Our Story
১. একজন এডমিনকে অবশ্যই প্রতিদিন নতুন সর্বনিম্ন ৫ জন লাইকার ফ্রেন্ড যোগ করতে হবে!
২. প্রত্যেক ২০-৩০ মিনিট অন্তর ১ টা করে পোষ্ট করতে হবে।
৩. ১ জন এডমিনকে দিনে সর্বনিম্ন ৫ টা পোষ্ট করতে হবে (তবে এডমিনদের দিনে ৫ এর অধিক পোষ্ট করার অনুরোধ করা হল)!
৪. অন্যের কপি করা পোষ্ট করা যাবে না, যদিও করতে হয় তাহলে খেয়াল রাখতে হবে, যেন কোন ফেবু পেইজ, গ্রুপ, আইডি ইত্যাদির কোন পরিচিতি না থাকে!
৫. ছবি পোষ্ট করার ক্ষেত্রে আমাদের পেইজের লোগু ব্যবহার করতে হবে (সব এডমিনকে নিজ দায়িত্বে লোগু কালেক্ট করার জন্য অনুরোধ করা হল)।
৬. সব এডমিনকে তার নিজ পোষ্টে অবশ্যই একটি ছন্দ নাম ব্যবহার করতে হবে!
৭. অাপুত্তিকর, অশ্লীল, রাজনৈতিক বা কোন ব্যক্তি বর্গকে উদ্দেশ্য করে অাপুত্তিকর কোন পোষ্ট করা যাবে না (তবে কোন সম্মানি ব্যক্তি বর্গের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, তাঁদের কৃতী, অবাদান সবার মাঝে তুলে ধরা, বিশেষ দিনে তাঁদেরকে শ্রদ্ধাভরে স্বরন করার মত পোষ্ট করার জন্য অনুরোধ রইল)!
৮. এডমিনদের ব্যক্তিগত কোন পোষ্ট না করার জন্য অনুরোধ করা হল!
৯. যে কোন অভিযোগ, পরামর্শ, জিজ্ঞাসা আমাদের এডমিন গ্রুপের মাধ্যমে সমাধান, সম্পাদন, প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে।
#বিঃদ্রঃ আমাদের পেইজের সব এডমিন মেম্বাররা সমান ক্ষমতার অধিকারী ও সবার অধিকার আদায়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ!
ধন্যবাদ.......
info: [email protected]