Pulsar Bangladesh

Pulsar Bangladesh The official Pulsar fan page of Bangladesh, where you will get your daily dosage of Pulsar Mania! Bajaj Group is among the top 10 business houses in India.
(358)

Its footprint stretches over a wide range of industries, spanning automobiles (two-wheelers and three-wheelers), home appliances, lighting, iron and steel, insurance, travel and finance. The group's flagship company, Bajaj Auto, is ranked as the world's fourth largest two- and three- wheeler manufacturer and the Bajaj brand is well-known across several countries in Latin America, Africa, Middle Ea

st, South and South East Asia. Founded in 1926, at the height of India's movement for independence from the British, the group has an illustrious history. The integrity, dedication, resourcefulness and determination to succeed which are characteristic of the group today, are often traced back to its birth during those days of relentless devotion to a common cause. Jamnalal Bajaj, founder of the group, was a close confidant and disciple of Mahatma Gandhi. Kamalnayan Bajaj not only consolidated the group, but also diversified into various manufacturing activities. The present Chairman of the group, Rahul Bajaj, took charge of the business in 1965.

বাইক রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে অন্যতম জরুরি একটি বিষয় হচ্ছে, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ ফুয়েল ব্যবহার করা। ফুয়েল অশুদ্ধ হ...
07/11/2024

বাইক রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে অন্যতম জরুরি একটি বিষয় হচ্ছে, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ ফুয়েল ব্যবহার করা। ফুয়েল অশুদ্ধ হলে অথবা ফুয়েল এর সাথে বুস্টার, অ্যাডেটিভ, ক্লিনার মেশালে আপনার বাইকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

Sleek, fierce, and ready to turn heads!
06/11/2024

Sleek, fierce, and ready to turn heads!

Get ready for 5 years of smooth rides with Bajaj! Enjoy up to 5 YEARS WARRANTY on any model and stay tension free. Visit...
04/11/2024

Get ready for 5 years of smooth rides with Bajaj! Enjoy up to 5 YEARS WARRANTY on any model and stay tension free. Visit the nearest Bajaj showroom or Bajaj authorized service center for more information.

*T&C apply

Hot days and cool rides!
03/11/2024

Hot days and cool rides!

Bring the heat and own the road!
01/11/2024

Bring the heat and own the road!

টানা দ্বিতীয়বারের মতন সাফ নারী চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনার জন্য বাংলার বাঘিনীদের অভিনন্দন। চলুক বাংলার গর্জন!
31/10/2024

টানা দ্বিতীয়বারের মতন সাফ নারী চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনার জন্য বাংলার বাঘিনীদের অভিনন্দন। চলুক বাংলার গর্জন!

Sunshine and blue skies make the perfect backdrop for the next adventure!
30/10/2024

Sunshine and blue skies make the perfect backdrop for the next adventure!

The dark knight ready to slay the roads!
29/10/2024

The dark knight ready to slay the roads!

Blue skies, open roads, and a bike that matches the vibe!
28/10/2024

Blue skies, open roads, and a bike that matches the vibe!

When the sun shines, the blue beast shines even brighter!
26/10/2024

When the sun shines, the blue beast shines even brighter!

In a world full of colors, own the classic black beauty!
25/10/2024

In a world full of colors, own the classic black beauty!

Sun-kissed and ready to roll!
24/10/2024

Sun-kissed and ready to roll!

⛈️ বৃষ্টির দিনের রাইডিং টিপস!বৃষ্টির দিনেও নিরাপদে এবং আনন্দের সাথে বাইক চালানো যেতে পারে যদি আপনি দক্ষতার সাথে ও সঠিক গ...
23/10/2024

⛈️ বৃষ্টির দিনের রাইডিং টিপস!

বৃষ্টির দিনেও নিরাপদে এবং আনন্দের সাথে বাইক চালানো যেতে পারে যদি আপনি দক্ষতার সাথে ও সঠিক গিয়ারসহ বাইক চালান।
বৃষ্টির দিনে বাইক চালানোর সময় যেসব দিকে লক্ষ্য রাখবেন:

⚫সঠিক গিয়ার বেছে নিন।
বৃষ্টির দিনে নিশ্চিন্তে রাইড দিতে হলে প্রথমেই বেছে নিতে হবে ভাল মানের ওয়াটারপ্রুফ রেইনকোট, গ্লাভস, বুট এবং ইলেকট্রিক হিটেড ভেস্ট যা আপনাকে ঝড়ের মধ্যেও শুকনো রাখবে এবং উষ্ণতা দেবে। ভাইজর দেখতে স্টাইলিশ না লাগলেও, বৃষ্টির দিনে যখন দূরের কিছু ভাল করে দেখা যায় না, তখন ভাইজরের কারণে অন্য বাইক চালকরা আপনাকে সহজেই দেখতে পাবে। রেইনকোটের কারণে বাতাস গায়ে কম লাগলেও, চেষ্টা করবেন বৃষ্টির দিনে রেইনকোটের নিচে কয়েক লেয়ারের পাতলা ড্রেস পরতে যাতে হঠাৎ আবহাওয়ার কারণে ঠান্ডা না লাগে। টু-পিস রেইনকোট ব্যবহার করুন, যা বৃষ্টির হাত থেকে আপনাকে রক্ষা করতে সক্ষম হবে। রেইনকোট সবসময় সাথে রাখুন।

⚫আরেকটি গুরুত্বপূর্ণ গিয়ার হেলমেট।
হেলমেট-এ অবশ্যই অ্যান্টি-ফগ ভাইজর ও ব্রীথ গার্ড থাকা উচিত। অবশ্যই টিন্টেড শীল্ড ব্যবহার করা থেকে বিরত থাকবেন, নাহলে বৃষ্টির দিনে স্পষ্ট করে কিছু দেখতে পাবেন না। ভাইজর সবসময় নামিয়ে রাখুন, সম্ভব হলে বন্ধ করে রাখুন। বৃষ্টি বা কুয়াশা হেলমেট-এর ভেতরে ঢুকলে পরিষ্কার ভাবে কিছু দেখতে পাবেন না।
গিয়ার যেমনই হোক, তা যেন আপনাকে রাইডিং-এর সময়ে আপনাকে অন্যমনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখুন। এছাড়াও, বৃষ্টির দিনে রাইড করার সময় এক সেট জামাকাপড় অফিসে রাখুন ব্যাকআপ হিসেবে।

⚫ধীরে চলুন।
হঠাৎ করে বৃষ্টি নামলে বাইকের স্পিড কমিয়ে দিন। তা নাহলে বাইক স্লিপ করে কন্ট্রোল হারিয়ে পড়ে যেতে পারেন। এমনকি কম স্পিডেও বাইক স্লিপ করতে পারে, কিন্তু ধীরে চালালে আপনি সিরিয়াস ইনজুরি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। যদি বাইকে মর্ডান ফিচার যেমন এবিএস থাকে, সেক্ষেত্রেও আপনাকে থ্রটল সাবধানে ঘুরাতে হবে।
অনেক রাইডাররা বৃষ্টি নামলে স্পিড বাড়িয়ে দেন বৃষ্টিতে না ভিজে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য, যে কারণে অনেক দূর্ঘটনা ঘটে থাকে। একটু থেমে বৃষ্টির অবস্থা বুঝে এরপরে ঠিক করুন বৃষ্টিতে বাইক চালাবেন কিনা।

⚫ব্রেক ধীরে করুন।
আচমকা ব্রেক করা বিপদজনক হতে পারে, বিশেষ করে যদি বৃষ্টি নামে। বৃষ্টির দিনে ব্রেক করার উত্তম পন্থা হল, প্রথমে স্পিড কমিয়ে আনুন, এরপর ধীরে ধীরে সামনের ও পিছনের ব্রেক একসাথে চাপুন। এর ফলে আপনি স্লাইড করা থেকে বেঁচে যাবেন।

⚫বাইক সোজা রাখুন
স্লিপ করা থেকে বাঁচতে কর্নার নেয়ার সময় বাইক সোজা রাখুন। ভেজা রাস্তায় টায়ার গ্রিপ রাখতে পারে না। তাই বাইক সোজা রেখে স্পিড কমিয়ে উভয় ব্রেক সাবধানে চেপে, এরপর কর্নার করুন।

⚫জিপলক ব্যাগ সাথে রাখুন
প্রতিদিন বাইক চালালে সাথে অবশ্যই জিপলক ব্যাগ রাখবেন যাতে আপনার প্রয়োজনীয় জিনিস বৃষ্টিতে না ভিজতে পারে। ভাল মানের স্যাডলব্যাগ বাইকে রাখতে প্রেন, যার ভেতরে আপনি রেইনকোট, জিপলক ব্যাগ এবং এক্সট্রা গ্লাভ রাখতে পারবেন।

⚫উজ্জ্বল রঙের কাপড় পড়ুন
বৃষ্টির মধ্যে নিকটবর্তী জিনিসও সহজে চোখে পড়ে না। তাই উজ্জ্বল রঙের কাপড় পড়ুন যাতে অন্য গাড়ির চালক আপনাকে সহজেই দেখতে পায়।

⚫হেডলাইট অন রাখুন
সামনে কি আছে পরিষ্কারভাবে দেখার জন্য হেডলাইট অন রাখুন। এছাড়াও হেডলাইট অন রাখলে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকরা আপনাকে সহজেই দেখতে পাবে।

⚫ওয়াটার রেপেলেন্ট স্প্রে এবং অ্যান্টি ফগ কোটিং ব্যবহার করুন।
বৃষ্টির কারণে ভাইজর পানিতে ভিজে হেলমেটের ভেতরে ধোঁয়াটে হয়ে যায়। তাই সিলিকন দ্বারা তৈরি ওয়াটার রেপেলেন্ট স্প্রে ভাইজরের বাইরের দিকে ব্যবহার করুন যাতে পানির ফোঁটা না জমে। অ্যান্টি ফগ কোটিং ভেতরের ধোঁয়াশা দূর করে বৃষ্টির দিনে বাইক চালাতে সাহায্য করে। বৃষ্টির মধ্যে ভাইজর নামিয়ে রাখুন নাহলে সহজেই পানি প্রবেশ করে এবং সামনের কিছু ভাল করে দেখা যায় না।

⚫শুকনো লেন দিয়ে বাইক চালান।
বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় চেষ্টা করুন অপেক্ষাকৃত শুকনো লেন দিয়ে চলার। এতে করে কন্ট্রোল হারানোর এবং উঁচু নিচু গর্তে ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমে।

⚫শুকনো লেন দিয়ে বাইক চালান।
বৃষ্টির মধ্যে বাইক চালানোর সময় চেষ্টা করুন অপেক্ষাকৃত শুকনো লেন দিয়ে চলার। এতে করে কন্ট্রোল হারানোর এবং উঁচু নিচু গর্তে ধাক্কা খাওয়ার সম্ভাবনা কমে।

⚫রাস্তার কিনারা এড়িয়ে চলুন।
বৃষ্টির সময় রাস্তার কিনারায় ময়লা ও কাদা পানি জমতে থাকে। তাই নিরাপদে বাইক চালাতে রাস্তার কিনারা এড়িয়ে চলুন।

⚫পিচ্ছিল রাস্তা এড়িয়ে চলুন।
বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে লেনের সবচেয়ে ব্যবহৃত অংশ পরিণত হয় সবচেয়ে খারাপ অংশে। এর কারণ হল বৃষ্টি শুরু হওয়ার সাথে যানবাহন থেকে অয়েল লিক করা শুরু করে। যার ফলে লেনের ঐ অংশ অতিরিক্ত পিচ্ছিল হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত আরও বৃষ্টি এসে তৈলাক্ত অংশটি ধুয়ে না দেয়।

⚫টায়ার প্রেশার চেক করুন।
রাইডে বের হওয়ার আগে চাকার টায়ার প্রেশার চেক করার অভ্যাস গড়ে তুলুন। কম টায়ার প্রেশারের বাইক চালানো বিপদজনক হতে পারে, বিশেষ করে বৃষ্টির দিনে। এমনকি আপনি কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

⚫গর্তযুক্ত রাস্তা এড়িয়ে চলুন।
বৃষ্টির দিনে যেসব উঁচুনিচু গর্তযুক্ত রাস্তায় পানি জমে, সেসব রাস্তা এড়িয়ে চলুন। নাহলে গর্তে বাইক পড়ে কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

⚫সতর্ক থাকুন।
বৃষ্টিতে বাইক চালানোর সময় সর্বদা সতর্ক থাকুন। চারিদিকে ভাল করে খেয়াল রাখুন যেন কোন দূর্ঘটনা না ঘটে।

⚫দূরত্ব বজায় রাখুন।
বৃষ্টির মধ্যে আচমকা ব্রেক চাপলে ঘটতে পারে দূর্ঘটনা। তাই সামনের ও পিছনের যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শুকনো মৌসুমে, বাইকের সামনে ও পিছে কমপক্ষে তিন সেকেন্ডের একটি সেফটি জোন রাখা উচিত। বৃষ্টির দিনে, এই সেফটি জোন দ্বিগুণ করা বাঞ্ছনীয়।

বৃষ্টিতে বাইক চালানোর পরে করণীয়ঃ
বৃষ্টিতে বাইক চালিয়ে বাড়ি ফেরার পর ভাল করে লক্ষ্য করুন বাইকের কোন ক্ষতি হয়েছে কিনা। তারপর মাইক্রোফাইবার কাপড় দিয়ে বাইক মুছে নিন যাতে মরিচা না পড়ে। সম্ভব হলে বাইকটি শুকনো কোন জায়গায় বা গ্যারেজে পার্কিং করুন।

⚫রাইড করুন স্মুদলি।
বৃষ্টির দিনে বাইক চালানোর সময় মাথায় রাখুন যে স্মুদলি বাইক চালাতে হবে। থ্রটল অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে ব্রেকিং বা কর্নারিং, সবকিছু ধৈর্যের সাথে ধীরে করুন। এখন সব বাইকে রেইন মোড থাকে যা অন করলে বাইক নিজ থেকেই পাওয়ার কমিয়ে স্মুদ রাইড নিশ্চিত করে। এমনকি থ্রটল বা এবিএস-এর উপরেও কন্ট্রোল রাখে যাতে দূর্ঘটনার সম্ভাবনা কমে।

⚫ইন্টারসেকশনে সতর্ক থাকুন।
রাস্তার ইন্টারসেকশন গুলো এমনিতেই বেশ বিপদজনক। বৃষ্টির সময়ে তা আরও বাজে হয়ে দাঁড়ায়। পিচ্ছিল হয়ে থাকার কারণে সহজেই ব্যালেন্স হারাতে পারেন। এছাড়াও অন্য চালকদের কারণে সহজেই ঘটতে পারে দূর্ঘটনা। ইউ-লুপ, বা গোল চত্বরে প্রবেশ ও প্রস্থানের জায়গা গুলো পিচ্ছিল থাকতে পারে। আচমকা ব্রেক যেন না করতে হয়, তাই আগেই স্পিড কমিয়ে আনুন এবং সোজা হয়ে বাইক চালান।

⚫রাস্তার দিকে লক্ষ্য রাখুন।
খোলা ম্যানহোল, রাস্তায় পড়ে থাকা আবর্জনা, ঝড়বৃষ্টিতে উড়ে আসা গাছের ডাল - এসবকিছু হতে পারে দূর্ঘটনার উৎস। পথে এরকম কিছু চোখে পড়লে চেষ্টা করবেন পাশ কাটিয়ে বাইক চালানোর। তা সম্ভব না হলে, স্পিড কমিয়ে এনে খুবই ধীর স্পিডতে চলুন।
যদি লেন চেঞ্জ করতে হয় বা বাইক ঘুরাতে হয়, হ্যান্ডলবার সাবধানে ধরুন এবং বাইকের উপর ঝুঁকে না থেকে সোজা হয়ে বসুন।
জমে থাকা পানি থেকেও ঘটতে পারে দূর্ঘটনা, বিশেষ করে যদি আপনি স্পিড কমিয়ে আনতে ব্যর্থ হন। বৃষ্টি হলে পানি রাস্তার নিচু দিকে জমতে থাকে, সাধারণত সবচেয়ে বামের লেন-এর দিকে। এরকম লেন পরিহার করে সামনের গাড়ি যে লেন দিয়ে যাচ্ছে, সেই লেন দিয়ে যাওয়ার চেষ্টা করুন যাতে রাস্তায় গর্ত থাকলে বা অন্য কোন সমস্যা থাকলে তা আগেই চোখে পড়ে।

⚫শুকনো লেন বেছে নিন।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শুকনো লেন থাকা সত্ত্বেও অনেক চালকরা রাস্তার ভেজা লেন দিয়ে গাড়ি চালায়। তা না করে, নিরাপদে বাইক চালাতে শুকনো লেন-এ বাইক চালান।

সময়ের সাথে সাথে এবং প্র্যাকটিস করতে করতে দেখবেন বৃষ্টির দিনে বাইক রাইড আপনার জন্য আনন্দদায়ক হয়ে দাঁড়াবে। শুধু তাই না, আপনি আরও ভাল ও আত্মবিশ্বাসী রাইডারে পরিণত হবেন।

অবশ্যই প্রতিটি রাইড আলাদা, এবং ঝড়ের মধ্যে বাইক চালানো সবচেয়ে ঝুঁকিপূর্ন; কিন্তু মেঘ দেখেই ভয় পাওয়ার মানে নেই, কারণ মেঘের আড়ালেই রোদ হাসে।

পালসার ট্যুরিং ম্যানিয়ার পঞ্চম ও সর্বশেষ বিজয়ী Biplob Khondakar! বিজয়ীরা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন।
23/10/2024

পালসার ট্যুরিং ম্যানিয়ার পঞ্চম ও সর্বশেষ বিজয়ী Biplob Khondakar! বিজয়ীরা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন।

Soak in the sun and cruise in style on the vibrant blue ride!
22/10/2024

Soak in the sun and cruise in style on the vibrant blue ride!

Unbeatable power at an unbeatable price! Get the Pulsar N160 TD for just 2,35,000 BDT.*Original product may differ from ...
21/10/2024

Unbeatable power at an unbeatable price! Get the Pulsar N160 TD for just 2,35,000 BDT.

*Original product may differ from the image shown

Ride red, ride bold!
19/10/2024

Ride red, ride bold!

Address

102, Shahid Tajuddin Ahmed Sarani, Tejgaon I/A
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8809678333888

Alerts

Be the first to know and let us send you an email when Pulsar Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pulsar Bangladesh:

Videos

Share

Nearby travel agencies