Sunshine tours and travels

Sunshine tours and travels We are offering air ticket and visa processing services This is online air ticket and visa consultancy center.

24/02/2019

CHINA VISA!!!! CHINA VISA!!! CHINA VISA!!!

Now we are providing china visa.

Single entry China visited: BDT 9500
Single entry fresh passport: BDT 15500
Multiple entry(1 Year): BDT 19500

Requirements for fresh passport:
1. Pic 2pcs
2. Visiting card.
3. ID card photocopy.
4. Bank Statement last seven month
5. Bank Solving certificate with opening date.
6. Tin Certificate photocopy.
7. Trade license photocopy.

Requirements for china visited passport:
1. Pic 2pcs
2. Visiting card.
3. Bank Statement last seven month.

For any queries please contact with this number 01722935469

21/01/2019

#সতর্কতামূলক_পোস্ট

কানাডা ভিসা ২০ লাখ !! আমেরিকা ভিসা ২০ লাখ !! ইউরোপ ভিসা ১৫ লাখ !! ভিসার আগে বা পরে ১ টাকাও নয়, সমস্ত পেমেন্ট পৌঁছানোর পরে।।
এরকম রংচং মাখা বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে, আমার পরিচিত এক ভাই এই ফাঁদে পা দিয়ে তার সর্বশেষ খুয়িয়েছেন।। তার করুন কাহিনী হুবহু তুলে ধরা, যদি কারো কোনও উপকার এ আসে।।

সে এমনই কোনও এক বিজ্ঞাপন দেখে ঢাকায় আভিজাতো এলাকায় একটা অফিসে গিয়েছিলেন, সেখানে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চায়। এবং তারা বলে যে, আমরা গ্রান্টি দিয়ে আপনাকে বিদেশ নিয়ে যাবো, ২ বছর এর জন্যে জব ভিসা, মাসিক ২০০০-২৫০০ ডলার বেতন, ৫ বছর পরে নাগরিকত্ত পেতে আমরাই সাহায্য করবো।। এমনকি ভিসার আগে ও পরে কোনও অর্থ প্রদান করতে হবে না, সমস্ত খরচ আপনি বিদেশ পৌঁছানর পরে আপনি যখন বিদেশ থেকে আপনার পরিবার কে ফোন দিয়ে বলবেন যে আপনি ভালোভাবে পৌঁছে গেছেন, তার পর আপনার পরিবার আমাদের টাকা দিবে।। আমাদের আমেরিকা কানাডা তে সরাসরি প্রতিনিধি আছে, তারাই সরসরি আমেরিকা কানাডা থেকে আপনার নামে ভিসা ইসু করে পাঠাবে, তাই এখানে এম্বাসি ফেস করার কোনও ঝামেলা নেই।।

এক সঙ্গে এতো অফার পেয়ে বেচারা কনফিউস হয়ে গেলো !! সে নিজেকে প্রশ্ন করতে লাগলো বিদেশ যাওয়া এতো সোজা ?? নিজে নিজে উত্তর ও খুজে নিলো, আরে কি আর, এক বার চেষ্টা করে দেখি, আমার তো ২৫ পয়সাও আগে দিতে হবে না, সমস্ত খরচ যেখানে আমেরিকা/কানাডা পৌঁছানর পরে, সেখানে আমার আবার টেনশন কি !! যেই কথা সেই কাজ, বাড়িতে গিয়ে বাবা-মা এর সাথে আলোচনা করলো।। যেখানে সমস্ত খরচ পৌঁছানর পরে সেহেতু বাবা-মা আর দ্বিধা না করে রাজী হয়ে গেলো, শুরু হয়ে গেলো সুদের টাকা গুছানো ও অবশিষ্ট জমিজমা বিক্রি করার প্রস্তুতি।। ১৮-২০ দিনের মাথায় টাকা গুছানোর প্রস্তুতি শেষ করে পাসপোর্ট নিয়ে আবার অফিসে গিয়ে নিজের নামটা বুকিং দিয়ে আশা, বুকিং এর সময় অরিজিনাল পাসপোর্ট সহ ২ কপি ফটো ও ন্যাশনাল আইডি এর ফটোকপি রাখলো সঙ্গে মোবাইল নাম্বার।।

৭ দিন পরে, তাকে ফোন করে অফিসে ডাকা হলও।। যথারীতি, অফিসে যাবার পরে দেখলও সেখানে তার মতো আরও ১১ জন অপেক্ষা করছে কানাডা বা আমেরিকা যেতে চায়।। এর পরে অফিস থেকে তাদের বলা হলও, টোটাল ১২ জন এর একটা গ্রুপ এদের প্রত্যেকের (৯ জন কানাডা, ৩ জন আমেরিকা) ভিসা রেডি, এনাদের ফ্লাইট আগামী ৪ দিন পরে।। ফ্লাইট ভারতের নিউ দিল্লী থেকে সরাসরি, তাই প্রত্যেকের পাসপোর্ট এ ইন্ডিয়ান ভিসা লাগানো আছে, ২ দিন এর ভীতর ১২ জন এর গ্রুপ বাংলাদেশ থেকে নিউ দিল্লী এর উদ্দেশে রউনা দিতে হবে, সঙ্গে তাদের প্রতিনিধি থাকবে।। তাদের প্রত্যেকের ভিসা অনলাইন এ ইসু হয়ে গেছে, অনলাইন ভিসা কপি ও বিমান টিকিট নিউ দিল্লী থেকেই উনাদের প্রতিনিধি প্রত্যেক ক্যান্ডিডেট এর হাতে দিয়ে দেবে।।

এই ১২ জন এর ভীতর ২/১ জন এর মনে প্রশ্ন তৈরি হয়েছিলো যে, পাসপোর্ট এর স্টাম্প ছাড়া কি আসলেই তারা কানাডা যেতে পারবে তো, আবার নির্ভয়ে ২/১ জন এই প্রশ্ন করেও ফেলে, কিন্তু তারা রিতিমত ধমক খেয়ে যায়।। আরে মিয়া, আপ্নারা কি আমাদের থেকে বেশি বোঝেন, আমরা ২৫ বছর ধরে এই লাইন এ, আমাদের অভিজ্ঞতা আছে, আপনাদের আগে আমাদের যে সব ক্যান্ডিডেট বিদেশ গেছে, এই নেন ফোন নাম্বার, এদের সাথে কথা বলেন।।

আপনাদের কি টেনশন ?? আপনার কি ২৫ পয়সা পেমেন্ট করেছেন??? আপনাদের পিছনে আমাদের কত করে ইনভেস্ট করতে হয়েছে জানেন?? একটা কানাডা এর ভিসা রেডি করতে কতো টাকা লাগে জানেন?? এর পরে প্লেন এর টিকিট নেটে সার্চ দিয়ে দেখেন কত খরচ ।। কথাগুলি (ঝারি) শোনার পরে সবাই চুপ হয়ে গেলো ও নির্ধারিত তারিখ সবাই নিউ দিল্লী এর উরদ্দেশে রউনা দিলো।।

ঢাকা থেকে ট্রেনে কোলকাতা, এর পর কোলকাতা থেকে নিউ দিল্লী ট্রেনে সবমিলিয়ে ২/৩ দিন পরে তারা নিউ দিল্লী পউছালো !! নিউ দিল্লী স্টেশন থেকে প্রায় ৩/৪ ঘন্টা প্রাইভেটকারে করে কোথায় নিয়ে গিয়ে রাতে এই ১২ জন এর গ্রুপ কে রাখা হলো কেউ সঠিক বলতে পারলো না।।
((একটা নিরিবিলি এপার্টমেন্ট, আশেপাশে ফাঁকা সর্বশান্ত পরিবেশ))

প্রত্যেকে ২/৩ ঘন্টা করে পিটালো আলাদা ভাবে, এবং সারারাত রাতে কোনও ফাঁকা রুমে আটকিয়ে রাখলো (খাবার পানি ছাড়াই সারারাত)।। পরেরদিন সকাল এ এক একজন করে অন্য ফাঁকা রুমে নিয়ে গেলো এবং মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাদ্ধ করলো যে " মা/বাবা আমার আজ রাতে কানাডা এর ফ্লাইট আমার জন্যে দোয়া করবে সবাই" !!

প্রত্যেকে আলাদাভাবে তাদের পরিবার এর সাথে একই কথা বলালো এবং এর পরে ২ দিন তাদের একসাথে সেই বদ্ধ ঘরে আটকিয়ে রাখলো (দিনে ১ বার খাবার সহ)।।

২ দিন পরে একই স্টাইল এ মাথায় পিস্টল ঠেকিয়ে বাড়িতে ফোন করতে বাধ্য করলো যে " মা/বাবা আমি ভালো ভাবে কানাডা পৌঁছে গেছি, কোথাও কোনও সমস্যা হয়নি, এমন কি আগামিকাল থেকে আমি কাজে জয়েন্ট করবো, তোমরা এনাদের প্রাপ্প টাকা দিয়ে দাও "!!

নিরিহ বাবা মা দ্বিধা না করে সবাই সবার চুক্তি সরূপ টাকা দিয়ে দিলো !!! টাকা হাতে পাবার গ্রিন সিগ্নাল পাবার পরে, প্রত্যেক কে একই স্টাইল এ নিউ দিল্লী স্টেশন এ পৌঁছে দেয় কোনও এক রাতের বেলায়,

সঙ্গে কোলকাতা ফেরার ট্রেন এর টিকিট সহ।

আমাদের অনেক পরিচিত আত্মীয়সজন যাতে এইরুপ প্রতারণার না পড়ে তাই পোস্ট করা....

কালেক্ট

Beautiful china
01/11/2018

Beautiful china

WE ARE HIRING!!!Interested candidates may email their CV to info@starlighttoursbd.comAPPLICATION DEADLINE: Selected cand...
27/10/2018

WE ARE HIRING!!!

Interested candidates may email their CV to [email protected]

APPLICATION DEADLINE: Selected candidate has to join immediately

TICKETING & RESERVATION OFFICER - 2 PERSONS
-Must be certified on SABRE / GALILEO Reservation platform
-Minimum 1/2 years work experience in any travel agency
-Minimum HSC / Bachelor’s Degree in any discipline

JOB LOCATION: DHAKA, UTTARA

STAR LIGHT TOURS & TRAVELS
House #41, Road #01, Sector #13, Uttara, Dhaka-1230, Bangladesh
Hotline: +88 01914731257
E-mail: [email protected]
Website: www.starlighttoursbd.com

14/07/2018

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন কাল
যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হচ্ছে। কাল শনিবার সকালে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এই আবেদন কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্র উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার হবে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। হাইকমিশন বলছে, এ আবেদন কেন্দ্র হবে সমন্বিত ও অত্যাধুনিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনা ফিউচার পার্কে এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন (সাক্ষাৎকার) ব্যবস্থাও প্রত্যাহার করা হবে। মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র ১৫ জুলাই থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুটি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্টের মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে। এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসূচি ছাড়াই সব শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্র একটি মডেল ভিসা কেন্দ্র হবে। ১৮ হাজার ৫০০ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে), আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপনিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেওয়ার জন্য ৪৮টি কাউন্টার। জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায় ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে। একটি বিশেষ সহায়তা ডেস্ক ও প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্য কাউন্টার থাকবে, যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত ও নিরাপদ বিপণিকেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা প্রদান সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে বলে দাবি করেছে হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন বলছে, যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদন সেবা সমন্বয় এবং সুযোগ-সুবিধা ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন।

08/05/2018

জুলাই থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট
e-passport
মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) যুগ শেষ হতে চলেছে। এবার আসছে ই-পাসপোর্ট। এ বছরের জুলাই মাসেই চালু হতে যাচ্ছে এই পাসপোর্ট। এরইমধ্যে জার্মানির একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এ পাসপোর্টের একটি ‘চিপ’ সহজ করে দেবে বিশ্ব ভ্রমণ।

জানা যায়, বিশ্বের ১১৮টি দেশে ইলেকট্রনিক পাসপোর্ট চালু রয়েছে। এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ। নিরাপত্তা চিহ্ন হিসেবে এতে থাকবে চোখের মণির ছবি ও আঙুলের ছাপ। এর পাতায় থাকা চিপে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য।

২০১৬ সালে এমআরপির পাশাপাশি ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। একই সময় পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী যে দিন থেকে ই-পাসপোর্ট চালু হবে ওই দিন থেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করতে গেলে ই-পাসপোর্ট করতে হবে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই–পাসপোর্টের নমুনা কপি অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ই-পাসপোর্টের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। জার্মানির প্রযুক্তি নিয়ে জিটু-জি'র মাধ্যমে বাংলাদেশে ই–পাসপোর্ট করা হবে। এর জন্য উড়োজাহাজ, স্থল ও নৌ-বন্দরে ই-গেট স্থাপন করা হবে। ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে যাওয়া ই-পাসপোর্টধারী ব্যক্তি লাইনে না দাঁড়িয়েই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন শেষ করতে পারবেন।

15/04/2018
05/04/2018

পাসপোর্টে নাম ও বয়স সংশোধনের আবেদন নেওয়া আকস্মিকভাবে বন্ধ করে দিয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

নাম-বয়স সংশোধন করে বিভিন্ন জনের বিভিন্ন দেশে গিয়ে ধরা পড়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাকে এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “যে নামে এবং বয়স উল্লেখ করে একবার পাসপোর্ট হয়ে গেছে, তা আর পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

গত ৭ মার্চ থেকে অধিদপ্তর নাম, বাবার নাম, মায়ের নাম ও বয়স পরিবর্তনের আবেদন নিচ্ছে না, যদিও পাসপোর্ট নীতিমালায় নাম কিংবা বয়স সংশোধনের সুযোগ এখনও রয়েছে।

নীতিমালা অনুযায়ী, নাম সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ অথবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়।

অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিধিমালা সংশোধন না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নাম-বয়স পরিবর্তন করে পাসপোর্ট নিয়ে ধরা পড়া বেশ কিছুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। কয়েকজন কর্মকর্তা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেও বিষয়টি তোলেন।

“তাদের চাপাচাপিতে আমাদের এই অবস্থানে যেতে হয়েছে,” বলেন ওই কর্মকর্তা।

পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনেকে কাজের সন্ধানে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে ফিরে এসে নাম, বয়স সংশোধন করে ফের বিদেশ যান। কিন্তু পরে ধরা পড়েন।

মহাপরিচালক রেজওয়ান বলেন, “এই ব্যক্তি যখন পাসপোর্ট পরিবর্তন করে তার নিজের নামে করে ভিসা নিতে যাবেন, তখন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে আগের নাম, পিতা-মাতার নাম, বয়স উঠে আসবে। ফলে তিনি ভিসা পাবেন না বা ইমিগেশন তাকে আটকে দেবে।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, বলেন তিনি।

মহাপরিচালক বলেন, “নাম পরিবর্তনের জন্য বিভিন্ন পর্যায় থেকে অনেক তদবীর, অনুরোধ আসে, আমি সন্মানের সাথে ফিরিয়ে দেই। এখানে করার কিছু নাই।”

তবে পাসপোর্টের ঠিকানা পরিবর্তনে কোনো সমস্যা হচ্ছে না।

স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বলেন জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।

Emirates reveals SkyLounge, the most exclusive Onboard Lounge to be introduced on its Boeing 777X fleet from 2020. A com...
01/04/2018

Emirates reveals SkyLounge, the most exclusive Onboard Lounge to be introduced on its Boeing 777X fleet from 2020. A completely transparent lounge with unmatched aerial views and unparalleled luxury, Emirates SkyLounge promises window views like no other.

Issue minimum 02 Dhaka-Bangkok-Dhaka Air Ticket on Specified fare at BDT-20,806 and enjoy 02 Nights Hotel accommodations...
31/03/2018

Issue minimum 02 Dhaka-Bangkok-Dhaka Air Ticket on Specified fare at BDT-20,806 and enjoy 02 Nights Hotel accommodations on twin share basis completely FREE.......
Call: 01722935469

27/03/2018

চট্টগ্রাম-কক্সবাজার রুটে- ১৫০০ টাকা!

বাংলাদেশের পর্যটন শিল্প আজ ক্রমবিদকাশমান। পর্যটনের সাথে কানেকটিভিটি ওতোপ্রতোভাবে জড়িত দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজার এর সাথে চট্টগ্রামের আকাশপথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিমান আজ থেকে চালু হওয়া সামার শিডিউলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাপ্তাহিক ০৩ টি ফ্লাইট চালুর ঘোষনা করছে। এরুটে ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ১৫০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে শনি,সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ফ্লাইট সকাল ০৮:১৫ মিনিটে ছেড়ে যাবে এবং ০৮:৪০ মিনিটে কক্সবাজার পৌছবে।

বর্তমান বিমান বহরে সংযুক্ত ১২ টি উড়োজাহাজের মধ্যে ০৬ টি বোয়িং নিজস্ব অর্থায়নে কেনা উড়োজাহাজ। এবছর বহরে আরও যুক্ত হবে ০২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার । এছাড়া হজ্জের সময় স্বাভাবিক শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনার স্বার্থে আরও ০৪টি সুপরিসর উড়োজাহাজ স্বল্প মেয়াদী লীজে আনার সিদ্ধান্ত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীসেবার পাশাপাশি যাত্রীর নিরাপত্তার বিষয়টি সবোর্চ্চ গুরুত্ব অরোপ করে আসছে। আপনারা জেনে খুশি হবেন এবছর বিমান ৬ষ্ঠ বারের মতন ধারাবাহিকভাবে আয়াটা অপারেশন্স সেফটি অডিট ওঙঝঅ অর্জন করতে সক্ষম হয়েছে। যা উন্নত নিরাপত্তার মান নির্দেশ করে। বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই’ আয়োস (ওঙঝঅ) সনদপ্রাপ্ত একমাত্র এয়ারলাইন্স।

দেশের ‘এল ডি সি’ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশের এভিয়েশন শিল্প বিকাশে বিমান যে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে তাতে আপনাদের সহযোগিতা ও সমর্থন সব সময়ই কাম্য। আমরা আশা করি বিমান বাংলাদেশ এয়ালাইন্স জাতীয় পতাকাকে বুকে ধারণ করে তার ডানা দিগন্ত থেকে দিগন্তে বিস্তৃত করবে।

21/03/2018

বিমানে কক্সবাজার (যাওয়া-আসা) মাত্র ১৫০০ টাকায়
415

সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীষ্মকালীন শিডিউল চালু করতে যাচ্ছে। মাত্র ৪৫ মিনিটে যাওয়া আসা করা যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার। এ শিডিউলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে (যাওয়া-আসা) ১৫০০ টাকায় যাতায়াত করা যাবে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ সুযোগটি। শিডিউল শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। প্রথম ফ্লাইটটি ছাড়বে ২৬ মার্চ থেকে। তিনটি শিডিউলে এ বিমান ছাড়বে। সপ্তাহে ৩টি ফ্লাইট প্রতি বৃহস্পতিবার, সোমবার ও শনিবার ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট হবে সপ্তাহে দুইটি; সোমবার ও শনিবারে।

সরকারি ট্যাক্সসহ এ রুটে বিমানভাড়া পড়বে মোট ১৫০০ টাকা। সকাল ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ফ্লাইট ছাড়ে। ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি কক্সবাজারে পৌঁছাবে। চার বছর আগে কেনা অত্যাধুনিক প্রযুক্তির বিমানে এ রুটের যাত্রীদের বহন করা হবে। বিমানটি ৭৪ জন ধারণক্ষমতা সম্পন্ন।

Address

Dhaka

Telephone

01722935469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunshine tours and travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunshine tours and travels:

Share

Category