Combo Bangla Tours & Travels

Combo Bangla Tours & Travels Combo Bangla is one of the most Trustworthy and Acknowledged immigration company in Bangladesh.Combo Bagla specializes in Visit Visa, & Work Visa.

12/08/2023
24/02/2023

১৫ দিনে রিজার্ভ বেড়েছে ৩৮ মিলিয়ন ডলার

28/01/2023

স্মৃতি...

28/01/2023

শৈশব-কৈশোরে বাড়ি থেকে পালানোর অভিজ্ঞতা অনেকেরই আছে । দৈনিক পূর্বদেশ পত্রিকায় এমনই একটি ঘটনা প্রকাশিত হয়েছিল ২৮ জানুয়ারি, ১৯৭১ সালে যেখানে 'ফিরে এস' শিরোনামে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক সন্তানকে খুঁজছেন বাবা !

ছবি: হোসাইন জাকি (বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র)

21/01/2023

লাভজনকভাবে চলতে উত্তরা থেকে মতিঝিল লাইন থেকে মেট্রোরেলকে প্রতিদিন তিন কোটি টাকা আয় করতে হবে বলে জানিয়েছে ঢাকা ম্...

21/01/2023

১৯০৪ সালে এক সময়ের ঢাকা মাদ্রাসা বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ ।

ছবি: Fritz Kapp

সংক্ষিপ্ত ইতিহাস:
১৮৭৩ সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেলের সময় মাদরাসা সংস্কার কমিটির অনুমোদনক্রমে ঢাকায় সরকারি আলিয়া মাদরাসার একটি শাখা প্রতিষ্ঠিত হয়। হাজি মুহম্মদ মুহসীন ফান্ডের আর্থিক সহায়তায় ১৮৭৪ সালে ঢাকায় কলকাতা মাদরাসার আদলে এ মাদরাসা প্রতিষ্ঠিত হয়। সে সময় এর নাম দেওয়া হয়েছিল ‘মোহসিনীয়া মাদরাসা’। ঢাকায় অবস্থানের কারণে মাদরাসাটি ঢাকা মাদরাসা নামেই প্রসিদ্ধি লাভ করে। যেসব দরিদ্র মুসলিম ছাত্র অর্থনৈতিক অসচ্ছলতার জন্য স্কুল-কলেজে যেতে পারত না, তাদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয় এ প্রতিষ্ঠানে।

প্রথমে পাটুয়াটুলীর একটি ভাড়া বাসায় কার্যক্রম শুরু হলেও নওয়াব খাজা আবদুল গনি মাদরাসার নিজস্ব জমি কেনার জন্য অর্থ দেন। সেই অর্থে বাহাদুর শাহ পার্কের পাশে বর্তমান জায়গায় মাদরাসার নিজস্ব ভবন নির্মাণের জন্য দুই একর ৪০ শতাংশ জমি ক্রয় করা হয়। এরপর মুসলিম স্থাপত্যরীতি অনুযায়ী মাদরাসা ভবন নির্মাণ করা হয়।

১৮৮০ সালে মাদরাসাটি বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। এটি ছিল পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ মাদরাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দি সোহরাওয়ার্দী। ওই বছর এটি উচ্চ মাদরাসায় রূপান্তরিত হয়। আমার নানা শামসুল উলামা মাওলানা নাসির আহমাদ খান এই উচ্চ মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন।১৯১৬ সালে মাদরাসার অ্যাংলো-পার্সিয়ান বিভাগ পৃথক হয়ে ‘ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল’ নাম ধারণ করে। ১৯২৩ সালে মাদরাসাটিকে ‘ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে’ রূপান্তর করা হয়।

১৯৬৮ সালে বাণিজ্য বিভাগ খুলে এর নামকরণ হয় ‘সরকারি ইসলামিয়া কলেজ’। ১৯৭২ সালে কলেজের নতুন নামকরণ হয় কবি নজরুল সরকারি কলেজ। মাদরাসার মূল ভবনটিতে এখন কলেজের প্রশাসনিক ভবন ও ইংরেজি বিভাগ রয়েছে। সেখানে এখনো ঢাকা মাদরাসায় নওয়াব খাজা আবদুল গনির দানের কথা লেখা একটি ফলক আছে।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (কায়সার)

21/01/2023

বৃটিশ বিরোধী আন্দোলনের কারনে মাষ্টারদা সূর্যসেনের ফাঁসির আদেশ হয়েছে। যে কোনো দিন কার্যকর হবে। তাকে রাখা হয়েছে চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে। অন্ধকার, ছোট্ট একটা ঘর। অন্য সব কয়েদীর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন।

কিন্তু মাষ্টারদা ঐ কনডেম সেলে বসেও বিপ্লবী অন্য কয়েদীদের জন্যে চিঠি লিখতেন। তাকে কাগজ দেওয়া হতোনা। খাবারের জন্যে যে রুটি দেওয়া হতো সেই রুটি না খেয়ে ওটাতেই বিপ্লবের নির্দেশ দিয়ে চিঠি লিখতেন এই মহান বিপ্লবী। এক দেশপ্রেমিক ঝাড়ুদার ঐ চিঠিগুলো অন্যদের পৌঁছে দিতেন।

একরাতে মাষ্টারদা বুঝতে পারলেন পরেরদিন তার ফাঁসি কার্যকর হবে। তিনি শেষবার দেশের গান শুনতে চাইলেন, রুটিতে লিখা চিঠির মাধ্যমে অন্য বন্দীদের গাইতে অনুরোধ করলেন। চট্টগ্রাম কারাগারের শত শত বিপ্লবী যার যার সেল থেকে চিৎকার করে গাইলেন "যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে.."

আহা..দেশের প্রতি কি ভীষণ দরদ!

১৯৩৪ সালের ১২ই জানুয়ারি আজকের দিনে আরেক বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের সাথে ফাসি কার্যকর করা হয় এই মহান দেশপ্রেমিককে,পরে উনার মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

মাস্টারদাকে নিয়ে বলিউডে দুটি সিনেমা তৈরি করা হয়েছে ২০১০ সালে "খেলে হাম জি জান সে" ও ২০১২ সালে "চিটাগং" নামে ছবি গুলো মুক্তি পায়।

গভীর শ্রদ্ধাঞ্জলী স্বাধীনতার এই স্বপ্ন প্রেমিকের প্রতি ❤

সৌজন্যে: রুমেল ( বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র )

এ সবুজ সাথী আমিও পড়েছিলাম।
21/01/2023

এ সবুজ সাথী আমিও পড়েছিলাম।

সবুজ সাথী (আদর্শ বই)।
প্রথম ভাগ
ইস্ট পাকিস্তান স্কুল টেক্সটবুক বোর্ড, ঢাকা।

মূল্য ৮০ পয়সা। ১৯৬০-৭০ সন।

(বইটির কিছু পাতা কমেন্টে দেওয়া হলো)

ছবি: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (কর্নেল)

21/01/2023

পিতার অপেক্ষায় শেখ রাসেল ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন । ১০ জানুয়ারি, ১৯৭২ সাল । তেজগাঁও বিমান বন্দর, ঢাকা ।
চিত্রগ্রাহক : শফিকুল ইসলাম স্বপন

31/12/2022

রৌমারি মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধা...

ফটোগ্রাফারঃ মুক্তিযোদ্ধা, সাংবাদিক হারুন হাবীব

31/12/2022

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করে তাতে ভ্রমণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা।

31/12/2022

পাকিস্তান আর্মি সারেন্ডার করছে, এই খবর শুনে আনন্দে ঢাকা শহরের অলিতে গলিতে পাকিস্তানের পতাকা নামানো শুরু করে জনতা।

১৬ ডিসেম্বর ১৯৭১, ঢাকা।

ছবিসূত্রঃ ফটোগ্রাফার আফতাব আহমেদের সংকলিত ছবির এ্যালবাম।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ

এভাবে খালি গায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তোরা লুটপাট করে খাওয়ার জন্য নয়।
23/12/2022

এভাবে খালি গায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তোরা লুটপাট করে খাওয়ার জন্য নয়।

মুক্তিযুদ্ধ চলাকালে রাইফেল কাঁধে মুক্তিবাহিনীর একজন সদস্য ।

সময়: এপ্রিল, ১৯৭১ সাল ।

ফটোগ্রাফার : অ্যান ডি হেনিং
সৌজন্যে : বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (Jawad)

Address

House 45, Road 27, Block# A, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 06:00
Tuesday 10:00 - 06:00
Wednesday 10:00 - 06:00
Thursday 10:00 - 06:00
Saturday 10:00 - 06:00
Sunday 10:00 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when Combo Bangla Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Combo Bangla Tours & Travels:

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All