Ekushe Travel Group - একুশে ট্রাভেল গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Ekushe Travel Group - একুশে ট্রাভেল গ্রুপ

Ekushe Travel Group  - একুশে ট্রাভেল গ্রুপ নিরাপদ ভ্রমনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
(2)

সুখবর সুখবর,  আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান এম্বাসি নতুন করে আপডেট দিয়েছে,  অ্যাপয়েন্টমেন্ট,  সাত দিনের ভিতর পেয়ে যাবেন, আ...
07/11/2023

সুখবর সুখবর,
আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান এম্বাসি নতুন করে আপডেট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট, সাত দিনের ভিতর পেয়ে যাবেন, আর এপয়েন্টমেন্ট নিজের ইচ্ছামত নিতে পারবেন,
বর্তমানে এটা ঢাকায় চালু হয়েছে, পরবর্তীতে অন্যান্য জেলাও এটা শুরু হবে কার্যক্রম, আশা করি ইন্ডিয়ান ভিসা
জটিলতা থেকে এখন একটু রেহাই পাবে সাধারণ জনগণ।
আর বর্তমানে ঢাকা থেকে ভিসা দিচ্ছে মাত্র 15 দিনে ভিতরে। যেখানে মানুষ ভিসা পেতে লাগতো ৪৫ দিন, সেখানে ১৫ দিনে নিয়ে এসেছে টুরিস্ট ভিসা পেতে।
তাই দালালদের উৎপাত কমবে আশা করি,
অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান এম্বাসি কে , 🥰🥰
আমাদের ভুক্তভোগী কমানোর জন্য।
মনে রাখবেন ধৈর্যের ফল মিষ্টি হয়,
খারাপ সময় আসবে, কিন্তু সব সময় যে খারাপ সময় থাকবে, এটা কোন জায়গায় লেখা থাকে না।

বাংলাদেশে আজ সফট লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিকমানের ওয়াটার এমিউজমেন্ট পার্ক Mana Bay! আপনার চোখ বেঁধে এখানে নিয়ে ছেড়ে দিলে আপ...
23/09/2023

বাংলাদেশে আজ সফট লঞ্চ হয়ে গেল আন্তর্জাতিকমানের ওয়াটার এমিউজমেন্ট পার্ক Mana Bay! আপনার চোখ বেঁধে এখানে নিয়ে ছেড়ে দিলে আপনি থমকে যাবেন, দেশে নাকি বিদেশে আছেন! মুন্সীগঞ্জের গজারিয়াতে অবস্থিত এই ওয়াটার থিম পার্ক তার এন্ট্রি ফি দিয়েই একে গণ ওয়াটারপার্ক কনসেপ্ট থেকে আলাদা করেছে। মানে ৬০০০ টাকা এন্ট্রি ফি রাখা হয়েছে এর ভেতরে প্রবেশ সহ ১৭ টি রাইড দিনেব্যাপি এক্সপ্লর করার জন্য। তার মানে এটা সবার জন্য এফোর্ড করা সম্ভব না। আদতে ৬০০০ টাকা বেশি মনে হলেও এই টাকায় আপনি মূলত রাইডের সাথে একটা পরিবেশ ও নিরাপত্তা কিনছেন যেটা আসলে আমাদের দেশে টাকা দিয়ে কিনতে হলেও বিদেশে ফ্রি! দেশে ফ্যান্টাসি কিংডম লঞ্চ হবার পর সারা জীবন শাহবাগের শিশুপার্ক দেখে বড় হওয়া জেনারেশন যেমন ফিল করেছিল, এই ওয়াটারপার্ক দেশের মধ্যে দেখে মোটামুটি তেমনই ফিল হচ্ছে। আশা করি এর পরিবেশ শুরু থেকে শেষ পর্যন্ত এর লুক এর মতোই থাকবে!
ছবি: সিকদার হাসান

লাল শাপলার বিল।সাতলা,উজিরপুর,বরিশাল।
11/09/2023

লাল শাপলার বিল।

সাতলা,উজিরপুর,বরিশাল।

২ নৌকায় ভর করে খড় বয়ে নেয়া গ্রাম গঞ্জের  হারানো ঐতিহ্য।
13/07/2023

২ নৌকায় ভর করে খড় বয়ে নেয়া গ্রাম গঞ্জের হারানো ঐতিহ্য।

আপনার হাতে তোলা সুন্দর একটি ফুলের ছবি দিন।
13/07/2023

আপনার হাতে তোলা সুন্দর একটি ফুলের ছবি দিন।

লাবনী সি বীচ কক্সবাজার।
12/07/2023

লাবনী সি বীচ কক্সবাজার।

পাহাড়ি হরিন পাহাড়ি রাস্তায়। Mountain National park USA
12/07/2023

পাহাড়ি হরিন পাহাড়ি রাস্তায়।

Mountain National park USA

মেঘ আর পাহাড় দুই টাই পছন্দের ❤️বায়েজিদ লিঙ্ক রোড চট্টগ্রাম💚
12/07/2023

মেঘ আর পাহাড় দুই টাই পছন্দের ❤️

বায়েজিদ লিঙ্ক রোড চট্টগ্রাম💚

নিকলী হাওড়।যাওয়ার সময় চলে এসেছে।
12/07/2023

নিকলী হাওড়।
যাওয়ার সময় চলে এসেছে।

মহেরা জমিদার বাড়ি।লোকেশন: পুলিশ লাইন টাঙ্গাইল।
12/07/2023

মহেরা জমিদার বাড়ি।

লোকেশন: পুলিশ লাইন টাঙ্গাইল।

রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
12/07/2023

রাতারগুল সোয়াম্প ফরেস্ট।

বাহ্ কি চমৎকার যমুনার নতুন রেলসেতু।
25/06/2023

বাহ্ কি চমৎকার যমুনার নতুন রেলসেতু।

পাহাড়ে রয়েছে নানা রকমের জোঁকপাহাড়েই পাই হরেক রকম সুখ।ঈদের ভ্রমন হোক পাহাড়ে।
25/06/2023

পাহাড়ে রয়েছে নানা রকমের জোঁক

পাহাড়েই পাই হরেক রকম সুখ।

ঈদের ভ্রমন হোক পাহাড়ে।

ভোলা জেলা মানেই সৌন্দর্য 👌বেতুয়া চরফ্যাশন ভোলা 🥰
25/06/2023

ভোলা জেলা মানেই সৌন্দর্য 👌
বেতুয়া চরফ্যাশন ভোলা 🥰

গিটার উদ্যান- পৃথিবীর কোন এক নারী গিটার ভালোবাসতো, যে কম বয়সে মারা যায়, তার মৃত্যুর পর তর স্মৃতি বাঁচিয়ে রাখতে তার প্রেম...
23/06/2023

গিটার উদ্যান- পৃথিবীর কোন এক নারী গিটার ভালোবাসতো, যে কম বয়সে মারা যায়, তার মৃত্যুর পর তর স্মৃতি বাঁচিয়ে রাখতে তার প্রেমিক ও সন্তানেরা এই গিটার উদ্যানটি তৈরি করেন।

📍লর্কসিজি,আর্জেন্টিনা।

এগিয়ে যাচ্ছে নারী।এগিয়ে যাচ্ছে দেশ।খাগড়াছড়ি ঝর্নায় এক সাহসী নারীর ট্রেকিং।যা সত্যি গর্ব করার মত।
22/06/2023

এগিয়ে যাচ্ছে নারী।এগিয়ে যাচ্ছে দেশ।

খাগড়াছড়ি ঝর্নায় এক সাহসী নারীর ট্রেকিং।
যা সত্যি গর্ব করার মত।

ঢাকা টু কক্সবাজার রেলের বগি।
21/06/2023

ঢাকা টু কক্সবাজার রেলের বগি।

পাহাড় অনেক গোপন কৌশল জানে যা আমাদের শিখতে হবে। এটা অনেক সময় নিতে পারে তবে হাল ছাড়লে চলবে না। একবার শিখে গেলেই আপনি উঠে দ...
15/06/2023

পাহাড় অনেক গোপন কৌশল জানে যা আমাদের শিখতে হবে। এটা অনেক সময় নিতে পারে তবে হাল ছাড়লে চলবে না। একবার শিখে গেলেই আপনি উঠে দাড়ানোর শক্তি পাবেন।

রেইনবো পাহাড় চায়না

আচ্ছা বলেন তো এইটা কি, নব্বই দশকের মানুষেরা বলতে পারবে শুধু।হারিয়ে যাওয়া সেই স্মৃতি।
14/06/2023

আচ্ছা বলেন তো এইটা কি, নব্বই দশকের মানুষেরা বলতে পারবে শুধু।

হারিয়ে যাওয়া সেই স্মৃতি।

অসাধারণ মুহূর্ত। বৃষ্টি আসার আগে।🥰
14/06/2023

অসাধারণ মুহূর্ত।
বৃষ্টি আসার আগে।🥰

ওর বিচার তুমি করো নানি 😔
14/06/2023

ওর বিচার তুমি করো নানি 😔

ঝর্ণা রা ছন্দে এঁকেবেঁকে চলে,রূপ কথার অংকে কত কথা বলে!
10/06/2023

ঝর্ণা রা ছন্দে এঁকেবেঁকে চলে,
রূপ কথার অংকে কত কথা বলে!

ঝর্ণা যেখানে থাকে, তুমি আমাকে ঠিক সেখানেই খুঁজে পাবে। ঝর্ণা ছাড়া আমি এক মুহূর্ত ও আর অন্য কোথাও যাই না।
10/06/2023

ঝর্ণা যেখানে থাকে, তুমি আমাকে ঠিক সেখানেই খুঁজে পাবে। ঝর্ণা ছাড়া আমি এক মুহূর্ত ও আর অন্য কোথাও যাই না।

10/06/2023

ঝর্ণার অবিরাম স্রোতধারা আর মনোরম দৃশ্য আমাদের ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয়। তাই ঝর্ণার পানি পাহাড় থেকে পড়তে দেখাটা অনেকটা আনন্দের উদ্দীপনা জাগিয়ে তোলে।ঝর্নার এই মনোরম দৃশ্য সকলের কাছে ভালো লাগে

চলুন প্রানবন্ত ঝর্নায় গিয়ে বর্ষাকে করি আলিঙ্গন। লোকেশন: নাপিত্তাছড়া ট্রেইল মিরসরাই চট্টগ্রাম।
10/06/2023

চলুন প্রানবন্ত ঝর্নায় গিয়ে বর্ষাকে করি আলিঙ্গন।

লোকেশন: নাপিত্তাছড়া ট্রেইল মিরসরাই চট্টগ্রাম।

04/06/2023

গনি মিয়া বিশ্বের আধুনিক ট্রাক্টর কিনলো ঋণ করে, গরু বিক্রি করে দিলো,
এখন তেল ও কিনতে পারে না আর ট্রাক্টর ও চলে না!

আহ্! ❤️চোখ জুড়ানো দৃশ্য।শুভ সকাল ❤️❤️
19/01/2023

আহ্! ❤️
চোখ জুড়ানো দৃশ্য।
শুভ সকাল ❤️❤️

Address

Plot #2 Mohammadi Housing Main Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ekushe Travel Group - একুশে ট্রাভেল গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekushe Travel Group - একুশে ট্রাভেল গ্রুপ:

Videos

Share

Category