01/03/2024
রোমানিয়ার দিল্লি এম্বাসি আপডেট এবং কিছু বিশেষ বার্তা 🇷🇴🇷🇴🇪🇺
★বর্তমানে ভিসা রেশিও কেমন? 🇷🇴🇪🇺
= ৫ থেকে ১০% সর্বোচ্চ ভিসা হচ্ছে "
★দিল্লি এম্বাসি থেকে ডেলিভারি পেতে কত দিন লাগতেছে? 🇷🇴🇪🇺
= ৫ থেকে ১০ দিন সর্বোচ্চ " মাঝে মাঝে দু'চারটা পেন্ডিং-এ থাকে, ১০-২০ দিনও লেগে যায় ' তবে ৯৫% দশ দিনের ভিতর ডেলিভারি দিচ্ছে "
★ ভিসা গুলো কারা পাচ্ছে? 🇷🇴🇪🇺
= বিশেষ করে ২৬ বছর মিনিমাম, ২৮ এবং ৩০ বছরের ঊর্ধ্বে তারাই ভিসা পাচ্ছে, এবং প্রবাস ফেরত তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে!
★ভিসা গুলো কারা রিফিউজ হচ্ছে বেশি? 🇪🇺🇷🇴
= বিশেষ করে ১৯ থেকে ২৬ বছর পর্যন্ত বাচ্চাগুলোকে গণহারে জ*বাই দিচ্ছে' মূল কথা গত এক মাসে ১০০ জনের ভিতর দুই চার দশজন হবে কিনা সন্দেহ আছে ২৫ বছরের নিচে ভিসা পাইছে "
নোট : (২৫ এর নিচে বাচ্চাদের মনে হয় না ভিসা দিবে,গত এক মাসে যা ভিসা পাইছে সব বয়স্ক লোক, বাচ্চাদের ঠিকমতো ইন্টারভিউ নেয়, না দুই চারটা প্রশ্ন করে ছেড়ে দেয়,, আমি গত কয়েক মাস ভালো করে, পর্যবেক্ষণ করেছি, বাচ্চা পোলাপাইনদের ভিসা দেয় না)
যারা ভিসা রিফিউজ খেয়েছেন তারাও কমেন্ট করবেন, এবং তাদের বয়সটাও উল্লেখ্য কইরেন "
★ ২৬ এর নিচে তাদের ইন্টারভিউ দেওয়া কি উচিত?
= আমার মতে, ইন্ডিয়া গিয়ে ৫০ হাজার টাকা লস করা, ইন্ডিয়ান ভিসা করা, তারপর এম্বাসি ফি ইন্সুরেন্স ফি, এগুলা তাদের দেওয়া একদমই অহেতুক মনে হয় " (এটা আমার ব্যক্তিগত মতামত< আপনার মতামত শেয়ার করতে পারেন )
অনেক ভালো ভালো এজেন্সি আছে, তারা পোলাপানদের সাবমিট করতেছে না, ফাইল ফেরত দিয়ে দিচ্ছে , বলতেছে ভিসা হবে না, তারা ব্যাপারটি বুঝতে পারতেছে কাদের ভিসা হবে কাদের হবে না "
★আমার মনে হয় যারা যোগ্য তাদেরকে ইন্ডিয়া পাঠানো উচিত এবং যাদের অযোগ্য মনে হয় তাদের শুধু শুধুই ইন্টারভিউ ফেস করে এত টাকা লোকশান করানো উচিত না "🇪🇺🇷🇴
★আর হ্যাঁ অবশ্যই ইংরেজি বোঝার সক্ষমতা থাকতে হবে এবং উত্তর দেওয়ার মত সক্ষমতা থাকতে হবে " কিছুই বুঝিনা কিছুই পারি না তাদের ইন্টারভিউ না দেওয়াই উত্তম "
তবে যার capapility আছে এবং লস হলেও সমস্যা নেই তারা সবাই ইন্টারভিউ ফেস করবেন " কিন্তু যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ঋণ করে যাবেন, ২৫ এর নিচে হলে রিক্স না নেওয়া ই উত্তম " 🇪🇺🇷🇴
প্রিয় এজেন্ট ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এই লাইনে কাজ করেন, আপনারা খুব ভালোভাবেই বুঝতেছেন কারা ভিসা পাচ্ছে ,, একমাত্র যোগ্য লোককেই ইন্টারভিউ ফেস করান, শুধু শুধু একজন অযোগ্য লোককে দিয়ে, ইন্ডিয়া পাঠিয়ে তার ৫০-৬০ হাজার টাকা + আপনাদের অ্যাম্বাসি ফি ইন্সুরেন্স ফি ২৫ হাজার টাকা লস করানোর কোন মানে হয় না " পারমিট গুলো বাতিল করার কোন মানে হয় না " যদি পরবর্তীতে রেশিও বাড়ে বা সাবমিট করার সুযোগ থাকে তখন করলেই ভালো হবে 🇪🇺🇷🇴
"আমার একান্ত ব্যক্তিগত মতামত, ভুল হলে সকালে ক্ষমার দৃষ্টিতে দেখবেন! 🙏
★ অনেকে বলতে পারে বয়স বেশি হওয়ার কারণেও ভিসা পাচ্ছে না কেন?
= ইন্টারভিউতে ভুলভাল উত্তর দেওয়া তাদের স্যাটিসফাই করতে না পারা এবং কোম্পানি ডকুমেন্ট স্ট্রং না হওয়া! আপনার কোম্পানি ঠিক থাকলে এবং, বয়স ২৮+ হলে,,আপনার কাজ সম্পর্কে বলে যদি তাদের সেটিসফাই করতে পারেন ভিসা পাবেন " 🇪🇺🇷🇴
যারা ভিসা পেয়েছেন, এবং যারা রিজেক্ট হয়েছেন, স্বপ্নভঙ্গ হয়েছে, সকলেই কমেন্ট করুন, আপনাদের বয়স কত? 🇷🇴🇪🇺✈️
সবার জন্য শুভকামনা রইল