07/11/2023
সুখবর সুখবর,
আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান এম্বাসি নতুন করে আপডেট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট, সাত দিনের ভিতর পেয়ে যাবেন, আর এপয়েন্টমেন্ট নিজের ইচ্ছামত নিতে পারবেন,
বর্তমানে এটা ঢাকায় চালু হয়েছে, পরবর্তীতে অন্যান্য জেলাও এটা শুরু হবে কার্যক্রম, আশা করি ইন্ডিয়ান ভিসা
জটিলতা থেকে এখন একটু রেহাই পাবে সাধারণ জনগণ।
আর বর্তমানে ঢাকা থেকে ভিসা দিচ্ছে মাত্র 15 দিনে ভিতরে। যেখানে মানুষ ভিসা পেতে লাগতো ৪৫ দিন, সেখানে ১৫ দিনে নিয়ে এসেছে টুরিস্ট ভিসা পেতে।
তাই দালালদের উৎপাত কমবে আশা করি,
অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান এম্বাসি কে , 🥰🥰
আমাদের ভুক্তভোগী কমানোর জন্য।
মনে রাখবেন ধৈর্যের ফল মিষ্টি হয়,
খারাপ সময় আসবে, কিন্তু সব সময় যে খারাপ সময় থাকবে, এটা কোন জায়গায় লেখা থাকে না।