑ সম্ভাব্য দর্শনীয় স্থান সমূহ:
> চর কুকরি মুকরি।
> নারিকেল বাগান ( ক্যাম্প সাইট )
>মেঘনা নদীর মোহনা ।
> তাড়ুয়া দ্বীপ / সমুদ্র সৈকত।
> জ্যাকব টাওয়ার।
> ম্যানগ্রোভ বন।
> চর ফ্যাশন।
📌 ইভেন্ট ফি
ঢাকা টু ঢাকা = ৪৫০০/- টাকা
এই ট্রিপে কোনো প্রকার কাঁপল ফ্যাসিলিটি নেই।
❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [ ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৪ইং ]
[সন্ধ্যায় ৬টায় সদরঘাট থেকে রওনা]
যাত্রা শেষ : [ ১৯ জানুয়ারি, রবিবার ২০২৪ইং ]
[ ঢাকায় ভোর ৬ টায় ঢাকা সদরঘাটে পৌছাব ]
📌 বুকিং করার শেষ সময় ১৩ তারিখ রাত ১২ পর্যন্ত
📌এটি হাঁটা হাটির ট্রিপ অবশ্যই জেনে বুকিং করবেন।
# ডেকে এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে দেওয়া হবে। আগে কনফার্ম করলে আগে পাবেন।
❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ২০৪০টাকা বিকাশ করলেই করে আপনার ট্যুর বুকিং কনফার্ম করে ফেলুন! [ অফেরতযোগ্য ]
Adverse payment Details :
বিকাশ এবং নগদ নাম্বার :
01778622997 (পারসোনাল)
_____
বিকাশ/রকেট/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরের ইনবক্সে নক করবেন।
জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী!
*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।
🔳 ট্যুর ডিটেইলসঃ ১রাত ২দিনের ট্রিপ।
যাত্রা দিনঃ
১৬ জানুয়ারি সন্ধ্যা ৭ টার লঞ্চে করে আমরা রওনা করবো ভোলার বেতুয়ায়। (কেবিনে যেতে চাইলে কেবিন ফি বাড়তি এড হবে)
দিন-০১:
- সকালে বেতুয়া পৌঁছে অটো করে চলে যাবো কচ্ছপিয়া ঘাট।
- ঘাট থেকে রিজার্ভ ট্রলার নিয়ে চলে যাবো সোজা চর কুকরি মুকরি।
- ঘাটে নেমে বাজারে দুপুরের খাবার খেয়ে আমরা তাবু নিয়ে চলে যাবো নারিকেল বাগান। এখানেই আমরা পছন্দসই জায়গা দেখে তাবু টানাবো।
- দিনের বাকি সময়টা আশেপাশের বিচ ঘুরে সময় কাটাবো। রাতে সবাই মিলে আনন্দ-আড্ডায় কাটিয়ে দিবো। রাত্রিয়াপন তাবুতে। ফিশ / চিকেন বার বি কিউ তো থাকছেই।
দিন- ০২
> ভোরে সূর্যোদয় দেখবো, তখন আমাদের স্বাগতম জানাবে অতিথি পাখিরা।
> নাস্তা সেরে আমরা ট্রলারে চলে যাবো তারুয়া বীচ। সেখানে কিছু সময় কাটিয়ে ট্রলারে ফিরে আসবো কচ্ছপিয়া ঘাট। সেখান থেকে বেতুয়া ঘাটে পৌছে ,অটোতে করে চলে যাব উপমহাদেশের সবচেয়ে বড় টাওয়ার জ্যাকব টাওয়ার এ। জ্যাকব টাওয়ার থেকে সন্ধ্যার লঞ্চে ঢাকার পথে রওনা।
১৯ জানুয়ারি ভোর ৬/৭ টায় ঢাকা পৌছে যাবো ইনশাআল্লাহ।
এই টাকায় যা যা থাকছে:
- সকল ধরনের লঞ্চ (ডেক), রিজার্ভ বোট এবং ইন্টার্নাল ট্রান্সপোর্ট খরচ
- ২ দিন তিন বেলা করে মোট ০৫ বেলা মূল খাবার
- তাবু (আমরাই ম্যানেজ করবো) মেয়েদের জন্য আলাদা তাবু থাকবে।
- স্লিপিং ব্যাগ (প্রতি ২ জনে একটা শেয়ার করতে হবে।)
- অভিজ্ঞ গাইড
** এই টাকায় যা যা থাকছে না:
-লঞ্চে যাওয়া-আসার পথে কোনো খাবার।
- কোন ধরনের ব্যক্তিগত খরচ
-যাওয়ার দিন রাতের খাবার
**যা যা সাথে নিতে হবে:
-শীতের জামা-কাপড়
- রোদ এর জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং গামছা নেয়া আবশ্যক
- ফোন ও ক্যামেরা চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক
- ভালো গ্রিপের হাইকিং কেডস
- রাতে হাঁটার ছোট টর্চ লাইট
ট্যুরে বুকিং করার আগে অবশ্যই বিস্তারিত জেনে বুঝে বুকিং করবেন যেন ট্যুরে গিয়ে কোন ঝামেলায় না পরতে হয়। এতে ট্যুর আয়োজক এবং গেস্ট উভয়েরই মঙ্গল হয়।
যেকোনো প্রয়োজনে অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01778622997