Somogro Bangladesh

Somogro Bangladesh History | Culture | Tradition | Attractions

Stay tuned for updates!

Somogro Bangladesh is dedicated to preserving the rich heritage, history, culture, and travel experiences of Bangladesh through photography and videography. Our mission is to archive today's Bangladesh for future generations, capturing its essence and diversity. In addition, we are committed to developing skilled youth across the country, empowering them to become a robust workforce for the nation

. Our activities will gradually expand nationwide, as we are currently a registered firm offering services in Consultancy, Feature Film Production, Short Film Production, and Advertising. License No: TRAD/DNCC/046682/2023

সমগ্র বাংলাদেশ বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এবং ভ্রমণের অভিজ্ঞতাকে সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য আজকের বাংলাদেশকে ভবিষ্যতের জন্য ছবি এবং ভিডিওর মাধ্যমে আর্কাইভ করা, এর বহুমুখী বৈশিষ্ট্যকে তুলে ধরা। পাশাপাশি, আমরা দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের দক্ষতা বৃদ্ধি করে শক্তিশালী জনশক্তিতে রূপান্তর করার জন্য কাজ করছি।

আমাদের কার্যক্রম ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হবে। বর্তমানে, সমগ্র বাংলাদেশ 'কনসালটেন্সি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা, এবং বিজ্ঞাপনী সংস্থা' হিসেবে নিবন্ধিত রয়েছে।

লাইসেন্স নং: TRAD/DNCC/046682/2023

শুভ সরস্বতী পূজা! বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের আলোয় আলোকিত হোক পথচলা।
03/02/2025

শুভ সরস্বতী পূজা! বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের আলোয় আলোকিত হোক পথচলা।

📢 ‘ভালোবাসার ভাষা’ – মায়ের ভাষায় প্রকাশ হোক হৃদয়ের কথা! ❤️🎤ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি এক শক্তিশালী বন্ধন, যা সবচেয়ে স...
03/02/2025

📢 ‘ভালোবাসার ভাষা’ – মায়ের ভাষায় প্রকাশ হোক হৃদয়ের কথা! ❤️🎤
ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি এক শক্তিশালী বন্ধন, যা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় নিজের মাতৃভাষায়!

🎬 তিন মিনিটের একটি ভিডিও করুন – *আপনার আঞ্চলিক ভাষায়* বলুন কাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন, কতটা ভালোবাসেন!

🎤 আপনার *আঞ্চলিক ভাষায়*, আপনার মতো করে।

💡 ভালোবাসা কার জন্য? মা-বাবা? প্রিয়জন? বন্ধু? দেশ? নাকি প্রিয় কোনো স্মৃতি বা জায়গার জন্য?

📍 ডেডলাইন: ৮ ফেব্রুয়ারি ২০২৫

📩 সাবমিশন: Google Drive-এ আপলোড করে লিংক পাঠিয়ে দিন Somogro Bangladesh পেইজে!

ভালোবাসা থাকুক, মাতৃভাষায়! ❤️✨

#ভালোবাসারভাষা #বাংলায়ভালোবাসা

02/02/2025

পৌনে দুই শতাব্দী আগে, যখন উপমহাদেশে নারীশিক্ষা সবে মাত্র পথ চলতে শুরু করেছে, তখনই এক যুগান্তকারী উদ্যোগের সূচনা হয় পূর্ববঙ্গে। ১৮৫০ সালে খুলনার প্রত্যন্ত গ্রাম রাড়ুলিতে প্রতিষ্ঠিত হয় রাড়ুলি ভুবনমোহিনী বালিকা বিদ্যালয়, যা আজও নারীশিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন হরিশচন্দ্র রায়, যিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পিতা। নারীশিক্ষার পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরামর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই বিদ্যালয় গড়ে তোলেন, যা তখনকার সময়ের জন্য ছিল এক সাহসী পদক্ষেপ। এটি ছিল পূর্ববঙ্গের প্রথম নারীশিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি বিদ্যাচর্চার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ১৯৪৩ সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর শেষ গ্রীষ্মের ছুটিতে বাড়ি এলে তাঁর সঙ্গে বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র মিত্র, বীরেশ চন্দ্র গুহ প্রমুখও বিদ্যালয়টি পরিদর্শন করেন। সে সময় মেঘনাদ সাহা বিদ্যালয়ের ভিজিটরস বইয়ে লিখে যান এর ঐতিহাসিক গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা।

দীর্ঘ সময় ধরে এই বিদ্যালয় অসংখ্য কৃতী ছাত্রী উপহার দিয়েছে, যারা পরবর্তীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কলকাতার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত ‘কপোতাক্ষ’ পত্রিকায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের নানা দিক তুলে ধরা হয়েছে।

বর্তমানে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার মান ও ফলাফলে এটি বেশ এগিয়ে থাকলেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জমিসংক্রান্ত জটিলতার কারণে বিদ্যালয়টির সরকারীকরণ আটকে আছে, যা শিক্ষকদের মতে, এর উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এত দীর্ঘ ইতিহাস ও সাফল্যের পরও বিদ্যালয়টি আজও সরকারীকরণের অপেক্ষায়। বিদ্যালয়টির জমির সমস্যার সমাধান হলে এটি আরও বেশি শিক্ষার্থীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারবে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি, সরকার যেন বিশেষ বিবেচনায় বিদ্যালয়টিকে সরকারীকরণের ব্যবস্থা করে। এটি শুধু বিদ্যালয়টিরই অধিকার নয়, বরং এটি দেশের শিক্ষা ঐতিহ্যের সংরক্ষণও বটে।

অবসর মানে দায়িত্বের শেষ নয়, চঞ্চল কান্তি চাকমা তা প্রমাণ করেছেন। নিজের সীমিত পেনশন থেকেই তিনি অন্যদের পাশে দাঁড়ানোর স...
02/02/2025

অবসর মানে দায়িত্বের শেষ নয়, চঞ্চল কান্তি চাকমা তা প্রমাণ করেছেন। নিজের সীমিত পেনশন থেকেই তিনি অন্যদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে সাহায্য করার জন্য বড় কিছু নয়, দরকার শুধু বড় মন।

অভিনন্দন, লায়সুল হক, ইস্ট লন্ডন আর্ট পুরস্কারের বিজয়ী! লায়সুল জিতেছেন ১৫,০০০ পাউন্ড নগদ পুরস্কার এবং ২০২৬ সালে নানারি গ...
02/02/2025

অভিনন্দন, লায়সুল হক, ইস্ট লন্ডন আর্ট পুরস্কারের বিজয়ী!

লায়সুল জিতেছেন ১৫,০০০ পাউন্ড নগদ পুরস্কার এবং ২০২৬ সালে নানারি গ্যালারিতে একক প্রদর্শনীর সুযোগ! তার শিল্পকর্ম 'অ্যান ওড টু অল দ্য ফ্লেভার্স' (২০২৪) বাবার শৈশবের প্রিয় নাস্তার স্মৃতি থেকে অনুপ্রাণিত, যেখানে দর্শকদের আমন্ত্রণ জানানো হয় সেই স্বাদ-স্মৃতির অংশ হতে।

01/02/2025

কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন? আপনার জেলার পেইজ কি আপনি খুঁজে পেয়েছেন?

পাহাড়তলী রেলওয়ে স্টেশনের একটা সুন্দর অংশ।১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের ...
01/02/2025

পাহাড়তলী রেলওয়ে স্টেশনের একটা সুন্দর অংশ।

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম-কুমিল্লা (১৫০ কি.মি.) এবং লাকসাম-চাঁদপুর (৬৯ কি.মি.) রেললাইন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসাবে পাহাড়তলী রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়।

📸 Mohammad Mezbah Uddin Siqdar

01/02/2025

🔍 আপনার জেলার প্রতিনিধি হতে চান?

কমেন্ট থেকে আপনার জেলার পেজ খুঁজে নিন! ✅

কিছু পেজে ইতোমধ্যে কাজ চলছে, আর কিছু পেজ অপেক্ষায় আছে আপনার মত আগ্রহীদের জন্য! 🎯

31/01/2025

আপনার জেলাকে যদি কোন 'মানুষ' দিয়ে পরিচয় করাতে হয় তবে 'তিনি' কে?

31/01/2025

রাঙামাটি ঝুলন্ত সেতু | Rangamati Hanging Bridge|
Symbols Of Rangamati.
Documentary: 01

🎥 SA JI D
Logistic Support By Aik Ashad
📜 Rights reserved by Somogro Rangamati

মেঘনার বুক চিরে জেলেদের নাও, সবুজ শ্যামল গ্রাম, আর এক মুঠো শান্তি। লক্ষ্মীপুরের সৌন্দর্য ঠিক এমনই। মেঘনা নদীর তীরে অবস্থ...
31/01/2025

মেঘনার বুক চিরে জেলেদের নাও, সবুজ শ্যামল গ্রাম, আর এক মুঠো শান্তি। লক্ষ্মীপুরের সৌন্দর্য ঠিক এমনই। মেঘনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রা নদীকেন্দ্রিক। লক্ষ্মীপুরের অর্থনীতি কৃষি ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। লক্ষ্মীপুরের খাবারের মধ্যে ইলিশ মাছের বিভিন্ন রান্না, নারকেলের তৈরি খাবার, এবং স্থানীয় ফলের রস খুবই জনপ্রিয়। এছাড়া জেলার বিভিন্ন মেলা, লোকসংস্কৃতি ও খাবারের বিশেষত্ব লক্ষ্মীপুরকে অনন্য করে তুলেছে।

👉 লক্ষ্মীপুর সম্পর্কে আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: https://somogrobangladesh.com/

Editor/Collaborative writer: Biman Dhar
Graphic designer: Akhi Akter
Content writer: ইনতিশার রেজা
#লক্ষ্মীপুর #বাংলাদেশ

নীলফামারী, বাংলাদেশের এক অন্যতম সুন্দর জেলা, যেখানে প্রকৃতি ও ঐতিহ্য একে অপরকে পূর্ণ করে। এখানে চা বাগান এবং বিভিন্ন ঐতি...
29/01/2025

নীলফামারী, বাংলাদেশের এক অন্যতম সুন্দর জেলা, যেখানে প্রকৃতি ও ঐতিহ্য একে অপরকে পূর্ণ করে। এখানে চা বাগান এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান পর্যটকদের জন্য আকর্ষণীয়। নীলফামারী জেলার মাটিতে রয়েছে অজস্র প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে তিস্তা নদীর মতো নদীগুলো জেলার সৌন্দর্য বাড়িয়েছে। এখানকার লোকসংস্কৃতিও এর বিশেষ বৈশিষ্ট্য।

👉 নীলফামারী সম্পর্কে আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: https://somogrobangladesh.com/

Editor/Collaborative writer: Biman Dhar
Graphic designer: Akhi Akter
Content writer: ইনতিশার রেজা

29/01/2025

চট্টগ্রামের ডিসি পার্কে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল বর্ণিল ফুল উৎসব। বিভিন্ন প্রজাতির ফুলের বাহার, পরিবেশপ্রেমীদের উচ্ছ্বাস আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব হয়ে উঠেছিল বসন্তের আগমনী বার্তা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য মতে আয়তন, ফুলের প্রজাতি ও সংখ্যা বিবেচনায় ডিসি পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান। ১২৭ প্রজাতির এক লাখের বেশি দেশি-বিদেশি অসংখ্য ফুলের সমারোহ দেখা যায়। ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহেনা, অপরাজিতা থেকে শুরু করে চেরি, জারবেরা, উইলো, উইস্টেরিয়ার মত বর্ণিল ফুল গাছ নিয়ে এই বাগান যেন এক রঙিন স্বর্গ!

এই রঙিন উৎসবের স্মৃতি সংরক্ষনে টিম সমগ্র বাংলাদেশের ক্ষুদ্র প্রয়াস।

#বাংলাদেশ

29/01/2025

পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে : মানুষজন কাজ করছে!

আমির হামজা একজন বাংলাদেশি ফটোগ্রাফার, দ্য নিউইয়র্ক টাইমসের ২০২৩-২৪ সালের ফটোগ্রাফি ফেলোশিপে নির্বাচিত হয়েছেন। তিনি এই ফে...
29/01/2025

আমির হামজা একজন বাংলাদেশি ফটোগ্রাফার, দ্য নিউইয়র্ক টাইমসের ২০২৩-২৪ সালের ফটোগ্রাফি ফেলোশিপে নির্বাচিত হয়েছেন। তিনি এই ফেলোশিপে যুক্ত হওয়া প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার। চট্টগ্রামে জন্ম নেওয়া আমির হামজা বর্তমানে নিউইয়র্কে থাকেন এবং তার কাজ বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছে।

যমুনার কোল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যের জনপদ, সিরাজগঞ্জ। নদী, কৃষি, আর ইতিহাসের গল্প। এখানকার দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন মিল্ক ...
28/01/2025

যমুনার কোল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যের জনপদ, সিরাজগঞ্জ। নদী, কৃষি, আর ইতিহাসের গল্প। এখানকার দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন মিল্ক ভিটার খ্যাতি দেশজোড়া, তেমনি সোলাপের ঘোলের মিষ্টি স্বাদ হৃদয় ছুঁয়ে যায়। শীতল পাটির রাজধানী হিসেবে পরিচিত এই জেলা দেখার জন্য ঠিকানা তো একটাই, সিরাজগঞ্জ!

👉 সিরাজগঞ্জ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: https://somogrobangladesh.com/

Editor/Collaborative writer: Biman Dhar
Graphic designer: Akhi Akter
Content writer: ইনতিশার রেজা

28/01/2025

গত ৭ জানুয়ারি ২০২৫, চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে '𝐑𝐎𝐂𝐊 𝐓𝐇𝐄 𝐂𝐈𝐓𝐘', ইভেন্টের আয়োজক ছিলো Red Carpet.
এই ইভেন্টে সর্বমোট ১৪ টি ব্যান্ড পারফর্ম করে। যার একটি ছিল ব্যান্ড Metrical.
Metrical তাদের এতসুন্দর পারফরম্যান্স ও অনন্য সুর দিয়ে ইতিমধ্যে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পারফরম্যান্সের পর তাদের এক্সক্লুসিভ ইন্টারভিউ-তে টীম সমগ্র বাংলাদেশ।

কঠিন পরিস্থিতিতেও যদি মনোবল দৃঢ় রাখা যায়, তবে সফলতা নিশ্চিত। অনেক শুভকামনা জেসমিনকে! 💛
28/01/2025

কঠিন পরিস্থিতিতেও যদি মনোবল দৃঢ় রাখা যায়, তবে সফলতা নিশ্চিত। অনেক শুভকামনা জেসমিনকে! 💛

Address

04, Gareeb/E/Newaz Avenue, Sector 13, Uttara
Dhaka
1230

Website

https://lnk.melabel.io/aminur/tumi-somogro-bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Somogro Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somogro Bangladesh:

Videos

Share