25/08/2019
দূর্গাপূজা স্পেশাল দার্জিলিং ট্যুর।
পূজার ছুটিতে #দার্জিলিং- মিরিক- শিলিগুড়ি ভ্রমণ
(৫ রাত ৪ দিন)
ভ্রমণের তারিখঃ ০৩-০৭ অক্টোবর , ২০১৯
বুকিং এর শেষ তারিখ: 20/09/2019
ভ্রমণ খাড়চঃ
@জন প্রতি 12900/- এসি বাস।
@জন প্রতি 11900/- নন এসি বাস।
কাপল রুমের জন্য জন প্রতি 1000/- যোগ হবে।
যোগাযোগ ঃ 01634222333
🔺বুকিং দিলেই ভিসা প্রসেসিং ফ্রী....!!!
প্রাথমিক ১০০০/- বুকিং মানি দিয়ে ভিসা প্রসেসিং শুরু করেদিন!
#যাদের অন্যান্য পোর্ট দিয়ে ভিসা আছে, তাদের ক্ষেত্রে বুকিং দিলেই ফুলবারি ও অন্য একটি পোর্ট এড ফ্রী করে দিচ্ছি।
📍প্রতি মাসেই দার্জিলিং এ আমাদের ট্যুর থাকে। এছাড়া যে কোনদিন ৬ হলেই আমারা দারজিলিং এর ট্যুর করি।
#যাত্রার তারিখঃ- (০৩.১০.২০১৯) রাত ০৯:০০ টায় (ঢাকা থেকে)
#ফেরার তারিখঃ- (০৭.১০.২০১৯) রাত ৮:০০ টায় (বাংলাবান্ধা থেকে)
মানুষের মনের বাঁধভাঙ্গা ইছে গুলো উড়ে যেতে চায় সীমাহীন আকাশে। ইচ্ছে গুলো মেঘের ভেলায় ভেসে বেড়ায় আনমনে আর পথ চলতে চলতে তখনি নিজের অজান্তেই গুন গুন করে গান গেয়ে উঠে মন। আপনার ও আমার অভিলাষী মনের সব ইচ্ছা পুরন ক্রবে আঁকাবাঁকা পাহাড়ি পথ, সারি সারি চা বাগান, মেঘের ভেলায়র রাজ্য দার্জিলিং।
দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা শহর ও পৌরসভা এলাকা। এই শহর নিম্ন হিমালয়ের মহাভারত শৈলশ্রেনীর ভূপৃষ্ঠ থেকে ৭১০০ ফুট ( ২১৬৪.১ মিটার) ঊচ্চতায় অবস্থিত। কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য এবং টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয় দেখার জন্য প্রতিবছরই হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন।
************************************************
#ভ্রমণের সংক্ষিপ্ত বর্ণনাঃ ৩ অক্টোবর কল্যাণপুর থেকে রাত ০৯:০০ সময় বাংলাবান্ধা/ফুলবাড়ি বর্ডার দিয়ে (শিলিগুড়ির) উদ্দ্যেশ্যে যাত্রা।
🔺প্রথম দিনঃ- (০৪.১০.২০১৯) সকালে বাংলাবান্ধা/ফুলবাড়ি পোওছে বর্ডারে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে শিলিগুড়ি চলেযাব সকাল ১২:০০ টার মধ্যেই।শিলিগুড়িতে হোটেলে ফ্রেশ হয়ে রিলাক্সে দুপুরের খাবার খাবো।
তারপর শিলিগুড়ি থেকে টাটা সুমো জিপ গাড়ি করে ( প্রতি টাটা সুমো জীপে ৮ জন করে অথবা Innova তে ৭ জন করে) পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দার্জিলিং এর উদ্দ্যেশ্যে যাত্রা করব। দুপুর বা বিকেল নাগাদ আমরা দার্জিলিং পৌছে হোটেলে চেকিন করে ফ্রেশ হবো। সন্ধ্যায় বেরিয়ে পরব শহরের আশে পাশে ঘুড়েবেড়াতে। সন্ধ্যায় মলে চা খাবো আর আড্ডা দিবো। রাতে হোটেলে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরব।
Breakfast (NO)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
🔺দ্বিতীয় দিনঃ- (০৫.১০.২০১৯) তারিখে সকালে ঘুমথেকে উঠে সকালের নাস্তা করে চলে যাব মিক্স পয়েন্ট অর্থাৎ রক গার্ডেন, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা( বৃহস্পতিবার বন্ধ), তেঞ্জিং রক, চা-বাগান, দার্জিলিং রোপওয়ে/ক্যাব্ল কার ( নিজ খড়চে টিকেট ক্রয় ), জাপানিজ টেম্পেল ও পিস প্যাগোডা ঘুড়ে রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রি যাপন।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
---------------------------------------------------------------
🔺তৃতীয় দিনঃ (০৬.১০.২০১৯) তারিখে ভোর ৩:৩০ টার মধ্যে উঠে বেড়িয়ে পরব টাইগারহিল থেকে সূর্য উদয়ের দৃশ্য অবলোকনের জন্য। ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখে হোটেলে ফিরে আসব। দুপুরের পর যার যার মত বেরিয়ে পরব শপিং করতে। কেউ চাইলে সিনেমাও দেখতে পারেন। রাতের খাবার খেয়ে হোটেলে রাত্রি যাপন।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (Yes)
----------------------------------------------------------------
🔺চতুর্থ দিনঃ (০৭.১০.২০১৯) তারিখে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে, রওনা দিব মিরিক লেকের উদ্দ্যেশ্যে। এখানে লেক ও চা-বাগানের অপরূপ দৃশ্য দেখে নৌকা ভ্রমণ(নিজ খড়চে) করে রওনা দিব শিলিগুড়ির উদ্দ্যেশ্যে। দুপুরের খাবার খেয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেবার পালা। পরদিন (০৮.১০.২০১৯) সকালে ঢাকায় থাকব।
Breakfast (Yes)। Lunch (Yes)। Dinner (NO)
------------------------------------------------------------------
#শিশু পলিসিঃ ১-৪ বছর পর্যন্ত ফ্রী কিন্তু বাসে ও জীপ গাড়িতে বাবা মার কোলে বসতে হবে। আলাদা খাবার পাবেনা।
৫-৬ বছর পর্যন্ত ৯৫০০/- বাসে ও টাটা সুমো গাড়িতে সীট পাবে কিন্তু হোটেলে বাবা মার সাথেই একি বিছানায় থাকতে হবে।
♦খাবার এবং খাবারের মেনুঃ 🍽️🍹🍧
খাবারঃ ৩ টি ব্রেকফাস্ট, ৪ টি দুপুরের খাবার, ৩ টি রাতের খাবার থাকবে।
খাবারের মেনুতে অবশ্যই ভিন্নতা থাকবে & বুফে খাবার পরিবেশন করা হবে।
□ প্রথম দিনঃ 🍽️
সকালের নাস্তাঃ নিজ নিজ দায়িত্বে খাবার খেতে হবে। সবাইকে সকালের নাস্তার জন্য সময় দেয়া হবে।
দুপুরের খাবারঃ সাদা ভাত, শব্জি,চিকেন,ডাল ও পানি।
রাতের খাবারঃ রুটি,সাদাভাত, চিকেন, ডাল,শব্জি, সালাদ, পাপর, পিকেলস, সুইট ও পানি।
□ দ্বিতীয় দিনঃ 🍽️
সকালের নাস্তাঃ আলু পরটা, ব্রেড জেলি, ডিম ভাজি, শব্জি, চা পানি।
দুপুরের খাবারঃ রুটি,সাদাভাত, মাছ, ডাল,শব্জি, সালাদ, পাপর, পিকেলস, সুইট ও পানি।
রাতের খাবারঃ রুটি,সাদাভাত, চিকেন, ডাল,শব্জি, সালাদ, পাপর, পিকেলস, সুইট ও পানি।
□ তৃতীয় দিনঃ 🍽️
সকালরে নাস্তাঃ পরটা, পুরি, ডিম ভাজি,শব্জি, চা পানি।
দুপুরের খাবারঃ রুটি,সাদাভাত, চিকেন, ডাল,শব্জি, সালাদ, পাপর, পিকেলস, সুইট ও পানি।
রাতের খাবার: রুটি,সাদাভাত, ডিম ভুনা, ডাল,শব্জি, সালাদ, পাপর, পিকেলস, সুইট ও পানি।
□ চতুর্থ দিনঃ 🍽️
সকালরে নাস্তাঃআলু পরটা, পুরি, ডিম ভাজি,শব্জি, চা পানি।
দুপুরের খাবারঃ ভাত, শব্জি, ডাল, চিকেন, পানি।
রাতের খাবারঃ হাইওয়েতে নিজ নিজ দায়িত্বে খাবার খাব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#যা যা থাকছে ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ঢাকা-বাংলাবান্ধা/ফুলবাড়ি-ঢাকা নন এসি/ এসি বাসের উপডাওন টিকেট।
২. বাংলাবান্ধা/ফুলবাড়ি-শিলিগুড়ি-বাংলাবান্ধা/ফুলবাড়ি আপডাউন অটো/গাড়ি ভাড়া।
৩. ৩ দিনের জন্য রিসার্ভ টাটা সুমো জীপ।
৪. ৩ রাত দার্জিলিং এ হোটেলে থাকার খড়চ ( প্রতি রুমেই এটাচ বাথ্রুম ও হোট ওয়াটারের জন্য গিজারের সুব্যবস্থা থাকবে ও ওয়াই ফাই সুবিধা) Hotel Mervel International অথবা North Star অথবা Hotel Rink Haritage অথবা সমমানের কোন Hotel.
৫. ড্রাইভার হেল্পারের যাবতীয় খড়চ।
৬. ও সার্বক্ষণিক বাঙ্গালী গাইড।
#যা যা থাকছেনা ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ভিসা প্রসেসিং বা ভিসা খড়চ।
২. ট্রাভেল ট্যাক্স।
৩. যাবতীয় বর্ডার টিপস।
৪. বিভিন্য ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফী ও বিভিন্ন রাইড ফী।
৫. সিনেমার টিকেট।
৬. বাসের যাত্রা বিরতির খাবার।
৭. প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধ্বস, রাস্তা অবরোধ, রাজনৈতিক গোলযোগ, ধর্মঘট, সড়ক দুরঘটনা ইত্যাদি কারনে ঊদ্ভুত কোন খড়চ ক্রেতা বা ভোক্তাকে সরাসরি ঘটনা স্থলেই বহন করতে হবে।
৮. ভ্রমণের ৩ দিন আগেই পুরোটাকা পরিশোধ করতে হবে।
********************************************
#বিশেষ দ্রষ্টব্যঃ বাস এবং বাসের সিট নিয়ে কোন প্রকার কমপ্লেইন গ্রহন যোগ্য নয়।
PARKWAY উদ্ভুত যে কোন কারনে ট্যুর প্ল্যান পরিবর্তন ও ট্যুর বাতিল করতে পারে।
********************************************
★বুকিং এর নিয়মঃ
বুকিং চার্জ জন প্রতি ৫০০০/- টাকা প্রদান করে আপনার বুকিং কনফার্ম করুন।
♦ সরাসরি অফিসে এসে বুকিং দিতে পারেন
অফিসের ঠিকানাঃ
Satabdi Center (13th Floor), Suit-13P
292, Inner Circular Road, Fakirapool
Dhaka-1000.
#জরুরী নোটঃ
* কোন রকম আইন বিরধী কাজে সম্প্রিক্ত থাকা যাবেনা।
* নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা।
* সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবেনা। পরিবেশ নষ্টহয় এমন কাজ করা যাবেনা।
* ভ্রমণ চলাকালীন যেকোন সমস্যা হতে পারে, তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই অংশগ্রহণ করতে হবে।
* যারা ভ্রমণে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেনা তাদের কোন গ্রুপ ভ্রমণে না যাওয়াই শ্রেয়।
* দল ছাড়া হয়ে ঘোরা যাবেনা। বিশেষ প্রয়োজনে টিম লিডারকে জানিয়ে যোওয়া যেতেপারে।
* ভ্রমণ কালীন কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
* খাবারের মেন্যুতে অদলবদল হতে পারে।
* কোন প্রকার মাদক এর সাথে সম্পৃক্ততা থাকা যাবেনা।
* খাবারের কোন সমালোচনা না করে পরামর্শ বিশেষ কাম্য।
* অবশ্যই ভারত এবং ভুটান ভুখন্ডের আইন, নিয়ম কানুন মেনেচলুন।
* ভারত ও ভুটান এ ধর্মীয় ব্যাক্তি ও ধর্মীয় উপাসনালয় কে স্মমান দিতে হবে।
* কোন প্রকার রাজনৈতিক কথা বার্তা বলা যাবেনা।
* হোটেল রুমের ব্যাপারে কোন প্রকার কমপ্লেইন গ্রহনযোগ্য নয়।
* বাসের সিট ও বাস নিয়ে কোন প্রকার অভিযোগ গ্রহণযোগ্যনয়।
* বাসের সিটের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন।
♦Note: প্রতি মাসেই Darjeeling & Bhutan এ আমরা Group Tour, Family tour & Corporate Tour ট্যুর করে থাকি।
MD BABUL HOSEN