27/03/2024
মৃণালিনী দেবী মৃত্যুর আগে কবিগুরুকে একটি গান শোনাতে বলেছিলেন। তিনি বলেছিলেন এতদিন কবি রবীন্দ্রনাথকে সবাই চেয়েছে, শুধু আমি বাদে। আমি শুধু মানুষ রবীন্দ্রনাথকে চেয়েছিলাম। নদীর যেমন সাগর, পাখির যেমন আকাশ, আমারও তেমনি রবীন্দ্রনাথ।কিন্তু আজ বড়ো বেশী করে আমার কবি রবীন্দ্রনাথকে দেখতে ইচ্ছা করছে। বিশেষত সেই গানটি আমার বিশেষ করে মনে পড়ছে------" আজি ঝড়ের রাতে তোমার অভিসারে/ পরাণসখা বন্ধু হে আমার।"এই বলে মৃণালিনী দেবীর চোখ দুটি সহসা গভীর ঘুমে ছেয়ে গেল....বললেন আমি এবার ঘুমাবো।এবার এই ঝড়েররাতে আমায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও।আর রবীন্দ্রনাথ তখন সংজ্ঞাহীন, বেহুঁস অথবা খেপা, বাতুল, বাউরার মতো গেয়ে চলেছেন------" আজি ঝড়ের রাতে তোমার অভিসারপরানসখা বন্ধু হে আমার॥আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম--দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥বাহিরে কিছু দেখিতে নাহি পাই,তোমার পথ কোথায় ভাবি তাই।সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারেগভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥"তারপর গান শেষ হতেই মৃণালিনীর নাম ধরে ডেকে উঠলেন।তিনি নীরব।ডাকলেন------ ছোটোবউ-----তিনি নীরব।এবং অবশেষে এক নিবিড় ও অন্তরঙ্গ নাম ধরে ডেকে উঠলেন তিনি।ডাকলেন ------"ছুটি "( একমাত্র রবি ঠাকুর ওনাকে এই নামে ডাকতেন)ছুটি তখন সারাজীবনের জন্য ছুটি পেয়ে গেছেন......
(সংগৃহীত)
#সংগৃহীত
#রবীন্দ্র #রবীন্দ্রনাথ #রবীন্দ্রনাথঠাকুর