সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ সবার সব গুণাহ আল্লাহ সুবহানাতায়ালা ক্ষমা করুন। আমীন।
দেখে নিন দেশের ভেতরে থাকা পাঁচ তারকা হোটেলের হালনাগাদ রিপোর্ট
ঈদে দেশীয় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়।
"ঈদ মোবারক"
আমাদের সকল গ্রাহক, ব্যবসায়ীক অংশীদার এবং শুভানুধ্যায়ী'দের "Travel Solution Desk BD" পরিবার জানাচ্ছে ঈদুল ফিতর, ২০২২ এর আন্তরিক শুভেচ্ছা। ঈদের এই আনন্দঘন সময়টুকু পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে কাটুক, এই কামনা করছি।
সংযমের মাসে সবাইকে নিয়ে রমজান পালনেই বরকতময় হয়ে উঠবে এই পবিত্র মাস....
সুড়ঙ্গ টানেলে পাল্টে যাবে কক্সবাজার এর পর্যটন
গণ্ডিকোটা গিরিখাত, অন্ধ্রপ্রদেশ, ভারত
গণ্ডিকোটা অন্ধ্র প্রদেশের কাদাপা জেলার পেনার নদীর তীরে অবস্থিত একটি ছোট পর্যটন শহর।গণ্ডিকোটা ৩০০ বছরেরও বেশি সময় ধরে পেম্মাসানী নায়ক-এর রাজধানী ছিল।ইরারমালা পাহাড় কেটে পেনার নদী দ্বারা নির্মিত সুন্দর ঘাটটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।এই জায়গাটি জর্জের শীর্ষে অবস্থিত বিখ্যাত গণ্ডিকোটার দুর্গের বাড়ি।
জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ পাখিদের জন্য পরিচিত। উজ্জ্বল কমলা বোল্ডারের সবুজ রঙের মাথা সাজানো সাদা জল ঝিলিমিলি শান্ত ঘাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তা নিশ্চিতভাবে আপনাকে অবাক করে দেবে।
পর্যটকদের আকর্ষণে বাড়ছে প্রকৃতি বান্ধব রেস্তোরাঁর || Khagrachari Eco Resturant
পর্যটকদের আকর্ষণে বাড়ছে প্রকৃতি বান্ধব রেস্তোরাঁর || Khagrachari Eco Resturant
পর্যটকদের আকর্ষণে খাগড়াছড়িতে বাড়ছে প্রকৃতি বান্ধব রেঁস্তোরার। শহর থেকে কিছু দূরে গড়ে ওঠা এসব ইকো রেঁস্তোরায় প্রকৃতি দর্শনের পাশাপাশি মেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার। ঘুরতে যাওয়া পর্যটকদের পছন্দের র্শীষে রয়েছে এসব রেঁস্তোরা।
News Courtesy: Independent TV (https://www.youtube.com/watch?v=dAQS7NqGwaI)
রহস্যময় "পাতালকোট"
- মধ্যপ্রদেশ, ভারত
হিন্দু পুরাণ অনুযায়ী, এই পৃথিবী তিন ভাগে বিভক্ত। স্বর্গ, মর্ত্য এবং পাতাল। স্বর্গে বাস দেবতাদের, মর্ত্যে মানুষের এবং পাতালে দানবের। এই পৃথিবীতে মাটির নীচে নাকি রয়েছে সেই পাতাললোক! জানেন কি, আমাদের দেশেই এমন জায়গা আছে যেখান থেকে পাতাললোকের শুরু বলে এখনও বিশ্বাস করেন স্থানীয় বাসিন্দারা?
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার পাতালকোট পাতাললোকের সিংহদরজা বলে বিশ্বাস করেন অনেকে। ঘন সবুজে ঢাকা পাহাড়, সেখানেই বাস প্রায় ২০০০ আদিবাসীর। এই তামিয়া অঞ্চলে মোট ১২টি গ্রাম রয়েছে। এক একটি গ্রামের মধ্যে দূরত্ব ৩-৪ কিলোমিটার। প্রায় ২০,০০০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পাতালকোট। মূলত ভারিয়া এবং গোন্ড প্রজাতির আদিবাসীদের বাস এখানে। কিছুদিন আগে পর্যন্ত বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এই এলাকা।
এই পার্বত্য এলাকার অধিবাসীরা সত্য
Wonder video by "Beautiful Bangladesh"
Wash Your Hands Properly #against_covid19
DO & DON'T AGAINST COVID19