সদরঘাট লঞ্চ Sadarghat Launch

সদরঘাট লঞ্চ Sadarghat Launch The busiest terminal for journeys towards Barisal, Patuakhali, Chandpur, etc.

31/12/2024
30/12/2024

রাত বাড়লে কী কী বাড়ে

30/10/2024

কোনটি বেশী পছন্দ? ১) "ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান।" ২) আমি বলি মানুষ তুমি বারবার খেয়ে যাও ঔষধ। (ওহিদুর)

09/10/2024

কিভাবে বুঝবেন নারীর ভাষা? পর্ব ২

09/10/2024

কিভাবে বুঝবেন নারীর ভাষা? পর্ব ৩

06/09/2024

মা কিংবা বাবা একজনই হয়। হিংস্র, দানবীয়, ভয়ংকর কেউ হলেও পরিবর্তন করা যায় না। সন্তানের জন্য এইটা কি সবচেয়ে বড় বিপদ? উত্তর কি অনুসন্ধান যোগ্য? (ওহিদুর)

02/09/2024

কোনটি আপনার বেশী পছন্দ? ১) খাবারের প্রাচূর্য নারীকে মরতে বাধ্য করে। ২) দূর্ভিক্ষ পুরুষকে মরতে বাধ্য করে। (ওহিদুর)

21/08/2024

অন্যকে অত্যাচার করতে নিচের কোনটি আপনাকে সবচেয়ে বাধা দেয়? ১) ধর্ম ২) অক্ষমতা ৩) ভবিষ্যৎ অত্যাচার থেকে বাচঁতে ৪) অরুচী (ওহিদুর)

17/08/2024
কত সালে তোলা?
26/04/2024

কত সালে তোলা?

১৯৬৫ সালঢাকার তোপখানা রোডপ্রেসক্লাব এলাকা
09/04/2024

১৯৬৫ সাল
ঢাকার তোপখানা রোড
প্রেসক্লাব এলাকা

১৯৬১ সালের বুড়িগঙ্গা নদীর তীরের দৃশ্য। আজকের মতো এতো ব্যস্ত ও জমজমাট ছিলোনা। তখনো বুড়িগঙ্গার পানি কাকের চক্ষুর মতো টলটলে...
28/03/2024

১৯৬১ সালের বুড়িগঙ্গা নদীর তীরের দৃশ্য। আজকের মতো এতো ব্যস্ত ও জমজমাট ছিলোনা।
তখনো বুড়িগঙ্গার পানি কাকের চক্ষুর মতো টলটলে ছিল। নগরীর অশুদ্ধতা তখনো তাকে স্পর্শ করতে পারে নি।
তীর ঘেঁষে অনেকগুলো ছৈওয়ালা নৌকার সমাহার। সম্ভবত এগুলো যাত্রীবাহি। যাত্রী নিয়ে কতো জায়গায় না পাড়ি দিত বুড়িগঙ্গার পানি ঠেলে।
নদীর তীরে ধোপাদের ধোয়া কাপড় সারি সারি করে টাংগানো রোদে শুকানোর জন্য। কেউ একজন আবার খানিকটা জায়গায় বেড়া দিয়ে কোন সবজি লাগিয়েছে। তবুও ভালো যে সবজি লাগিয়েছে। আজকের নদীডাকাতদের মতো দখল করে ইমারত তুলে নাই।
এক মহিলাকে দেখা যাচ্ছে সম্ভবত নিজের কাপড় শুকাতে দিয়ে বসে নিজেও খানিকটা রোদ পোহিয়ে নিচ্ছে।
Boat people seen here.
hanging washing out to dry on the muddy banks of the Buriganga River in Dacca, Bangladesh. February 1961.

ধোলাইখালের উপর দিয়ে এই লোহার ব্রিজটি  নির্মান কাজ শুরু হয়েছিলো ১৮২৩ সালে।সেকালের ঢাকার কালেক্টর ওয়ালটার সাহেবের উদ্যোগে ...
14/03/2024

ধোলাইখালের উপর দিয়ে এই লোহার ব্রিজটি নির্মান কাজ শুরু হয়েছিলো ১৮২৩ সালে।

সেকালের ঢাকার কালেক্টর ওয়ালটার সাহেবের উদ্যোগে নির্মিত হয়েছিলো এই ব্রিজ। এর আগে ছিলো খাল পারাপারে ভীষণ অসুবিধা। আবার এই অঞ্চলে কোন বাজার না থাকায় পুলের নিচে একটি বাজার ও করে দিয়েছিলেন ওয়ালটার সাহেব। ওয়ালটার সাহেবের উদ্যোগে বিবি মরিয়মের সেই বিখ্যাত কামান (আসলে তা মীর জুমলার কামান) সেই কামান সোয়ারীঘাট থেকে উত্তোলন করে চকবাজারে স্থাপন হয়েছিলো। তাঁর দূরদর্শী ভূমিকা ছিলো অনন্য। ধোলাইখাল ব্রিজ নির্মানের বছরই তথা ১৮২৩ সালে একটি কমিটি গঠন করা হয়েছিলো৷ যা পরবর্তীতে ১৮৬৪ সালে ঢাকা মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষিত হয়েছিলো।

ঢাকার বাসিন্দারা তখন ওয়ালটার সাহেবের কর্ম তৎপরতায় এতোই খুশি হয়েছিলেন যে একটি ছড়া তাদের মুখে লেগেই থাকতো।

'ওয়ালটার সাহেবনে পুল বানায়া-
উন্ কা নিচে গঞ্জ্ বসায়া-
আওর চাত্তক ধারি কামান,
গুড় গুড় চাল...।'

ঐ অঞ্চলে ওয়ালটার রোড নামে যেই রোডের এখনো নাম আছে তিনিই সেই ওয়ালটার সাহেব। তবে একসময়ের সেই প্রবাহমান ধোলাইখাল এখন সরু ক্ষুদ্র নর্দমাই বলা চলে। সেই ধোলাইখালে একসময় ৫২ নৌকার নৌকাবাইচ হতো। একসময় ধোলাইখালের উপর দিয়ে ১০টা ব্রিজ ছিলো। তবে এটিই ছিলো সর্ববৃহৎ। বর্তমানে পুরনো ধোলাইখালের মাত্র ৫ শতাংশ টিকে আছে।

ছবি: ১৯০৪ সালে ফ্রিৎজ ক্যাপের তোলা ধোলাইখালের উপরে লোহার ব্রিজ।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (ইশতিয়াক)

১৯৭৮ সালঢাকা গুলিস্তান..ছবিঃ জিসেমবার্গ বেনোয়েট
06/03/2024

১৯৭৮ সাল
ঢাকা গুলিস্তান..
ছবিঃ জিসেমবার্গ বেনোয়েট

16/02/2024

...
ভিক্ষুকটি লক্ষ্য করলো লোকটি ৩০,০০০ টাকা দিয়ে শাড়ী কিনলো। তবে, ৫ টাকা ভিক্ষা দিলো না। আসলে, সে জানেনা স্ত্রীর জন্য তাজমহলও বানানো হয়েছিল।..
[ওহিদুর]

Address

Sadarghat Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when সদরঘাট লঞ্চ Sadarghat Launch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সদরঘাট লঞ্চ Sadarghat Launch:

Videos

Share