Fellow Travelers -FT

Fellow Travelers -FT Travel through the world but at first see your home ! you can contact with us https://www.facebook.c Moto is to travel through the world.
(27)

একঘেয়েমি জীবন থেকে বের হয়ে জীবনটাকে নতুন করে দেখে এবং জীবনের অর্থ খুজে বের করাই হল আমাদের উদ্দেশ্য।জানালার মধ্যেদিয়ে আকাশের ছোট অংশ না দেখে বাইরে বের হয়ে বিশাল আকাশ দেখে মনটাকে আকাশের মত করার চেষ্টা করব ।
এই গ্রুপ থেকে প্রতি মাসেই আমরা ভ্রমণে বের হই দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে আপনিও আমাদের ভ্রমণের অংশ হতে পারেন। প্রতিটি ভ্রমণের জন্যেই ইভেন্ট তৈরি করা হয় গ্রুপ থেকে। ইভেন্টে সব বিস্তারিত লেখা থাক

ে। সেগুলো জেনে নিয়ে আপনিও যেতে পারেন আমাদের সাথে।
এ গ্রুপটা মোটেও অলাভজনক গ্রুপ নয় বা দাতব্য সংস্থা নয়। :)
Tour Agency.

কার্শিয়ং থেকে আমার মোমো ভক্তি শুরু😛শিলিগুড়ি থেকে জীপ ধীরে ধীরে দার্জিলিং এর রাস্তায় ঢুকলো এরপর শুরু হলো এরকম সব নজরকাড়া ...
24/11/2023

কার্শিয়ং থেকে আমার মোমো ভক্তি শুরু😛

শিলিগুড়ি থেকে জীপ ধীরে ধীরে দার্জিলিং এর রাস্তায় ঢুকলো এরপর শুরু হলো এরকম সব নজরকাড়া দৃশ্য। আমি বরাবর পাহাড় প্রেমী। এইসব রাস্তায় কখনো আমার ঘুম আসে না। আমি চোখ ঢ্যাব ঢ্যাব করে সব দেখতে থাকি।

কিন্তু এই সুখ বেশিক্ষন টিকলো না। আগের দিন সন্ধ্যা ৬ টা থেকে এখন সকাল ১১:৩০ টা অবধি জার্নির মধ্যেই আছি, সারারাত তেমন কিছু খাই নি আর সকালে খুব শখ করে বুড়ির হোটেলে ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। ব্যস,প্রচন্ড গ্যাস হয়ে গেছে। আর দার্জিলিং এ যাওয়ার রাস্তায় অনেক বেশি বাক।যারা বান্দরবান বা সাজেক গেছেন তারা এই রাস্তা গুলো বুঝবেন যে কেমন করে উঁচু আঁকাবাকা রাস্তায় জীপ উঠে।কিন্তু দার্জিলিং এর রাস্তার কাছে ওইগুলো কিচ্ছু নাহ। সুতরাং আমি হঠাৎ করেই বমি করি। পরপর কয়েক বার করার পর আমার পেট খালি হয়ে যায় একদম।

রানার চোখ লেগে এসেছিল কিন্তু ঘুম হারাম। ড্রাইভারকে কোনো দোকানের সামনে রাখতে বলা হলো। কিছু খেতে হবে। উনি যেখানে রাখলেন সেখানে একটা পিচ্চি নেপালিজ ছেলে মোমো,নুডুলস এসব বিক্রি করে। রানার হিন্দি,ইংরেজি আর বাংলা শুনে ওই ছেলে বোবার মতো তাকায় ছিলো। আমি হাসি থামিয়ে হিন্দিতেই বললাম মোমো দিতে।মোমো পেয়ে আমার নাচানাচি শুরু। ইচ্ছামতো খাইলাম আর জীপের বাকিদের বললাম পুরা ট্যুরে শুধু মোমো খাবো (সেটাই করসি আমি।এই নিয়ে রানা কম পঁচায় নাহ)। পেট ভরে খেয়ে এরপর আশেপাশে ছবি তুললাম কতগুলো। নিজেকে পাখি মনে হচ্ছিলো। লিখাটা যে লিখছি চোখের সামনে সেই পাহাড়,মেঘ আর আমার আবেগ ভাসতেসে। ছবি তুলে নাচতে নাচতে গাড়িতে উঠে গেলাম। 💃

মোটামুটি এখান থেকেই আমার মোমো আর কফি খাওয়া শুরু। মনে হবে আমি এই দুইটা খেতেই দার্জিলিং গিয়েছিলাম 😌

যাহোক অল্পকিছু তথ্য দেই। কার্শিয়ং কিন্তু ঘুরার জন্য বা এক রাত নিরিবিলি থাকার জন্য দারুণ একটা শহর। এটা দার্জিলিং এর মতো কোলাহলপূর্ণ না।আর এই শহরটা পুরাটাই পাহাড়ি অঞ্চল। 'সাদা অর্কিডের দেশ' বলে এটাকে কারন সব পুরো শহর জুড়েই নাকি অর্কিডের রাজত্ব। এখানে কিছু অফবিট গ্রাম আছে। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর এই শহরের ট্রেনজার্নি টা নাকি দারুণ।


💕

নেপালের মধ্যাঞ্চলে ১৯ জনকে বহনকারী একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।  তারা এয়ারের বিমানটি পোখারা থেকে জোমসম যাওয়ার ...
29/05/2022

নেপালের মধ্যাঞ্চলে ১৯ জনকে বহনকারী একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। তারা এয়ারের বিমানটি পোখারা থেকে জোমসম যাওয়ার জন্য ২৫ মিনিটের ফ্লাইট ছিল। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর খোজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিতে ১৬ জন নেপালি (তিনজন ক্রু সহ), ৪ জন ভারতীয় এবং ২ জন জার্মান নাগরিক সহ মোট ২২ জন ছিল।
খবর - এভারেস্ট টুডে।

আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিকার সময়ে থানছি-বান্দরবান সড়কে, জীবন নগরে বাঁকে নামতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে...
26/05/2022

আজ সকাল আনুমানিক ১০.০০ঘটিকার সময়ে থানছি-বান্দরবান সড়কে, জীবন নগরে বাঁকে নামতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে গাড়িটি জীবন নগর পাহাড়ে গভীর খাঁদে নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(বুয়েট) এর কর্মচারী বলে হতাহতের পরিচয় পত্র এবং মুখে স্বীকারোক্তি মাধ্যমে জানতে পেরেছি।

হতাহতদের মধ্যে উদ্ধারের পরপরেই গুরুতর আহত অবস্থায় দুজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত বাকি ৪জন বলিপাড়া বিজিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাকি চার জন এখনো নিখোঁজ রয়েছেন বলে উদ্ধার কাজে সহযোগীগতা কারী স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন।

A cup of fountain water.....Location - Ruposhi WaterfalsSource - Wasif Rahman
23/05/2022

A cup of fountain water.....

Location - Ruposhi Waterfals
Source - Wasif Rahman

22/05/2022

Mention your best friend 🤣

টাঙ্গুয়ার হাওড়ে সকাল সকাল ঘুম টা ভাঙার পর যখন শরীর টা আলসেমির মোরামরি করতে করতে বসবেন তখন এইরকম আদা লেবু চা আপনার সকল টা...
21/05/2022

টাঙ্গুয়ার হাওড়ে সকাল সকাল ঘুম টা ভাঙার পর যখন শরীর টা আলসেমির মোরামরি করতে করতে বসবেন তখন এইরকম আদা লেবু চা আপনার সকল টা আরো সুন্দর করে দিবে।
ক্সহলমান নৌকায় বৃষ্টি ভেজা হাওড় আর গ্রামগুলো দেখতে দেখতে সকাল টা শুরু হয়।

বুকিং চলতেছে টাংগুয়ার হাওরে ফেলো ট্রাভেলার্সের বৃষ্টি বিলাস

গুড মর্নিং ফেনী।নাস্তা সেরে এখন বড় কমলদহের পথে।ঝর্ণা ট্যুর শুরু এই সিজনে সামনে কোন ঝর্ণায় যেতে চান নেক্সট?৯ জুন আমাদের ট...
20/05/2022

গুড মর্নিং ফেনী।
নাস্তা সেরে এখন বড় কমলদহের পথে।

ঝর্ণা ট্যুর শুরু এই সিজনে সামনে কোন ঝর্ণায় যেতে চান নেক্সট?

৯ জুন আমাদের টাংগুয়ার হাওরে ফেলো ট্রাভেলার্সের বৃষ্টি বিলাস ট্যুর এর বুকিং চলতেছে।

সবকিছুই কৃত্রিম,  কারণ প্রকৃতি ও সৃষ্টিকর্তার শিল্প৷ 📸 Samsung s20 fe.
19/05/2022

সবকিছুই কৃত্রিম, কারণ প্রকৃতি ও সৃষ্টিকর্তার শিল্প৷

📸 Samsung s20 fe.

শুরু হয়েছে ঝর্ণার মৌসু্ম..😍তাই ফেলো ট্রাভেলার্স আবার যাচ্ছে কমলদহ ঝর্না ও গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমনে...🚃  ভ্রমণ তারিখ...
15/05/2022

শুরু হয়েছে ঝর্ণার মৌসু্ম..😍
তাই ফেলো ট্রাভেলার্স আবার যাচ্ছে কমলদহ ঝর্না ও গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমনে...

🚃 ভ্রমণ তারিখঃ ১৯ মে রাতের বাসে যাত্রা শুরু।

🚌 ফেরার তারিখঃ ২০ মে সন্ধ্যায় রউনা দিয়ে রাতের মধ্যে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

💰 ভ্রমণ খরচঃ ১৮৫০ টাকা (জনপ্রতি)

💸 বুকিং মানিঃ ১০০০ টাকা।

🧭 যা যা ঘুরবোঃ

➡️ কমলদহ ঝর্না

➡️ গুলিয়াখালী সি বিচ

⌚ ভ্রমণ পরিকল্পনাঃ

- ১৯ তারিখ বৃহস্পতিবার রাতের বাসে করে সীতাকুণ্ড যাত্রা।

- ২০ তারিখ শনিবার সকালে সীতাকুণ্ড পৌছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা। তারপর চলে যাবো কমলদহ বা রুপসী ঝর্নার উদ্দেশ্যে। ট্রেকিং করে ঝর্নার সৌন্দর্য্য উপভোগ করবো। ঝর্না থেকে ফিরে দুপুরের খাবার সেরে আমরা চলে যাবো গুলিয়াখালী সমুদ্র সৈকতে। বিকাল টা সেখানে কাটিয়ে সন্ধ্যায় হালকা নাস্তা শেষে রউনা দেবো ঢাকার উদ্দেশ্যে। ১১ টার মধ্যে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

⏩ যা যা থাকছে এর টাকার মধ্যেঃ

1️⃣ ঢাকা-সীতাকুণ্ড -ঢাকা নন এসি বাস ভাড়া।

2️⃣ লোকাল ট্রান্সপোর্ট খরচ।

3️⃣ মোট ২ বেলা খাবার ও ১ বেলা নাস্তার ব্যবস্থা ( সকালের নাস্তা,দুপুরের খাবার এবং সন্ধ্যার নাস্তা।)

4️⃣ গাইড খরচ।

বিস্তারিত জানতে ইনবক্স অথবা যোগাযোগ ০১৮৯১৭৫১৭৬০-১।

Address

105, Shukrabad
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801891751759

Alerts

Be the first to know and let us send you an email when Fellow Travelers -FT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fellow Travelers -FT:

Videos

Share

OUR STORY

We are a community based traveling platform to provide local travel experiences. We believe in local tourism & huge prospect of it. The communities can make you feel special. Get a adventurous holiday & explore the communities with Fellow Travelers.

Our Services:-


  • Tour Package

    Other Dhaka travel agencies

    Show All