Green Eco Travels

Green Eco Travels This page will help to people who love to travel world wide.

Alhamdulliha ❣  Valley Will open from 1st week of November ❣
28/10/2024

Alhamdulliha ❣
Valley Will open from 1st week of November ❣

22/08/2024

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213
©

23/10/2023

আবহাওয়াজনিত কারনে আগামী তিনদিন সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

12/10/2023
ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে।সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দি...
09/10/2023

ব্রেকিং নিউজ! ১লা নভেম্বর থেকে কার্যকর নতুন টাইমটেবিলে যেসব পরিবর্তন থাকছে।

সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে রাত্রিকালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি নতুন ননস্টপ আন্তঃনগর ট্রেন চালু হবে।

ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫। কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

ঢাকা-সিলেট রুটে একটি নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০, সিলেট পৌঁছাবে ১৫:১০, সিলেট ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়। এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিত হবে সিলেটে।

৭০৪/৭৪১ অর্থাৎ চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ইনকা ১০০ এমজি লটের কোচ দিয়ে একটি রেকের মাধ্যমে চলবে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬টায়, ঢাকা পৌঁছাবে বেলা ১২:০০। ঢাকা ছাড়বে দুপুর ২টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ৮:৩০।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়। ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনের সাথে এরা কানেকশন পাবে।

ঢাকা-নোয়াখালী রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৮টায়, নোয়াখালী পৌঁছাবে দুপুর ১:৩০। নোয়াখালী ছাড়বে দুপুর ২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ৮টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে। ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

ঢাকা-ঈশ্বরদী-পাবনা রুটে নতুন আন্ত:নগর ট্রেন চলবে। পাবনা ছাড়বে সকাল ৮টায়, ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা ছাড়বে ৩:২৫, পাবনা পৌঁছাবে রাত ৯:৪০।

ঢাকা-বুড়িমারী নতুন আন্ত:নগর ট্রেন সহ লালমনি এক্সপ্রেস ট্রেনের জন্য বুড়িমারী-লালমনিরহাট রুটে কানেকটিং শাটল ট্রেন চলবে।

বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত। চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা, জামালপুর পৌঁছাবে ৬টায়, ছাড়বে ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৪:২০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড়টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস পদ্মাসেতু হয়ে চলবে। চিত্রা এক্সপ্রেস আগের রুটে অর্থাৎ বঙ্গবন্ধু সেতু দিয়ে চলবে। সুন্দরবন ও বেনাপোলের নতুন স্টপেজ কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন।

নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ৯:৪৫। ফিরতিযাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ৯:২০।

৭৭৯/৭৮০ নং ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু। নতুন স্টপেজ ভাঙ্গা জংশন, পদ্মা, মাওয়া, পুকুরিয়া, শিবচর।

ঢাকা থেকে ৭৩৯ নং উপবন এক্সপ্রেস রাত ৮:৩০ এর পরিবর্তে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

লাগেজভ্যান যুক্ত আন্ত:নগর ট্রেনের লোডিং / আনলোডিং স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিটের স্থলে ৫ মিনিট দিবে।

-----------------------

©️শাফকাত আমিন ভাইয়া

সবাইকে Green Eco Travels এর পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবসে জানাই শুভেচ্ছা। ❣️❣️❣️
27/09/2023

সবাইকে Green Eco Travels এর পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবসে জানাই শুভেচ্ছা। ❣️❣️❣️

25/09/2023

📍ভিয়েতনাম ভ্রমণ 🇻🇳

পূর্বে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিয়েতনাম
ভ্রমণের জন্য Visa approval letter required ছিল।১৫ই আগস্ট থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের Vietnam e-visa eligible করা হয়েছে।

এখন বর্তমানে ভিয়েতনাম ভ্রমণ করার জন্য ট্রাভেল এজেন্সি থেকে visa approval letter প্রয়োজন নেই

আপনি e-visa অনলাইনে আবেদন করতে পারবেন

https://evisa.xuatnhapcanh.gov.vn/?fbclid=IwAR1LHuCIVGkYcDdpQz5P_gq1WPcaBMdSinm3cCZJb6AvU8ztUqtQxg2BAhc

আবেদন ফি

Single entry 25 USD

Multiple 50 USD (3 Months)

এছাড়া থার্ড পার্টির অনেক ওয়েবসাইট আছে।
সেক্ষেত্রে আবেদন ফি সাইটের উপর ডিপেন্ড করে কম বেস হয়।উপরের দেওয়া লিংকটি গভারমেন্ট
ভিত্তিক।

Documents required

1)Passport Scan copy
2)Dgital photo

টিকেট বুকিং লাগবেনা।

Processing time

নরমালি তিন থেকে সাত কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মধ্যে e-visa পেয়ে যাবেন।

e-visar ক্ষেত্রে Airport immigration entry and exit seal পাবেন।

কেউ যদি Visa sticker/Visa level নিতে চান।

সে ক্ষেত্রে on arrival কাউন্টারে থেকে এক্সট্রা
২৫ ডলার ফি দিয়ে visa sticker নিতে হবে।

এবারে সেন্টমার্টিন যাওয়ার টিকেট পাবেন Green Eco Travels  থেকে! 🫰টিকেট মুল্য 👇👇👇★★★আপ এন্ড ডাউন: #রিভেরা বিজনেস চেয়ার (১ম...
20/09/2023

এবারে সেন্টমার্টিন যাওয়ার টিকেট পাবেন Green Eco Travels থেকে! 🫰

টিকেট মুল্য 👇👇👇
★★★আপ এন্ড ডাউন:
#রিভেরা বিজনেস চেয়ার (১ম ফ্লোর ব্যাকওয়ার্ড)- ১৬০০ টাকা
#প্যানোরোমা বিজনেস চেয়ার( ১ম ফ্লোর মিডেল)-১৬০০ টাকা
#মেইন ডেক চেয়ার (১ম ফ্লোর ফ্রন্ট) - ১৪০০ টাকা
#ফ্যামিলি বাঙ্কার কেবিন (২য় ফ্লোর ফ্রন্ট,কমন ওয়াশরুম) -৬০০০ টাকা
#বাঙ্কার বেড কেবিন (২য় ফ্লোর কমন ওয়াশরুম) - ৩৫০০ টাকা
#মোজারাত চেয়ার (২য় ফ্লোর মিডেল) - ১৪০০ টাকা
#ডিলাক্স কেবিন (২য় ফ্লোর মিডেল) -
৫০০০ টাকা
#সান ডেক সীট (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড)-
১৪০০ টাকা
#ভিআইপি কেবিন (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড কমন ওয়াশরুম) - ৮০০০ টাকা
#ভিভিআইপি (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড,এটাচ ওয়াশরুম) -১০,০০০

★★★আপ অথবা ডাউন সিংগেল ওয়ে:
#রিভেরা বিজনেস চেয়ার (১ম ফ্লোর ব্যাকওয়ার্ড)- ৮৫০ টাকা
#প্যানোরোমা বিজনেস চেয়ার( ১ম ফ্লোর মিডেল)-৮৫০ টাকা
#মেইন ডেক চেয়ার (১ম ফ্লোর ফ্রন্ট) - ৭৫০ টাকা
#ফ্যামিলি বাঙ্কার কেবিন (২য় ফ্লোর ফ্রন্ট,কমন ওয়াশরুম) -৩৫০০ টাকা
#বাঙ্কার বেড কেবিন (২য় ফ্লোর কমন ওয়াশরুম) - ১৮০০ টাকা
#মোজারাত চেয়ার (২য় ফ্লোর মিডেল) -
৭৫০ টাকা
#ডিলাক্স কেবিন (২য় ফ্লোর মিডেল) -
২৮০০ টাকা
#সান ডেক সীট (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড)-
৭৫০ টাকা
#ভিআইপি কেবিন (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড কমন ওয়াশরুম) - ৪০০০ টাকা
#ভিভিআইপি (৩য় ফ্লোর ব্যাকওয়ার্ড,এটাচ ওয়াশরুম) -৫,৫০০

টিকেট নিতে ফোন করুন 👇
01744-482962 (whats app)

BA**ER BAN, Bangladesh 🌲❣️
03/09/2023

BA**ER BAN, Bangladesh 🌲❣️

পাখির চোখে 😎সাজেক ভ্যালি 🌲❣️
31/08/2023

পাখির চোখে 😎
সাজেক ভ্যালি 🌲❣️

Swizerland ❣️
05/08/2023

Swizerland ❣️

💥 ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর 🤩আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম  কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চাল...
05/06/2023

💥 ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর 🤩

আগামী সেপ্টেম্বরে চলু হচ্ছে ঢাকা - চট্টগ্রাম কক্সবাজার ট্রেন সেবা। প্রথমে ট্রায়াল চালু হবে চট্টগ্রাম থেকে ২ টি ট্রেন, একটি ১ সেমি ননস্টপ ১ টি লোকাল। তার কিছু দিন পর চালু হবে ঢাকা থেকে ২ টা, ১ টি ননস্টপ ১ টি সেমি ননস্টপ। ডিসেম্বরের মধ্যে সিলেট থেকে কক্সবাজার ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

💥 ভাড়াঃ ঢাকা হতে নন এসি ৭০০ - ৮৫০ টাকা, এসি ১৪০০ থেকে ১৫০০ টাকা। চট্টগ্রাম থেকে সেমি ননস্টপের নন এসি ভাড়া ২০০ টাকা এসি ভাড়া ২৫০ - ৩০০ টাকা। লোকালের ভাড়া ৯০ - ১২০ টাকা। কেবিন ভাড়া ঠিক হয় নি।

সিলেট গামী উদয়ন এক্সপ্রেস,লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের ধাক্কায় লাইনচ্যুত
20/05/2023

সিলেট গামী উদয়ন এক্সপ্রেস,লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছের ধাক্কায় লাইনচ্যুত

একটি উড়ন্ত রুমাল কে কেটে দু টুকরা করতে পারতো এই ইস্পাতের তৈরি তলোয়ার।  যুদ্ধের মাঠে ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকা হতো কাজ উদ্...
19/04/2023

একটি উড়ন্ত রুমাল কে কেটে দু টুকরা করতে পারতো এই ইস্পাতের তৈরি তলোয়ার। যুদ্ধের মাঠে ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকা হতো কাজ উদ্ধার করার জন্য l এই ধাতু থেকে তৈরি অস্ত্র ছিল অত্যন্ত নমনীয়, নমনীয় হওয়া সত্ত্বেও এটির ক্ষয় খুব একটা হতো না । কিংবদন্তিতুল্য দামেস্কের স্টিলের কথা বলছি l ক্রুসেডের সময়কালে বিভিন্ন ঘটনায় দামেস্কের স্টিল দিয়ে তৈরি ছুরি ও তরোয়ালের কথা বিশ্বে ছড়িয়ে পড়ে । লেভান্তের এ স্টিল ছিল অন্য যেকোনো স্টিলের চেয়ে শ্রেষ্ঠ। দামেস্কের স্টিল দিয়ে তৈরি ছুরি ও তলোয়ালের উপস্থিতি ইউরোপীয়দের মনে ভয়ের সঞ্চার করেছিল l আজ পর্যন্ত কেউ এমন স্টীল নতুন করে তৈরি করতে পারে নি l

Wikipedia A bladesmith from Damascus, c. 1900

Address

Mohammad Pur, Qadirabad Housing, Block D Road-1, House-15, Flate-, A3
Dhaka

Telephone

+8801754633435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Eco Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category