Lutfur Network Solutions

Lutfur Network Solutions We Provide all types of Internet based work,TIN,Trade licence,VAT,Passport & Visa processing service.

11/05/2024
02/04/2024

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
এবছরের রমজান কেমন কাটলো ?

কোন রকম ঝামেলা ছাড়া আরো একটি নতুন পাসপোর্ট হাতে ফেলাম আলহামদুলিল্লাহ। 👌👌
30/01/2024

কোন রকম ঝামেলা ছাড়া আরো একটি নতুন পাসপোর্ট হাতে ফেলাম আলহামদুলিল্লাহ। 👌👌

24/01/2024

যারা কোন রকম ঝামেলা ছাড়া সরাসরি নিয়োগকারী কোম্পানির অধীনে ডুবাই যেতে চান তারা যোগাযোগ করুন
০১৯৩৬-৬২০৪৩৫(WA)

নতুন ভোটার হতে যে সব ডকুমেন্টস প্রয়োজন।১.হোল্ডিং/ট্যাক্স/ভাড়ি ভাড়া পরিশোধের রশিদ২.শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র৩.পিতা-মাতার...
16/01/2024

নতুন ভোটার হতে যে সব ডকুমেন্টস প্রয়োজন।
১.হোল্ডিং/ট্যাক্স/ভাড়ি ভাড়া পরিশোধের রশিদ
২.শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র
৩.পিতা-মাতার এন আইডি
৪.১৭ ডিজিটের জন্ম সনদ(জন্ম নিবন্ধন)
৫.নাগরিক সনদ(চেয়ারম্যান সার্টিফিকেট)
৬.বিবাহিত হলে কাবিন নামা
৭.বিবাহিত হলে স্ত্রী /স্বামীর এন আইডি
৮.রক্তের গ্রুপের রিপোর্ট
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন নিচের ওয়াটসআপ নাম্বারে /কমেন্টস করুন
Lutfur Network Solutions
01936620435(WhatsApp)
[email protected]

13/01/2024

জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজন পিঠা উৎসব-২০২৪
১৩-০১-২০২৪

পুলিশ ক্লিয়ারেন্স ওকে থাকলে এক্সপ্রেস-এ  মাত্র দুই কর্ম দিবসেই পাসপোর্ট পাওয়া যায়।এর জলন্ত উদাহরন এইটা। দুই দিনেই পেয়েছি...
09/01/2024

পুলিশ ক্লিয়ারেন্স ওকে থাকলে এক্সপ্রেস-এ মাত্র দুই কর্ম দিবসেই পাসপোর্ট পাওয়া যায়।এর জলন্ত উদাহরন এইটা। দুই দিনেই পেয়েছি আলহামদুলিল্লাহ।
সঠিক ইনফরমেশন বা সহযোগিতা জন্য যোগাযোগ করুন ইনবক্সে বা কমেন্টস করুন।
Lutfur Network Solutions
01936-620435 (WhatsApp)

02/01/2024

I gained 120 followers, created 37 posts and received 765 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

যে দেশের পাসপোর্টে ১৯৩ দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়!!🙋‍♀️যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি...
30/12/2023

যে দেশের পাসপোর্টে ১৯৩ দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়!!🙋‍♀️

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি বিশ্বের পাসপোর্টগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে প্রতিবছর এ সূচক প্রকাশ করে তারা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০১তম। দুর্বল পাসপোর্টের দেশ হিসেবে নবম বাংলাদেশ। বিশ্বের দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের। এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগমনী ভিসা নিয়ে মাত্র ২৭টি দেশে ঢুকতে পারেন।

আফগানিস্তানের ঠিক ওপরেই আছে ইরাক, ১০৮তম স্থানে। শেষ থেকে চার নম্বরে আছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা পাকিস্তানের লোকজন ভিসা ছাড়া যেতে পারেন ৩২টি দেশে। ভারত আছে ৮৫তম অবস্থানে, দেশটির নাগরিকেরা ভিসামুক্ত ৫৯টি দেশে যেতে পারেন।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশগুলোর তালিকা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এই পাসপোর্টধারী ব্যক্তির বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার মেলে।

সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট যাঁদের আছে, তাঁরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা পান।

জার্মানি ও স্পেনের নাগরিকেরা বিশ্বের ১৯০টি দেশে যেতে পারেন আগাম ভিসা না নিয়েই।

ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্টে মেলে ১৮৯টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেনের পাসপোর্ট বিশ্বের পঞ্চম শক্তিশালী। এই পাসপোর্টে ১৮৮ দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।
ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্যের পাসপোর্টে মেলে ১৮৭টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ।

বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভিসামুক্ত সুবিধা পান ১৮৬টি দেশে।

অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস ও মাল্টার পাসপোর্টে ১৮৫টি দেশে ভিসামুক্তভাবে যাওয়া যায়

হাঙ্গেরি ও পোল্যান্ডের নাগরিকেরা পান ১৮৪টি দেশের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা।

লিথুনিয়া ও স্লোভাকিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা পান ১৮৩টি দেশের ভিসামুক্ত প্রবেশাধিকার।

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভিসামুক্ত সুবিধা পান ১৮৬টি দেশে

লাটভিয়া ও স্লোভেনিয়ার নাগরিকেরা পান ১৮২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ।

এস্তোনিয়ার পাসপোর্টে ভিসামুক্তভাবে যাওয়া যায় ১৮১টি দেশে।

আইসল্যান্ডের পাসপোর্টধারী ব্যক্তিরা ১৮০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

Pasport relitated any Quarry please contact our page inbox or call & whatsApp # 01936-620435

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। তাই এটিকে ভোটার আইডি কার্ডও বলা হয়ে থাকে। চাকরির আবেদন থেক...
29/12/2023

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। তাই এটিকে ভোটার আইডি কার্ডও বলা হয়ে থাকে। চাকরির আবেদন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কোনো কিছু ক্রয়সহ বিভিন্ন নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। যদি কোনো কারণে এটি হারিয়ে যায়, তবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তবে ভয়ের কিছু নেই, চাইলেই জাতীয় পরিচয়পত্র আবার তুলে নেয়া যায়। তবে সে জন্য কিছু নিয়মের কানুন মেনে আবেদন করতে হয়। চলুন সেগুলো দেখে নেই।

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়

পরিচয়পত্রটি যেখানে হারিয়েছে, তার নিকটবর্তী থানায় যত দ্রুত সম্ভব সাধারণ ডায়েরি করতে হবে। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সাধারণ ডায়েরির কাগজটি সংরক্ষণ করে রাখতে হবে।

পরিচয়পত্র হারিয়ে গেছে এবং এটি ব্যবহার করে পরবর্তী সময়ে সংঘটিত কোনো অপরাধের দায়ভার যে আপনার না, তার প্রমাণ হিসেবে কাজ করবে এই কাগজটি। এ ছাড়া যদি কেউ পরিচয়পত্রটি খুঁজে পেয়ে থানায় জমা দেয়, সে ক্ষেত্রে আপনি তা সহজে ফেরত পেতে পারবেন।

সাধারণ ডায়েরি বা জিডির মূল কপিটিসহ জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে। চাইলে ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করা যেতে পারে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র পুনরায় ইস্যু করে দেওয়া হবে।

ফি

ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। প্রথমবার রি-ইস্যু করার জন্য আবেদন করতে ২০০ টাকা জমা দিতে হবে। জরুরি ভিত্তিতে (৭ কার্যদিবস) পেতে চাইলে ৩০০ টাকা জমা দিতে হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে যথাক্রমে ৩০০ টাকা এবং জরুরি ভিত্তিতে চাইলে ৫০০ টাকা জমা দিতে হবে। এরপর পরবর্তী সময়ে যেকোনোবার আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা জমা দিতে হবে এবং জরুরি ভিত্তিতে চাইলে ১০০০ টাকা জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে অনলাইনের মাধ্যমে তা রি-ইস্যু করার আবেদন করা যায়। সে জন্য জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটটির ডানে ওপরের দিকে ’ভোটার তথ্য’ এর অপশন রয়েছে। সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে ভোটার তথ্য আসবে।

তখন ওপর দিকে ’রি-ইস্যু’ অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে নতুন একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর বসাতে হবে এবং হারানোর পর যে জিডি করেছেন তার নম্বর সংযুক্ত করতে হবে।

যদি আপনার পরিচয়পত্র হারিয়ে না গিয়ে নষ্ট হয়ে থাকে, তাহলে “নষ্ট হয়ে গেছে” তে ক্লিক করবেন, সে ক্ষেত্রে জিডি নম্বর লাগবে না।

হারানো জাতীয় পরিচয়পত্র রি-ইস্যু করার জন্য অনলাইনে একটি ফর্ম থাকবে, যা পূরণ করতে হবে।

তারপর সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংসহ অন্য যেসব উপায়ে টাকা পরিশোধ করা যায় তা দেয়া আছে। সেই প্রক্রিয়ায় টাকা পরিশোধ করতে হবে। পরিশোধের তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীকে অবহিত করা হবে।

টাকা পরিশোধের পর এসএমএস পেলে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করা যাবে। হার্ডকপি পাওয়ার জন্য নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

NID Reissue সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্যে যোগাযোগ করুন আমাদের Lutfur Network Solutions পেইজের ইনবক্সে।
Email:[email protected]
Mob: 01936-620435 (WhatsApp)

কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিলো। প্রদেশটি ১৯৯৯ সাল থেকে জাতিসংঘ প্রশাসনে...
29/12/2023

কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র, যা পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিলো। প্রদেশটি ১৯৯৯ সাল থেকে জাতিসংঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় প্রদেশটির উপর সার্বিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে, কার্যত এটির উপর সার্বীয় শাসনের প্রয়োগ নগণ্য। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে এটি স্বাধীনতা ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভোকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১৫ টি রাষ্ট্র কসোভো কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ থেকে কসোভোতে বর্তমানে কাজের ভিসায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিচ্ছে।কিছুদিন যাবত ফাইল নেওয়া বন্ধ ছিল কিন্তু সুখবর হচ্ছে আগামী জানিয়ারী ৭, ২০২৪ থেকে আবারও ফাইল গ্রহন করবে কসোভো ঢাকা এম্বেসী।বলে রাখা ভাল পাশ্ববর্তী যে কোন দেশের চাইতে কসোভোর ভিসা কনফার্ম হওয়ার রেশিও খুবিই ভাল এবং ঢাকা এম্বেসী থাকার কারনে কম সময়ে ভিসা হয়।।
কসোভো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেইজ ফলো করুন এবং ইনবক্সে নক দেন।
ধন্যবাদ 🥰
Lutfur Network Solutions
01936-620435
[email protected]

26/12/2023

জানুয়ারীর ৭ থেকে কসোভো এম্বেসি ওয়ার্ক পারমিট ভিসার ফাইল রিসিভ করা শুরু করবে।বিস্তারিত জানতে ইনবক্স করুন।

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉Thanks for your Support🥰🥰
25/12/2023

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Thanks for your Support🥰🥰

এমন যদি হয় আপনার পাসপোর্টটি হঠাৎ হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না!  এমতো অবস্হায় আপনার করনীয় কি?🥇প্রথমত আপনি নিকটস্থ...
21/12/2023

এমন যদি হয় আপনার পাসপোর্টটি হঠাৎ হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না! এমতো অবস্হায় আপনার করনীয় কি?
🥇প্রথমত আপনি নিকটস্থ থানায় একটি জিডি করবেন,যদি সরাসরি যেতে না পারেন অনলাইনে করলেও হবে।
🥈জিডির অনলাইন কপি পিন্ট করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন সঙ্গে কিছু ডকুমেন্টস সাবমিট করবেন যেমন: জিডির কপি,হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি,এনআইডি কার্ডের ফটোকপি। এই ডকুমেন্টস গুলো সাবমিট করার পর ফি জমা দিবেন। ফি চাইলে আপনি ব্যাংকে অথবা বিকাশেও জমা দিতে পারবেন।তার পর ফিঙ্গার দেওয়ার জন্য আপনচর সুবিধা মতো একটি ডেইট বুকিং করবেন।
🥉বুকিং করা ডেইট ও টাইমের মধ্যে পাসপোর্ট অফিসে যাবেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফাইল জমা দিলে কর্তৃপক্ষ আপনার ফিঙ্গার রেখে একটি স্লিপ দিয়ে দেবে ঐ স্লিপটি সাবধানে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
কয়েকদিনের মধ্যেই মেসেস আসবে আপনার পাসপোর্ট রেডি 👌👌

18/12/2023

অফিস কলিং বড় ভাই নাজমুল শাকিল ভাই পবিত্র উমরাহ হজ্জের উদ্দেশ্য সৌদি আরবের মক্কায়। আল্লাহ যেনো ভাইয়ের উমরাহ্ কবুল করেন -আমিন।

17/12/2023

ইন্ডিয়ান ভিজট/ বিজনেস/ হেলথ্ ভিসার কুটিনাটি জানতে ইনবক্স করুন।

09/12/2023

ভিজিট ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজটি লাইক/ ফলো করে সাথেই থাকুন।
আমাদের সাথে যোগাযোগ :
Lutfur Network Solutions
Mobile: 01936-620435
Email:[email protected]

09/12/2023

ভিজিট ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে পেইজটি লাইক/ ফলো দিয়ে সাথে থাকেন।

Lutfur Network Solutions

Valencia, Spain

Address

22 Jalalabad Bhaban, Kawran Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Lutfur Network Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lutfur Network Solutions:

Videos

Share