Trust Global Network

Trust Global Network Education, Immigration & Travel Solution, A Trusted Company for your better Education Future. We are authorized University Representative in Bangladesh.

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
28/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Lithuanian 🇱🇹 Lithuanian 🇱🇹 2025 September সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

Application on going: 2025 September
Bachelor
Master

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
28/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Netherlands 🇳🇱 Netherlands 🇳🇱 2025 September সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
25/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Netherlands 🇳🇱 Netherlands 🇳🇱 2025 September সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Soc...
23/11/2024

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন

La Secretaría de Estado de Migraciones es el órgano encargado de desarrollar la política migratoria definida por el Gobierno en materia de inmigración, integración de los inmigrantes y ciudadanía española en el exterior.

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
21/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Austria 🇦🇹 🇦🇹 2025 September সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

দেশের বাহিরে মাস্টার্স করার জন্য অস্ট্রিয়া হতে পারে ভালো গন্তব্য। দেশটির পাবলিক ভার্সিটি গুলোতে প্রতি সেমিস্টারে মাত্র ৭২৬.৭২ ইউরো টিউশন ফি দিয়ে পড়তে পারবেন। কিন্তু বাংলাদেশীদের এই ৭২৬.৭২ ইউরোও দিতে হয় না কারণ আমরা least developed countries এর মধ্যে পড়ি।

এখানে একটা বিষয় উল্লেখ্য যে অস্ট্রিয়ার এমবাসি বাংলাদেশে নেই। কাগজপত্র সব ঠিক থাকলে ভিসা পেতে সমস্যা হয় না। 🇦🇹

কোথায় কিভাবে আবেদন করবেন এবিষয়ে বিস্তারিত যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
18/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Hungary 🇭🇺 🇭🇺 2025 September Hungary 🇭🇺 সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা ।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

The Holly Allah is great আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !...
18/11/2024

The Holly Allah is great

আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ ! আলহামদুলিল্লাহ !
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া !

Austria 🇦🇹 🇦🇹 2025 September সেশনের স্নাতক এবং স্নাতকোত্তর জন্য আবেদন এখন থেকে শুরু ।

TGN এর কাজের ধরন হল: -
No File Open charge
No Hidden Cost
No Visa No Service Charge

যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিসিট করুন !!!

আমাদের কার্যদিবস এবং সময়সূচি নিচে দেওয়া হল-
শনিবার থেকে বৃহস্পতিবার-সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা ।

আমাদের অফিসের ঠিকানা:
To Know More Details:

Address:
Dhaka office
Trust Global Network
ট্রাস্ট গ্লোবাল নেটওয়ার্ক
Madani Avenue
Mojibur Business Apeiron (3rd Floor)
Plot: 2518, Sayed Nagor Auto Stand,
(EXIM Bank Building), UIU Campus before
Dhaka-1212, Bangladesh.

Email:
[email protected]
[email protected]
www.tgnbd.com

#বিস্তারিত জানতে কল করুন :
+8801919408200 (WhatsApp) / Viber / Botim / Bip

Call :
01919408200, 01672652134
01970592911, 01816288551,
01777388551, 01746705118,
01994160463

19/10/2024

যারা দীর্ঘ দিন আগে সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে আসছেন বা কোম্পানি পাঠিয়ে দিয়েছে আপনাকে।
আপনি নতুন করে আবার যেতে চাচ্ছেন কিন্তু জানেন না যে, আপনি সৌদিতে ঢুকতে পারবেন কি না তাদের সুবিধার জন্য এই পোস্টটি।

আপনার পাসপোর্টটি নিয়ে সৌদি এম্বাসি বারিধারায় গিয়ে চেক করাতে পারবেন। অবশ্যই নিজে যেতে হবে পাসপোর্ট সাথে নিয়ে।। এম্বাসির গেটে গিয়ে দারোয়ানকে বলতে হবে সৌদি যেতে পারবো কি না চেক করাতে আসছি।
তখন আপনাকে উনারাই দেখায় দিবে কোন রুমে যেতে হবে। কোনো টাকা লাগবে না চেক করতে । ⭐⭐⭐

বিঃদ্রঃ বিষয়টা হয়তো কারো উপকার হবে।।এবং নিজে সচেতন থাকুন অন্য জন কে সচেতন করুন!!

সবার আশার আলো জানো হয় । 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
13/10/2024

সবার আশার আলো জানো হয় ।
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

আমেরিকার ভিসা ইন্টারভিউর  ক্ষেত্রে  অনেকেই মনে করেন, ভিসা অফিসার  আমার ডকুমেন্ট গুলি  দেখলে আমার ভিসা দিয়ে  দিতো। আমার ড...
06/10/2024

আমেরিকার ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে অনেকেই মনে করেন, ভিসা অফিসার আমার ডকুমেন্ট গুলি দেখলে আমার ভিসা দিয়ে দিতো। আমার ডকুমেন্টস গুলি কেন দেখলেন না?

সে ক্ষেত্রে স্বাভাবিক ভাবে বুঝা যায় ভিসা কতৃপক্ষ আপনাকে নাম, বাবার নাম কি,বড় জোর আপনি কেন যাবেন?

এই প্রশ্ন করেই রিফিউজ লেটার দিয়ে দিয়েছেন। আপনি কখনো জানতে পারবেন না এর কারন কি?

মুলত আমরা যখন DS160 ফরমটি পূরণ করি তখন কিন্তু কোন প্রকার ডকুমেন্ট জমা দিতে হয় না, এমনকি আপনার পাসপোর্টের কপিও না।

শুধুমাত্র আপনার তথ্যগুলি অনলাইনে পূরন করা হয়। দূতাবাস কতৃপক্ষ এই পূরণ করা ফরম টি নিরিক্ষা করে ৮০% সিদ্বান্ত নিয়ে থাকে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা। বাকী ২০% সিউর হয় সাক্ষাতকার বা ইন্টাভিউ থেকে। তাই সকলের প্রতি অনুরোধ ভিসা আবেদন ফরমটি পূরণ করার সময় সাবধানে পূরণ করা উচিৎ। ফরম পূরণে অনভিজ্ঞতার কারনে আপনার ভিসা পাওয়ার সকল যোগ্যতা থাকার পরও রিফিউজ হতে পারেন।

ফরম পূরণে ভুলের কারনে নিরিক্ষা শাখা থেকে যদি ভিসা দিতে অপারগতা জানায় তাহলে ভালো ব্যাংক ষ্টেটমেন্ট তো দূরের কথা আপনি ব্যাংকের মালিক হলেও লাভ নেই আপনার কোন ডকুমেন্ট দেখতে চাইবে না।

দূতাবাস কতৃপক্ষ বেশীর ভাগ ক্ষেত্রেই কোন ডকুমেন্ট দেখতে চায় না। তা সত্বেও আপনার প্রয়োজনীয় সকল দলিল,সনদ,ব্যবসায়িক ডকুমেন্টস,এক কথায় আপনি এই দেশে যে অবস্থায় আছেন বেশ ভালো আছেন এই কথা টি প্রমান করার জন্য যে সকল নথিপত্র প্রয়োজন সবই সাথে রাখতে হবে।

আপনার ভিসা আপনাকে অর্জন করে আনতে হবে। কেহ আপনার ভিসা করে দিতে পারবে না।এটাই চিরন্তন সত্যি।

তাই ভুলেও কারো সাথে কন্টাক্ট করার কথা ভাবলেই জীবনের শ্রেষ্ঠ ভুলটি করবেন।

আমি চাই আপনি জেনে বুঝে তারপর ভিসা আবেদনের সিদ্বান্ত নিন।

03/10/2024

প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা লক্ষ্য করুন আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সেপ্টেম্বর মাস হতে অক্টোবর মাস পর্যন্ত তুলনামূলকভাবে ভিসা কম দিয়ে থাকে I অন্যভাবে বলা চলে অন্য অন্য ক্যাটাগরিতে নন ইমিগ্রেশন ভিসা, স্টুডেন্ট ভিসা থেকে তুলনামূলকভাবে বেশি প্রদান করে I স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিসা প্রদানের ভালো সময় হলো জানুয়ারি সেমিস্টারের জন্য নভেম্বর ডিসেম্বর মাস এবং সেপ্টেম্বর সেমিস্টারের জন্য জুন, জুলাই এবং অগাস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত তুলনামূলকভাবে পূর্বের অভিজ্ঞতার আলোকে ভিসা রেশিও বেশি দিতে দেখেছি I এখন ভিসা কম দিলেও পরবর্তী মাস হতে ভিসা প্রদান করার রেশিও অনেক গুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি I সমসাময়িক এই পরিস্থিতির জন্য স্টুডেন্ট ভাই-বোনদের উদ্দীর্ণ হবার কোন কারণ নেই I তার পরেও একজন স্টুডেন্ট যদি ভালো ইউনিভার্সিটি থেকে আই২০ পায় এবং ইন্টারভিউ ভালোভাবে দিতে পারে তাহলে তার ভিসা পাওয়ার সম্ভাবনা যেকোনো সময় বেশি থাকে I

কানাডার ভিসা প্রতারণাআসসালামুয়ালাইকুম।ইদানীং ফেসবুক ও অনন্য সোসাইল মিডিয়া তে কানাডা ভিসা, এত হাজার লোক নিবে, বিভিন্ন লোভ...
03/10/2024

কানাডার ভিসা প্রতারণা

আসসালামুয়ালাইকুম।
ইদানীং ফেসবুক ও অনন্য সোসাইল মিডিয়া তে কানাডা ভিসা, এত হাজার লোক নিবে, বিভিন্ন লোভনিয় অফার দেখা যায়। আর আমাদের দেশে বেকার, সামাজিক, অথনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে থাকায়, উন্নত জীবন এর আশায় নাবিসাশ,দূরবিশহ হয়ে থাকে। এই দূরবলতার সুযোগ নিয়ে, মিথ্যা প্রলোভন দেখিয়ে কিছু বিবেক হীন, পশু রুপি মানুষ তাদের জীবনকে ধুংস দিকে ঠেল দিচ্ছে।

আমি দীর্ঘদিন কানাডা ভিসা কন্সাল্টেন হিসাবে কাজ করি এই সুবাদে কয়েক দিনে ধরে পরিচিত, অপরিচিত, কাছের অনেক মানুষ এই বেপারে ফোন, এস এম এস,ও নক দেয়। তখন নিজের মত যতটুকু জানি পরামর্শ দেই, তাই অনেক দিন ধরে খেয়াল করলাম এর পরিধি ব্যাপক হারে বাড়ছে, ভু্য়া ভিসা স্টিকার, ভুয়া ওয়ার্ক পারমিট অহরহ ধরা পরছে, যা একটা পরিবার এর জন্য ভয়ংকর পরিস্থিতি, সাথে যারা এই ইন্ডাস্ট্রিতে সঠিক ভাবে কাজ করছে তাদের জন্য বিব্রত কর।

আর এই দিকে আমারা সাধারণ মানুষ এর ও কিছু ভুল থাকে, তাই তাদের জন্য আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ও পরামর্শ।

১.কানাডা মিডেল ইস্ট, মালোশিয়া, কোরিয়ারমত ম্যনপাওয়ার, বা কাজের ভিসা বা রিকুইটমেন্ট
করে না। নিদিষ্ট কিছু পলিসি’র মাধ্যমে সারা বিশ্ব থেকে
স্কিল/ দক্ষ লোকদের চাকরি দিয়ে মাইগেশন করে।
মিনিমাম যোগ্যতা গুলো হচ্ছে
★পড়াশোনাঃ ব্যচেলর/ মাস্টার্স পাশ থাকতে হয়। ★ভাষা গত যোগ্যতাঃ কানাডাতে ইংরেজি / ফ্রান্স ভাষা ব্যবহার হয় তাই আবেদন কারীকে অবশ্য ইংরেজি / ফ্রান্স ভাষা দক্ষ হতে হবে, আই ই ল টি স B2 সাটিফিকেট থাকতে হবে।
★রিলিভেট ফিল্ড এ ২/৪ বছরের কাজের অবিজ্ঞতা,
★আর ও অন্যন কিছু অফিসিয়াল ডকুমেন্টস এর মাধ্যমে একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।
উপর এর যোগতা গুলো যদি আপনার না থাকে তাহলে আপন যদি কানাডার কাজের ভিসা জন্য আবেদন করেন তাহলে আপনি প্রতারিত হয়ার সম্ভাবনা অনেক বেশি।
বিস্তারিত cic.gc.ca

সহজ সরল কথাঃ

১. কোন ধরনের মিডিয়া / ম্যানপাওয়ার কোম্পানির মাধ্যমে কানাডা ভিসা দেয়া হয় না, কানাডার প্রায় সব ধরনের ভিসাই CIC পোটাল এর মাধ্যমে করা হয়।

২. কানাডা ভিসা ছাড়ছে বলে যা শুনছেন তা অতি রঞ্জিত, প্রতারণা কোশল, তাই নিজের যোগতা থাকলে প্রতারণা হয়ার সুযোগ কম।
৩. যারা বলে ১০০℅ কানাডা ভিসা তাদের থেকে দূরে থাকুন।
৪. যারা বলে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া থেকে কানাডা ভিসা হবে তাদের থেকে সাবধান। কারন কিছু দিন আগেও থাইল্যান্ড এর এক জংগলে অনেক কংকাল পাওয়া গেছে।
৫.সকল টাকা কানাডার ভিসার পর যেখানে বলে তাদের কাছেও যাবেন না, মেডিকেল করে, পাস পোট রেখে টাকা পয়সা হাতিয়ে নিবে,

৬. কানাডা ভিসা যদি এত সহজই হত, যারা প্রতারণা করছে তারা নিজেই এই কাজ না করে চলে যাইত কানাডাতে, টাকা পয়স নিয়ে ইন্ডিয়া, মালয়েশিয়া পালাত না।

পরিশেষে, আমরা কাউকে হেয়ও প্রতিপন্ন করতে এসব লিখি নাই, একটা নিদিষ্ট শ্রেণীর সহজ সরল মানুষ যারা উন্নত জীবন এর আশায় সব কিছু হারিয়ে প্রতারণার শিকার হচ্ছে, বা হবার সম্ভাবনা আছে তাদের কে সাবধান করার জন্য বলা।
""সব কিছু সবার জন্য না""

আর যারা জেনে, না জেনে এই গুলো করে প্লিজ এই গুলো বন্ধ করুন। ইনকম এর অনেক পথ আছে, এক জীবন মানে অনেক গুলো মানুষ এর জীবিন এর আশ্রয়স্থল।

প্রতারণা থেকে বাচুন, নিজে সচেতন হউন , অন্য কে সচেতন করুন

01/10/2024

বিদেশে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন কি I একটু একটু করে নিজেকে প্রস্তুত করুন I আইএলটিএস করুন, ডকুমেন্টেশন গুছিয়ে রাখুন, ব্যাংক স্টেটমেন্ট এবং স্পন্সরের ডকুমেন্টেশন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন I ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভিসা হবে I তাই আপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই পারে আপনাকে সফলতা এনে দিতে I ভিসা আপনার এবং আমার মত মানুষ গুলি পাচ্ছে I তবে এটার জন্য পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন যা অনেকের থাকেনা I আল্লাহ তাআলা আমাদের স্টুডেন্ট ভাই-বোনদের চেষ্টা গুলো কবুল করুক I আমিন

30/09/2024

জার্মানিতে আসার পর যে কাজগুলো করা আপনার জন্য অত্যন্ত জরুরি ❗️

আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনেক এপ্লিক্যান্ট জার্মানিতে আসছেন, দেখতেও খুব ভালো লাগে। তবে জেনে রাখা ভালো, আপনার আসল পরিশ্রমের শুরুই হবে এখানে আসার পর থেকে। আমার যা যা মাথায় আছে এখন, আমি বলার চেষ্টা করবো, কী কী বিষয় আপনার অবশ্য কর্তব্য এখানে আসার পর।

১। আইসিই(ICE) টিকেট কাটা: আপনি জার্মানিতে ল্যান্ড করার আগেই আমি বলবো আপনি আইসিই ট্রেনের টিকেট কেটে রাখবেন, তাহলে আপনি প্রথম দিন এসে ট্রেইন চেইঞ্জ করে এতোগুলো লাগেজ নিয়ে টাটানির হ্যাসেল থেকে বেঁচে যাবেন। এবং আগে আগে কেটে রাখলে প্রাইসও কম পড়বে। এক্ষেত্রে জার্মানিতে আপনার পরিচিত যে আছে, তাকে বলবেন আপনাকে পেমেন্ট করতে সাহায্য করতে। এখানে এসে টিকিট কাটতে গেলে দ্বিগুণ/ তিনগুণ দাম পোহাতে হতে পারে।

২। ডয়েচল্যান্ড টিকেট রেডি করে রাখাঃ আপনার ইউনিভার্সিটি যদি ডয়েচল্যান্ড টিকেট প্রোভাইড করে, তাহলে তো অসাধারণ ব্যাপার। কিন্তু অনেক ইউনিভার্সিটি প্রোভাইড করে না, সেক্ষেত্রে আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব টিকেটটা কিনে ফেলা, কারণ এটা ছাড়া আপনি অনেকটা অচলপ্রায়।

৩। সিম কেনাঃ অনেক জায়গায় পাবলিক ওয়াইফাই পাবেন, কিন্তু আপনার ডে টু ডে লাইফে আপনার যদি একটা সিম এবং ইন্টারনেট না থাকে আপনি কিছুই করতে পারবেন না। ম্যাপ দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া থেকে শুরু করে যেকোনোকিছু, আপনার সিম এবং ইন্টারনেট থাকলে নিজে নিজে বুঝে সব করতে পারবেন।তাই এসেই সবার প্রথমে একটা সিম কিনবেন, আলদি, ভোডাফোন, লাইকা, ও২ সহ আর কিছু সিম প্রোভাইডার আছে যারা প্রিপেইড সিম বিক্রি করে। তারপর আপনার সবকিছু রেডি হয়ে গেলে পার্মানেন্ট সিম কিনে ফেলবেন ভালো প্যাকেজ দেখে।

৪। এসানশিয়াল শপিংঃ এত ঘণ্টা জার্নি করে এসেছেন, বাবা-মা, প্রিয়জনকে দূরে রেখে, এখন যদি পেটভরে কিছু না খান, আপনার বেশ খারাপ লাগবে। রান্না করার জন্য বেসিক যে বাজার সদাই, সেগুলো কিনে ফেলবেন। যেমনঃ ফ্রাই পেন, রাইস কুকার, তেল, লবন, চিনি, টিস্যু... আই মিন, যা যা লাগবে। ইলেক্ট্রনিক পণ্য কেনার জন্য চলে যেতে পারেন মিডিয়া মার্কেট, কসমেটিক্স এর জন্য ডিএম(Dm), বাসার বেসিক জিনিসপত্রের জন্য কিক(Kik), ইউরো শপ, ভোলভোর্থ (Woolworth), এবং বাজার সদাই করার জন্য Aldi, Lidl, Rewe, netto, norma, Edeka, Kaufland, Lekkerland... বেসিক্যালি আপনার বাসার আশেপাশে যেটা আছে, সেটাতেই। এছাড়া হালাল তুর্কিশ কিছু সুপার মার্কেটও আছে, ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন।

৫। সিটি রেজিস্ট্রেশনঃ আপনি যেই সিটিতে উঠেছেন, সেই সিটিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আপনার বাসার মালিকের কাছ থেকে আপনি যেই আনমেল্ডুং পেপার নিয়েছেন এবং সাথে পাসপোর্ট নিয়ে চলে যাবেন সিটি অফিসে বা যেটাকে রাথহাউস বলে এখানে। অনেক সিটিতে এপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেতে হয়, অনেক সিটিতে ডিরেক্ট গেলে হয়, আপনি আপনার সিটির পরিচিতদের কাছ থেকে এবিষয়ে জেনে নিবেন আগে থেকেই।

৬। ব্যাংক একাউন্ট খোলাঃ ব্যাংক একাউন্ট খুলতে আপনার যে সিটি রেজিস্ট্রেশন এবং ট্যাক্স আইডি পেয়েছেন সেটা নিয়ে আপনার প্রেফার্ড যেকোনো ব্যাংকে একাউন্ট খুলে ফেলুন। এক্ষেত্রে ব্যাংকিং এর জন্য স্পার্কাসে (Sparkasse) এবং মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিসের জন্য রিভলুট (Revolut) ইউজ করতে পারেন। রিভলুট ইউজ করার জন্য আপনাকে জাস্ট ফোন নাম্বার থাকলেই হবে। বিঃদ্রঃ এখানে এসে অনেকে রেফারেন্সের জন্য মারামারি বাধিয়ে দেয়, যেগুলোর কোন মানে নেই, আপনার যেটা ভালো লাগে, আপনি সেটাই ব্যবহার করবেন, কারো পাল্লায় পড়ার দরকার নেই।

৭। ব্লক মানি এবং হ্যালথ ইন্স্যুরেন্স এক্টিভেট করাঃ আপনার ব্যাংক ডিটেইলস পেয়ে গেলে খুব দ্রতই ব্লক আনব্লক করার জন্য ম্যান্ডেট করে দিন এবং হ্যালথ ইন্স্যুরেন্স এক্টিভ করে দিন। হ্যালথ ইন্স্যুরেন্স, ট্যাক্স আইডি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার এগুলো পেয়ে গেলে আপনি যেকোনো জবে ঢুকার জন্য আপনার ডকুমেন্টস রেডি। তারপর শুরু করে দিন, জীবন যুদ্ধের দিনগুলো।

৮। রেসিডেন্ট পার্মিট এর জন্য এপ্লাই করাঃ যখন আপনি মোটামোটি এখানে একটু স্ট্যাবল হবেন, ইনিশিয়াল প্যারাগুলো যখন শেষ করবেন, তখন আপনার কাজ হবে রেসিডেন্ট পার্মিট এর জন্য এপ্লাই করা। এটার জন্য আপনার সিটির আউসল্যান্ডারবেহোর্দে ( ausländerbehörde ) তে গিয়ে কন্টাক্ট করতে হবে। সিটিভেদে এটা পেতে একেক জায়গায় একেকরকম সময় লাগে, তবে এটা পাওয়াটা আপনার জন্য জরুরী।
..আপাতত মাথায় ইনিশিয়াল স্টেপ এগুলোই মনে পড়ছে, কোন কিছু মিস করে গেলে অভিজ্ঞ যারা আছেন, আশা করি ঠিক করে দিবেন।

সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Sigba- Study in Germany from Bangladesh Community Hub

26/09/2024

SAT একটা খুবই অবহেলিত পরীক্ষা। বাংলাদেশিরা এখনো SAT এর গুরুত্ব টা বুঝে না।

বুঝলে, দেশে যতগুলা IELTS টিচার আছে, তার চেয়ে আরো ১০ গুন্ বেশি SAT টিচার থাকতো।

আমি একদম সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করি।

USA 🇺🇸 তে কিছু ভার্সিটিতে পড়তে প্রতি বছর টিউশন ফী দিতে হয় প্রায় $২৫০০০। ৪ বছরে সেটা হয়ে যায় এক লক্ষ ডলার যা বর্তমানে বাংলা টাকায় প্রায় এক কোটি পচিশ লক্ষ। একটা ভালো স্কোর আনতে পারলে আপনি এই পুরো এক কোটি পচিশ লক্ষ টাকা স্কলারশিপ পেয়ে যাচ্ছেন।

মানলাম SAT কঠিন।

মানলাম SAT দিতে একটু ভয় লাগে।

কিন্তু কয়েকমাস পড়ে যদি আপনি এক কোটি টাকা কমাতে পারেন, তাইলে কেন SAT দিবেন না?

Address

Madani Avenue, DNCC (83); Plot:2518, Sayeed Nagor Auto Stand, Mojibur Business Apeiron (3rd Floor), Before UIU Campus
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 20:30
Tuesday 10:00 - 20:30
Wednesday 10:00 - 20:30
Thursday 10:00 - 20:30
Friday 17:00 - 20:00
Saturday 10:00 - 20:30
Sunday 10:00 - 20:30

Telephone

+8801919408200

Alerts

Be the first to know and let us send you an email when Trust Global Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trust Global Network:

Videos

Share